Bengal Govt to comprehensively redevelop Tarapith Temple

Tarapith Temple in Birbhum district is going in for a major redevelopment. The State Government, on the express instructions of Chief Minister Mamata Banerjee, has created a comprehensive plan for this. In the initial phase, Rs 8 crore will be spent by the Rampurhat Development Board, which is implementing the master plan.

According to District Rural Development Authority (DRDA) sources, a large number of shops had sprung up around the sanctum sanctorum of the temple, blocking the way as well as the view for pilgrims. The shops are being rebuilt over a smaller area.

The inner sanctum comprises a 350 square feet (sq ft) area, while the total area of the temple premises is 3,260 sq ft.

The plans include the creation of a large flower garden for devotees around the 2,500 sq ft courtyard on the eastern side of the temple, a two-storey office building, a 70 x 25 ft bhog-ghar, community dining room capable of serving 1,000 devotees, new gates at the western and southern entrances to the temple, redesigning all the four gates with terracotta work, building shops to rehabilitate 30 business owners, redesigning, solar cookers for cooking prasad, among other improvements.

 

মুখ্যমন্ত্রীর নির্দেশে নবরূপে সাজছে তারাপীঠ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় আট কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজছে তারাপীঠ মন্দির। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ মায়ের মূল মন্দির অক্ষত রেখে এই কাজ শুরু করেছে।কর্তৃপক্ষের দাবি, আগামী এক বছরের মাথায় নবরূপ পাবে বামাখ্যাপার সাধনক্ষেত্র তারাপীঠ মন্দির।

টিআরডিএ’র সূত্রে জানা গিয়েছে, ৩২৬০স্কোয়ার ফুট জায়গা নিয়ে তারাপীঠ মন্দির চত্বর। যার মধ্যে ৩৫০স্কোয়ার ফুট জায়গার মধ্যে মায়ের গর্ভগৃহ। সেই গর্ভগৃহের চারপাশে দোকান গজিয়ে ওঠায় বাইরে থেকে গর্ভগৃহ দেখা যেত না। নতুন পরিকল্পনায় সেই দোকানগুলি ছোট করে তৈরী করার কাজ চলছে। দোকানগুলির ছাদটিকে গর্ভগৃহের চাতাল হিসেবে ব্যবহার করা হবে। একইভাবে পূর্বদিকে ২৫০০স্কোয়ার ফুট চাতাল থাকছে। চাতালের চারদিকে নির্দিষ্ট জায়গাজুড়ে বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করা হবে। ঘিরে দেওয়া হবে রেলিং দিয়ে। খোলামেলা পরিবেশে এই চাতালে বসে ভক্তরা প্রার্থনা করতে পারবেন। এরই একপাশে থাকবে দ্বিতল অফিস ঘর।

পশ্চিমদিকে মাটির নীচে ইতিমধ্যে ৭০ফুট বাই ২৫ফুটের ভোগঘর নির্মাণের কাজ শেষের দিকে। ভোগঘরের পাশেই গড়ে উঠছে ডাইনিং রুম। যেখানে প্রায় এক হাজার ভক্ত একসঙ্গে বসে ভোগ খেতে পারবেন। ডাইনিং রুমের গা ঘেঁসে ৩০জন ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়ার জন্য দোকানঘর নির্মাণের কাজ চলছে। গর্ভগৃহের সামনে মায়ের নাট মন্দির, বিশ্রামাগার, শিব মন্দির বাদে সব বিল্ডিং ভেঙে একইভাবে খোলামেলা করা হবে।

এতদিন ভক্তরা জীবিতকুণ্ডর পাশ দিয়ে এসে ফুট ওভারব্রিজ হয়ে গর্ভগৃহে প্রবেশ করতেন। সেই ব্রিজও ভেঙে ফেলা হবে। পরিকল্পনা অনুযায়ী, জীবিতকুণ্ড হয়ে ভক্তরা মাটির তলা দিয়ে সারিবদ্ধভাবে এসে গর্ভগৃহের সামনে চাতালে উঠবেন। চাতালে ওঠার দু’টি অভিমুখ করা হবে। এজন্য মাটির নীচে বাতানুকূল ব্যবস্থা থাকবে।

এখন মন্দিরে ঢোকার পূর্ব ও উত্তরদিকে দু’টি গেট রয়েছে। নতুন করে পশ্চিম ও দক্ষিণদিকে আরও দু’টি গেট করা হবে। সবকটি গেটেই টেরাকোটার কাজ করে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। ভক্তরা যে কোনও গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবেন।

এতদিন কাঠের জ্বালানি দিয়ে ভোগ রান্না হতো। এবার থেকে সোলার পদ্ধতিতে হবে। রান্নার কাজে ব্যবহৃত জল পাইপ লাইনের মাধ্যমে মাটির নীচ দিয়ে নিয়ে এসে ট্রিটমেন্ট করে দ্বারকা নদে ফেলা হবে।

Source: Bartaman

 

CII lauds Mamata Banerjee for ‘industry-driven’ development model

The Confederation of Indian Industry on Wednesday lauded West Bengal Chief Minister Mamata Banerjee for her “industry-driven development model”, which led to “Rs 1,500 crore investment proposals” at the two-day Darjeeling Business Summit here.

The Confederation of Indian Industry on Wednesday lauded West Bengal Chief Minister Mamata Banerjee for her “industry-driven development model”, which led to “Rs 1,500 crore investment proposals” at the two-day Darjeeling Business Summit.

For the people living in the hills, the summit presages the beginning of an era of development, peace and prosperity, said Chairman, CII Eastern Region, in a statement.

“We congratulate Chief Minister Mamata Banerjee for her industry-driven development model. The CII is extremely happy with the investment proposals worth Rs 1,500 crore, announced at the Darjeeling Business Summit,” he said.

He also said that CII would work closely with the state government to make sure the proposals get implemented at the earliest. The CII, which partnered the state government and the GTA to organise the business summit, has already prepared an action plan for development in the hills, the CM said earlier in the day, adding the final plan will be submitted later.

 

শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা সিআইআইয়ের

মুখ্যমন্ত্রীর শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য তাকে সাধুবাদ দিল বণিকমহল। এই প্রথমপাহাড়ে অনুষ্ঠিত হল হিল বিজনেস সামিট। আর তাতেই প্রাপ্তি ২০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। এই সাফল্যের কৃতিত্বও মুখ্যমন্ত্রী দিল সিআইআই।

পাহাড়বাসীর জন্য উন্নয়নের নতুন দিশা খুলে দিল এই বাণিজ্য সম্মেলন। শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, মত তাদের।

সিআইআই ইস্টার্ন জোনের চেয়ারম্যান বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই তাঁর শিল্প-কেন্দ্রিক উন্নয়ন মডেলের জন্য। এই সম্মেলনে২০০০ কোটি টাকা বিনিয়োগ বার্তা এসেছে। সিআইআই খুব খুশী।”

তিনি আরও বলেন, সিআইআই রাজ্য সরকারের সহযোগিতায় কাজ করবে যাতে এই বিনিয়োগ প্রস্তাবগুলি খুব শীঘ্রই বাস্তবায়ন হয়।

এই সম্মেলনের আয়োজন করার জন্য রাজ্য সরকার ও জিটিএকে সাহায্য করার পাশাপাশি পাহাড়ের উন্নয়নের জন্য একটি অ্যাকশন প্ল্যানও তৈরী করেছে সিআইআই।

 

Thanks to 7 years of Trinamool rule, the Hills are smiling again

Ever since assuming office, the development of the Hills has been a top priority for Mamata Banerjee. Unlike her predecessors, she visits the Darjeeling Hills very often, and has taken several initiatives for the welfare of the people of the region.

