Bengal govt to give small traders free software for filing GST returns

Bengal government will provide free software to small traders for filing goods and services tax (GST) returns, state Finance Minister Dr Amit Mitra said on August 30.

“We are in touch with the NIC (National Informatics Centre) and work is on to develop the software,” Dr Mitra said while addressing a seminar on GST.

Bengal would be one of the few states to provide free GST software under the new tax regime in the country.

Addressing the seminar on phone, Chief Minister Mamata Banerjee said that the State was never against GST but opposed the hurried implementation of the new system.She assured that the State would continue to fight for the right of small enterprises.

 

জি এস টি-র জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার পরিষেবা দেবে রাজ্য

জি এস টি নিতে সমস্যায় পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে একটি সফটওয়্যার তৈরি করছে রাজ্য সরকার। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে, একথা জানান, অর্থমন্ত্রী অমিত মিত্র।

এই অনুষ্ঠানে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জিএসটির বিরোধী নয়। কিন্তু যে ভাবে তাড়াহুড়োয় নতুন কর ব্যবস্থা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হল, তা ঠিক হয়নি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সব সময় লড়াই চালিয়ে যাবে।

এদিন শিল্পমন্ত্রী বলেন, পরিকাঠামো ছাড়াই গোটা প্রক্রিয়া চালু করে দিলে কি হয় তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই জিএসটি সংক্রান্ত হিসেব রাখতে এই সফটওয়্যার আনা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেতিক্স সেন্টার এই সফটওয়্যার তৈরির কাজ করছে।

Source: Bartaman

Bengal CID to create Suraksha Sathi app to give crime control a fillip

The investigation and intelligence wing of Bengal’s police force, CID (Criminal Investigation Department) is soon going to come out with an app, ‘Suraksha Sathi’ to enable people to send information anonymously to the police, which can be of immense help.

It must be mentioned that the police force in Bengal has done a lot in the last few years to form a closer bond with the people, from launching apps for establishing a police-public interface (‘Bondhu’ app by Kolkata Police) to running self-defence programmes for women (‘Suraksha’) to conducting public awareness programmes all through the year.

The Suraksha Sathi app is another effort at reaching out to the public. Through this app, anyone can send information regarding any crime or suspicious activity to the police, and also complaints against any errant cop.

Another useful aspect about this app is that any user can send information to the police if he/she himself/herself is in trouble too.

Chief Minister Mamata Banerjee wants the public to work hand-in-hand with the police everywhere in the state, and become an integral part of law-keeping. The Suraksha Sathi app is a major step up towards achieving that aim. After all, a little caution on the part of everyone would be a big step towards upholding the security of the state.

Source: Aajkal

 

রাজ্যে অপরাধ কমাতে সুরক্ষা সাথী অ্যাপ

রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি উদ্যোগ নিচ্ছে রাজ্যের অপরাধ কমাতে, শান্তি বজায় রাখতে।

রাজ্যবাসী একটু সতর্ক হলে বাইরের শত্রু ঘরে ঢুকতে পারবে না-এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের কাছে হয়ত তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু তাঁরা এ সব বিষয়ে মুখ খুলতে চান না। বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে চাইছে প্রশাসন। তার প্রথম পদক্ষেপ হল ‘সুরক্ষা সাথী অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে আপনি সব রকম তথ্য সেখানে দিতে পারবেন। আপলোড করতে পারবেন ছবি। আপনার নামধাম কেউ জানতে পারবেন না।

সিআইডি চাইছে রাজ্যের মানুষ পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে অপরাধ কমাতে সাহায্য করুক। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সিআইডি আরও সতর্ক এবং এই ধরনের পদক্ষেপ নিয়েছে। পুলিশ মানে ভয়ের কিছু নয়, পুলিশ মানুষের সঙ্গে রয়েছে এবং থাকবে।

এই অ্যাপে যুক্ত হলে আরও অনেক সুবিধা পাবেন আপ ব্যবহারকারীরা। নিজে কোনও সমস্যায় পড়লে, তা সহজেই পৌঁছে যাবে সিআইডি-র কাছে। এতে আপনি পুলিশের বন্ধু হতে পারেন। নিজের রাজ্যের জন্য একটু দায়িত্বশীল হলেই নিজের ঘরও নিরাপদ থাকবে।

 

 

Bengal CM inaugurates ‘Anurodher Ashor’

‘Anurodher Ashor’ – song request programme – featuring veteran singers and musicians hold at Nazrul Mancha today.

Songs from the golden era of Bengali music highlighted of this programme.

Incidentally, Mamata Banerjee instituted ‘Sangeet Samman’ awards in 2012. Veterans like Firoza Begum, Girija Debi, Sandhya Mukherjee, Dwijen Mukherjee, Manna Dey, Pandit Ajoy Chakraborty and others have been honoured in the past. She has also initiated Lok Prasar Prakalpa for folk artistes.

‘Anurodher Ashor’ is a step in the direction for the revival of the golden age of Bengali music.

