Gandhi Bhawan in Beleghata to be taken over by State Govt

The Bengal Government has decided to take over Gandhi Bhawan in Beleghata (Kolkata).

Mahatma Gandhi had chosen to stay here because the Muslims and Hindus lived close to each other in Beleghata at that time, and there seemed to be no let-up in the bloodbath that began in 1946. As a tribute to his stay, the house was named Gandhi Bhawan.

After taking over, the State Government will be fully in charge of maintaining the house. The museum will be opened up for all and sundry. The government has plans for promoting the place as a major tourist spot, as it is intimately connected with the Mahatma’s philosophy of non-violence.

The museum houses artefacts used by Mahatma Gandhi during his stay. It also houses documents and letters.

Every year, his birth and death anniversaries, on October 2 and January 30, respectively, are celebrated with much fanfare here.

 

বেলেঘাটা গান্ধীভবন অধিগ্রহণ করবে রাজ্য

বহু স্মৃতিবিজড়িত বেলেঘাটার গান্ধীভবনে মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এই ঐতিহাসিক ভবনটি সরকার দেখভাল করবে। এ ব্যাপারে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। গান্ধীভবনের কিছু কাজ পূর্ত দপ্তর দেখত। এখন পুরোটাই সরকার দেখবে।

স্বাধীনতার আগে দাঙ্গার সময় বেলেঘাটায় বড় গোলমাল হয়। দু’পক্ষই দাঙ্গায় জড়িয়ে পড়ে। গান্ধীজি আসেন। তিনি অনশনে বসেন। দু’দিন পর দুই সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি গান্ধীজির সঙ্গে দেখা করেন। তাঁকে আশ্বাস দিয়ে বলেন, আমরা শান্তিতে থাকব। আর গোলমাল হবে না। গান্ধীজি অনশন প্রত্যাহার করে নেন। গান্ধীভবনের এই বাড়িটির আগে নাম ছিল হায়দারি মঞ্জিল।

দাঙ্গার সময় প্রায় মাসখানেক গান্ধীজি বেলেঘাটায় ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকেই বেলেঘাটার এই গান্ধীভবনে ২ অক্টোবর তাঁর জন্মদিন ও ৩০ জানুয়ারি তাঁর মৃত্যুদিন পালন করা হয়। একটি মিউজিয়ামও রয়েছে। গান্ধীজির ব্যবহৃত চরকাটিও সযত্নে রাখা আছে এই গান্ধীভবনে। বহু দুষ্প্রাপ্য ছবি রয়েছে। দেওয়ালে পর পর টাঙানো রয়েছে এই ছবিগুলি।

গান্ধীভবনে এসে নিয়মিত যাতে দর্শকরা সব কিছু দেখতে পান, তার জন্য সরকার বিশেষ উদ্যোগ নেবে। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে গান্ধীভবনের দরজা। প্রচার করা হবে।

গান্ধীভবনটি দীর্ঘ দিন ধরে পূর্ব কলকাতা গান্ধী স্মারক সমিতি এবং পূর্ব কলকাতা বাপুজি স্মারক সমিতি যৌথ উদ্যোগে দেখাশোনা করে। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে এই দুই সমিতি। এবার বড় কাজটি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Source: Aajkal

Bengal is no. 1 in housing scheme: CM Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee handed over houses constructed as part of the Banglar Bari Scheme to occupants at Netaji Indoor Stadium today. These houses are meant to house the urban poor.

Five lakh people spread over 21 districts are going to be handed over certificates of occupancy.

Mamata Banerjee wants that every citizen of Bengal should have a roof over their heads, and Banglar Bari is a continuation towards that end.

Highlights of her speech:

5 lakh families who do not have pucca houses, have received money for building houses. They will receive Rs 1.2 lakh.

We are aware of the practical problems faced by people in receiving money in instalments. I will request my officials to clear the amount in two instalments only.

Prices of essentials are on the rise. Fuel prices are rising. People are facing a lot of hardship.

We are committed to the welfare of the downtrodden. We are committed to provide a ‘ceiling’ (chhad) on every head.

We have distributed 25 lakh houses under different schemes. We are No. 1 in housing scheme in the country.

Bengal is No. 1 among States in creating rural employment. This is a huge achievement.

We have created 23,000 km rural roads already. 8,000 km roads will be inaugurated on February 13 from Nadia.

Significance of grassroots workers in development work is paramount. Panchayats are our direct link to people.

We have abolished khajna tax on agricultural land. We have given compensation worth Rs 1,200 crore to 30 lakh families who suffered due to floods.

