Bengal CM chairs her 155th administrative review meeting in South 24 Parganas

Today Bengal Chief Minister Mamata Banerjee conducted the administrative review meeting for South 24 Parganas district. The administrative review meeting of the district took place in Pailan.

This was her 155th administrative review meeting. She took stock of the ongoing projects in the district.

Several steps have taken up for the development of Sunderbans and Sagar Island. A few months ago, three police districts have also been formed in South 24 Parganas.

 

Highlights of her speech:

This is the 155th administrative review meeting

Healthacre is not a business but a service. Treat patients with care and humane touch

New health commission has been formed for the benefit of common people

We are setting hub waiting hubs for pregnant women

Institutional delivery has increased from 65% to 92% in 6 years. This is an index of social development

Five multi super speciality hospitals are being set up in South 24 Parganas

Diamond Harbour has become a Health District. A new medical college has been set up

Financial emergency is still going on. People cannot withdraw money as per their will

An industrial estate is coming up at Paddapukur (in South 24 Parganas). Another MSME cluster will come up there

Dr Amit Mitra is very annoyed. We will give a strong letter to Union Finance Minister. We will not accept GST in present form

We have 1000 acres of land at Goaltore for manufacturing industry

We are setting up ITIs and polytechnics in every block and sub-division. We are focussing on skill development

We will consider January-December as Financial Year from now

Bengal has received National Award for convergence in 100 Days’ Work

We invite students to these administrative meetings because we want them to enter public service

Earlier even toilets were not there on highways for tourists. Now we are setting up ‘Patha Sathi’ every 30 km

We are enforcing SOPs for jetties across the State

We will lay foundation stones for 18000 km roads across Bengal on 12 June at 4 PM

Special task force to be formed to solve low voltage problem in South 24 Parganas

 

আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী  

হুগলীর পর আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জেলার চলতি প্রকল্পগুলি সম্পর্কে খোঁজখবরও নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন ও সাগর দ্বীপের উন্নয়নের জন্যও বেশ কিছু পদক্ষেপ নেবেন। কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনাতে ৩ টি পুলিশ জেলা গঠন করা হয়।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

আজকের এই বৈঠক ১৫৫ তম প্রশাসনিক বৈঠক

চিকিৎসা একটি পরিষেবা, ব্যবসা নয়। মানবিকভাবে রোগীদের চিকিৎসা করুন

নতুন স্বাস্থ্য আইন তৈরী করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য

আমরা গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব তৈরী করেছি

রাজ্যে ৬ বছরে ইনস্টিটিউশনাল ডেলিভারি ৬৫% বেড়ে থেকে ৯২% হয়েছে। সামাজিক বিকাশের সূচক এটা

দক্ষিণ ২৪ পরগনায় ৫টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে

ডায়মন্ড হারবারকে স্বাস্থ্য জেলা ঘোষণা করা হয়েছে। একটি নতুন মেডিকেল কলেজও তৈরী হয়েছে

দেশে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি চলছে। মানুষ নিজেদের ইচ্ছেমত টাকা তুলতে পারছেন না

পদ্মপুকুরে একটি ইন্ডাস্ট্রি এস্টেট তৈরী হচ্ছে। ওখানে এমএসএমই সেক্টরও হবে

জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। এইবর্তমান রূপে জিএসটি সমর্থনযোগ্য নয়

গোয়ালতোরে আমাদের ১০০০ একর জমি আছে ম্যানুফ্যাকচারিং শিল্পের জন্য

আমরা ব্লকে ব্লকে ও প্রতিটি সাবডিভিশনে আইটিআই ও পলিটেকনিক তৈরী করছি। আমরা স্কিল ডেভেলপমেন্টে দেশে নম্বর ওয়ান

এখন থেকে জানুয়ারী-ডিসেম্বরকে ফিনান্সিয়াল ইয়ার মানা হবে

একশো দিনের কাজে আমরা কনভার্জেন্স এ জাতীয় পুরস্কার পেয়েছি

আমরা এই প্রশাসনিক বৈঠকগুলোতে ছাত্রছাত্রীদের ডাকি কারণ আমি চাই তারাও পাবলিক সার্ভিসে আসুক