 

অনুরোধের আসরএর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ নজরুল মঞ্চে ‘অনুরোধের আসর’ বসেছিল।

এ সময়ের বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের কণ্ঠে দর্শক-শ্রোতারা ছিলেন, সঙ্গে ছিল নস্টালজিয়া। বাংলার স্বর্ণযুগের গানগুলো এই মঞ্চে নতুন করে শোনা গেল।অনুষ্ঠানটির সূচনা করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি বলেন এবছর প্রথম আমরা এই অনুষ্ঠান শুরু করলাম, আগামী বছর আরও ভালো ভাবে এই করব।

২০১২ সালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে ‘সংগীত সম্মান’। ‘লোকপ্রসার’ প্রকল্প নাম দিয়ে বাংলার লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে প্রায় ৮৬ হাজার শিল্পীকে এর আওতায় আনা হয়েছে। আরও ১ লক্ষ ১৪ হাজার শিল্পীকে এই প্রকল্পে আনার উদ্যোগী হয়েছে।

Kanyashree girls are our pride: Mamata Banerjee

Bengal Government celebrated the international recognition and appreciation received by Kanyashree Prakalpa at a function today at Netaji Indoor Stadium in Kolkata.

Kanyashree Prakalpa was awarded the First Prize at United Nations Public Service Award Ceremony this year.

Representatives from all corners of the State at today’s function. Successful Kanyashree girls were felicitated by the Bengal Chief Minister Mamata Banerjee.

 

Excerpts from the Chief Minister’s speech:

Today is a day of pride for girls. This is the first time a scheme of a State from India won the first prize at United Nations Public Service Day. We dedicate this award to all the Kanyashree girls. We are indebted and grateful to UNICEF, United Nations, DFID. In the past, Kanyashree received several awards for e-governance. The award from UN was the cherry on top.

I had designed the logo and named this scheme. We have also composed a theme song for Kanyashree scheme. Today’s Kanyashree will shape the future. They will run the society. Kanyashree girls are our pride. They are our inspiration.

More and more girls are pursuing higher education now. Now we have K1 (for school girls) and K2 (for college students). We will now launch K3 programme for university students. We will give monthly stipend of Rs 2500 to girl students who score 45% marks.

We provide a sapling to families of newborn babies under Sabuj Shree scheme. We provide scholarships, mid-day meals, school uniforms, bags, shoes. We provide Sabuj Sathi cycles, Siksha Shree, Kanyashree. We have initiated Swami Vivekananda scholarship for meritorious students. We have also set up a fund for research scholars whose stipends have been stopped by UGC.

Poverty is not crime. Jonmo hok jotha totha, kormo hok bhalo. I struggled all my life but never bowed my head before anyone. This is just the beginning; whole life lies ahead. Do not be bogged down by failures. Let there be a competition on merit not money. Let there be a competition about culture, harmony, and humanity. A man is nothing without his character.

Rabindranath and Nazrul are our inspirations. Let them act as your guides in your life. Remember Tagore’s words: “Where the mind is without fear”. Remember what Nazrul wrote, “Samyer gaan gahi”. Swami Vivekananda said, “Na jagile Bharat lolona, ei Bharat jage na jage na.” Do not forget Netaji’s slogan “Jai Hind” or Bankim’s song “Vande Mataram”.

There is no difference between Maa, Mother and Amma. We are humans first, religion comes later. We expect our students to follow the path of humanity, culture and education.

What Bengal thinks today, India thinks tomorrow. Bengal will become the best in the world.

 

 

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্বঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প-‘কন্যাশ্রী’ আজ বিশ্বসেরা। আজ এই আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান উদযাপন করা হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

এবছর সারা বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে বাংলার কন্যাশ্রীকে সেরা ঘোষণা করে রাষ্ট্রসংঘ। প্রথম পুরস্কার পায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী”।

রাজ্যের সকল প্রান্ত থেকে কন্যাশ্রীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

আজ মেয়েদের গর্বের দিন। রাষ্ট্রপুঞ্জ থেকে প্রথম পুরস্কার পেয়েছে কন্যাশ্রী। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। আমরা UNICEF, United Nations, DFID এর কাছে কৃতজ্ঞ। এছাড়াও কন্যাশ্রী e-governance এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে।

কন্যাশ্রীর লোগো আমার আঁকা, প্রকল্পের নামও আমার দেওয়া। এই প্রকল্পের জন্য আমরা একটি থিম সং করেছি। আজকের কন্যাশ্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। কন্যাশ্রী মেয়েরাই আমাদের গর্ব। ওরাই আমাদের অনুপ্রেরণা।

এখন অনেক মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। স্কুলের মেয়েদের জন্য আমাদের রয়েছে K1 এবং কলেজের মেয়েদের জন্য রয়েছে K2। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য আমরা K3 চালু করব। যারা ৪৫% নম্বর পাবে তাদের ২৫০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।