বাড়ি নির্মাণে এক নম্বরে বাংলাঃ মুখ্যমন্ত্রী

আজ রাজ্যজুড়ে গরিব মানুষের বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচীর পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। রাজ্যের ২১টি জেলার প্রায় পাঁচ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেওয়া হল।

জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষ বাড়ি বানাতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। রাজ্যের অন্য অংশের মানুষ পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। কী ধরনের বাড়ি হবে, তার নকশা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান আর্থিক বছরে ৩ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তাকে ছাপিয়ে ৫ লক্ষ ৬৮ হাজার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, সবার মাথায় যেন ছাদ থাকে। গরিব মানুষের আস্তানার অভাব না হয়।

মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কয়েক জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর জেলায় জেলায় তা দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ বাংলা আবাস যোজনা অনুষ্ঠানে ৫ লক্ষ পরিবারকে – যাদের মাটির বাড়ি অথবা বাড়ি নেই – বাড়ি দেওয়া হল। পাকা বাড়ি তৈরী করতে ১.২ লক্ষ টাকা দেওয়া হবে।

আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, বাস্তব কিছু সমস্যা আছে। আমি অফিসারদের অনুরোধ করব মানুষের সুবিধার জন্য এই টাকাটা ২ কিস্তিতে দেওয়ার জন্য।

প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল সব কিছুর দাম বাড়ছে।

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তার মাথার ওপর একটা ছাদ অর্থাৎ একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে যাতে সে সভ্য সমাজে মানবিকভাবে বাঁচতে পারে।

আমরা ৬ বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় ২৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছি গরীব মানুষদের দেওয়ার জন্য। বাড়ি তৈরির ক্ষেত্রে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে।

১০০ দিনের কাজে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা ১ নম্বরে। এটা একটা বড় কাজ।

ইতিমধ্যেই গ্রামাঞ্চলে ২৩ হাজার কিমি রাস্তা করে দেওয়া হয়েছে। আগামী ১৩ তারিখ নদিয়া থেকে আরও ৮ হাজার কিমি রাস্তা-র উদ্বোধন করা হবে।

নিচু তলার মানুষের গুরুত্ব সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে পঞ্চায়েতই হল জনসংযোগের সবচেয়ে বড় জায়গা।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষ পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

 

Bengal celebrates Subhas Utsab

Across Bengal, Subhas Utsab was celebrated to commemorate the 121st birth anniversary of one of the bravest sons of the soil, Netaji Subhas Chandra Bose. His patriotism has an abiding influence on Indians even today.

Chief Minister Mamata Banerjee led the celebrations, organised by the State Youth Affairs and Sports Department. The celebrations started yesterday and would continued for the whole of today.

The celebrations were being held across 341 blocks, 118 municipalities, six municipal corporations, the 144 wards under the jurisdiction of Kolkata Municipal Corporation (KMC), the GTA-administered regions and all the district capitals.

Among the programmes organised on this occasion were street marches, exhibitions on the life and work of Netaji, quiz shows based on the person, debates, sit-and-draw competitions, essay-writing competitions and various other cultural competitions and programmes.

A special programme was organised at Maidan by the State Government. The Chief Minister garlanded the statue of the great leader, after which she gave a speech.

 

Salient points from her speech

  • We feel pride in speaking of qualities like patriotism, self-respect, dedication, determination, devotion and unity.
  • It is a well-known fact that Netaji wanted to free the country and unite the people of India. He is a national leader.
  • Though we know the birthday of Netaji, till date, his fate is unknown. India has become independent, but it is a matter of shame for us that we do not know the full life story of such a national leader.
  • Netaji worked taking everyone along. He created the Indian National Army, led the Azad Hind Fauj, whose motto was ‘Jai Hind’.
  • Netaji was far-sighted. He thought of not only making India independent, but thought of her development as an independent country too – he created the Planning Commission; yet it is a matter of shame that the Planning Commission has been abolished.
  • My appeal to the youth is to hold your heads high. Fight for your rights with confidence. It is the youth who will build up the future India and spread the message of unity and communal harmony.
  • We follow the paths shown by great leaders. That is why we want that national leaders remain above controversy. The leader of a country is the leader of everyone.
  • The whole country wants an end to the mystery of what happened to Netaji in the end. I think this should be solved.
  • Even today Netaji has not got his due. The Bengal Government has given January 23 and January 12 as holidays, but the Centre has not. Can’t we give them even this much respect?
  • The person who taught Bengal to fight, rousing the attention of the whole world, remains a marvel to the world. Netaji will live forever though his ‘Jai Hind’ slogan.