আগে তো হাইওয়েগুলোতে টয়লেটও ছিল না। এখন পর্যটকদের জন্য আমরা প্রতি ৩০কিমি একটা পথ সাথী তৈরী করছি

রাজ্যের জেটিগুলিতে এসওপি লাগু করা হয়েছে

১২ই জুন বেলা ৪টায় রাজ্যজুড়ে ১৮০০০ কিমি রাস্তার জন্য ইট পাতা হবে

দক্ষিণ ২৪ পরগনায় লো ভোল্টেজের প্রবলেম মেটাতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরী করা হবে

 

 

 

 

 

On Mother’s day, Mamata Banerjee dedicates poem to all mothers

Today is Mother’s Day. The second Sunday of May is celebrated the world over as a tribute to the mother who selflessly devotes all her life to the well-being of her child.

On this occasion, Chief Minister Mamata Banerjee has conveyed her greetings through social media to all mothers.

She has also written a poem titled ‘Maa’, dedicated to all mothers.

The poem is reproduced below.

Maa

Jotoi dekhi totoi jani
Maa amader aswosto bani
Ofuronto maayer bhalobasa
Amader jogar banchar asha

Mayer mukh sworgosukh
Bhuliye deye sokol dukh
Maayer bodon molin hole
Sob hoye jay golmele

Oshustho holey maayer hath
Snehobhora bhalobasar chhap
Duhshomoye maayer anchol
Aral kore bipod sokol
‘Maa’ je moder ‘Maa’
Momottwobhora hasi niyei onuprerona dao maa

Maa jar nei se boro ekla,
Byathar somoy jay na dukkhoke bhola
Maayer dak asol dak
Pichu dakleo ashirbaad

Maa ke jara bhalobase na
Sneho ki jinish tara jane na
Maayer mon sontaner dhon
Maa je moder maa
Jotoi dekhi totoi bhabi
Swad tobu mete na

 

 

মাতৃ দিবসে সকল মায়েদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালিত হয়।

মাতৃ দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকল মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উপলক্ষে তিনি একটি কবিতাও লিখেছেন। কবিতাটির নাম ‘মা’।

 

‘মা’

যতই দেখি ততই জানি
মা আমাদের আশ্বস্ত বাণী
অফুরন্ত মায়ের ভালোবাসা
আমাদের জোগাড় বাঁচার আশা।

মায়ের মুখ স্বর্গ সুখ,
ভুলিয়ে দেয় সকল দুখ,
মায়ের বদন মলিন হলে
সব হয়ে যায় গোলমেলে।

অসুস্থ হলে মায়ের হাত,
স্নেহভরা ভালোবাসার ছাপ
দুঃসময়ে মায়ের আঁচল,
আড়াল করে বিপদ সকল
‘মা’ যে মোদের ‘মা’,
মমত্বভরা হাসি নিয়েই অনুপ্রেরণা দাও মা।

মা যার নেই সে বড় একেলা,
ব্যাথার সময় যায় না দুঃখকে ভোলা,
মায়ের ডাক, আসল ডাক
পিছু ডাকলেও আশীর্বাদ।

মা কে যারা ভালোবাসে না,
স্নেহ কি জিনিস তারা জানে না,
মায়ের মন, সন্তানের ধন,
মা যে মোদের মা,
যতই দেখি ততই ভাবি
স্বাদ তবু মেটে না।

 

Be alert and take immediate action to prevent riots: CM tells police

Chief Minister Mamata Banerjee on Friday instructed the police force to take immediate steps to maintain law and order, and prevent riots.

The chief minister presided over the administrative review meeting in Howrah on Friday afternoon. She asked the police to be on alert and take immediate action if anybody tries to foment communal trouble.

“The police should always remain alert and keep an eye on each and every incident. Don’t ignore any information and cross check its veracity. Use civic police, green police and local clubs to gather ground-level information. Some people from outside are trying to foment communal discord,” she said.