সবুজশ্রী প্রকল্পের আওতায় নবজাতকদের একটি করে চারাগাছ দেওয়া হচ্ছে। আমরা স্কুলের বাচ্চাদের স্কলারশিপ, মিড ডে মিল, স্কুল উনিফর্ম, ব্যাগ, জুতো দিচ্ছি। শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী দিচ্ছি আমরা। আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি। UGC স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছে, যারা গবেষণা করেন তাদের জন্য আমরা একটি ফান্ড চালু করেছি।

দারিদ্র্য আমাদের জীবনের অপরাধ নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি সারাজীবন অনেক কষ্ট করেছি কিন্তু কখনো মাথা নত করিনি। দারিদ্র্যকে জয় করতে হবে। জীবন সবে শুরু হয়েছে, এখনও সারা জীবন পরে আছে। হতাশা-চিন্তা-শঙ্কার কোন জায়গা নেই। আর্থিক নয় মেধার প্রতিযোগিতা হোক, সংস্কৃতির প্রতিযোগিতা হোক, মানবিকতার প্রতিযোগিতা হোক, সম্প্রীতির প্রতিযোগিতা হোক।

মানুষ শেষ হয়ে যায় যখন তার চরিত্র চলে যায়। শিক্ষা-সংস্কৃতি- সভ্যতার মেলবন্ধন, মানববন্ধনের মধ্য দিয়ে আমরা কাজ করি। মা মাটি-মানুষই আমাদের ধ্যান-জ্ঞান-মন-প্রাণ। কবিগুরু, নজ্রুল ইসলাম আমাদের অনুপ্রেরণা। কবিগুরুর একটা কথা মনে রাখবেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’। মাথা উঁচু করে চলতে হবে। নজরুল বলেছিলেন, ‘সাম্যের গান গাই’। স্বামী বিবেকানন্দের কথা মনে রাখবেন, ‘না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগেনা’। যার আদর্শ-দর্শন-মনন-স্বার্থকতা আছে সেই বিশ্ব সেরা। নেতাজির ‘জয় হিন্দ’, বঙ্কিমের ‘বন্দেমাতরম’, কবিগুরুর ‘জনগণমন’ কখনো ভুলবেন না।

মা মাদার আম্মির মধ্যে কোন তফাত নেই। সবার আগে আমরা মানুষ। আমি আমার ছাত্রবন্ধুদের কাছে মানবিকতা আশা করি, শিক্ষা সভ্যতা-সংস্কৃতি-সম্প্রীতি-ভালবাসা প্রত্যাশা করি। ওরা জয়ী হোক।

বিশ্বজয় করেছ। আজ কন্যাশ্রী বিশ্ব সেরা পরিবার হয়েছে। বাংলাই আগামীদিনে পথ দেখাবে। What Bengal thinks today, India thinks tomorrow.

KMC to renovate Kalighat temple area

The precincts of Kalighat Temple, one of the major pilgrimage sites, are going to be renovated. Based on Chief Minister Mamata Banerjee’s instructions, the Kolkata Municipal Corporation (KMC) will be undertaking this work soon. KMC will keep in mind the basic structure of the heritage temple, which will remain unchanged while the renovation work is carried out.

This was decided during a meeting held recently at Nabanna. At a press conference following the meeting, the Chief Minister said, “KMC has been asked to present detailed project reports on various aspects of the renovation work to the State Government by August 31. After that, further meetings would be held to finalise the work”.

The proposed improvements include widening of the entry and exit roads to the temple and the building of multiple entry gates. The shops around the temple would also be given a new look. The KMC project reports for the renovation would take into account the work carried out at the Dakshineswar Temple by the State Government. 

A lot of tourists and pilgrims from the country and abroad visit the Kalighat Temple, especially on Puja days and festivals. Hence, the State Government’s decision for an elaborate revamp the temple premises.

 

কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা। এই নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ।

কালীঘাট মন্দিরের মূল কাঠামো বজায় রেখেই সংস্কার করবে কলকাতা পুরসভা। সেই কাজ ঠিক করতে কলকাতা পুরসভাকে একাধিক প্রকল্প রিপোর্ট তৈরী করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৩১ আগস্টের মধ্যে কলকাতা পুরসভাকে ওই রিপোর্ট সরকারকে জমা দিতে বলা হয়েছে। তার পরে ফের বৈঠক ডেকে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

মন্দির চত্বরে ঢোকা ও বেরোনোর রাস্তা প্রশস্ত করা হবে। দক্ষিণেশ্বরের কথা মাথায় রেখে কলকাতা পুরসভা উন্নয়নের রূপরেখা তৈরী করবে। একাধিক প্রবেশদ্বার তৈরী করা হবে। দোকানগুলিকেও সাজানো হবে। সবটাই নির্ভর করবে পুরসভার নকশার উপরে।

দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। তাই এই চত্বর সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

Our biggest identity is our humanity: Mamata Banerjee

On the second day of her visit to Purba Medinipur district, Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting in Digha. She inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the district.

The Chief Minister inaugurate projects like a teachers’ training school, government buildings, hostels, irrigation projects, cold storages, road projects, among many others.

