Bengal Govt to train rural women towards sustainable self-employment

The Trinamool Congress Government has taken up the development of another avenue for mass employment. It would be training women and men to raise cows, goats, chickens and ducks and distributing poultry birds and animals as well.

At the same time, it would also build individual small farms for the members. The farms would be built alongside their homes so that they can look after the farms as well as carry out household chores.

The Government has instructed the block development officers (BDOs) to ensure that more women get the training and the other facilities. Women empowerment has always been one of the cornerstones of the Government’s developmental programmes ever since Chief Minister Mamata Banerjee came to power.

Along with these, the Government will also organise some women from the Self Help Groups into clusters and distribute incubators for producing birds from the chicken and duck eggs.

গ্রামীণ মহিলাদের স্বরোজগারে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস-মুরগি দেবে সরকার

একের পর এক কর্মসংস্থানমুখী প্রকল্প হাতে নিচ্ছে তৃণমূলের রাজ্য সরকার। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস, মুরগি বিলির পাশাপাশি পৃথক পৃথক সদস্যকে খামারও তৈরী করে দেওয়া হবে। একই সঙ্গে গোষ্ঠীর কয়েকজন সদস্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করে মুরগী বা হাঁসের ডিম থেকে ছানা বের করার যন্ত্রও বিনামূল্যে দেওয়া হবে।

এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক বেশি আর্থিকভাবে স্বনির্ভর হবেন বলেই স্বরোজগার নিগমের অফিসাররা মনে করছেন। এই প্রকল্পে হাজার হাজার মহিলা স্বনির্ভর হতে পারবেন। আর এর জন্য ওই মহিলাদের বাড়ির বাইরে কাজ করতে যেতে হবে না। তাঁদের বাড়ির পাশেই খামার করে দেওয়া হবে। ফলে ঘরের কাজের পাশাপাশি পশুপালন করে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

প্রতিটি ব্লকেই স্বরোজগার নিগমের একজন সুপারভাইজার আছেন। তাঁদের কাছে গিয়ে আবেদন করলেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সুবিধা পাবেন। এই নতুন প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাতে শেখানো হবে কীভাবে মড়ক ঠেকাতে গোরু, ছাগল, হাঁস বা মুরগিকে ইনজেকশন দিতে হয়। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে কী কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদি।

৬ মাসের এই প্রশিক্ষণ হয়ে গেলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে হাঁস, মুরগী, গোরু ও ছাগল বিতরণ করা হবে। যার যেমন প্রয়োজন, তিনি ততগুলি করেই পাবেন। এরপর স্বরোজগার নিগম ওই মহিলার বাড়ির কাছের কোনও জমিতে খামার তৈরি করে দেবে। প্রতিটি খামার তৈরির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

গত বছর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মালদহের কয়েকটি ব্লকে এই পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প চালু হয়েছিল। তাতে বহুজন প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা শুরু করেছেন। ইতিমধ্যেই স্বরোজগার নিগম পাইলট প্রজেক্টেই ৫০০ খামার তৈরী করে দিয়েছে।

Image is representative

 

Writing-off NPAs of Public sector banks a scam: Mamata Banerjee

In response to the answer given by the Centre on writing-off Non-Performing Assets of public sector banks, Bengal Chief Minister Mamata Banerjee said this is a big scam.

In reply to a question asked by an MP from Bengal, the Centre today said that Non-Performing Assets of public sector banks to the tune of Rs 2,41,911 crore from the Financial Year 2014-15 till September, 2017 have been written-off.

The Chief Minister said that she was shocked to see that at a time, when the farmers in the country are crying and committing suicide for their loan burden and asking for waiver of farmers’ loan, the Government of India have not even considered that.

“This is unbelievable. We raised the issue of Non-Performing Assets right at the time of demonetisation. Now the cat is out of the bag and reality bites,” she said.

She further said, “Even in Parliament reply, the Government of India says that the details of credit information by a public sector bank cannot be disclosed. Why is this confidentiality? Whom is the Government trying to protect?”