 

রাজ্য জুড়ে পালন হচ্ছে সুভাষ উৎসব

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হচ্ছে সুভাষ উৎসব। উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। চলবে আজ পর্যন্ত।

এই উৎসব পালিত হচ্ছে রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পৌরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীনে ১৪৪টি ওয়ার্ড এবং জি.টি.এ. সহ রাজ্যের প্রতিটি জেলা সদরে।উৎসব ঘিরে আয়োজিত হয়েছে পদযাত্রা, সুভাষ চন্দ্রের জীবন ও কর্মবিষয়ক প্রদর্শনী, সুভাষ চন্দ্র বিষয়ক ক্যুইজ, বিতর্ক, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • দেশভক্তি, দেশকে ভালোবাসা , আত্মমর্যাদা, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিভোশন, ইউনিটি এই সব কথা বলে আমরা গর্ববোধ করি।
  • নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বদেশের মুক্তির জন্য সমগ্র ভারতবাসীকে এক করেছিলেন, সেকথা কারো অজানা নয়। উনি আমাদের জাতীয় নেতা।
  • নেতাজির জন্মদিন জানলেও আজ পর্যন্ত তাঁর ভবিষ্যৎ আমাদের অজানা।ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু একজন দেশনেতার জীবনের এই রহস্য আজ আমাদের লজ্জা।
  • নেতাজি সবাইকে নিয়ে কাজ করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। যার স্লোগান ছিল জয় হিন্দ।
  • শুধু স্বদেশকে মুক্ত করা নয় তার উন্নয়নের কথা ভেবে নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। অথচ দুঃখের বিষয় সেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে।
  • যুব সমাজের প্রতি আমার আবেদন মাথা উঁচু করে চলুন। আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করুন। যুব সমাজই আগামীদিনে ভারতবর্ষকে গড়ে তুলবে এবং সারা দেশে একতা সংহতি ও সম্প্রীতির বার্তা দেবে।
  • আমরা মনিষীদের কথাগুলোকে পাথেয় করেই পথ চলি। আমরা চাই দেশের মনিষীরা সমস্ত বিতর্কের উর্দ্ধে থাকুক। দেশের নেতা সবার নেতা।
  • নেতাজির অন্তিম সময়ে কি হল তা দেশবাসী যানতে চায়, আমার মনে হয় এটা প্রকাশ্যে আসা উচিত।
  • আজও নেতাজি তাঁর প্রাপ্য মর্যাদা পায়নি। রাজ্য ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করলেও আজও ২৩ জানুয়ারি ও ১২ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা হয়নি। আমরা কি তাদের এটুকু সম্মান দিতে পারিনা?
  • সমগ্র পৃথিবীকে আলোড়ন করে বাংলাকে যে লড়াই শিখিয়ে গেছেন তা সমগ্র পৃথিবীর মানুষের কাছে একটা বিস্ময় হয়ে আছে, থাকবে। নেতাজি বেঁচে থাকবেন ‘জয় হিন্দ’ স্লোগানের মাধ্যমে।
  • এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী

 

Bengal Govt redeveloping Milan Mela to make it of international standards

The State Government has taken up a project for the redevelopment of the Milan Mela fairground at a cost of Rs 200 crore. Milan Mela is Bengal’s premier spot for holding all types of fairs.

The work would be done by the West Bengal Industrial Development Corporation, which is responsible for the upkeep of the space. It would take around 18 months for the work to complete.

According to the new design conceived, Milan Mela would have six auditoriums, of which two would be very large, being able to hold 2,000 to 2,500 people. There will be four conference halls, an open-air auditorium, two indoor exhibition halls, one open-space exhibition hall, an administrative building, a food park and cafeteria.

Currently the Milan Mela campus is spread over 25 acres. There is a further 5-acre space outside it. These two are going to be combined to redevelop Milan Mela.

After the highly successful hosting of the FIFA Under-17 World Cup, Kolkata is increasingly being seen as a capable and attractive venue for hosting national-level and international meetings and conferences, and major sporting tournaments. The redeveloped Milan Mela is going to be a major addition to that capability.