She laid the foundation stones for projects like the Digha Convention Centre, new road projects, desilting of canals, a tourist lodge and others. The Chief Minister then distribute benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabuj Sathi, Geetanjali and SVSKP, and fishing equipment, farming equipment and other such benefits.

 

Salient points of her speech:

 

Whenever I come to Purba Medinipur district I am reminded of the Independence Movement, new awakening, religious unity, harmony, solidarity, integrity and unity because of the great freedom fighters and leaders who hail from here. Medinipur is the embodiment of the great traditions of Bengal.

People from all places visit Digha; in future, it would become an international tourist destination too. Digha has transformed – it is getting bedecked in new colours to welcome more and more tourists. Those coming here after a gap say many improvements have taken place, and we feel happy.

Hence, the residents here have a duty to help visitors, understand their needs. Guests need to be given a proper reception.

Today, people cannot visit Darjeeling because of the violent protests taking place there. But they can come to Digha which, along with other regions in South Bengal, will gain as the more the number of tourists, the more will be the job opportunities that will open up.

On development

After our earlier visits, we have re-discovered Tajpur, Udaipur and Sankarpur and developed Mandarmani. Yesterday, a Rs 3,500-crore power project was launched in Digha. To me, Digha is like the Kanyashree scheme. I want to help create a Dighashree too. Tajpur Port is being built near Digha at a cost of Rs 12,000 crores, and such a project will mean more industries and hotels, and jobs. A new Buriganga-Tajpur bridge is being built in Digha. All this means the region will develop, and the youth will have to be prepared.

But the cooperation of the local traders and residents must continue. There should be no encroachments. We have enabled government services and schemes for 95 per cent of the population. The government has done a lot of developmental work, and it will continue to do so. I wish for Digha to transform into a wonder of the world.

Our government has reprieved farmers of their debts. We have presented farmers with the Krishak Ratna awards. If crops are destroyed due to natural disasters, we compensate farmers so that their well-being is looked after.

Students who are beneficiaries of Kanyashree and Sabuj Sathi Schemes are the pride of Bengal and the future of the State; similarly for Sabujshree – a sapling for every child born. In Bengal, 8.5 crore people get rice at Rs 2 per kg. Free treatment and beds are available at Government hospitals. We are the only state that provides this. There are plans for a university in Purba Medinipur district. A new double-lane road connecting Nandakumar with Digha is coming up. Through the Sabar Ghare Alo Scheme, the district has undergone 100 per cent electrification. A super-speciality hospital has been set up.

All over the state, 300 polytechnic colleges, industrial training institutes (ITIs), eight medical colleges and 17 universities have come up. Bengal is number one in girl child empowerment through Kanyashree Scheme, and the numero uno in the parameter of skill development too. Bengal has been the recipient of the Central Government’s Krishak Ratna Award thrice. The State Government has started the Mabhoi Scheme for media personnel. Bengal is going ahead full steam, in spite of a yearly debt of over Rs 40,000 crore.

On the Opposition

But some people are not in favour of development. They don’t like Bengal to go ahead, and so they are scheming against us, stoking violence and criticising the Government. Be careful of such people. There is no cure for violence. Don’t give an ear to slander and misinformation.

There is no place for those who indulge in violence in Bengal. Bengal is humane, not insensitive. The people will stand up against those who come to divide Bengal and fight those demons. Bengal has progressed over the years because of the people’s intrinsic nature to be united no matter what religion, caste or creed.

But now from Delhi has come down Ram (that is, BJP) and has got tagged with Bam (that is, the Left).

I feel bad about Amarnath Yatra. Pilgrims are being shot; this Central Government is not being able to protect the people. It just knows to throw people in the mouth of danger. It is a failure in all respects. It has imposed GST, as a result of which many business people have had to suspend their activities. It is creating divisiveness and playing with fire, and tearing apart the fabric of the nation.

Our biggest identity is our humanity. The BJP has a single-minded passion for destructive activities like rioting and arson; and its representatives are happy touring countries. Amarnath pilgrims today are facing misery because of these people; passions in Darjeeling are aflame because of these same people.

We will not let Darjeeling go up in flames; we will bring back peace to the region. Our work is to establish peace in the state. We will not bow our heads to the nefarious schemes of the Centre. My appeal to all those intent on destruction is to not play with fire but to try to establish peace. Violence is equivalent to destruction, peace to construction. We don’t want any disturbance. We want peace to return. We live for the welfare of the people.