She demanded an immediate disclosure of the complete list of defaulters of public sector banks, whose loans have been written off.

 

 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ঋণ মকুব আসলে একটা কেলেঙ্কারি, বললেন মুখ্যমন্ত্রী

 

ঋণ মকুব নিয়ে আজ সংসদে পেশ হওয়া একটি প্রশ্নের জবাবের প্রেক্ষিতে ফেসবুকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার এক সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্র জবাব দিয়েছে যে ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০১৭র সেপ্টেম্বর মাস অবধি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ২,৪১,৯১১ কোটি টাকা ঋণ মকুব করেছে। স্তম্ভিত মুখ্যমন্ত্রী বলেন, একদিকে যখন দেশের কৃষকরা দেনার দায়ে কাঁদছেন, এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এবং ঋণ মকুবের দাবী জানাচ্ছেন, সরকার সেই দাবী গ্রাহ্যই করছে না।

তিনি আরও বলেন, “অবিশ্বাস্য। নোটবন্দির সময় আমরা ‘নন পারফর্মিং অ্যাসেট’ এর ইস্যু তুলেছিলাম। এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। রূঢ় বাস্তবটি জনসমক্ষে এল।”

মুখ্যমন্ত্রী বলেন যে সংসদে পেশ করা জবাবেও কেন্দ্র বলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ক্রেডিট সংক্রান্ত তথ্য প্রকাশ করা যাবে না। তিনি জানতে চান এই গোপনীয়তার পেছনে কারণটা কি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ঋণ খেলাপকারীদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবী জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একটা বিরাট কেলেঙ্কারি।

Bengal Govt to cultivate hilsa in ponds and rivers

In a significant stride towards becoming self-reliant in the production of hilsa (ilish), the State Fisheries Department will now take up the cultivation of the fish in ponds and rivers.

The department has signed an agreement with a Norwegian company. The company has been successful in cultivating salmon in pond and river water, and is helping the State Government in replicating that success for hilsa, according to the Fisheries Minister.

The department gradually wants to stop importing the fish from Myanmar, which is much more than gastronomy for a Bengali. Ilish, as hilsa is called in Bengali, is about identity, history and nostalgia.

Hilsa is a significant component of open-water capture fishery in Bengal, contributing about 19 per cent of the total fish landing in the Hooghly-Matla estuarine system.

Over the years, due to wanton exploitation, pollution and habitat destruction, there has been a decline in the availability of hilsa.
One of the measures to combat this was the setting up, inspired by the vision of Chief Minister Mamata Banerjee with regard to self-reliance in hilsa, of the country’s first ever dedicated Hilsa Conservation and Research Centre (HCRC) at Sultanpur in Diamond Harbour in December 2013 by the Fisheries Department.

The department is in the process of setting up two similar HCRCs in Tribeni in Hooghly district, located on the bank of the Hooghly, and Farakka in Murshidabad district, on the bank of the Ganga.

The catching, marketing and transportation of fishes less than 23 cm in length is banned in the state. The Fisheries Department has put in place vigilante teams in all the concerned districts for keeping regular vigil on markets and landing centres. Special raids are conducted during the designated ban period between September 15 and October 24 each year. The department also maintains coordination and synergy with laboratories and institutes working on hilsa fishery.

The department also takes awareness campaigns for hilsa conservation, by distributing leaflets, putting up banners and posters, and conducting boat and road rallies in areas where the fish is netted by fishermen.

The fish is anadromous, that is, migrates up rivers from the sea to spawn, during the periods from June to September and from January to April.