মিলনমেলার চেহারা বদলে ফেলা হবে ২০০ কোটিতে

সব ধরনের মেলার জন্য নির্ধারিত ই এম বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গণের চেহারা বদলে ফেলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ জন্য খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা।
রাজ্য শিল্পোন্নয়ন নিগম ওই টাকা খরচ করে মেলাপ্রাঙ্গণের আমূল পরিবর্তন করতে চলেছে। এই কাজের জন্য সময় নেওয়া হয়েছে ১৮ মাস। তার জন্য হাতে কিছুটা সময় রেখে আগামী দু’বছর মিলনমেলা প্রাঙ্গণে কোনও অনুষ্ঠান করা যাবে না বলে নিগমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, মেলা করার আদর্শ জায়গা হিসাবে মিলনমেলা প্রাঙ্গণেও থাকুক আধুনিকতার ছোঁয়া। সেখানে সবরকমের মেলা করার জন্য সমস্ত রকম আধুনিক পরিকাঠামো যেন থাকে। বর্তমানে সেখানে যে হ্যাঙ্গারগুলি রয়েছে, সেগুলিতে ৫০০-৭০০ মানুষ বসতে পারে। এর বেশি সংখ্যক মানুষ বসার জন্য অস্থায়ী অডিটোরিয়াম তৈরি করতে হয়। এবার স্থায়ী কাঠামো তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেএলএল নামে বিশেষজ্ঞ সংস্থা মিলনমেলা প্রাঙ্গণের ডিজাইন করেছে।
নিগম সূত্রে জানা গিয়েছে, সেই ডিজাইন অনুযায়ী, ছ’টি অডিটোরিয়াম থাকবে। তার মধ্যে দু’টিতে দু’থেকে আড়াই হাজার মানুষ একসঙ্গে বসতে পারবেন। এছাড়াও থাকবে চারটি কনফারেন্স হল। থাকবে ওপেন স্পেস অডিটোডিয়াম। দু’টি এগজিবিশন হল। একটি ওপেন স্পেস এগজিবিশন তৈরি হবে। সেখানে নানা ধরনের প্রদর্শনীর সুযোগ থাকবে। হবে ফুডপার্ক ও কাফেটোরিয়া। এছাড়াও থাকবে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বর্তমানে একটি আছে। সেটিকে বদলে দেওয়া হবে।
যেভাবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার তৈরি হয়েছে, ঠিক সেই রকম বিশ্বমানের মেলাপ্রাঙ্গণ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এককথায় তা হবে দর্শনীয়।

Source: Bartaman

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

Key MoUs signed in education sector at BGBS 2018

The Bengal Global Business Summit (BGBS) 2018 witnessed some major MoUs in the Education sector on Wednesday, with Jadavpur University alone signing three MoUs with three leading foreign universities for collaborative research and education.

Three MoUs have been signed with Edinburgh University, University of Exeter in UK and Eötvös Loránd University of Hungary. It may be mentioned that JU has been doing joint research projects with Edinburgh University (EU) and the university’s School of Oceanography has been working in collaboration with EU.

Chief Minister Mamata Banerjee announced at the summit that her government is providing 5 acres of land each to both JU and Calcutta University at New Town. Presidency University also signed an MoU with Edinburgh University at the summit for collaboration in higher education and life sciences.

শিক্ষা ক্ষেত্রে একগুচ্ছ মৌ বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে

বিনিয়োগের মঞ্চে শিল্প-বাণিজ্যের সঙ্গে সমান গুরুত্ব পেল শিক্ষাও৷ দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে রাজ্যের তিন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য একগুচ্ছ সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্লেনারি সেশনের শেষে ছিল মৌ স্বাক্ষর পর্ব৷ সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষকেন্দ্র গড়ার জন্য আরও পাঁচ একর করে জমি দেওয়া হবে৷ রাজারহাটে সেই জমিতে দুই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গড়ে উঠবে৷ এ দিনই বিভিন্ন বিষয়ে একাধিক মৌ স্বাক্ষর করে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও৷

এই মৌয়ের ফলে পড়ুয়া ও গবেষকদের মানোন্নয়নের জন্য বিদেশের নামজাদা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলি৷ কিছুদিন আগেই কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে একশো কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷

বাণিজ্য সম্মেলনের শেষ পর্বে রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, যাদবপুর ও প্রেসিডেন্সি, এই দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই মৌ স্বাক্ষরিত হয়েছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের৷ জীবনবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের৷ এর পাশাপাশি হাঙ্গেরির লোরান্দ বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও মৌ স্বাক্ষর হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের৷ ডিজিট্যাল হিউম্যানিটি বিষয়ে এক্সিটার ও যাদবপুর একসঙ্গে কাজ করবে৷ এই বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবে আগেই যুক্ত রয়েছেন যাদবপুরের উপাচার্য৷

কলা বিভাগের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য লোরান্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যাদবপুর৷ মূলত ইলেকট্রিক্যাল, মেটালার্জি ও মেকানিক্যাল শাখার পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই মৌ হয়েছে৷

এর ফলে এখানকার পড়ুয়ারা সুপারভাইজার হিসাবে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে পারবে৷ পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মিলিত উদ্যোগে গবেষকদের জন্য যৌথ কর্মশালা, সেমিনারেরও আয়োজন হবে৷

 

Autism township, a first in India, to come up in Bengal

The State Urban Development and Municipal Affairs Minister has announced the setting up of a first-of-its-kind autism township project in Bengal.