She asked the police to be on the road and play an effective role to maintain law and order. “Lot of false propaganda is being carried out that nothing has been done in Dhulagarh. It is absolutely false. Why don’t they tell the facts about how many people were arrested? How many people were given compensation by the government?” she said.

“A TV channel had shown a one-sided report about Dhulagarh. It did not say any word on action taken by the government, she said. The fact is that the state government is reconstructing the houses and shops affected in Dhulagarh violence in addition to payment of compensation of Rs 2.5 crore,” the CM said.

 

দাঙ্গা রুখতে পুলিসকে আরও তৎপর হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

হাওড়ায় প্রশাসনিক বৈঠকে সাঁকরাইলের ধূলাগড়ের অশান্তির কথা উত্থাপন করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়ে গেলেন, বাংলায় তিনি কোনও দাঙ্গা, অশান্তি আর উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবেন না।

তিনি বলেন, “দিল্লির একটা চ্যানেল ধুলাগড়ের ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। সরকারের কাজগুলোর কথা তো লেখেনি। ধুলাগড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি/দোকান গুলি পুনর্নির্মাণ করে দিচ্ছে রাজ্য সরকার। ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।”

তিনি পুলিশকে নির্দেশ দেন, অশান্তিতে যারা উসকানি দেবে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশ কমিশনারের কাছ থেকে গ্রামীণ জেলার পুলিশ সুপার সুমিত কুমারকে সাহায্য ও পরামর্শ নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি তাঁদের বলেন, মানুষের সঙ্গে যোগসূত্র বাড়ান, ক্লাব, ভালো মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। এলাকায় বড় কোনও অনুষ্ঠান থাকলে আগাম ব্যবস্থা নিন। পুলিশ দেখলে গুন্ডারা যাতে ভয় পায়, সেটা করুন। কেউ দাঙ্গা বাধাতে চাইলে সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।তিনি পুলিশকে বলেন, ঝুঁকি নিতে হবে।

Chief Minister Mamata Banerjee to honour successful Kanyashrees

In August, when the Kanyashree Dibas (Kanyashree Day) celebrations for this year would be taking place (Kanyashree Dibas falls on August 14), Bengal Chief Minister is going to hand over awards to successful Kanyashrees, that is, Kanyashree beneficiaries – to those who have achieved success in their studies as well as below-18 beneficiaries who have stood on their feet by learning some skill.

The Kanyashree Scheme of the Bengal Government has been an unqualified success. Begun in October 2014 on the personal initiative of Chief Minister Mamata Banerjee, it has achieved to a large extent its main aims – encourage and enable education of girl children, prevent child marriage and trafficking of women through the awareness generated by education, and through the financial support for their education, enable girl children, especially those from poor families, to achieve self-sufficiency, self-awareness and self-confidence.

Kanyashree has encouraged girl children to stand up against their being married off against their will, to the extent of even having their parents arrested in some extreme cases. These social and educational successes have brought Kanyashree Scheme international fame too: the United Nations has earmarked the scheme as an international role model.

As per the scheme, girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage. However, there is a rider: if the girl is married off before 18 years of age, the Rs 25,000 is not given. Thus this encourages the beneficiaries to continue their studies and marry at the right time.

The scheme is on course to achieve a new high-water mark soon – 40 lakh beneficiaries. With 39,22,650 enrolments, that’s now a given. This target, to be achieved within three years, was set at the outset of the scheme by Chief Minister Mamata Banerjee. Along with almost 40 lakh beneficiaries, there are 90 lakh applicants too.

 

 

সফল ‘কনাশ্রী’ দের পুরস্কৃত করবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী’র সেরা কন্যাদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভালো কাজের ভিত্তিতে ওই সংবর্ধনা দেওয়া হবে।ভালো কাজের জন্য সেরা কন্যাদের সম্মানিত করে উৎসাহিত করতে চান মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫০ জনের নাম কন্যাশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়েছে।