 

 

এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ করবে রাজ্য

ইলিশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে এবার পুকুর ও নদীতে ইলিশ মাছ চাষ শুরু করবে রাজ্য সরকার। এই বিষয়ে নরওয়ের একটি সংস্থার সাথে চুক্তি করবে রাজ্য মৎস্য দপ্তর। এই সংস্থাটি তাদের দেশে পুকুর ও নদীতে স্যামন মাছ চাষে বিপুল সফলতা পেয়েছে।

ধীরে ধীরে মৎস্য দপ্তর মায়ানমার থেকে ইলিশ আমদানি বন্ধ করতে চায়। ইলিশ মাছ শুধুই বাঙালির রসনাতৃপ্তি করেনা, বাংলার সংস্কৃতি সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তাই এই মাছ চাষে স্বনির্ভর হতে চায় রাজ্য।

সাধারনত ইলিশ মাছ চাষ হয় নোনা জলে, মোহনায়। এতদিন হুগলী-মাতলা নদীর মোহনায় যে মাছ চাষ হয়, তার ১৯ শতাংশই ইলিশ। কিন্তু, দূষণ ও অন্যান্য নানা কারণে দিনে দিনে এই পরিমাণ কমছে।

ইলিশ উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে, মুখ্যমন্ত্রীরঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সালের ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবারের সুলতানপুড়ে দেশের প্রথম হিলসা কঞ্জারভেসন অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরী করা হয়। এই ধরণের কেন্দ্র আরও দুটি জায়গাতে তৈরী হয়েছে: হুগলী জেলার ত্রিবেণীর ধারে এবং মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গঙ্গার ধারে।

২৩ সেন্টিমিটারের চেয়ে কম লম্বা ইলিশ মাছ ধরা, বিপণন এরাজ্যে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা যথাযথ কার্যকর করতে বেশ কিছু আধিকারিকের অনেকগুলি দল রাজ্যজুড়ে পরিদর্শন করে। ১৫ই সেপ্টেম্বর থেকে ২৪শে অক্টোবর প্রচুর রেড করা হয় প্রতি বছর।

ইলিশ মাছ সংরক্ষণের ব্যাপারে মৎস্য দপ্তর সচেতনতা কর্মসূচীরও উদ্যোগ নিয়ে থাকে। লিফলেট বিলি থেকে শুরু করে ব্যানার ও পোস্টার লাগানো, সচেতনতা মিছিল করা এবং মৎস্যজীবীদের সচেতন করা হয় দপ্তরের উদ্যোগে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে যায় ডিম পাড়তে। এই সময় মাছ ধরা বারন।

Source: Millennium Post

Developmental policies creating more and more employment opportunities in Bengal

The Trinamool Congress Government has always tried to give the people of the state a safe and secure life. One of the ingredients for this is sustainable income.

With development in various fields, most people in the state have some sort of sustainable income. The government is trying its best to bring the fruits of development to every corner of the state.

During financial year (FY) 2017-18, despite the cruel effects of demonetisation and GST, Bengal has been able to create employment opportunities for 8.92 lakh people; and most of the job creation has been the result of the positive policies of the State Government rather than due to any help from the Centre.

Also, according to State Government data, during the first six-and-a-half years of Trinamool Congress, 81 lakh jobs were created. The jobs include not only direct government jobs but also those created through the setting up of micro, small and medium enterprises (MSME). In fact, as acknowledged by the Central Government itself, Bengal is the leading state in terms of generating income and employment through MSMEs.

According to official records, more than 27,700 MSMEs have been able to provide employment to 1.7 lakh people. Keeping on the subject of small scale industries, the state has provided training in handloom to 16,940 people, which included both weavers and their assistants. A result of these activities has been the creation of 60 lakh person-days.
Due to the Gatidhara Scheme, which provides loans to youths to buy vehicles for commercial use, be it taxis or mini trucks or anything else, another approximately 10,000 people have got employment.

Another important fact to remember is that, if there was no debt that the state had to repay the Centre (a result of the 34-year-rule of the Left Front) and the Central Government contributed more funds for the jointly-implementable schemes instead of reducing its shares, the State Government would have been able to spare more money for more number of jobs and for creating employment opportunities.