The Gorkha Territorial Administration (GTA) Act was notified in 2012. Thirty-five departments of the State Government have notified the setting up of their offices under GTA. More than Rs 3,925 crore has been allocated from the Hill Affairs Department for the Hills since then.

The situation in the region has remained peaceful due to the sustained efforts on the part of this government. Developmental measures aimed at benefiting the people in the Hill areas and Dooars have culminated in significant socio-economic improvement of the people residing in these areas.

 

Here are some of the development initiatives:

A. New District

  • Notable among the steps taken is creation of a separate district of Kalimpong and a separate sub-division of Mirik.

 

B. Development Boards

  • Sixteen development boards have been formed for the indigenous communities of the Hills and nearly Rs 320 crore has been disbursed to them for various developmental activities including the preservation and promotion of their ancient culture and traditions.

 

C. Infrastructure:

  • Renovation of NH-55 between Tindharia and Paglajhora and NH-10 between Sevoke and the Sikkim border, which were badly damaged due to landslides. has been taken up.
  • The construction of AH-2 and AH-48 is underway, which will improve the connectivity of Bengal with Sikkim, Nepal, Bangladesh and Bhutan.
  • Construction of Bailey bridge at Bijanbari, Darjeeling has been completed.
  • Construction of two-storey building of Garidhura Police Outpost in Kurseong completed.
  • Special repair and renovation of Richmond Hill ( official residence of Chief Minister) in Darjeeling has been completed.

 

D.Tourism

  • In Kalimpong, eight cottages have been constructed within the premises of Morgan House Tourist Lodge.
  • NBDD, in collaboration with the Tourism and Forest Departments has established a tourism hub at Lamahata, Darjeeling district.
  • Two Cultural Tourism Centres are being developed in Kalimpong-I and Sukhiapokhri blocks for focusing of Lepcha culture and heritage.
  • One hundred-bedded youth hostel is under construction in Kalimpong.
  • Four executive class buses for foreign tourists as well as four small vehicles for local sightseeing have been introduced at a cost of Rs 2 crore.
  • In Darjeeling, an eco-friendly tourist lodge is being developed at Tiger Hill. The Siliguri Royal Tiger Safari has been introduced, which will be the first tiger safari in Bengal.

 

E. Education

  • Model schools in Sukna, Mongarjung and RKSP in Darjeeling district have been established. The model Schools have been commissioned.
  • Two degree colleges have been established in Pedong and Gorubathan.
  • An ITI and a polytechnic college are being built up in Kalimpong. Another ITI is being set up at Gorubathan.
  • In Kurseong, Dow Hill is being developed as an education hub. The Himalayan Centre of Presidency University is also being established at the same place.

 

F. Health

  • In Kalimpong, one high-dependency unit (HDU) has been set up. Eight SNSUs have been set up in the district of Darjeeling. Two CCUs have been established in Siliguri and Darjeeling.
  • Four fair price medicine shops have been set up in Darjeeling, Siliguri, Kurseong and Naxalbari.
  • In Kurseong, a medical college is being set up. Moreover, four sub-centres are ready to be commissioned.

 

G. Other initiatives

  • The government has decided to lay emphasis on eco and village tourism, setting up of new health centres, agriculture and horticulture as well as skill development schemes in the areas of hospitality, security services (unarmed), handloom, handicrafts etc.
  • The Himal-Terai-Dooars sports festivals are being held to encourage the youth of the region to participate in sports and games.
  • Rs 182.06 lakh allotted to Ram Krishna Sewa Ashram for the renovation of Roy Villa in Darjeeling. Memoirs of Sister Nivedita, during her stay at Darjeeling, and other valuable records have been kept there.
  • Residents of the Hills, including both workers and non-workers and their families of the tea gardens, have been included in the Khadya Sathi Scheme through which they get foodgrains at highly subsidised rates.

 

সাত বছরে পাহাড়ের সার্বিক উন্নয়নঃ এক নজরে

বিগত ৩৪ বছরের বাম আমলে কার্যত পাহাড় ছিল অবহেলিত। না ছিল কোনও উন্নয়নের প্রকল্প, না ছিল উন্নয়ন করার কোনও সদিচ্ছা বা পরিকল্পনা। ২০১১ সালে ক্ষমতা বদল হয়ে তৃণমূল কংগ্রেস শাসনভার গ্রহণ করার পর থেকে পাহাড় হাসছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাহাড়ের উন্নয়নকে পাখির চোখ করে একের পর এক প্রকল্প নেওয়া হয়েছে, পাহাড়ের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে আসার সুযোগ করে দেওয়া হয়েছে।

২০১২ সালে জিটিএ অ্যাক্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের ৩৫টি দপ্তর জিটিএ অ্যাক্টের অধীনে নিজেদের অফিস তৈরীর কথা ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গ সরকারের পার্বত্য বিষয়ক বিভাগ গত ছয় বছরে পার্বত্য এলাকার উন্নয়নের জন্য ৩৯২৫ কোটি টাকা বরাদ্দ করে।

সরকারের দীর্ঘকালীন প্রচেষ্টার ফলে দার্জিলিং জেলা ও ডুয়ার্স অঞ্চলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। উন্নয়নমুখী নানা প্রকল্পের ফলে পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠেছে। ফলে সমগ্র অঞ্চলে বর্তমানে শান্তির পরিবেশ বজায় রয়েছে।

 

একনজরে দেখে নেওয়া যাক গত ছয় বছরে পাহাড়ের উন্নয়নের জন্য নেওয়া সরকারের কিছু পদক্ষেপঃ-

নতুন জেলা

  • একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কালিম্পং-কে একটি পৃথক জেলা ও মিরিক-কে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

বোর্ড গঠন

  • স্থানীয় জনগোষ্ঠীগুলির উন্নয়নের কথা মাথায় রেখে ১৬টি বোর্ড গঠন করা হয়েছে। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষন-সহ অন্যান্য উন্নয়নমুখী প্রকল্পে ইতিমধ্যেই ৩২০ কোটি টাকা প্রদান করা হয়েছে।

 

পরিকাঠামো উন্নয়ন

  • পার্বত্য এলাকায় সড়ক পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
  • ধসে ক্ষতিগ্রস্ত তিনধরিয়া এবং পাগলাঝোরার মধ্যবর্তী ৫৫নম্বর জাতীয় সড়ক, সেবক ও সিকিমের মধ্যবর্তী ১০ নম্বর জাতীয় সড়কের সংস্কার চলছে।
  • এএইচ ২ এবং এএইচ ৪৮ এর নির্মাণের কাজ চলছে। এই দুটি সড়ক চালু হলে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিম, নেপাল, বাংলাদেশ এবং ভুটানের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে।
  • দার্জিলিঙের বিজনবাড়িতে বেইলি সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।