 

 

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দিঘায় একটি জনসভা করleন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করleন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র, সরকারী ভবন, হোস্টেল, কৃষি প্রকল্প, হিমঘর, সড়ক প্রকল্প সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দিঘা কনভেনশন সেন্টার, টুরিস্ট লজ, রাস্তা নির্মাণ, খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন। এছাড়াও কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, গীতাঞ্জলি, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, মৎস্য চাষের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সরকারী পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তৃতার বিশেষ আংশঃ

 

এই জেলায় এলেই আমার স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণ, সর্ব ধর্ম সমন্বয়, সম্প্রীতি, সংহতি, অখণ্ডতা, একতার কথা মনে পড়ে যায়। মেদিনীপুর জেলা বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক।

আগামী দিনে দিঘায় সব জায়গার মানুষ আসেন, আগামীদিনে international tourist রাও আসবেন। দিঘার চেহারা পাল্টে গেছে, পর্যটকদের জন্য নতুন করে সাজছে।

মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো এখানকার মানুষের কাজ। অতিথিদের যত্ন করে রাখতে হবে।

দার্জিলিং এ মানুষ যেতে পারছেন না হিংসাত্মক আন্দোলনের জন্য। তাই মানুষ দিঘাকে বেছে নিয়েছে। যত পর্যটক আসবে তত কর্মসংস্থান বাড়বে।

 

উন্নয়ন ও পরিষেবা

 

আমাদের সরকার তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমনি নতুন করে তৈরী করেছে। গতকাল আমরা ৩৫০০ কোটি টাকার একটা power project উদ্বোধন করেছি। দিঘায় তাজপুর বন্দর তৈরী হচ্ছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে। দিঘায় নতুন ব্রিজ তৈরী হচ্ছে। এই জেলার ৯৫% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। সরকার উন্নয়নের কাজ করছে, আরও করবে। দিঘা আমার কাছে কন্যাশ্রীর মতই। আমি চাই দিঘা পৃথিবীর এক বিস্ময়ে পরিণত হোক। আগামী দিনে দিঘা সারা পৃথিবীর তীর্থ ক্ষেত্র হোক।

আমাদের সরকার কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের কৃষক রত্ন পুরস্কার দিই। যে কোন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আমরা কৃষকদের ক্ষতিপূরণ দিই, যাতে তারা ভালো থাকে।

কন্যাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমার গর্ব। সবুজশ্রী – একটা নতুন জন্ম, একটা গাছ – এরাই আমাদের গর্ব। বাংলার সাড়ে ৮ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দিই। সরকারী হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় হবে। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে। সবার ঘরে আলো প্রকল্পে এই জেলায় ১০০% বিদ্যুতায়ন হয়ে গেছে। মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। ৩০০ টি পলিটেকনিক কলেজ, আইটিআই, ৮ টি মেডিকেল কলেজ, ১৭টি বিশ্ববিদ্যালয় হয়েছে। কন্যাশ্রী, স্কিল ডেভেলপমেন্ট-এ এক নম্বর। ৩ বার কৃষক রত্ন পুরস্কার পেয়েছে বাংলা। বাংলার মিডিয়ার জন্য আমরা মাভৈ প্রকল্প চালু করেছি। ৪০ হাজার কোটি টাকা দেনা সত্ত্বেও বাংলা এগিয়ে যাচ্ছে।

বিরোধীদের উদ্দেশ্যে

 

কিছু কিছু লোক উন্নয়ন পছন্দ করে না, তাই তারা চক্রান্ত করে। এদের থেকে সাবধান। হিংসার কোন ওষুধ নেই। কুৎসা, অপপ্রচারে কান দেবেন না।

বাংলায় কেউ হিংসা ছড়ালে তাদের বাংলায় কোন স্থান নেই। বাংলা মানবিক, দানবিক নয়। যারা বাংলা ভাগ করতে আসবে সেই দানবদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলার মানুষ। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলেছে তাই বাংলা এগিয়ে গেছে।

দিল্লি থেকে এল রাম, সাথে জুটল বাংলার বাম।

অমরনাথ যাত্রীদের আজ গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই কেন্দ্রীয় সরকার কিছু করতে পারে না, এই সরকার মানুষকে protection দিতে পারে না।শুধু মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, ওরা সর্বরকম ব্যর্থ। GST চালু করছে, সব মানুষ তাদের ব্যবসা বন্ধ করে বসে আছে। আগুন নিয়ে খেলছে, ভাগাভাগি করছে।

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়। শুধু জ্বালিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও – একটাই কাজ। বিদেশে সব ঘুরে বেড়াচ্ছে। আজ অমরনাথ এদের জন্য জ্বলছে, দার্জিলিং ও এরাই জ্বালিয়েছে।

আমরা দার্জিলিং কে জ্বলতে দেব না। দার্জিলিং -এ অচিরেই শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমরা কেন্দ্রের চক্রান্তের কাছে মাথা নত করব না। আমার আবেদন আগুন নিয়ে খেলবেন না, শান্তি প্রতিষ্ঠা করুন। হিংসা হল দূষণ, শান্তি হল ভূষণ। দাঙ্গা নয়, শান্তি চাই।

 

 

Bengal does not tolerate malice, conspiracy or divisive mentality: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated a number of developmental projects for Purba Medinipur district in Nandakumar today.

She inaugurated road projects, a youth hostel, a bus depot, a new jetty, a renovated heritage park in Haldia, as well as flagged off a night-time bus service on the Mecheda-Haldia route. The Chief Minister also laid foundation stones for a bouquet of projects in the district and distributed various benefits.