Another laudable move in this respect was the creation, on July 26, 2012, of an Employment Bank, and where job-seekers can notify their names online too. The exchange serves as a bridge between employment seekers and employment providers. More than 10 lakh people across the state have found employment in this way.
It is from this list that people have been selected, on need basis, for the Yuvashree Scheme, wherein sustenance stipend is paid to those not yet employed.

Now, the government has decided to recruit 13,000 people in the police force and related jobs, and it is actively pursuing its implementation. This decision was approved by the State Cabinet on March 23.

 

উন্নয়নেই কর্মসংস্থান বাড়ছে রাজ্যে

সারা বছর ধরেই বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে চলেছে রাজ্য সরকার। এই কারণে বছরের বিভিন্ন সময় সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বছরভর উন্নয়নজজ্ঞের ফলেই এতো কর্মসংস্থান।

২০১৭-১৮ আর্থিক বছরে জিএসটি এবং নোটবাতিলের ধাক্কা সত্ত্বেও রাজ্যে ৮ লক্ষ ৯২ হাজার কর্মসংস্থান হয়েছিল। এবছর এই কর্মসংস্থান কয়েকগুন বাড়বে বলে আশা করা যায়। গত সাড়ে ছয় বছরে রাজ্য সরকার প্রায় ৮১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের চাকরি ছাড়াও বড় অংশ আছে চতুর্থ শ্রেণী। পুলিশ, বিচারবিভাগ, স্বরাষ্ট্র, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ১৩ হাজার চাকরি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বেসরকারি ক্ষেত্রেও লক্ষ লক্ষ কর্মসংস্থানের নজির গড়েছে রাজ্যে। পাশাপাশি চাকরি থেকে ক্ষুদ্র ব্যবসা, সব ক্ষেত্রেই কাজ পেয়েছেন মানুষ। কেন্দ্রের ঋণের বোঝা না থাকলে, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ না করলে, আরও বহুগুন কর্মসংস্থান করতে সক্ষম হত সরকার।

২০১২ সালের ২৬ জুলাই ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’-এর সৃষ্টি হয়েছে, যা চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে অনলাইন ব্যবস্থায় সেতুর কাজ করছে। ১০ লক্ষেরও বেশী চাকরি প্রার্থী এই ব্যবস্থার মাধ্যমে কাজ পেয়েছে। এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকেই বাছাই করা হয়েছে ‘যুবশ্রী’। এছাড়া ২৭৭০০টিরও বেশী ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট ১৭০০০০ লোক নিয়োগ করে উদ্যোগ আধার মেমোরেন্ডাম দাখিল করেছে।

অন্যদিকে, ১৬৯৪০জন তাঁত শিল্পী ও সহকারীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে ৬০ লক্ষ কর্মদিবস তৈরী হয়েছে। ১০০০০ জন যুবক যুবতী ‘গতিধারা’ প্রকল্পের আওতায় এসেছে।

Source: Sangbad Pratidin

 

Bengal Govt to enrol retired sportspersons under Swasthya Sathi from April 1

The State Youth Services and Sports Department will initiate the enrolment of retired sports personalities under the Swasthya Sathi scheme from April 1. Already more than 2.5 crore people are deriving its benefits.

Chief Minister Mamata Banerjee had made the announcement regarding this while addressing the Khelashree programme at Netaji Indoor Stadium last January. The initiative has been taken to ensure that veteran sports personalities do not face any problem in getting any sort of treatment.

According to a senior official of the Youth Services and Sports Department, the retired sports personalities can collect application forms from April 1 and from the same day the filled-up forms may be submitted.

The forms will be available at the office of the department at the New Secretariat Building and its offices in the districts, and also from the offices of the various sports associations. The forms will also be available online. The filled-up application forms will be sent to the State Health and Family Welfare Department as it is the implementing authority.