২০১৩-১৪ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশুনো চালিয়ে যাওয়ায় উৎসাহ দেওয়া – তাই মেয়েদের জন্য স্কলারশিপ চালু করেন। কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর বাল্যবিবাহ রোধে রাজ্যে অনেকটাই সাফল্য মিলেছে। তবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিশোরী বা যুবতীদের শুধুমাত্র আর্থিক স্কলারশিপই নয়, প্রশিক্ষণও দেওয়া হবে। এ ব্যাপারে কারিগরি দপ্তরের সঙ্গেও কথাবার্তা চলছে।

কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই শুধু কেন্দ্রীয় সরকারের তরফেই নয়, বিদেশ থেকেও সমাদৃত হয়েছে। ইউনেস্কো’র তরফে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও পশ্চিমবঙ্গের এই প্রকল্পকে অনুসরণ করে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে।

কন্যাশ্রী প্রকল্পের অম্তর্গত পড়ুয়াদের মধ্যে যারা অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক ৭৫০ টাকা করে দেওয়া হয় আর বয়স ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

Students of RBU attend CM’s administrative meeting at Howrah

Bengal Chief Minister Mamata Banerjee chaired an administrative review meeting in Howrah today. She reveiewed the work done by the district administration so far and inaugurated several projects including Uluberia Stadium and two Krishak Bazars.

For the first time, a delegation of students from Rabindra Bharati University attended this meeting. At the end of the meeting, the CM interacted with the students. They were elated to have been made a part of such a historic meeting and thanked the CM for inviting them.

During the meeting the CM reiterated that healthcare is not a commercial service. She urged upon private hospitals to serve people with humane touch. “Service cannot be sold. There is no alternative to service,” she said.

She also asked the police to be alert. “Few goondas from outside are trying to spread communal discord. The police must maintain law and order.”

Regarding the Dhulagarh incident, she said: “State Government is reconstructing the houses/shops affected in Dhulagarh. Compensation of Rs 2.5 crore has been paid. Few channels from Delhi showed one-sided report about Dhulagarh. They did not say any word on action taken by the Government.”

The Mamata Banerjee-led State Government was the first one to start district-wise administrative review meetings, in order to get a first-hand account of the latest developmental work.

 

 

হাওড়ায় প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত হয়ে উৎফুল্ল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

 

আজ হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ জেলা প্রশাশনের অধিকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। প্রশাসনিক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।

বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে আলোচনার সময় বলেন, “সেবা কখনো বিক্রি হয় না। সেবার কোন বিকল্প হয় না”।

তিনি আরও বলেন, “বাইরে থেকে কিছু গুন্ডা এসে সাম্প্রদায়িকতার নামে গণ্ডগোল করছে”। তাই এই বিষয়ে পুলিশকে নজর রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ধুলাগড় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ধুলাগড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি/দোকান-গুলি পুনর্নির্মাণ করে দিচ্ছে রাজ্য সরকার। ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দিল্লির একটা চ্যানেল ধুলাগড়ের ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। সরকারের এই কাজগুলোর কথা তো তারা লেখেনি”।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারই প্রথম জেলায় জেলায় ব্লক স্তরে এই প্রশাসনিক বৈঠক চালু করেন। হাওড়ায় প্রশাসনিক বৈঠকে আমন্ত্রিত হয়ে উৎফুল্ল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

 

 

Khadya Sathi going full steam ahead – adds 16 lakh more beneficiaries

The Bengal Government has decided to bring 16 lakh more beneficiaries under the Khadya Sathi Scheme, under which rice is made available rice at Rs 2 per kg per month.

Under the scheme, run by the Food and Supplies Department, these 16 lakh people would get 5 kg of rice each every month. So, for example, if a family has five members, it would get 25 kg of rice per month.

The 16 lakh new beneficiaries are from within the BPL category.

The State Government will now be spending Rs 4,500 crore for the entire scheme now.

Chief Minister Mamata Banerjee had initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the State’s population. It had initially aimed to ensure that 70 lakh people in the State get food and cereals at half the market price while over seven crore people get 5 kg of food grain every month at Rs 2 per kg.

Now, the State is trying to extend the benefits of this scheme to more and more people.

