Seven more youth hostels coming up by March 2018

The Bengal Government’s Youth Services and Sports Department has set a target of building seven new youth hostels by March 2018. In each of the youth hostels, there will be accommodation for at least 100 people.

Two youth hostels in Jalpaiguri (in Metali) and Bishnupur are ready to become operational. One each is coming up in the Ayodhya Hills and the Jaichandi Hills in Purulia district. The four others are coming up in Cooch Behar, Nabadwip, Malda and Durgapur.

Regarding the ones in the Ayodhya and the Jaichandi Hills, it may be mentioned that the footfalls of visitors in these places have gone up as a result of the steps taken by the Trinamool Congress Government to improve the basic infrastructure of Purulia district. Moreover, the number of youths visiting the place for trekking and adventure sports has also gone up. As a result, the demand for better accommodation has also gone up. Plans are already afoot for enabling locals to open homestays.

It may be mentioned that at present, a total of 19 youth hostels of the State Government are functional, while the government has a plan to set up a total of 40. The construction of 21 youth hostels, including in Balurghat, Jayanti and Gajoldoba, has also begun.

With the setting up of the youth hostels, young single travellers will no longer face problems in getting quality accommodation when they visit any part of the state for excursion or activities like trekking and adventure sports.

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে আরও নতুন ৭টি যুব হোস্টেল

২০১৮ সালের মার্চ মাসের মধ্যে আরও ৭টি যুব হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। প্রতিটি হোস্টেলে অন্তত ১০০ জন থাকতে পারবে।

জলপাইগুড়ির মেটেলিতে ও বিষ্ণুপুরের দুটি যুব হাসপাতাল তৈরী হয়ে গেছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে ও জয়চন্ডী পাহাড়ে দুটি হোস্টেল তৈরী হচ্ছে। বাকি ৪টি হোস্টেল তৈরী হবে কোচবিহার, নবদ্বীপ, মালদা ও দুর্গাপুরে।

তৃণমূল সরকার পুরুলিয়া জেলার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, তার ফলে এই অঞ্চলে এখন পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়া এই অঞ্চলে ট্রেকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য কমবয়সী যুবাদের আনাগোনা লেগেই আছে। এর ফলে ওখানে থাকার ভালো জায়গায় চাহিদা বেড়েছে। ওখানে হোম-স্টের ব্যবস্থাও করা হচ্ছে।

এই মুহূর্তে রাজ্যে ১৯টি যুব হোস্টেল আছে। রাজ্য সরকার এই সংখ্যা বাড়িয়ে ৪০ করতে চায়। বাকি ২১টি হোস্টেলের মধ্যে বালুরঘাট, জয়ন্তী, গাজলডোবা যুব হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে।

এই যুব হোস্টেলগুলি তৈরী হলে, যেসকল পর্যটক একা ওইসব অঞ্চলে যাবে, তাদের ভালো থাকার জায়গা খুঁজতে অসুবিধায় পড়তে হবে না।
Source: Millennium Post

After Malda, now Birbhum to be declared as Open Defecation Free district

After Malda, which had been declared an Open Defecation Free (ODF) district in November, Birbhum is soon going to become a ‘Nirmal Jela’. It will be the 10th district to be notified as such.

Among other districts that have already been declared as ODF are Nadia (India’s first ODF district), North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman and Cooch Behar.

In Howrah, work to make the district Open Defecation Free is on in full swing. By March 2018, two more districts — Paschim Medinipur and Murshidabad – will be declared ODF. The remaining districts have been given a goal of attaining the ODF status by December 2018.

Mission Nirmal Bangla has been highly successful in making the districts of Bengal largely free from open defecation activities. Programmes of the scheme like awareness rallies, Nirmal Utsav, felicitation of community facilitators, Nirmal Adda, etc. ensure that ODF becomes a sustained habit, and there is no slipping back to open defecation. Third-party verification activity has been introduced in the rural areas of districts to ensure that there is impartial verification of the building and usage of toilets.

April 30 is celebrated every year as Nirmal Bangla Diwas, being designated so by Chief Minister Mamata Banerjee. Under Mamata Banerjee’s leadership, Bengal had already started its journey towards achieving ODF status for the rural areas of the state since the World Toilet Day celebration on November 19, 2013. The United Nations Children’s Fund (UNICEF) is a partner of the State Government in this journey.

 

মালদার পর এবার বীরভূম হবে নির্মল জেলা

নির্মল বাংলার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। এরপরই, ডিসেম্বরে বীরভূম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা।

যে জেলাগুলিকে ইতিমধ্যেই নির্মল ঘোষণা করা হয়েছে সেগুলি হল, নদীয়া (দেশের প্রথম নির্মল জেলা), মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

হাওড়া জেলাকে নির্মল জেলা ঘোষণা করার কাজ জোরকদমে এগোচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১৪টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে আসরে নেমেছে রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। শৌচাগার তৈরী করার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরোমাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যবহার করেন। পদযাত্রা, নির্মল উৎসব, নির্মল আড্ডা প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত ৩০শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয়।

Source: Millennium Post