It may be mentioned that retired sports personalities will get a medical benefit of up to Rs 5 lakh per annum under the Swasthya Sathi scheme. The beneficiaries can avail treatment in more than 500 hospitals and nursing homes in the state, which are graded under three categories on the basis of services available. There is also an information support system through which related details may be obtained over phone.

১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়রাও আসবেন স্বাস্থ্য সাথীর আওতায়

১লা এপ্রিল থেকে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের স্বাস্থ্য সাথীর আওতায় নাম নথিভুক্তিকরণ শুরু করবে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। প্রাক্তন খেলোয়াড়দের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা জানুয়ারি মাসে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাশ্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ২.৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রবীণ খেলোয়াড়রা চিকিৎসার জন্য কোনও অসুবিধার সম্মুখীন যাতে না হন, তাই তাদেরও অন্তর্ভুক্ত করা হল এই প্রকল্পে।

১লা এপ্রিল থেকে ফর্ম বিতরণের পাশাপাশি পূরণ করা আবেদনপত্র জমাও নেওয়া হবে।। এই ফর্ম পাওয়া যাবে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিঙে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কার্যালয়, জেলায় এই দপ্তরের অফিস ও অন্যান্য ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে। পরবর্তীকালে এই ফর্ম যাতে অনলাইনেও পাওয়া যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ৩০শে এপ্রিল।

আবেদনপত্রগুলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পাঠাতে হবে, যেহেতু এই দপ্তর প্রকল্পটি বাস্তবায়িত করছে। এই পরিষেবায় প্রাক্তন খেলোয়াড়রা বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন বিনামূল্যে। এই চিকিৎসা তারা ৫০০-রও বেশী হাসপাতাল ও নার্সিং হোমে পেতে পারবেন। এই চিকিৎসাকেন্দ্রগুলিকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে, কোথায় কিরকম পরিষেবা পাওয়া যায়, সেই নিরিখে। এই চিকিৎসাকেন্দ্রগুলিতে ইনফরমেশন সাপোর্ট সিস্টেম আছে, যেখানে ফোনের মাধ্যমে তথ্য পাওয়া যায়।

Source: Millennium Post

 

Investment Bengal

Ease of doing business: Bengal now leader among peers

The third edition of the Central Government’s annual Ease of Doing Business ranking for states, modelled on the international one conducted by the World Bank, has seen West Bengal jumping 15 places to top of the list. West Bengal was in the 16th position last year.

Data collected till March 28 on an online dashboard maintained by the Department of Industrial Policy and Promotion, which conducts the ranking, suggests so. Last year, DIPP had finalised a total list of 372 reforms in regulatory processes, policies, practices or procedures as part of the Business Reforms Action Plan 2017. This is spread across 12 key reform areas. Reforms successfully undertaken by each state are updated on the dashboard, with the result that states with the highest implementation of reforms securing the highest ranks.

The rankings only reflect the changing face of Bengal over the last seven years, under Chief Minister Mamata Banerjee. Through a series of administrative reforms, e-governance measures, and three successful editions of Bengal Global Business Summit, she has turned the state into ‘Best Bengal’.

 

 

শিল্পের পথ সহজ করার মার্কশিটে বাংলাকে ১০০-তে ১০০ দিল কেন্দ্র

শিল্পের গা থেকে লালফিতের ফাঁস আলগা করার বিশ্বব্যাঙ্কের দেওয়া ৩৬৯টি নির্দেশিকার সবকটি সঠিকভাবে লাগু করে কেন্দ্রীয় সরকারের মার্কশিটে ১০০-তে ১০০ পেল পশ্চিমবঙ্গ। তাই সঙ্গত কারণেই বাংলার স্থান প্রথমে। হিসেব মতে, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো তথ্যের ভিত্তিতেই ওই নম্বর পেয়েছে রাজ্য সরকার।