 

খাদ্য সাথী প্রকল্পে উপকৃত হবেন আরও ১৬ লক্ষ মানুষ

রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পে আরও ১৬ লক্ষ মানুষ পেতে চলেছেন ২ টাকা কিলো দরে চাল।

খাদ্য সরবরাহ দপ্তর পরিকল্পনা নিয়েছেন এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রতি পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ৫ কিলো করে চাল দেওয়ার। তারা অর্থ দপ্তরে নথিপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে খাদ্য সাথী প্রকল্পে এই নতুন অন্তর্ভুক্তি সংক্রান্ত।

অর্থ দপ্তরও তাদের সম্মতি জানিয়েছে এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হবে ৪,৫০০ কোটি টাকা। এই প্রকল্প শুরুর আগেই খাদ্য সরবরাহ দপ্তর সব জেলার জেলা শাসকদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল।

ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য ও সরবরাহ দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম সরবরাহ করার।খাদ্য সাথী প্রকল্প পেয়েছে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে জনবন্টন পদ্ধতি পেয়েছে এক নতুন মাত্রা। এই মুহূর্তে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। এবার রাজ্য পদক্ষেপ নিয়েছে আরও ১৬ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার।

খাদ্য সরবরাহ দপ্তরের এক উচ্চ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এই নতুন প্রকল্প এ বছরের মে মাস থেকেই শুরু হওয়ার কথা। ১৬ লক্ষ রেশন কার্ড প্রাপকরা এই প্রকল্পে উপকৃত হবেন। এই মুহূর্তে দপ্তরের কাছে নতুন প্রকল্পের জন্য পর্যাপ্ত চাল মজুদ আছে।

 

 

 

 

Japanese restaurant to be launched at Eco Park

A Japanese restaurant will be launched at the Japanese Forest that has come up at Eco Park today. The Japanese garden is the only-of-its-kind in eastern India. The restaurant is the first-of-its kind in New Town and adds to the few Japanese restaurants in the city. Mouth-watering sushi will be served to the guests.

Eco Park, renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee which has already become a major tourist attraction with the footfall crossing 75 lakh since its opening in January 2013, is also gaining popularity among the foodies in the city who love the cuisine served at Café Ekante and the house boat restaurant.

The Japanese Garden, which is one of the 500 such gardens outside Japan, has a wish pond and a pagoda along with an area where people meditate. Japanese experts had visited the garden before its inauguration and appreciated the venture.

The Japanese Garden had been constructed keeping in mind the ambience so that the people could have a taste of Japan. Now, replicas of seven wonders of the world are being constructed at Eco Park.

 

ইকো পার্কে উদ্বোধন হবে জাপানী রেস্তরাঁর

 

আজ নিউটাউনে ইকো পার্কার জাপানী গার্ডেনে উদ্বোধন হতে চলেছে জাপানী রেস্তরাঁর । এই ধরনের বাগান পূর্ব ভারতে এই প্রথম তৈরী হয়েছে। এই শহরে গুটিকয় জাপানী রেস্তরাঁর সঙ্গে নিউটাউনের এই রেস্তরাঁটিও যুক্ত হল। জিভে জল আনা সুসি পাওয়া যাবে এখানে।

২০১৩ সালের জানুয়ারি মাসে উদ্বোধন হয় ইকো পার্কের। এখন পর্যন্ত ৭৫ লক্ষেরও বেশী মানুষ এসেছেন এখানে; ইকো পার্ক এখন কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছেন প্রকৃতি তীর্থ।

এখানকার ক্যাফে একান্তে ও হাউস বোট রেস্তোরাঁ ইতিমধ্যেই ভোজনরসিক বাঙালির মন জয় করেছে।

 

 

Work on Swasthya Sathi likely to be completed soon

Bengal Chief Minister Mamata Banerjee’s dream project of introducing Group Health Insurance Scheme to cover around 3 crore population and issuing Swasthya Sathi cards to the beneficiaries for availing the services is expected to be completed within this month.

Around 93 percent of the work has already been completed as 40 lakh families across the state have already been given the Swasthya Sathi Card as a result of which, more than 2 crore people are already getting the benefits of the health insurance scheme.