 

পর্যটন

  • পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশের জন্য পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করে চলেছে।
  • কালিম্পং-এ মর্গ্যান টুরিস্ট সংলগ্ন এলাকায় ৮টি কটেজ গড়ে তোলা হয়েছে।
  • লেপচা সংস্কৃতির ঐতিহ্যকে কেন্দ্র করে কালিম্পং-১ এবং সুখিয়াপোখরি ব্লকে ২টি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
  • কালিম্পং-এ ১০০টি আসনসম্পন্ন একটি ইয়ুথ হোস্টেল তৈরী করা হচ্ছে। নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজে ইতিমধ্যেই ২৯.৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
  • ২কোটি টাকা খরচ করে বিদেশী পর্যটকদের সুবিধার্থে ৪টি একজিকিউটিভ শ্রেণীর বাস এবং স্থানীয় জায়গাগুলি ঘুরে দেখার জন্য ৪টি ছোট গাড়ি কেনা হয়েছে।
  • দার্জিলিঙের টাইগার হিলে একটি পরিবেশবান্ধব টুরিস্ট লজ গড়ে তোলা হচ্ছে।
  • পশ্চিমবঙ্গের প্রথম টাইগার সাফারি হিসাবে শিলিগুড়ি রয়্যাল টাইগার সাফারি গড়ে উঠেছে।
  • দার্জিলিং-এর লামাহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ, পর্যটন ও বোন দপ্তরের সহায়তায় একটি পর্যটন হাব স্থাপন করেছে এবং সেটি মাননীয়া মুখ্যমন্ত্রী ২৭শে জানুয়ারি ২০১৩-এ উদ্বোধন করেছেন।
  • কালিম্পং-এ মর্গ্যান হাউস, হিলটপ এবং তাসিডাঙা টুরিস্ট লজের মেরামতি ও সংস্কার কাজ এবং জলদাপাড়া ও মূর্তিতে তাঁবু তৈরীর কাজ সম্পূর্ণ হয়েছে।

 

শিক্ষা

  • সুকনা ও মোঙ্গরজঙেম, ডেলস্কুল, দার্জিলিং-এ আরকেএএসপি গড়ে তোলা হয়েছে।
  • ২০১৭-১৮’র শিক্ষাবর্ষে মডেল স্কুলগুলিতে পঠন-পাঠন চালু হবে।
  • পেডং এবং গরুবাথানে দুটি ডিগ্রী কলেজ গড়ে তোলা হয়েছে।
  • কালিম্পং-এ একটি নতুন আইটিআই এবং একটি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে। গরুবাথানে আরও একটি আইটিআই তৈরীর কাজ চলছে।
  • কার্শিয়াং-এর ডাওহিলকে একটি শিক্ষাকেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ চলছে। এই অঞ্চলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিমালয়ান সেন্টার গড়ে তোলার কাজ চলছে।

 

স্বাস্থ্য

  • কালিম্পং-এ একটি হাই ডিপেনডেন্সি ইউনিট (HDU) গড়ে তোলা হয়েছে।
  • দার্জিলিং জেলায় ৮টি এসএনএসইউ গড়ে তোলা হয়েছে।
  • শিলিগুড়ি এবং দার্জিলিং-এ ২টি সিসিইউ গড়ে তোলা হয়েছে।
  • দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং এবং নকশালবাড়িতে ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরী করা হয়েছে।
  • কার্শিয়াং-এ একটি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি ১০০ বেডের ইএসআই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে শিলিগুড়িতে। এছাড়াও ৪টি উপকেন্দ্র কাজ শুরুর অপেক্ষায় রয়েছে।

 

অন্যান্য কর্মসূচি

  • স্থানীয় ছেলেমেয়েদের খেলাধূলায় উৎসাহ দেওয়ার জন্য হিমল-তরাই-ডুয়ার্স ক্রীড়া উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
  • দার্জিলিং-এর রায়ভিলার সংস্কার কাজের জন্য রামকৃষ্ণ সেবা আশ্রমকে ১৮২.০৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দার্জিলিং-এ থাকাকালীন ভগিনী নিবেদিতার স্মৃতি এবং অন্যান্য মূল্যবান রেকর্ডসমূহ সেখানে রাখা হয়েছে। এটি দার্জিলিং-এর ভ্রমণ ম্যাপের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • দার্জিলিং-এর কার্শিয়াং-এ টয়লেট ব্লকসহ গাড়িধুরা পুলিশ ফাঁড়ির দোতলা ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।

Bengal Govt setting up cooperatives to help farmers process spices, herbs

The State Micro, Small and Medium Enterprises (MSME) Department has started a major project in the Hills region of setting up cooperatives, comprising local farmers, for processing and packaging locally-grown herbs and spices.

The Department has been working for the past six months to rope in local farmers for the cooperatives. They mainly grow cardamom, basil (tulsi), turmeric and ginger.

The farmers will be provided with necessary machines and gadgets for processing and packaging herbs and spices. The products will be sold by the cooperatives themselves, so that the profits go back to them.

This venture will be one of the highlights of the Hill Business Summit to be held on March 13 and 14, which will be inaugurated by Chief Minister Mamata Banerjee. Top entrepreneurs are going to attend the summit.

The summit is expected to give a major boost to the economy of the region. It is for the first time that the people of the Hills will be exposed to such a big platform that is intended to showcase the potential of the region. Highlighting the forming of industrial cooperatives for the farmers in the Hills will help them get business.

According to a senior official of the MSME Department, there are a lot of forest and agro-based resources in the Hills. The project was taken after a market study revealed that there is a great demand for products like large cardamom, ginger, turmeric and basil.

Citing an example, the official said there is a huge demand for basil extract (‘tulsi arak’ in Bengali and ‘tulsi ark’ in Hindi), as it has high medicinal value. Suppose there are 100 families involved in growing basil plants in the Hills. They will be brought under the cooperatives and will be provided with machinery for processing and packaging the same, he said.

At the same time, dairy products of Kalimpong, the famous orchids grown in the region, local dresses and handicraft goods will also be highlighted at the business summit.