শিল্প গড়তে কোন রাজ্য কতটা আগ্রহী, তা জানতে প্রতিবারই সমীক্ষা করে কেন্দ্রীয় সরকার। ব্যবসা করার ক্ষেত্রে প্রশাসনিক জট কাটাতে রাজ্যগুলি কী কী পদক্ষেপ করল, তার জন্য র্যা ঙ্কিং হয় প্রতি বছর। এবার রাজ্যগুলির মূল্যায়ন চলাকালীন বাংলা ছিল একেবারে প্রথম সারিতে।

এদিকে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, ব্যবসা বা শিল্পের পথ সহজ করার কাজে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, দেশের সেরা স্থানে রয়েছে রাজ্য। জানুয়ারির মাঝামাঝি সময়ে এ রাজ্যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছিল। সেই সময় রাজ্য ছিল এক নম্বরে। বাংলা এক নম্বর স্থান ধরে রাখায়, দিন কয়েক আগে ফের তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিবঙ্গকে যে প্রথম স্থান থেকে সরানো কার্যত সম্ভব নয়, তা মনে করছেন শিল্প দপ্তরের কর্তারা।

Bengal Govt’s fresh initiative for the employment of urban youth

After its huge success in rural Bengal, the State Government is going to introduce the benefits of self-help groups (SHGs) in urban areas.

The Self-Help Group and Self-Employment Department, through urban cooperative banks and urban credit societies, has decided to form SHGs of seven youths each in urban areas and give them loans to start business ventures at low interest rates. A few thousand youths would benefit from this scheme.

Loans would be given at 9 per cent rate of interest. Not just that, after the entire loan is repaid to the bank, the person would be given back 7 per cent of the amount of interest paid. Hence, the effective rate of interest would be just 2 per cent.

 

 

বেকার যুবকদের ব্যবসার জন্যে লোন দেবে রাজ্য সরকার

 

এবার শহরের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আরও এক নতুন প্রকল্প হাতে নিল রাজ্য সরকার। শহর এলাকার সাতজন করে যুবককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরী করে তাঁদের ব্যবসার জন্য খুব অল্প সুদে ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি। এর জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

চলতি আর্থিক বছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু করবে বলে ইতিমধ্যে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া এই প্রকল্পের ফলে রাজ্যে কয়েক হাজার বেকার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, গোটা রাজ্যে আরবান সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি থেকে খুব অল্প সুদে ঋণ দেওয়া হবে। প্রথমে তাঁরা যখন ঋণ নেবেন, তখন তাঁদের ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। তাঁরা সম্পূর্ণ ঋণ ফেরত দেওয়ার পর তাঁদের ৭ শতাংশ সুদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাঁদের মাত্র ২ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে।

এতদিন শহরাঞ্চলে বেকার যুবকরা সেভাবে স্বনির্ভর গোষ্ঠী করতেন না। কিন্তু, এবার তাঁদের উৎসাহিত করে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দিয়ে ব্যবসার সুযোগ করে দেব। এতে প্রচুর বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

Distribution of forms for Ruposhree scheme begins

The distribution of forms for Bengal Government’s Ruposhree Scheme started on March 28, 2018. Under the scheme, families whose annual income is Rs 1.5 lakh or less would receive financial assistance of Rs 25,000 from the State Government for the wedding of their daughters. Close to six lakh poor families will benefit from the scheme.

This is an idea conceived by Chief Minister Mamata Banerjee and was announced by the Finance Minister, Dr Amit Mitra, during the presentation of the State Budget.

The Trinamool Congress Government had started the Kanyashree Scheme in Bengal, another brainchild of Mamata Banerjee, in 2011 to enable girls to complete their education. This was later extended to the university level. The scheme has been a huge success and has been awarded by as high an international organisation as the United Nations.

Now, the Government has decided to help facilitate the marriage of poor girls too. Rs 1,500 crore has been allocated for the project.