The Health department officials believe that the remaining 5 lakh families will soon be covered under the scheme. A total of 3 crore population or 45 lakh families would be included in the scheme as the Chief Minister had announced in February 2016. She announced that people working in self help groups, ICDS workers, ASHA workers, civic volunteers, civil defence volunteers and various other workers would be covered under the health insurance scheme.

Under the Swasthya Sathi scheme, the state government provides basic health coverage for secondary and tertiary care up to Rs 1.5 lakh per annum to each worker. In case of critical illnesses and surgeries like cancer, neurosurgeries, cardiothoracic surgeries, liver diseases and blood disorders, the patients are entitled to get up to Rs 5 lakh for each patient or their family members. All pre-existing diseases are covered under this scheme. The state government will bear the entire premium and the beneficiaries need not contribute to avail the benefit.

The Swasthya Sathi cards will have detail information about the beneficiaries and their names. Distribution of smart cards was started in December last year when the Chief Minister handed over Swasthy Sathi Crards to 20 beneficiaries. It was learnt, that there will be no cap on the family size and parents of both the spouses will be covered. All newborns will be covered whereas all pre-existing diseases will be covered from day one.

The state government has decided to give health insurances to people. The state government has already tied up with 700 hospitals both public and private which are brought under the coverage of health scheme. After seeing the success of the Bengal’s Group Health Insurance Scheme, the Centre is trying to introduce the National Health Protection Scheme (NHPS) to provide better healthcare facilities to people.

 

চলতি মাসেই শেষ হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের কাজ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’। প্রায় ৩ কোটি মানুষ এই প্রকল্পের অধীনে উপকৃত হবেন। এই প্রকল্পের আওতার সকল উপভোক্তাদের স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে তাঁরা সকল পরিষেবা গ্রহণ করতে পারবেন, সেই প্রক্রিয়াও এমাসের মধ্যে শেষ হয়ে যাবে।

ইতিমধ্যেই ৯৩% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রাজ্যের প্রায় ৪০ লক্ষ পরিবারকে ইতিমধ্যেই স্বাস্থ সাথী কার্ড দেওয়া হয়েছে। ২ কোটিরও বেশি মানুষ এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন।

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন বাকি ৫ লক্ষ মানুষকেও এই প্রকল্পের আওতায় খুব শীঘ্রই আনতে পারা যাবে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে ৪৫ লক্ষ পরিবার বা তিন কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি ঘোষণা করেন স্বনির্ভর গোষ্ঠীর কর্মী, ICDS কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, ও অন্যান্য কর্মীরা সকলেই এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন।

স্বাস্থ্যসাথী প্রকল্প

বছরে মোট সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা থাকছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। আর এই বিমার আওতায় আসছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও তার বড় বড় সরকারি ক্লিনিক। রাজ্য সরকারের যে সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীরা আছে তাদেরও এই স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে। এর ফলে এই স্বাস্থ্য বিমার সুবিধা সুবিধা পাবেন স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী, অঙ্গনওয়ারি কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বিভাগ, হোমগার্ড, অর্থদপ্তরের চুক্তিবদ্ধ কর্মী, গ্রিন পুলিশ, সিভিল ডিফেন্স, NVF, ICDS,পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী, অসংগঠিত শ্রমিক সহ আরও অনেক বিভাগের কর্মীরা।প্রতি বছর দেড় লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা মিলবে। অন্যদিকে ক্যান্সার, নিউরো সার্জারি, হৃদরোগজনিত অস্ত্রোপচার, লিভার সংক্রান্ত অসুখ এবং রক্তের সমস্যার চিকিৎসার জন্য এই প্রকল্পে ৫ লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যাবে। রাজ্য সরকার সমস্ত প্রিমিয়াম দেবে।

স্বাস্থ্যসাথী কার্ড

স্বাস্থ্যসাথী বিমার অন্তর্গতদের দেওয়া হবে ‘স্বাস্থ্যসাথী কার্ড’। এই কার্ডে ব্যক্তির নাম সহ সমস্ত বিস্তারিত তথ্য থাকবে। গত বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ২০ জনের হাতে তুলে দিয়েছেন এই স্বাস্থ্য সাথী কার্ড, তারপর থেকেই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে। এই কার্ডের মাধ্যমে ব্যক্তির পরিবারের সমস্ত সদস্যরাই এই পরিষেবা পাবেন।  সদ্যোজাত শিশুরাও এই বীমার সুবিধা পাবেন, আগের কোনও রোগ থাকলে সেটির চিকিৎসাও এই বীমার মাধ্যমে হবে।

রাজ্য সরকার সাধারন মানুষকেও স্বাস্থ্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ৭০০ সরকারী ও বেসরকারী হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্যে জন স্বাস্থ্য বীমা প্রকল্পের অভূতপূর্ব সাফল্য দেখার পর কেন্দ্র সরকারও সিদ্ধান্ত নিয়েছে জনগণের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু করার।

 

Series of development initiatives for Indo-Bhutan border town Jaigaon

Bengal government will set up a state-of-the art bus terminal at Jaigaon situated in the Indo-Bhutan border at an estimated cost of Rs 7 crore, Chief Minister Mamata Banerjee announced on Wednesday.

She will inaugurate a gate in Jaigaon on Thursday and the area would be developed into a commercial hub. The Urban Development department has chalked out a comprehensive scheme for the development of Jaigaon which is a thickly populated area.

The state government is now engaged in the improvement of infrastructure building of Jaigaon. The Public Health Engineering department has chalked out a scheme worth Rs 91 crore to provide drinking water to the area. This will solve the drinking water crisis in the area.

The state government has also proposed to set up an economic area development zone in Jaigaon along the international road connecting India, Bangladesh, Nepal and Bhutan. This will increase the economic activities of the area.

 

ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁর উন্নয়নে নানা উদ্যোগ রাজ্যের

ভারত-ভুটান সীমান্ত এলাকায় অবস্থিত জয়গাঁতে বাস টার্মিনাস তৈরী করা হবে। এজন্য ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতকাল একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার জয়গাঁতে একটি প্রবেশদ্বারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই এলাকাটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উন্নীত হবে। পুর ও নগরোন্নয়ন দপ্তর  জয়গাঁর  উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

জয়গাঁর পরিকাঠামো উন্নয়নের জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ৯১ কোটি টাকার একটি জল সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছে। এর ফলে এই এলাকায় পানীয় জলের সংকট সমস্যারও সমাধান হবে।

যেহেতু জয়গাঁ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের সংযোগস্থল তাই এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার।

 

A surge of development in Alipurduar

Bengal Chief  Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for a bouquet of projects in Alipurduar district.

The projects that were inaugurated include OPD of Falakata multi super speciality hospital, SNCU at Birpara State General Hospital, a gateway at Jaigaon, new administrative building of Falakata Police Station, Karma Tirthas, schools, roads, bridges, home stay, healthcare facilities.

She also laid the foundation of power sub-stations, administrative buildings, fire service stations, bus terminus at Jaigaon, schools, roads, eco-tourism projects among others.

The CM distributed benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sabuj Sathi, Sabuj Shree, agricultural equipment and others.

 

আলিপুরদুয়ারে উন্নয়নের জোয়ার

আজ আলিপুরদুয়ার জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফলাকাটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগ, বীরপাড়া জেনারেল হাসপাতালে SNCU, জয়গাঁতে দ্বিতীয় ভুটান প্রবেশদ্বার, ফলাকাটা পুলিশ স্টেশনে নতুন প্রশাসনিক ভবন, কর্ম তীর্থ, স্কুল, রাস্তা, ব্রিজ, হোম স্টে, স্বাস্থ্য পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

পাওয়ার সাব স্টেশন, প্রশাসনিক ভবন, ফায়ার স্টেশন, জয়গাঁতে বাস টার্মিনাস, স্কুল, রাস্তা, ইকো ট্যুরিজম প্রজেক্ট সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করলেন মুখ্যমন্ত্রী।

এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন সরকারী পরিষেবাও প্রদান করলেন মুখ্যমন্ত্রী।