 

পাহাড়ের ঔষুধি গাছড়া ও মশলার বিপণনের উদ্যোগ রাজ্যের

রাজ্যের পাহাড়াঞ্চলে উৎপন্ন মশলা ও ঔষুধি গাছড়ার প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং করার জন্য স্থানীয় কৃষকদের নিয়ে সমবায় তৈরী করার সিদ্ধান্ত নিল ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তর।

এই সমবায় গঠনের জন্য সমস্ত কৃষককে একত্রিত করার কাজ গত ছয় মাস ধরে করছে দপ্তর। এরা মূলত তুলসী, হলুদ, আদা, ছোট এলাচ চাষ করে। কৃষকদের প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং-এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া হবে। এই সমবায় প্যাকেজিং করা দ্রব্য নিজেরাই বিক্রী করবে।

আজ থেকে অনুষ্ঠিত হতে চলা দুদিন ব্যাপী হিল বিজনেস সামিটের এক অন্যতম আকর্ষণ হতে চলেছে এই নয়া উদ্যোগ। এই সামিটের উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামী উদ্যোগপতিরা এখানে অংশ নেবেন।

এই সামিটের মাধ্যমে প্রথমবার পাহাড়ে বাণিজ্যতে জোর দেওয়া হবে। তাই, এই অঞ্চলের উৎপাদিত দ্রব্য বিপণনের জন্য তৈরী করা বাণিজ্যিক সমবায় গঠন নিশ্চয় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দপ্তরের এক আধিকারিকের মতে, পাহাড়ে অনেক কৃষিজ ও বনজ সম্পদের ভাণ্ডার আছে। সমীক্ষা করে দেখা গেছে বড় এলাচ, আদা, হলুদ ও তুলসীর ব্যাপক সম্পদ রয়েছে। সেগুলির বিচক্ষণ ব্যবহারের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি কালিম্পং-এর দুগ্ধজাত দ্রব্য, এই অঞ্চলের জনপ্রিয় ললিপপ, অর্কিড, স্থানীয় পোশাক, হস্তশিল্পকেও এই সামিটে তুলে ধরা হবে।

Source: Millennium Post

You give us peace, we will give you prosperity: Mamata Banerjee at Hill Business Summit

Chief Minister Mamata Banerjee today inaugurated a two-day industrial meet in Darjeeling. In her speech, she highlighted the potential of the region in the eco-friendly sectors of IT, tourism, horticulture, agro industries, medicinal plants, food processing and education.

There will be sessions from 11 AM to 3 PM tomorrow. The Chief Minister will be present during the sessions on the second day also. Finance Minister Dr Amit Mitra is also present at the meet.

This is for the first time that such a meeting is taking place in the Hills.

Highlights of the Chief Minister’s speech:

It is our proud privilege that we are organising this kind of summit in the Hills for the first time

Darjeeling Hills have a huge potential. Tea, trade, tourism, transport are its mainstay. Horticulture, food processing, skill development and software industry sectors can also be explored.

This kind of initiative (business summit) will go a long way in job creation.

Arrangements were made for this summit within a month. We thank GTA for all the cooperation.

Bengal is going ahead. Bengal means business.

We are No. 1 in India in ease of doing business, e-reforms, e-governance, skill development, agriculture and other sectors.

You give us peace, we will give you prosperity.

Darjeeling lost more than Rs 1000 crore in the strike last year. People of Darjeeling were the biggest sufferers.

Let us make a new beginning. Let us prepare a plan of action. Government will provide all support and cooperation.

The young generation has immense potential. The youth of Darjeeling are very skilled, and can be used in any industry.

Two IT Parks are coming up in Kalimpong and Darjeeling.

We are coming up with proper plan regarding harnessing the horticulture sector – orchids, herbs, even cinchona medicine plant.

An education hub is coming at Kurseong. A new medical college will be set up.

A lot can be done for the development of Darjeeling. We are developing some cottages at Tiger Hill. There are plans for the development of Sandakphu, Kurseong, Mirik and Kalimpong also.

We want to set up industry and folk centre at Mirik. Steel hub, horticulture hub, health hub – a lot can be done in the Hills.

We must ensure Darjeeling is green and clean.

We must shun violence. Political leaders might gain from violence, not the common people.

There is enough scope in tourism sector. In Bengal, we have hill, forest and even sea.

Earlier, Darjeeling was neglected and not taken care of. Now, I come to the Hills every two or three months.

Our government will give you Rs 100 crore for promotional development and job-oriented industries.

Let us compete on the agenda of development.

We want the people of Darjeeling to prosper. I would request the Centre not to play divisive politics in the Hills for the sake of one Lok Sabha seat.

I thank my industry friends for taking interest and coming to the Hills. After the rains yesterday, Kanchenjunga is smiling today.

 

শান্তি থাকলেই সমৃদ্ধি, পাহাড়ে বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

আজ দার্জিলিঙে দুদিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাল এই সম্মেলন চলবে সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

এই প্রথম পাহাড়ে এরকম একটি সম্মেলন হচ্ছে।

তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে – তথ্যপ্রযুক্তি, পর্যটন, উদ্যানপালন, কৃষি শিল্প, ঔষধি গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ও শিক্ষা – পাহাড়ের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

এই প্রথমবার পাহাড়ে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দার্জিলিংবাসীকে অভিনন্দন জানাই।

দার্জিলিংএ বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। চা, বাণিজ্য, পর্যটন, পরিবহণ এগুলোতে তো সুযোগ আছেই। এছাড়া, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, দক্ষতা উন্নয়ন, সফটওয়্যার এগুলোতেও সম্ভাবনা আছে।

এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এরকম উদ্যোগ খুব প্রয়োজন।

জিটিএ এই সম্মেলন করার আবেদন করেছিল, আমরা তার এক মাসের মধ্যে এই সম্মেলন করেছি। জিটিএ কে ধন্যবাদ সবরকম সহযোগিতা করার জন্য।

বাংলা নিজেকে প্রমাণ করেছে, বাংলা এগিয়ে চলেছে। বাংলা মানেই বাণিজ্য।

শিল্প করার সুবিধা, দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, কৃষিতে, ই-টেন্ডার, ই-রিফর্ম, ই-গভর্নেন্স – সবেতেই আমরা দেশে শীর্ষে।

পাহাড়ে শান্তি থাকলেই সমৃদ্ধি আসবে।

গত বছর ৬ মাসের বন্ধে দার্জিলিঙের ১০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। জনগণের সব থেকে বেশী ভোগান্তি হয়।

আসুন নতুন করে শুরু করি, শান্তিতে শুরু করি। আমাদের সরকার সবরকম ভাবে সাহায্য করবে।

দার্জিলিঙের যুব সম্প্রদায়ের দক্ষতা আছে। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। বিভিন্ন শিল্পে তাদের কাজে লাগানো যেতে পারে।

আমরা দার্জিলিং ও কালিম্পঙে দুটি আইটিপার্ক তৈরী করছি।

আমরা কৃষি ও উদ্যানপালনের জন্য পরিকল্পনা করছি। অর্কিড, ফুল, সিঙ্কোনা মেডিসিন প্ল্যান্ট কীভাবে কাজে লাগানো যায়, দেখা হচ্ছে।

কার্শিয়ঙে এডুকেশন হাব তৈরী করা হচ্ছে। নতুন মেডিক্যাল কলেজও তৈরী হচ্ছে।

দার্জিলিঙের অনেক জায়গার আরও উন্নয়ন করা যায়, টাইগার হিলেও কয়েকটা কটেজ তৈরীর পরিকল্পনা আছে। সান্দাকফু, কার্শিয়ং, মিরিক, কালিম্পঙের উন্নয়ন করা যায়।

আমরা মিরিকে শিল্প ও লোককেন্দ্র গড়তে চাইছি। স্টীল হাব, উদ্যানপালন হাব, হেলথ হাব, এখনও অনেক কিছু করা বাকি আছে।