Given below are the important details for availing the scheme:

Eligibility

  • Residents of Bengal
  • Annual income of bride’s family has to be Rs 1.5 lakh or less
  • The minimum age of the bride has to be 18 years, and of the groom, 21 years
  • Beneficiaries of Kanyashree can apply for Rupashree too

 

Availability of form

The form for the Ruposhree Scheme would be available at the offices of block development officers (BDO), sub-divisional magistrates (SDM) and commissioners of municipal corporations.According to government sources, later on, forms would be available online too.

  • Documents to be submitted along with the form
  • Photocopy of birth certificate
  • Details of the groom
  • Wedding card or any other proof of the wedding to be held
  • A signed undertaking saying that the bride is marrying of her own will
  • Electoral Photo Identity Card (EPIC), that is, Voter’s Card
  • Details of the bride’s bank account

 

How to obtain the grant

After all the documents along with the form are submitted, State Government officials will scrutinise them. If everything is found in order, Rs 25,000 would be deposited in the account of the bride.

 

 

রুপশ্রী প্রকল্পের জন্য এবার আবেদন করা যাবে

শুরু হল রূপশ্রী প্রকল্পের ফর্ম বিতরণ। যে সব পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা বা তার কম, এমন পরিবারের প্রাপ্তবয়স্ক তরুণীরা বিয়ে করলে এই প্রকল্পের অধীনে এককালীন ২৫ হাজার টাকা করে পাবেন। আর পাত্রের ন্যুনতম বয়স হতে হবে ২১ বছর।

২০১৮-১৯ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যে নারীকল্যানের জন্য তৎপর হয় রাজ্য সরকার। ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাল্যবিবাহ রুখতে ও কন্যা সন্তানদের স্কুলে পাঠাতে বিশেষ সহায়ক হয়েছে এই প্রকল্প। সাফল্যের নিরিখে বিশ্বের দরবারে স্বীকৃতিও পেয়েছে কন্যাশ্রী। এবার দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতে প্রত্যক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

রূপশ্রী প্রকল্পের অধীনে বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে পাত্রীকে। সেই ফর্ম যাচাই করে বিয়ের ৫ দিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে প্রাপ্য টাকা।এই প্রকল্পের জন্য আবেদনের ফর্ম মিলবে বিভিন্ন সরকারি দপ্তরে। যেমন,

১. বিডিও অফিস
২. মহকুমা শাসকের দফতর
৩. পুর নিগমের কমিশনারের দফতর রূপশ্রী প্রকল্পের ফর্মের সঙ্গে জমা দিতে হবে বেশ কিছু নথি।
১. জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত প্রতিলিপি।
২. জমা দিতে হবে পাত্রের বিস্তারিত তথ্য
৩. বিয়ের কার্ড বা অন্য কোনও প্রমাণ
৪. আবেদনকারী স্বেচ্ছায় বিয়ে করছেন বলে স্বীকারোক্তি দিতে হবে
৫. ভোটার আইডি কার্ড ও আধার কার্ড
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত

আবেদনপত্র ভর্তি করে ও সঙ্গে সমস্ত নথিসহ আবেদনপত্র জমা দিলে তা খতিয়ে দেখবেন সরকারি আধিকারিক। সব তথ্য নির্ভুল হলে বিয়ের ঠিক ৫ দিন আগে পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা।আপাতত শুধুমাত্র সরকারি অফিসে ফর্ম মিললেও কিছুদিনের মধ্যে অনলাইনেও মিলবে রূপশ্রী প্রকল্পের ফর্ম।

Source: Zee News

Initiatives to solve scarcity of water for agriculture in the Hills

The Bengal Government wants to solve the problem of scarcity of water for agriculture in the Hills region by implementing ‘hydro water project-zero energy’ across the region.

The GTA would also soon submit certain proposals to the State Government.

The government has already allotted Rs 10 crore to make ways for distributing water for agriculture in the region. Among the measures being undertaken is the digging of ponds, which is part of the ‘Jal Dharo Jal Bharo’ scheme.

The ‘Jal Dharo Jal Bharo’ scheme is also being utilised for micro-irrigation in the Hills.