At the press conference, he also said investment proposals worth Rs 39,000 crore have come in the urban development and infrastructure sector during the just-concluded Bengal Global Business Summit (BGBS).

According to the minister, the autism township will not only be the first such in India but in the entire world. There will be a hospital, a residential complex, a school, a day-care centre, a conference hall and training facilities, all pertaining to autism, under one roof.

The township will come up on 50 acres in Shirakole on Diamond Harbour Road, near Usthi in the South 24 Parganas district. It will be constructed by a private company at an investment of Rs 600 crore, and will be ready within four years.

The joint managing managing director of the company has said that it is also planning to set up a college which will churn out qualified professionals working in the area of autism.

 

অটিজম আক্রান্তদের জন্য টাউনশিপ চালু করছে রাজ্য সরকার

অটিজম আক্রান্তদের জন্য আলাদা টাউনশিপ চালু হচ্ছে রাজ্যে। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সারা বিশ্বে জন্ম নেওয়া ৬৮টি শিশুর মধ্যে অন্তত একজন আক্রান্ত অটিজমে। আর এই মুহূর্তে দেশে অন্তত ১ কোটি মানুষ আক্রান্ত এই রোগে।

ডায়মন্ড হারবার রোডের ধারে শিরাকোলে ৫০ একর জমিতে ৬০০ কোটি তাকা ব্যয়ে গড়ে উঠবে এই টাউনশিপ। এখানে অটিজম আক্রান্তদের ডেভেলপমেন্টের ব্যবস্থা সব কিছুই থাকবে। পাশাপাশি অটিজম আক্রান্তদের জন্য বিশেষজ্ঞদের দিয়ে কলেজ চালুর পরিকল্পনাও রয়েছে।

এখানে হাসপাতাল, স্কুল, অটিজম সেন্টার সব কিছুই থাকবে। নিঃসন্দেহে এটি রাজ্য সরকারের সম্পূর্ণ এক অভিনব ভাবনা।

Source: Millennium Post

 

 

In Conversation With Dr Amit Mitra

Dr Amit Mitra, Honourable Ministry for Finance, Commerce and Industries, West Bengal Government, in conversation with CNBC TV18 anchor Shereen Bhan

On past BGBS Summits

I think it is important for us to take a look at the three summits that have taken place: 2015, 2016 and 2017. I want to tell you that I am so delighted that close to 50% of the projects proposed are on the ground today. Mamata Banerjee, in fact, speaking in the concluding session, mentioned this specifically, because we are looking at implementation, not of offer only.

I know another State that I don’t want to name, two summits before they had 1.4% of their investment offers fructified. The minute the summit gets over, our entire team and department sits together and every month they have to explain how much of this has been done, and Mamata Banerjee herself takes a meeting every three months, saying, “where are we?” So result of that is, close to 50% of these three summits, this being the fourth has in fact fructified on the ground.

The result of that is that our GDP growth is phenomenally higher than India. Our GDP has more than doubled in 5 years, from 4.5 lakh crore to 10.5 lakh crore. Obviously investment is happening. Keynesian multiplier effect is happening. But we have to take it deeper.

And this year’s summit, as you know, was the creme-de-la-creme. I mean Mukesh Ambani, Lakshmi Mittal, Mr. Jindal, who opened his plant for cement, inaugurated by Mamata Banerjee day before. 2.5 million tons, going to 5 million tons. He said he will double in one year. So that is an example that things are happening.

Does anybody know that 1 billion USD has been invested in a fertilizer plant, the only plant in the world using coal-bed methane, in West Bengal. Rs 7,700 crore on the ground.
On BGBS 2018

There are two elements for this year’s summit which are really interesting. One is, out of the 2.2 lakh crore offered, majority of it is in manufacturing and infrastructure. That means Bengal is rising. It used to be the manufacturing capital of India, competing only with Maharashtra at one point of time. This is very interesting to me, that much more than half, 1.5 lakh crore is in manufacturing and infrastructure, which are asset creating.

The second element of this time’s summit is jobs, jobs and jobs. I mean, imagine, the Kanpur leather people came and signed an MOU and said, “We want to come to Bengal, and we are going to give you 1 lakh jobs”. Now that is something stunning. Mr. Mukesh Ambani said that “I am going to invest 5000 crore and I am going to provide 1 lakh or even more jobs”. Jobs. So labour intensive sectors, whether it is leather, gems and jewellery, whether it is food processing.