দার্জিলিঙকে স্বচ্ছ এবং সবুজ রাখতে হবে।

এখানে যেন আর কোনও অশান্তি না হয়। এই অশান্তিতে কিছু রাজনৈতিক নেতার ফায়দা হয়, সাধারন মানুষের না।

পর্যটনে আমাদের অনেক সুযোগ আছে। আমাদের পাহাড়, জঙ্গল, সমুদ্র সব আছে।

আগে দার্জিলিঙকে অনেক উপেক্ষা ও অবহেলা করা হত। এখন তো আমি দু-তিন মাসে একবার পাহাড়ে আসি।

দার্জিলিঙে কর্মসংস্থান-মুখী শিল্প গড়ে তোলার জন্য আমাদের সরকার ১০০ কোটি টাকা দেবে।

উন্নয়নের কাজে প্রতিযোগিতা করুন।

দিল্লীর কাছে একটাই অনুরোধ, দার্জিলিংকে সুস্থ থাকতে দিন, দার্জিলিংকে টুকরো করতে কাউকে সাহায্য করবেন না। রাজনীতির জন্য দার্জিলিংকে ভাগ হতে দেব না।

সকল শিল্পপতিকে ধন্যবাদ এখানে আসার জন্য, গতকাল শিলাবৃষ্টির পরও আজ কাঞ্চনজঙ্ঘা হাসছে।

 

 

Transport Dept budget stresses on both new and existing services

The Transport Minister recently presented his department’s budget for financial year 2018-19 in the Assembly. Stress has been given both on developing new services across land, water as well as air, and on improving the existing services.

The budget of the department for 2018-19 stands at Rs 1,588.81 crore, which is the highest budget for the Transport Department so far.

Three hundred new buses have already been introduced and steps have been taken to introduce more. He further said that 40 electric buses will be introduced in Kolkata soon. Another 10 electric buses in the Rajarhat-New Town area and 20 in Asansol and Durgapur will be introduced too.

In another major development, the State Transport department has also decided not to allow any more civic bodies to operate buses. Buses will be operated only by the transport corporations.

From March, there will be two helicopter services. Following the direction of Chief Minister Mamata Banerjee, steps have been taken to develop the airport at Chharra in Purulia district. Air connectivity from Cooch Behar and Malda will also be initiated soon.

Equal stress has been given to improve the water connectivity in the state. Twenty-seven vessels have already been introduced and 86 more will be engaged soon. Moreover, steps have been taken to replace the semi-mechanised vessels with robust ones, to ensure the safety of passengers.

Steps have been taken to ensure the standard operating procedure (SOP) is maintained at all the jetties. Life jackets similar to the ones used by the Coast Guard will also be introduced.

 

পরিষেবায় জোর পরিবহণ দপ্তরের বাজেটে

বিধানসভায় কয়েকদিন আগেই ২০১৮-১৯ সালের বাজেট পেশ করেন পরিবহণ মন্ত্রী। স্থল, জল ও আকাশপথে নতুন ও পুরনো পরিষেবায় জোর দেন মন্ত্রী।

এবছরে পরিবহণ বাজেট মোট ১৫৮৮.৮১ কোটি টাকা, যা দপ্তরের ইতিহাসে সর্বোচ্চ।

মন্ত্রী বলেন, ইতিমধ্যেই পরিবহণ দপ্তর ৩০০টি নতুন বাস নামিয়েছে, আরও নতুন বাস আনার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৪০টি ইলেকট্রিক বাস শীঘ্রই কলকাতার রাস্তায় নামবে। রাজারহাট-নিউ টাউন অঞ্চলে ১০টি ও আসানসোল-দুর্গাপুরে ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই চালু হবে।

এছাড়াও পরিবহণ দপ্তর সমস্ত সরকারি বাস নিগমকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে এসেছে।

মন্ত্রী জানান মার্চ মাসে চালু হবে দুটি হেলিকপ্টার পরিষেবা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরী হচ্ছে। কোচবিহার ও মালদা থেকে বিমান পরিষেবাও শুরু হবে শীঘ্রই।

বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহণের ওপরেও। ২৭টি জলযান ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং আরও ৮৬টি খুব শীঘ্রই পরিষেবা শুরু করবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত পুরনো সেমি-মেকানাইজড জলযান বদল করে নামানো হয়েছে অত্যাধুনিক ভেসেল।

সমস্ত জেটির জন্য তৈরী করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর। উপকূলরক্ষীবাহিনী যে লাইফ জ্যাকেট ব্যবহার করে, আগামীদিনে সেরকম জ্যাকেট দেওয়া হবে ভেসেল যাত্রীদেরও, বলেন মন্ত্রী।

 

Source: Millennium Post

Swami Vivekananda Mamata Banerjee

Bengal Govt to celebrate 125th anniversary of Swami Ji’s Chicago Speech as ‘Sampriti Dibas’

The state government will celebrate September 11, the day when Swami Vivekananda had addressed the World’s Parliament of Religions in Chicago in 1893, as Sampriti Divas. It will celebrate the 125th anniversary of Swamiji’s Chicago address in a befitting manner.

Sampriti Week will be observed from September 12 to 19. The decision was taken at the first meeting of the committee set up for the celebration, which was held on Thursday, said state Education minister Partha Chatterjee.

Chief Minister Mamata Banerjee will attend the function which will be organised at Belur Math on September 11. The concluding programme will be held at Netaji Indoor Stadium on September 19.

The state government will provide another Rs 10 crore for the proposed Centre of Excellence, which is coming up near Eco Park in New Town. The state government had earlier provided Rs 10 crore as well.

Swamiji had spoken about harmony and peace at the World’s Parliament of Religions which was a part of Columbian Exposition, a programme organised to celebrate 400 years of Columbus’ discovery of America in 1893. He had spoken about “Universal Religion” and was confident that such a religion will be the religion of the future, when all people irrespective of class, creed, sex and religion will be respected.

 

এবার থেকে স্কুলে পড়ানো হবে স্বামীজির শিকাগো বক্তৃতা

স্কুলে পড়ানো হবে স্বামীজির শিকাগো বক্তৃতা। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনে পাঠ্যসূচিতে বদল আনতে চলেছে রাজ্য সরকার। স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন করা হবে। বেলুড়, নেতাজি ইনডোরের পাশাপাশি শিকাগোতেও অনুষ্ঠান হবে। উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।

১৮৮৩ সালে বিশ্ব ধর্ম সম্মেলনে এই ভাবেই বক্তৃতা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ। দু’মিনিট ধরে হাততালি চলে। একদিন রামকৃষ্ণ মিশনের স্কুলগুলিতেই পড়ানো হত স্বামীজির শিকাগো বক্তৃতা। এবার থেকে স্কুলের পাঠ্যসূচিতেও স্বামীজির শিকাগো বক্তৃতা পড়ানো হবে। শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনে কমিটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন শিক্ষামন্ত্রী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। সিদ্ধান্ত হয়েছে,

– স্বামীজির শিকাগো বক্তৃতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি করা হবে

– রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনে সিদ্ধান্ত রাজ্যের

– আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যসূচিতে স্বামীজির শিকাগো বক্তৃতা

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত। স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনে ১১ থেকে ১৯শে সেপ্টেম্বর দেশজুড়ে সম্প্রীতি সপ্তাহ পালিত হবে। বেলুড় ও নেতাজি ইনডোরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন কমিটি শিকাগোতেও অনুষ্ঠান করবে। সেখানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে।

 

Focus on Panchayat polls, Didi tells party workers at core committee meet

Trinamool Chairperson Mamata Banerjee today addressed the party workers at an extended core committee meeting of the party at Nazrul Mancha. At the meeting, she gave directions to the party to fight the BJP at the Centre, and also prepare for the upcoming Panchayat Polls.