 

পাহাড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ রাজ্যের

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ‘হাইড্রোওয়াটার প্রোজেক্ট-জিরো এনার্জি’ গঠন করে পাহাড় জুড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বিকল্প উপায়ে কীভাবে পাহাড়ে সেচের জল পৌঁছে দেওয়া যায় তার জন্য জিটিএ’র কাছে রাজ্যের তরফে প্রস্তাব চাওয়া হয়েছে। পাহাড়ে চাষের জল নিয়ে প্রয়োজনীয় প্রস্তাব তারা খুব শীঘ্রই রাজ্যের কাছে জমা দিতে চলেছে।

ইতিমধ্যেই চাষের জলের পর্যাপ্ত জোগানের জন্য রাজ্যের তরফে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে তরাই অঞ্চলে যেখানে সম্ভব সেখানে ছোট করে পুকুর কেটে তার মাধমেও এলাকায় জলের যোগান বাড়াতে উদ্যোগ নিচ্ছে জলসম্পদ উন্নয়ন দপ্তর।

সম্প্রতি হুগলী জেলার প্রশাসনিক বৈঠকে জল ধরো জল ভরো প্রকল্পের খোঁজ নেওয়ার প্রসঙ্গে পাহাড়ের জলের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে ক্ষুদ্র সেচে জলের পর্যাপ্ত জোগানের লক্ষ্যে জল ধরো জল ভরো প্রকল্পের প্রসার নিয়ে জিটিএর সদস্যদের সঙ্গে জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বৈঠক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Bengal driving large percentage of India’s exports, says Centre

In terms of exports, Bengal is ahead of the rest of the states, as per the Union Commerce and Industry Minister. This is another confirmation of the fact that the policies on industry and investment being followed by the Chief Minister Mamata Banerjee-led Bengal Government are on the right track.

Following the initiatives of the Chief Minister, the variety and amount of exports that take place from Bengal have showed a direction to many states. Bengal has been able to leverage its traditional strengths, be it natural resources, industrial resources, food resources or anything else, for the export market and has been reaping the benefits. As a result, the income of Kolkata Port (including its subsidiary, Haldia Port) has also increased handsomely.

It must be mentioned that 14 per cent of Indian tea is exported through Kolkata. Haldia Petrochemicals exports 4 per cent of the country’s petro-products. Bengal exports a huge 61 per cent of the total leather goods from India. In food, 11 per cent of prawns and lobsters exported from India are from Bengal.

With so much activity happening, Bengal is now the sixth largest economic market in India.

 

 

বিশ্ববাজারে রপ্তানিতে দেশের সেরা বাংলা

ভারতবর্ষের মধ্যে রপ্তানি বানিজ্যে সবচেয়ে বেশী এগিয়ে এসেছে বাংলা। এমন দাবি করলেন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক অভিনব উদ্যোগের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরেছেন এবং প্রায় সারা পৃথিবীর শিল্পপতিদের আহ্বান করে বাংলাতে বিনিয়োগের জোয়ার এনেছেন, তার জেরে একদিকে যেমন বেড়েছে কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিবহনের সংস্থা, তেমনই দ্বিগুনেরও বেশী পণ্য পরিবহন করে কএকগুন বেশী আয় বাড়াতে সক্ষম হয়েছে কলকাতা ও হলদিয়া বন্দরও।

এছাড়াও বাংলা থেকে সারা দেশের ১৪ শতাংশ চা রপ্তানি হয়। হলদিয়া পেট্রোকেমিক্যাল দেশের মত পেট্রোলিয়ামজাত উৎপাদনের ৪ শতাংশ উৎপাদন করে। চামড়াজাত পণ্য যা রপ্তানি হয়, তার ৬১ শতাংশ বাংলাই করে। চিংড়ি রপ্তানি করে ১১ শতাংশ।

এই মুহূর্তে যে গতিতে বাংলার অর্থনীতি ও শিল্প বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির বাজার হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।