So the two elements are: on one hand you are manufacturing, which is the predominant offer of investment. Pranab Adani said,”This is what I am going to do” and Jindal has already done so. So jobs on one hand and manufacturing and infrastructure on the other. This is the winning combination along with the fact that 9 countries became partner countries spontaneously. We have no danda. It has to be spontaneous. China came with a big delegation.
On Bengal’s economic potential

Let me tell you, the export from Bengal in 2016-17 has 8.5 billion USD. Now, quite a bit of that export is an integrative export with the North-East. Bangladesh today is working with us. Nepal, Bhutan. And now the new development in this summit was the fact that from ASEAN the largest industrialists of Thailand, Mr. Aloke Lohia, 7.5 billion USD turnover, was here in this summit.

These are things we have never seen before. Therefore we are reaching into the ASEAN territory for investment reaching into West Bengal which then goes back and exports to us here. So I think things are beginning to move. Now Poland becomes a partner country. Why? They are from outside of this region. Because they have the deepest mines in the world – 1,200 metres deep coal mine and 1,400 metres deep copper mine. We have the world’s second largest coal deposit – at Deocha-Pachami.

So there’s a synergy there. It is not only this region. We are seeing synergies with many Europeans who have come as partner countries, and not just saying in words – Italy, France, Germany Poland, Czech Republic and the UK. A governor from South Korea has come, whose state has the largest steel-producing plant in the world and the largest petrochemical plant in the world. He comes here with a big delegation. Why? Because we are becoming the hubs for these kinds of industries, which would then connect us with the ASEAN countries and everybody else.

 

ON GST returns

Let me submit to you that I have written a formal letter to the Union Finance Minister, since I couldn’t be there, giving exact details let me tell your listeners that the GST Network was to process 300 crore invoices per month, or 30 billion. Can you imagine that? Now obviously, the system is not working. The small and medium enterprises are not able to uplink. Every state is being compensated by the Centre because they are not being able to reach the 14 per cent rate of growth.

Now West Bengal is doing better, it is being compensated by a small amount because we have completely digitised. So our people could migrate more easily but the small and medium enterprises are in a very bad shape. I had repeatedly said to please not to launch GST on July 1 because you are not prepared. You had done a beta test on 200 companies per state, and 30 per cent of those tests have failed.

Forms… You have GSTR-1, GSTR-2, GSTR-3, and you have GSTR-3b, which is a kind of a small form. So the question is very simple. It is a question of converging them into one. The idea is to converge in a manner that it is uplinked successfully. Why are the states not getting any taxes through GST? Most of their taxes have gone up – some have come down, some have gone up – because it is a complete mess. First you introduce three forms, you fail, then you introduce one single form which is supposed to be good but people are not able to uplink.

Now my question is, is this the way to do the world’s largest fiscal reforms? You do tryst with destiny in the Central Hall of Parliament on July 1 but the systems are not ready. I said repeatedly on July 1. A lot of finance ministers have come privately, including some BJP ministers, saying you are right, let’s fight to see if we can get a better deal for our small and medium enterprises.

 

On the E-Way Bill

You may be interested to know that West Bengal has an electronic E-Way Bill for which we have no check posts for the last two years – 1 per cent entry tax, self-declared, electronically carrying it with the driver – no checkposts. Now ours is one of the most successful electronic models which you are calling the E-Way Bill. So we don’t have a problem. But do you know the status of the whole of the north-east with respect to the E-Way Bill. At least five larger states don’t have E-Way Bill.

Now look at Bihar. They have checkposts, there were different rates for entry taxes earlier – they have huge corruption, according to their own former Finance Minister who is now the Deputy Chief Minister. He called me up to ask me as to how are you able to manage this in an electronically?

Absolutely, I support the E-Way Bill because we have experimented with it and we are successful. But the problem is that there are many states which are not prepared. Has there been a white paper on that? Has there been a white paper on GST as a whole? At least respect the GST Council and present a white paper, saying that this is the state of things. As far as the E-Way Bill is concerned, we are way ahead of the E-Way Bill.  We are doing it for the last three years. But are all states ready?

February 1 is a good date. But I would say, empower the states to be able to implement it. The, please don’t forget the Inter-State Way Bill, which is supposed to be implemented from June 1. Can you imagine what a mess that can make? Every 20, 30, 40 km, you’ll be stopped and electronically checked – is that a simple system? But at least we have to work towards it. Where is the white paper on that? What will happen to the whole north-east – seven sister states and Sikkim? What would happen to at least five other states whose Finance Minister are telling me we are not yet ready? So we have to work together in the way federalism is talked about by the Centre.

 

On GST Council Meet

I just said that even without knowing the outcome the returns are in a mess and so I fully understand why they could not come to conclusion, because you have three different forms and then you have a fourth form. Now you cannot uplink 300 crores in a month. The GST is not ready, so you can have a video conference, fine. But are we ready, we have to proceed on this. If you do this on a hurry, on July 1, without knowing what unchartered process you are going into, like demonetisation, unfortunately the revenue of States will suffer, Centre will forced to compensate them as per Constitutional requirements, Centre’s own revenues will be at risk and fiscal deficit will become a challenge for the Centre.

 

On GST revenue collections 

See, if you look at July, our revenue collections were pretty reasonable, it started coming down, in October it fell to Rs 83,000 crore. Now if you look at the Gujral Committee report to the Parliament, you will find that the Gujral Committee says that even for exports, exporters earlier did not pay any taxes, they just filled the ‘H’ form. Now they have to first pay taxes and the seek refund and do you know that Rs 40 crore per company of the medium sized companies are stuck with the government, not getting refund. So the exports are going to suffer badly.

It has already started and the Gujral Committee report to the Parliament already says October was terrible. And they say from 15% being blocked, if it goes to 20%, you are on danger line and the biggest question your listeners must understand that the minute you cannot get that refund from the government, your working capital goes down and who gets hurt, the contract workers, the job workers. In West Bengal, my Gold job workers have lost their job because the companies are stuck with their refunds with central government. This is terrible.

So it’s going to hurt exports, it’s going to hurt common small businesses. Please do something about that. I’ve written all these in my letter.

 

On Union Budget 2018-19 

Well, I can only say, that, during this period since demonetisation, your GDP growth rate has fallen, fallen, fallen. Four year’s low. At the same time due to the introduction of GST after demonetisation, we are stumbling. Do you know that gross capital formation grew by 0.59%? That is, investment grew by less than 1%. So what is he going to do in the budget? It is going to be populist budget, because it is the last budget, before the elections. So, let’s give away money and have a problem with the fiscal deficit, revenue deficit issues.

 

On Govt borrowings

What I’m saying to you is FRBM act, which restricts your borrowing, we as states are sticking to FRBM. Centre does not have any FRBM. It may be saying this today, but you know what happens in reality, you augment borrowing. You announce something, over time you realize you can’t do it, then you start borrowing; you break the FRBM limit because they don’t have FRBM limit but all states do.

I cannot pass my FRBM limit, which is 3% of GDP, but they don’t have any FRBM limit officially passed by legislature. Therefore my concern is, this is show of saying we will borrow less, but when it comes down, I will give my guarantee, and will come back and see in six-seven months times, when we talk again that they are borrowing immensely. The banks are in bad shape you know that. Non Performing Asset levels are very high. So the Union Finance Minister has to handle this- low growth rate, low capital formation, banks in bad shape in terms of NPAs. Where is he going to get the money from? Then you need a populist budget for electoral purpose which means more spending. To me, I would hate to be in his shoes.

 

On priorities of Bengal Govt

Well I think Mukesh Ambani, Mr. Jindal, Mr Adani they didn’t come to this conference because they had some reason to come excepting for their trust of Mamata Banerjee. Top CEOs have to trust their leader, they have to trust the transparency.

Mukesh Ambani said he intended to invest Rs 4,500 crore in Bengal, but actually invested 15,000 crores. Then he promised Rs 5,000 crore of more investments in the summit. I’m sure if you go by the past records it will grow up to Rs 20,000 crore. Even hand-set manufacturing will be done in West Bengal, he said.

So, what I’m saying to you is our growth rate is much higher than India, our capital formation has grown by 7.5 times, asset creating permanent structures and taxes have doubled, which is record in India because of e-taxation for which the central government has given West Bengal an award 10 days ago. The Union Government gave us an award for e-taxation being number one among 24 states.

 

We will have to leave at that, Sir. Thank you for your time.

Bengal inks MoU with Devyani International, to see more KFC, Pizza Hut outlets

Bengal government has signed a Memorandum of Understanding (MoU) with Devyani International Limited, the Indian franchisee of YUM Restaurants India Pvt Limited, for an investment of Rs 100 crore.

The MoU is on investment to set up more KFC and Pizza Hut restaurants in different parts of the state. As per the MoU, 4 to 5 KFC and 2 to 3 Pizza Hut restaurants will be set up every year in the next five years and it will lead to a generation of 800 direct and 600 indirect jobs.

It may be mentioned that initially, the group has chosen Kolkata, Asansol, Durgapur and Siliguri to set up more restaurants. The state government has also urged the group to procure chicken from Haringhata and vegetables from the Farmers’ Producers Organisations (FPOs).

 

১০০ কোটি টাকার লগ্নি আসছে রাজ্যে

 

দেবযানী ইন্টারন্যাশানাল লিমিটেডের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সমঝোতাপত্র সই হল। এর ফলে ১০০ কোটি টাকা বিনিয়োগের সঙ্গে সঙ্গে ১৪০০ কর্মসংস্থান তৈরী হবে রাজ্যে।\

দেবযানী ইন্টারন্যাশানাল লিমিটেড কেএফসি ও পিৎজা হাটের ভারতের ফ্র্যাঞ্চাইজি গ্রুপ। সংস্থার সিইও বলেন, আগামী পাঁচ বছরে কলকাতা সহ গোটা রাজ্যে কেএফসি ও পিৎজা হাটের আউটলেট খুলতে চান তারা। প্রতি বছর ৪-৫টি কেএফসি ও ২-৩টি পিৎজা হাটের রেস্তোরাঁ খলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা, আসানসোল ও শিলিগুড়িতে রেস্তোরাঁ খোলার জন্য সাহায্য করবে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর। সেই সঙ্গে এই সংস্থা আরামবাগ, হরিনঘাটা সহ রাজ্যের বিভিন্ন জায়গার পোল্ট্রি ও হ্যাচারি থেকে কাঁচামাল নেবেন। কাঁচা সবজি নেওয়া হবে সরাসরি কৃষকদের থেকে। এতে আখেরে লাভবান হবে কৃষকরা।

গত ছয় বছরে রাজ্য সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এ ব্যাপারে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিও করেছে। কৃষকদের চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থাও করা হয়েছে। ভাঙড়ে চালু হয়েছে রাজ্যের পথম ফুড প্রসেসিং অর্গানাইজেশন। বর্তমানে রাজ্যে কেএফসি স্টোরের সংখ্যা ২৬টি, তাঁর মধ্যে দার্জিলিঙের স্টোরটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত।

SpiceJet to explore sea-plane manufacturing in Bengal

Private low-cost carrier SpiceJet would explore the possibility of manufacturing sea-planes in West Bengal, its chairman Ajay Singh said. The announcement was made at the inaugural session of the 4th edition of the Bengal Global Business Summit that kicked off in Kolkata on Tuesday.

Ajay Singh said there was a potential for making West Bengal a hub for sea-planes which can fly to Gangasagar, Sunderbans and other parts of the state. “We would like to fly these sea-planes in the state to boost tourism as well to explore the possibility of manufacturing them in the state,” he said before a gathering of eminent industry captains of the country.

Presently, 75 SpiceJet flights operate from Kolkata airport, and the number would increase once more aircraft arrive. “One of the big issues for Bengal has been the commencement of more flights from the greenfield airport at Andal in Durgapur. We will connect Durgapur with Bengaluru and Hyderabad soon,” he added.

 

সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে বাংলায়

 

বদলে যাওয়া বাংলায় পথচলা শুরু করছে সি-প্লেন। সমুদ্রে বা নদীতে এই আধুনিক যানে চেপেই এক নিমেষে পাড়ি দেওয়া যাবে হাজার কিলোমিটারের দূরত্ব। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বাঙালির মনে সেই স্বপ্ন উসকে দিলেন স্পাইস জেটের কর্ণধার অজয় সিং।

তিনি ঘোষণা করলেন, সি-প্লেন তৈরির হাব গড়ে উঠবে এই বাংলায়। দিঘা-গঙ্গাসাগরের মতো পর্যটন কেন্দ্রে চলবে এই যান। পর্যটনেও আসবে নয়া দিশা। এবার গঙ্গাসাগর-দিঘার মত নদী ও সমুদ্রভিত্তিক পর্যটন ক্ষেত্রেও সি-প্লেন চালানো হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে স্পাইস জেট কর্ণধার বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এনার্জির অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। তাঁর টানেই এখানে আমরা অনেক বেশি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, বর্তমানে কলকাতা থেকে ব্যাংকক এবং ঢাকার মধ্যে স্পাইস জেট চলছে। সেটিকে সম্প্রসারিত করে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার হবে. এখন পশ্চিমবঙ্গে ৭০টির বেশি ফ্লাইট চালাচ্ছে স্পাইস জেট। এবছরই আরও বেশি সংখ্যায় উড়ান চালু করা হবে।