After the inaugurations, she gave a speech, the salient points of which are given below:

 

  • Our government works for the people – protecting them is our duty. After Jammu and Kashmir, which is a small state with less population, Bengal has defeated all other states and is lowest in the infant mortality rate again this year. This has been possible because medical colleges along with neonatal intensive care units have been set up in each district. The state is spending large amounts for providing free treatment for its people, which very few states do.
  • Bengal is ahead in many aspects and has to reach the number one spot again. For this, we need cooperation from the Centre. But despite a court order, CRPF troops have not been dispatched to Darjeeling. We will still have to stop all trouble with our lives.
  • Why should there be malice, misinformation and conspiracy against a government? Both the central and state governments are elected by the people. Then why should the former conspire against the latter? We want an answer — they will have to give an answer.
  • Central forces like the SSB and the BSF are manning the borders. How are they allowing people to come in? After opening the borders, they are using outsiders in a pre-planned manner to foment riots. And then they are conspiring to ask the State Government for an explanation. Despite all this scheming, we have managed to maintain peace among the people. And for achieving this, I would like to thank the Maa-Mati-Manush of Bengal.
  • Bengal is the seat of culture. Bengal will not accept malice, conspiracy or divisive mentality.
  • The people of Bengal will not tolerate the fact that some people are turning Facebook into ‘Fakebook’ by posting fake pictures and fake news for their political ends. We respect Facebook, but not any ‘Fakebook’. An incident in Comilla in Bangladesh is being passed off as having occurred in Bengal, and a clip taken from a Bhojpuri film is being shown as having taken place in this state.
  • They are sometimes rioting, and at other times indulging in arson – this seems to be their only work. We pledge that we won’t let such things happen here. And for this, we will stay united.
  • Bengal will not tolerate such activities. Unity is harmony, unity is solidarity. Don’t be fooled by their machinations, be careful of them, and do not be a part of their conspiracies.
  • I saw from a video clip that the Vishwa Hindu Parishad (VHP, a sister organisation of the BJP) is giving arms training to women in Assam. Handling arms and ammunition is the work of the administration. So how can the VHP indulge in this? I can challenge them that it is illegal to do this. They want to wreak havoc on the country and destroy it.
  • Those who make use of their education, intelligence and self-sacrifice to stand by the people are true political leaders. Those who have no ideals or vision, those who pit one person against the other, can never become political leaders.
  • I appeal to all to save India from disaster. Don’t destroy democracy. Let people live like true human beings.
  • The State Government will do all the real hard work, and on the other hand, they (the Centre) will set people against people and foment riots, and then go on foreign trips as if nothing happened.
  • The people’s accounts in banks have still not normalised even months after ‘note bandi’. And now GST is being foisted on the people. This is a big corruption. From workers to farmers to everyone else – darkness has befallen all lives.
  • Rules are being made which say that food won’t be distributed to those without Aadhaar cards, and even to children till nine years. They are destroying the country like this.
  • Our State Government will extend all help to encourage industry. Let Bengal march forward, let people progress. Those in their youthful years now are the ones who will build this country in the future. Keep religious unity, and peace, harmony and solidarity. Bengal will walk the path of development – this is our solemn resolve.
  • A lot of developmental work has been done in this region. Power plants have also been set up here. More investment will come to Haldia.
  • My warm wishes to everyone here. Stay good, stay happy. Let peace prevail.

 

 

বাংলা কুৎসা, চক্রান্ত, ভাগাভাগি মেনে নেয় না: মমতা বন্দ্যোপাধ্যায়

 

সোমবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে নন্দকুমার এবং দীঘায় জোড়া সভা এবং প্রশাসনিক বৈঠক করলেন তিনি।

আজ বিকেল ৪টেয় ১১৬বি জাতীয় সড়কের নন্দকুমারের চৌরাস্তা মোড়ে প্রথম প্রকাশ্য প্রশাসনিক সভা করলেন তিনি। আজ সড়ক প্রকল্প, বাস ডিপো, হলদিয়ায় হেরিটেজ পার্ক, একটি নতুন জেটি, মেচেদা-হলদিয়া বাস পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেশ কিছু প্রকল্পের শিলান্যাসসহ এবং অনেকের হাতে সরকারী পরিষেবা তুলে দিলেনন।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় সভা করবেন নিউ দীঘার পুলিস হলিডে হোম ময়দানে। বুধবার বিকেলে আধিকারিকদের সঙ্গে ওল্ড দীঘায় বিদ্যুৎ দপ্তরের বাংলোয় প্রশাসনিক বৈঠক করবেন। ১৩ তারিখ সকালে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

 