Here’s what the Chairperson said:

  • Some parties claim they are the true representatives of Hinduism. Hindu religion is ancient, much before BJP was formed.
  • We believe in Swami Vivekananda, Ramakrishna Paramhansa. Not the ideology of BJP.
  • Do not use loudspeakers during board exams. We must ensure peace for the sake of students.
  • Ram Navami rallies should be held in peaceful manner, without arms. Board exams will be going on at that time.
  • A core group of Subrata Bakshi, Partha Chatterjee, Abhishek Banerjee and Aroop Biswas must ensure old workers of Trinamool are not neglected.
  • Workers are our assets. Party is above all. There is no place for individualism.
  • Digital platforms are of significance today. We must motivate our younger generation to use social media seriously. BJP spends crores on digital propaganda. We must counter them effectively.
  • There was a time when tribals in Jangalmahal used to survive on insect eggs. Now 8 crore people receive rice at Rs 2/kg. This is a matter of pride.
  • 45 lakh Kanyashree scholarships, 57 lakh SC/ST scholarships, and 1.71 crore minority scholarships have been distributed.
  • 30 lakh ‘Banglar Bari’ have been constructed, 3 lakh land pattas have been distributed. 70 lakh cycles have been given to students.
  • We had promised to construct 50 lakh water bodies under Jal Dharo Jal Bharo scheme. We have constructed 15 lakh water bodies.
  • We have increased the honorarium for ICDS scheme. Retirement age of contractual and casual workers has been set at 60 years.
  • Car drivers, auto drivers, construction workers, kendu leaf collectors, bidi workers have been brought under social security scheme.
  • We have to pay instalments worth Rs 48,000 crore for the debt incurred by the Left. We have not imposed any burden on people. Instead, we have waived off khajna tax on agricultural land.
  • We have increased pension of farmers. We give monthly stipend to nearly 2 lakh folk artistes. We have started a new pension scheme for the handicapped.
  • We have started a new scheme called ‘Ruposhree’. Poor families with income upto Rs 1.5 lakh receive Rs 25,000 for the wedding of their daughters (18 years and older).
  • They are talking of ‘Achhe Din’. But in reality, people are in great pain. Their savings are not safe in banks.
  • They won in Tripura by merely 0.3% and they are behaving as if they won the world. Had some people not betrayed us, we would have won in Tripura. They used money and muscle power to win. I feel there was an understanding between CPI(M) and Congress.
  • CPI(M), Congress and BJP will unite during Panchayat polls to defeat us.
  • We will never ally with BJP. There was a semblance of liberal thinking during Atal Ji’s time. The discourse has reached its lowest ebb now. Look at the kind of language they use. They only appear on TV to grab eyeballs.
  • TDP, an alliance partner of BJP, has resigned from Union Govt. TRS has decided to go its own way. Shiv Sena has also left the BJP. Even their allies do not trust them anymore.
  • This fight is not trivial. UP will fight its own way. Bihar will fight its own way. Odisha will fight its own way. Rajasthan will fight its own way. Bengal will fights its own way.
  • They have spent crores on their party office. Don’t they have any shame?
  • Majority of the bank frauds happened during demonetisation. Agencies are being used to intimidate opponents. We are not afraid of the fear tactics.
  • Chit funds were formed during CPI(M) rule. But our people were harassed.
  • After a history of riots they captured power in Delhi. And now they are clearing their names. Today they are in office. Tomorrow they may not have power. We believe in politics of culture and courtesy. Our courtesy is not our weakness.
  • We will give our lives, but we will never bow our heads.
  • You have to be strong. You have to be cool. You have to be straight-forward.
  • Du hajar unish (2019), BJP finish. Aage Dilli samla, tarpor dekhbi Bangla (First manage Delhi, then focus on Bengal).
  • We came to power after 34 years of struggle. But our fight is not over. Centre does not cooperate with us. We have a huge debt burden. They treat different States differently.
  • Centre wants to send two officials to oversee our finances. How can they do so in federal structure? We are also democratically elected like them.
  • There is super-emergency in the country. People are not safe. Someone has to bell the cat. We want all Opposition parties to work together to defeat BJP.
  • The party has to focus on Panchayat elections. I will focus on Lok Sabha elections.
  • New frontal organisation will be formed ‘Adivasi Trinamool Congress’. James Kujur will be the President. Bachchu Hansda, Sandhya Tudu, Shrikanta Mahato and others will be members.

লক্ষ্য পঞ্চায়েত ভোট, কোর কমিটি বৈঠকে বললেন তৃণমূলনেত্রী

আজ দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে কর্মীদের পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি নিতে বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে এই বৈঠকে তিনি দলের কর্মীদের বার্তা দেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে সরব হতে।

ওনার বক্তব্যের কিছু অংশ:

  • কেউ কেউ মনে করে তারাই হিন্দু ধর্মের দায়িত্ব নিয়ে বসে আছে। তাদের কে দায়িত্ব দিয়েছে কেউ জানে না। বিজেপি দল তৈরির অনেক আগেই হিন্দু ধর্মের জন্ম হয়েছিল।
  • আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি। অন্য কাউকে মানি না।
  • পরীক্ষা চলবে তাই রাম নবমীর মিছিল শান্তিপূর্ণভাবে করবেন। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। মাইক, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে মিছিল করবেন।কারণ সেই সময় বোর্ডের পরীক্ষা চলবে।
  • সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসকে নিয়ে একটি কোর গ্রুপ গঠন করা হয়েছে। তারা লক্ষ্য রাখবেন যাতে আমাদের পুরনো কর্মীরা (যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন) কোনভাবেই বঞ্চিত না হয়।
  • কর্মীরাই আমাদের সম্পদ। কোন একজনের কথামতো নয়, দলের কথামতো দল চলবে। তৃণমূল মা মাটি মানুষের দল।
  • আজ সোশ্যাল নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যুব সমাজকে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে হবে। বিজেপি এর পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমাদের সেই টাকা নেই, তাই আমাদের পরিশ্রম করে সেই কাজটা করতে হবে যাতে একতরফা মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার না হয়।
  • একটা সময় ছিল যখন এই বাংলায় জঙ্গলমহলের মানুষরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত। আজ এই রাজ্যের ৮ কোটি লোক ২ টাকা কেজি চাল পায়। এটা গর্বের বিষয়।
  • ৪৫ লক্ষ মেয়েকে কন্যাশ্রী স্কলারশিপ, ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের এবং ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • ৩০ লক্ষ ‘বাংলার বাড়ি’ নির্মাণ করা হয়েছে। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। ৭০ লক্ষ ‘সবুজ সাথী’ সাইকেল দেওয়া হয়েছে।
  • ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে আমরা ৫০ লক্ষ পুকুর কাটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যেই ১৫ লক্ষ পুকুর কাটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
  • আমরা আইসিডিএস কর্মীদের মাইনে বাড়িয়েছি। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে।
  • কেন্দুপাতা সংগ্রহকারী, গাড়ির ড্রাইভার, অটোর ড্রাইভার, কন্সট্রাকশন কর্মী, বিড়ি কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হয়েছে।
  • সিপিএম-এর করা দেনার ফলে আমাদের বছরে ৪৮০০০ কোটি টাকা শোধ করতে হচ্ছে। জনগণের ওপর কোনও বোঝা বাড়ানো হয়নি। বরং, কৃষিজমির খাজনাও মুকুব করে দেওয়া হয়েছে।
  • আমরা কৃষকদের বার্ধক্য ভাতা বাড়িয়েছি, ১ লক্ষ ৯২ হাজার লোকপ্রসার শিল্পীকে ১০০০ টাকা করে পেনশন দিই। কন্যাশ্রী স্কলারশিপের টাকা বাড়ানো হয়েছে। ২ লক্ষ প্রতিবন্ধীকে ১০০০ টাকা করে দেব বলে ঠিক করা হয়েছে।
  • রুপশ্রী পরিকল্পনা চালু হচ্ছে ১লা এপ্রিল থেকে, যে মেয়েদের ১৮ বছর বা তার বেশী বয়স, কিন্তু, বাবা মা’রা বিয়ে দিতে পারবে না, ১.৫ লক্ষ টাকার কম বছরে আয় যাদের, তারা আবেদন করলে সরকার ২৫০০০ টাকা করে তাদের মেয়ের বিয়েতে দেবে।
  • দিল্লীর স্লোগান আচ্ছে দিন, এমন আচ্ছে দিন জনগণকে বাদ দিন। বিজেপি আনল আচ্ছে দিন, জনগণের টাকা লুটে নিন।
  • ত্রিপুরায় জিতেছে ০.৩% ভোটে। এমন করছে যেন পৃথিবী জয় করে ফেলেছে। কিছু লোক গদ্দারি করেছে, নয়তো ত্রিপুরাটা আমরাই জিততাম। তৈরী জায়গায় টাকা ঢেলেছে আর সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করিয়ে জিতেছে, সিপিএম আত্মসমর্পণ করেছে। এটা মনে হয়ে সিপিএম বিজেপির বোঝাপড়া।
  • সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে এক হয়ে যায়, পঞ্চায়েতেও হবে।
  • একমাত্র তৃণমূল কংগ্রেস বলতে পারে, বিজেপির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা ওদের সাম্প্রদায়িক রাজনৈতিক দল মনে করি। অটল বিহারী বাজপেয়ীর সময় আমরা ওদের কিছুটা লিবারাল দেখেছিলাম। এখনকার বিজেপি দল সাম্প্রদায়িকতার নিম্নতম স্তরের দল। ভাষার কোনও সৌন্দর্য নেই, যা ইচ্ছে বলে যাচ্ছে। রোজ টিভিতে মুখ দেখাতে হয় আর ভাষণ দিতে হয়।
  • টিডিপি দল একসময় বিজেপিকে সাপোর্ট দিত, মিনিস্ট্রি থেকে রিজাইন করেছে। টিআরএস ও বলছে আমরা আলাদা হব। শিবসেনা বলছে আমরা দরকার হলে একা লড়ব। কোনও জোটসঙ্গী  ওদের সাথী নেই।
  • দেশের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলাচ্ছে । ইউপি ইউপির মতো, বিহার বিহারের মতো, ওড়িশা ওড়িশার মতো লড়বে। বাংলা বাংলার মতো লড়বে।
  • পার্টি অফিস তৈরী করেছে ৬০০ কোটি টাকা দিয়ে। লজ্জা করে না?
  • আমি আজও বলছি, ব্যাঙ্কের যত কোরাপশান হয়েছে, তার বেশিরভাগটাই নোটবন্দির সময় হয়েছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। মনে রাখবেন, আমরা ভয় পাই নি।
  • চিট ফান্ড তৈরি হয়েছে সিপিএম-র আমলে অথচ আমাদের লোকেদের অনেক হেনস্থা হতে হয়েছে।
  • দাঙ্গা করে, হত্যা করে, মানুষ মেরে আজকে ওরা বসে আছে দিল্লীর গদিতে। নিজেদের কেস গুলো ক্লীয়ার করছে আর অন্যদের পেছনে এজেন্সি লাগিয়ে দিয়ে অ্যারেস্ট করছে। আগামীদিন কী হবে? আমি মনে করি রাজনীতিতে একটা সৌজন্যতা থাকা উচিত, একটা সীমাবধ্যতা থাকা উচিত, একটা লক্ষ্মণের গন্ডী থাকা উচিত। আমার হাতেও অনেক কেস আছে, তা সত্ত্বেও ভদ্রতা রক্ষা করি, কিন্তু ভদ্রতাটা দুর্বলতা নয়।
  • আমরা মরে যাব তাও মনে রাখবেন আমাদের মাথা কোনদিন বিক্রী হবে না।
  • আপনাদের শক্ত হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে।
  • দু হাজার উনিশ, বিজেপি ফিনিশ। আগে দিল্লী সামলা, তারপর দেখবি বাংলা।
  • আমরা ক্ষমতায় এসেছি ৩৪ বছরের সংগ্রামের পর। আজও লড়াই চলছে আমাদের। দিল্লী পয়সা দেয় না। কেন্দ্র আমাদের সাহায্য করে না। আমাদের টাকা কেটে নিয়েছে বছরের পর বছর। একেক রাজ্যের জন্য একেক রকম নিয়ম।
  • কেন্দ্র হঠাৎ বলল আমার ফাইনান্সিয়াল লোকেরা এসে তোমার ফাইনান্স ডিপার্টমেন্ট দেখবে।যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তা কি করে তা সম্ভব? তুমিও ইলেকটেড, আমরাও ইলেকটেড, যাও তুমি তোমার কাজ কর।
  • সম্পুর্ণভাবে একটা অরাজকতা চলছে দেশে। মানুষের নিড়াপত্তা নেই। কৃষক, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে, কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। আমরা চাই সবাই এক হয়ে কাজ করুক।
  • পঞ্চায়েতটা আপনারা করবেন আর দিল্লীটা আমি করব।
  • আমি ‘আদিবাসী তৃণমূল কংগ্রেস’ তৈরী করে দিচ্ছি। সভাপতি হবেন জেমস কুজুর; বাচ্চু হাঁসদা, সন্ধ্যা টুডু, শ্রীকান্ত মাহাতো এবং অন্যদের রাখা হবে।

Bengal CM advises use of drone to spot strayed tiger

To spot the tiger that has strayed into the forests around Lalgarh in Paschim Medinipur district, Chief Minister Mamata Banerjee has advised the use of drones. The tiger has been eluding Forest Department officials for the past many days, and hence the measure suggested by the Chief Minister would be a very effective one.

Mamata Banerjee gave this advice to Forest Department officials during an administrative review meeting on March 7 in Bankura district.

The tiger has has also been spotted near Medinipur town; its pug marks have been seen in the outskirts, in Mukarta and Muchiberia villages, less than 10 km away.

The department has already placed a cage in the Chandra Range area, said the divisional forest officer (DFO) of Medinipur. Other measures include the placing of traps in Madhupur in Lalgarh, which was done on March 2.

Earlier, on February 27, the department had installed cameras after villagers complained of cattle vanishing in the area.

According to forest officials, the Royal Bengal tiger is an adult male, and that it might have strayed from Odisha’s Simlipal that is about 190 km away.

 

জঙ্গলে বাঘের খোঁজে ড্রোন ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর

গাছে লাগানো ক্যামেরা তো থাকছেই, এবার রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধানে ড্রোন ওড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর সীমানা বরাবর এলাকার বিডিও এবং বনাধিকারিকদের নির্দেশ দেন, প্রয়োজনে জঙ্গলজুড়ে যেন ড্রোনের নজরদারি চালানো হয়।

প্রসঙ্গত, গত ২রা মার্চ দক্ষিণবঙ্গের লালগড় জঙ্গলে প্রথম বাঘ থাকার প্রমাণ মেলে। এরপর তাকে লক্ষ্য করা গিয়েছিল ধেড়ুয়ার সিয়ারবনিতে। কিন্তু, প্রায় ৭ দিন নজরদারি করেও মেলেনি সেই বাঘের দেখা, অথচ, মিলেছে বাঘের অস্তিত্বের বহু প্রমাণ। এবার এই আতঙ্ক থেকে সাধারন মানুষকে মুক্তি দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগেও বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের সন্ধানে, চোরাচালান আটকাতে ড্রোনের নজরদারিতে এসেছে সাফল্য।

Source: Hindustan Times

 

Five schemes by Trinamool Government that have changed the lives of women in Bengal

After coming to power in 2011, the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has brought about several measures for the safety and security of women.

Five key schemes are given below:

Kanyashree Scheme

It was started on October 1, 2013 with the inspiration of the Chief Minister to put an end to child marriages in the state.

More than 45 lakh girls from about 15,500 institutions – schools, madrasahs, colleges, universities including open universities, vocational training schools, and even sports training centres – have benefitted till now.

More than 5,000 girls have been provided training in self-defence.

In North 24 Parganas district, a special educational and self-awareness programme called Kanyashree Dishari (meaning ‘Kanyashree path-finders’) has been started, involving Kanyashree Scheme beneficiaries.

Many Kanyashree beneficiaries are being given training for getting scholarships and for skill development.

Swabalamban and Swabalamban Special

This scheme is being implemented through NGOs and private companies. It is meant to empower women on the fringes of society, including prostitutes, by training and placing them in quality jobs as well as training them to make things like food items so that they may set up independent business ventures.

The age group is from 18 to 35 years. The upper limit can be relaxed to 45 years.

Trained women have been successfully placed in Wow! Momo, Pantaloons, Kothari Hospital and other reputed organisations.

30 Kanyashree beneficiaries have been trained by Brainware as security personnel, of which 16 have been successfully placed.

As part of Swabalamban Scheme is Swabalamban Special, through which selected former sex workers are given stipend-inclusive training in making food items and other things so that they may set up businesses.

Also, as part of Swabalamban Special, 25 women have been successfully placed as junior artistes with television production houses.

Muktir Aalo

Muktir Aalo was inaugurated by Chief Minister Mamata Banerjee on September 4, 2015 to rehabilitate sex workers and trafficked women.

With the help of Women’s Interlink Foundation, 50 such women have been trained in training and making spices.

Commercial sex workers from the Munshiganj area of Khidderpore have been trained by the NGO, Divine Script Society – 12 in a recycled tyre products manufacturing unit and 12 placed in placed at self-manned kiosks.

Sabla (for adolescent girls, that is, those between 11 and 18 years)

Through the Sabla Scheme, adolescent girls are being equipped with life skills training in the districts of Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia on a pilot basis since July 2011 – 29,444 anganwadi centres (AWC) have been set up in 141 ICDS projects.

12.72 lakh adolescent girls have received the benefits of the Sabla Scheme SABLA and have been equipped with life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

About 1.6 lakh out-of-school adolescent girls received supplementary nutrition

School dropout among adolescent girls declined from 2.8 lakhs during 2010-11 to 92,000 during 2016-17.

About 41,000 girls aged 16-18 years were trained through NGOs/VTPs in different trades like beautician,handicrafts, knitting, printing and dying, and food processing during the last six years in all the districts.

In convergence with Kanyashree Scheme during financial year 2015-16, Sabla has been able to provide supplementary nutrition plans (SNP) to about 98,820 Kanyashree beneficiaries during the last two years.

About 1,600 out-of-school girls were re-admitted to the formal and informal education system and 50 per cent of them were linked with the Kanyashree Scheme.

Ruposhree Scheme

Continuing on the path of empowerment for women, during the presentation of the Budget in 2018, a new scheme was launched – Ruposhree.

Through this scheme, the State Government would stand beside families which are too poor to arrange for the weddings of their daughters. For all families in Bengal whose annual income is less than Rs 1.5 lakh, the government would provide a one-time grant of Rs 25,000 in lieu of the marriage expenses, provided the girl gets married after crossing the age of 18.

Rs 1,500 crore has been allotted for this scheme, through which 6 lakh families are expected to be benefitted.
The forms for enrolling in this scheme would be available from the BDO offices from March 30.

 

নারী ক্ষমতায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী পাঁচটি প্রকল্প

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। তারপর থেকে প্রতি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে। নারীদের ওপর অপরাধ দেশের অন্যান্য অঞ্চলে যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারীদের উন্নয়নে নিয়েছে অসাধারন প্রকল্প সমুহ। এবং এই সকল প্রকল্পগুলির অসাধারন সাফল্যও মাত্র এই ছ’বছরেই দেখা গেছে।

নারী কল্যাণ দপ্তরের গত ছয় বছরের সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪৫লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

২. স্বাবলম্বন ও স্বাবলম্বন স্পেশ্যাল প্রকল্প

স্বাবলম্বন প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য

প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

স্বাবলম্বন স্পেশ্যাল প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।

৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।

৪. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

৫. রূপশ্রী প্রকল্প

২০১৮-১৯ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় এক নতুন প্রকল্পের। মাননীয়া মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের নাম ‘রূপশ্রী’।

অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। রাজ্য সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ।

যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে।

এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে।

এই জন্য স্থানীয় বিডিও অফিস থেকে ৩০শে মার্চ থেকে ফর্ম পাওয়া যাবে।