পূর্ব মেদিনীপুরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের মূল অংশঃ-

  • আমাদের সরকার মানুষের কাজ করে। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ।  জম্মু কাশ্মীরে লোকসংখ্যা খুবই কম, ও রাজ্যটি খুবই ছোট। সেই জম্মু কাশ্মীরের পর পশ্চিমবঙ্গ আবারও এই বছর রেকর্ড করেছে সব থেকে কম শিশু মৃত্যুর হারে। এই সবই সম্ভব হয়েছে প্রতি জেলায় মেডিক্যাল কলেজ ও সদ্যোজাতদের জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরির ফলে। এরাজ্য বিপুল পরিমানে অর্থ ব্যায় করে বিনামুল্যে চিকিৎসা প্রদানের জন্যও, যা দেশের মধ্যে দৃষ্টান্ত।
  • আমাদের সরকার মানুষের কাজ করে। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ।
  • কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো দার্জিলিং এর জন্য CRPF দেওয়া হয়নি। আমরা সব গণ্ডগোল জীবন দিয়ে রুখব।
  • একটা সরকারের বিরুদ্ধে কেন কুৎসা, অপপ্রচার, চক্রান্ত হবে?রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ই মানুষ দ্বারা নির্বাচিত। তাও কেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত করবে? জবাব চাই, জবাব দিতে হবে।
  • বর্ডার খুলে দিয়ে কিছু বাইরের লোক দিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা করানো হচ্ছে। চক্রান্ত করে আবার রাজ্য সরকারের কাছে জবাব চাইছে। এত চক্রান্ত সত্ত্বেও আমরা মানুষকে শান্ত রেখেছি। আমি এজন্য বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাই।
  • বাংলা সংস্কৃতির পীঠস্থান। বাংলা কুৎসা, চক্রান্ত, ভাগাভাগি মেনে নেয় না।
  • বাংলাকে রাজনৈতিক কারণে উচ্ছশৃঙ্খল কয়েকজন ফেক নিউজ দিয়ে ফেকবুকে মিথ্যে রটাবে
  • বাংলার মানুষ এসব সহ্য করেনি, কখনো করবে না। আমরা ফেসবুক কে সম্মান করি ফেকবুক কে নয়। বাংলাদেশের কুমিল্লার ঘটনা দেখিয়ে বলছে বাংলায় হয়েছে, ভোজপুরি সিনেমার ক্লিপ দিয়ে বলেছে বাংলায় হয়েছে।
  • কখনো দাঙ্গা করছে, কখনো আগুন জ্বালিয়ে দিচ্ছে – এগুলোই ওদের কাজ। আমরা শপথ নিচ্ছি আমরা এই কাজ করতে দেব না। সকলে মিলিত ভাবে থাকব।
  • বাংলা এসব মেনে নেবে না। একতাই সম্প্রীতি, একতাই সংহতি। ওদের চক্রান্তে পা দেবেন না, ওদের থেকে সাবধান হন।
  • একটা ভিডিও ক্লিপে দেখলাম আসামে বিশ্ব হিন্দু পরিষদ (বিজেপির শাখা) মেয়েদের বন্দুকের প্রশিক্ষণ দিচ্ছে। এটা প্রশাসনের কাজ। ওরা কিভাবে করছে এ কাজ? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওরা এসব করতে পারে না। দেশটার সর্বনাশ করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়।
  • যারা বিদ্যা, বুদ্ধি, আত্মত্যাগ দিয়ে শান্তি রক্ষা করে মানুষের পাশে দাঁড়াবে তারাই রাজনৈতিক নেতা। যাদের আদর্শ, দর্শন নেই, যারা মানুষে মানুষে আগুন লাগায় তারা দেশের শত্রু, তারা রাজনৈতিক নেতা হতে পারে না।
  • Save India from disaster. গণতন্ত্র ধ্বংস করবেন না। মানুষকে মানুষের মত বাঁচতে দিন।
  • সব কাজ রাজ্য সরকার করবে, আর ওরা দালালি করে বেড়াবে, আগুন লাগিয়ে বেড়াবে আর বিদেশে গিয়ে ঘুরে বেড়াবে।
  • নোটবন্দির নামে আজও ব্যাঙ্কে মানুষের অ্যাকাউন্ট স্বাভাবিক হয়নি। GST চাপিয়ে দেওয়া হয়েছে, এটা big corruption। শ্রমিক কৃষক থেকে শুরু করে সব মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে।
  • আধার কার্ড না করলে খাবার দেবে না বলছে। ০-৯ বছরের শিশুদের আধার কার্ড না করলে তাদের কিছু দেবে না বলছে। এভাবে দেশটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে।
  • রাজ্যে আরও শিল্প আসুক। আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে। বাংলা এগিয়ে যাক, মানুষ এগিয়ে যাক। আমাদের ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশকে তৈরী করবে। সব ধর্ম সমন্বয়, একতা-সম্প্রীতি সংহতি বজায় রেখে চলুন। বাংলা উন্নয়নের সঙ্গে এগিয়ে যাবে, এটাই আমাদের অঙ্গীকার।
  • অনেক কাজ হয়েছে। এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরী হয়েছে। হলদিয়াতে আরও বিনিয়োগ হবে।
  • সকলকে অভিনন্দন, সকলে ভালো থাকুন, এলাকার শান্তি রক্ষা করুন।

 

Mamata Banerjee reacts to NDA’s candidate for Presidential election

Bengal Chief Minister Mamata Banerjee’s statement regarding NDA’s candidate for Presidential election:

“In order to support someone, we must know the person. Candidate should be someone who will be beneficial for the country. Opposition will meet on 22nd June, then only we can announce our decision.

I am not for a moment saying that the Bihar Governor Ram Nath Kovind is unfit to be the President. I have spoken to 2 or 3 other Opposition leaders, they are also surprised. There are other big Dalit leaders in the country. Just because he was the leader of Dalit Morcha of BJP they have made him the candidate.

The office of President is a key post. Someone of the stature of Pranab Mukherjee, or even Sushma Swaraj or Advani ji may have been made the candidate.”

Earlier, the Chief National Spokesperson of the party, Derek O’Brien also took to Twitter to react to the news. He said: “The name was announced at the BJP Press conference. That’s how we got to know. Not even informed. How many of you logged onto Wikipedia today? I did.”

 

বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি

“শুনলাম যার নাম বলা হয়েছে উনি বিহারের রাজ্যপাল। আমি জানি না, চিনি না এবং এই নাম নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়নি। আমরা একটা consensus এরপ্রস্তাব দিয়েছিলাম।

Consensus মানে সবাই মিলে একসাথে করা। রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ portfolio এবং সংবিধান ও দেশকে রক্ষা করা তাঁর এক নম্বর কাজ। সুতরাং আমরা ভেবেছিলাম প্রণবদার মত কাউকে করা হবে।

এটা শুনে আমি নিজেই অবাক হচ্ছি, দেশে কি আর কেউ ছিল না? আরও অনেক বড় বড় দলিত নেতা আছেন। এটা একটা political purpose. আমার মনে হয়maturity থাকলে এরকম হয় না।

কিন্তু আমি এখনই কিছু বলব না, ২২ তারিখে আমাদের একটা সর্ব দলীয় বৈঠক আছে। আমাদের সাথে নাম নিয়ে আগে কোন আলোচনা হয়নি। নাম ঘোষণা হয়েযাওয়ার পর যদি কেউ কথা বলতে চায় তাহলে আমরা বলব আমরা জানি না, চিনি না।  এটা consensus candidate বলে আমার মনে হয় না।

যারা সংবিধানকে জানে এরকম কেউ হতে পারত, প্রণবদা, আদবানি জি বা সুষমা জি হতে পারতেন। আমি বলছি না বিহারের রাজ্যপাল সংবিধান জানে না। উনি বিজেপির দলিত শাখার president ছিলেন। যাকে দেশের কাজে লাগবে, যিনি দেশটাকে ভালো চিনবেন তাকেই রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত”।

এর আগে, দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও টুইটারে এই খবরটি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “বিজেপি সাংবাদিক সম্মেলন করে এই নাম ঘোষণা করেছে। তাই আমরা জানতে পেরেছি। আজ আপনারা কজন উইকিপিডিয়ায় লগ ইন করেছেন? আমি করেছিলাম”।

 

 

 

Tourism Hub to come up in Tiger Hill

Bengal Chief Minister Mamata Banerjee today marked the setting up of a Tourism Hub at Tiger Hill in Darjeeling. The Hub will be a boost to people of the area with more and more tourists being attracted to the place, famous for observing sunrise. Once this Hub is complete, people of the Hills living in the surrounding areas will be financially benefited, directly or indirectly.

The Bengal Government under Mamata Banerjee has provided primary focus on the tourism industry. New infrastructure has been created and as a result, the state has gain an increase in revenue through the increasing number 0f footfalls by the tourists, national and international.

The Bengal Chief Minister is on a visit to the Hills. On Monday, she held a meeting in Mirik and today she will be holding the State Cabinet meeting in the Hills for the first time.

 

পর্যটন হাব হবে টাইগার হিলে

বুধবার টাইগার হিল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চালু হয়া প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখার পাশাপাশি নিজের হাতে চারাগাছও রোপণ করেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি ঘোষণা করেন পর্যটন হাব হবে টাইগার হিলে । এই হাবটি তৈরী হলে শুধু যে উত্তরবঙ্গ বা রাজ্যের পর্যটন শিল্পে রাজ্যের আয় বাড়বে তাই নয়, পাশাপাশি আর্থিক সচ্ছলতা পাবে মিরিকবাসি ও পাহাড়ের অন্যান্য মানুষ জন যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই পর্যটন শিল্পে জড়িত।

২০১১ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই সমগ্র পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে পর্যটন শিল্পে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের মাধ্যমে এসেছে প্রচুর রাজস্ব ও পাশাপাশি দেশী ও বিদেশী পর্যটকের সংখ্যাও এ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সদ্যসমাপ্ত মিরিকে পৌর নির্বাচনে বোর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস।

ঠিক তার পরেই মুখ্যমন্ত্রী মিরিকে যান পাহাড়বাসীকে অভিনন্দন জানাতে। গত সোমবার তিনি মিরিকে জনসভা করেন ও মিরিকের উন্নয়নের জন্যও বহু কর্মসূচীর কথা ঘোষণা করেন। পাশাপাশি মিরিকবাসীকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে  জোর দেন পর্যটন শিল্পে।

 

 

We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি