Bengal Govt to train SHGs for paddy procurement

The State Self-Help and Self-Employment Department has decided to involve rural women through self-help groups (SHG) in the procurement of paddy from farmers. To make it fast and error-free, the Government would provide them with tabs. The training would begin from June and July, in stages.

Already, almost 4,500 SHGs are involved in procuring paddy. For this work, the SHGs will be getting Rs 31 per quintal. Rice mill owners will be responsible for collecting the paddy and transporting them on lorries to their mills for the rice to be extracted, as they do now. The Food and Supplies Department is paying the cost of transportation.

Besides empowering, involving village women has another advantage. Since SHG members from a village would go to farmers from the same village to buy their paddy, prior acquaintance will help them to convince the farmers to sell to the State Government. Thus the Government’s stocks will be kept up to the mark.

 

ধান সংগ্রহে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেবে রাজ্য

চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য রাজ্য সরকার এখন অনেকটাই নির্ভর করছে স্বনির্ভর গোষ্ঠীগুলির উপর। এই কাজ করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। আগামী জুন-জুলাই মাস থেকে এই প্রশিক্ষণ পর্ব শুরু হবে। মহিলাদের যাতে বেশি দূর না যেতে হয়, তার জন্য স্থানীয় বিডিও অফিসে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে খাদ্যমন্ত্রী বলেন।

ধান সংগ্রহের কাজ করার জন্য গোষ্ঠগুলিকে ‘ট্যাব’ দিয়েছে দপ্তর। ট্যাব কীভাবে চালাতে হয় তা শেখানো ছাড়াও ধান সংগ্রহ করার ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার হাজার স্বনির্ভর গোষ্ঠী ধান সংগ্রহ শুরু করেছে।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে ধান সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত করতে চাইছে দপ্তর। এতে প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো পরিমাণ সংগ্রহ হবে বলে আশা করছেন অধিকর্তারা। গ্রামের মধ্যে থেকে চাষির দোরগোড়ায় গিয়ে ধান কিনছে গোষ্ঠীগুলি। গ্রামের বাসিন্দা হওয়ায় স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলারা ভালো করে জানেন কোন চাষির ঘরে ধান আছে। ওই চাষিদের কাছে গিয়ে তাঁরা সরকারের কাছে ধান বিক্রি করার অনুরোধও করছেন।

ধান কেনার জন্য গোষ্ঠীগুলি কুইন্টাল পিছু প্রায় ৩১ টাকা কমিশন পাচ্ছে। তারা শুধু ধান কিনে ট্যাবের মাধ্যমে তার হিসেব পেশ করে একজায়গায় কেনা ধান জড়ো করে রাখছে। ওই ধান লরিতে বোঝাই করে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাইস মিলে ভাঙানোর জন্য। রাইস মিল কর্তৃপক্ষই এই কাজ করছে। ধান নিয়ে যাওয়ার পরিবহণ খরচ তাদের দিচ্ছে খাদ্য দপ্তর।

Bengal Govt’s training programme to empower rural women

The State Panchayat and Fisheries Departments have come together to develop a training programme for empowering rural women.

The women would be trained on how to cut fish and pack it in a ready-to-cook form by the Fisheries Department. The Panchayat Department would help in getting access and selecting the women.

For a start, 700 women from three districts – Hooghly, North 24 Parganas and Purba Medinipur – would be given the training.

In Dhanekhali in Hooghly, 126 women are being trained already. Another 126 women are being trained to cultivate fish. In North 24 Parganas, 63 women are being trained in fish processing, 73 in preparation of fish-based food and 99 in fish cultivation.

In the next phase, training programmes would be taken up in ten more districts of Uttar Dinajpur, Dakshin Dinajpur, Birbhum, Malda, Murshidabad, Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Nadia and South 24 Parganas.

To enable the women and self-help groups to take up the work on a commercial scale after training, the State Government would provide them help through the Anandadhara Scheme.

 

গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে গাঁটছড়া বাঁধল পঞ্চায়েত-মৎস্য দপ্তর

গ্রামের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে এবার হাত মেলালো পঞ্চায়েত ও মৎস্য দপ্তর। মাছ কাটা থেকে শুরু করে তাকে প্যাকেটজাত করা এবং ‘রেডি টু কুক’ কীভাবে করবেন সে বিষয়ে শীঘ্র প্রশিক্ষণ দেবে মৎস্য দপ্তর। পরের ধাপে কীভাবে সেই কাজের মাধ্যমে গ্রামের মহিলারা স্বনির্ভর হয়ে উঠবেন, ‘আনন্দধারা’ প্রকল্পের আওতায় সেই দিশা দেবে পঞ্চায়েত দপ্তর। আপাতত তিন জেলায় এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। পড়ে সব জেলাতেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ৭০০ জনকে এই প্রকল্পের আওতায় আনা হবে।

এর ফলে মৎস্য দপ্তরের মাছের ফিলের চাহিদাও যেমন খানিকটা পূরণ হবে, পাশাপাশি তারা স্বনির্ভর হতে পারবেন। ধনেখালিতে এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হুগলী জেলায় ১২৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া আরও ১২৬ জনকে মাছ চাষের বিভিন্ন পদ্ধতি শেখানো হবে। হুগলী ছাড়া উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

উত্তর ২৪ পরগনায় মোট ৬৩ জনকে ফিশ প্রসেসিং ইউনিটে, ৭৩ জনকে প্রিপারেশন অফ ফিশ বেসড ফুড তৈরীতে ও ৯৯ জনকে মৎস্য চাষের প্রশিক্ষণ দেওয়া হবে।

এর পরের পর্যায়ে দুই দিনাজপুর, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নদীয়া ও দক্ষিণ ২৪ পরগনায় অন্তত পাঁচ হাজার মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই কাজের জন্য মহিলাদের বা স্বনির্ভর গোষ্ঠীকে বিভিন্ন আর্থিক সহায়তা করা হবে আনন্দধারা প্রকল্পে। আপাতত ধনেখালিতে প্রশিক্ষণ শেষ হওয়ার পর ১৫ দিন অন্তর ৫০ টন করে মাছ পাঠানো হবে। এর ফলে তাঁদের দৈনিক ৫০০ টাকা আয়ের সুযোগ তৈরী হবে।

 

Bengal Govt to open outlets in districts for rural women to sell their handicrafts

Women in rural areas of Bengal who make various items of handicraft would soon be getting more opportunities to sell their wares.

The State Government agency, West Bengal Swarojgar Corporation Limited (WBSCL), which looks after the setting up of and improving self-employment opportunities for people, especially in non-urban regions, is opening outlets in every district headquarters where the women can set up shop temporarily. No rent would be taken from them. The earnings would go entirely to them.

This would give the women access to a much wider market – the urban clientele, who have a much higher purchasing power. The outlets would be built by WBSCL at its own cost.

As of now, the government organises annual handicrafts fair, one at the state-level and at district levels, where these women sell their goods. They also sell their goods from the Karma Tirthas which the government is setting up.

 

গ্রামের মহিলাদের তৈরী সামগ্রী বিক্রীর জন্য প্রত্যেক জেলা সদরে আউটলেট খুলবে রাজ্য

গ্রামের মহিলাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন দপ্তরকে তিনি এই নিয়ে ভাবনাচিন্তা করার কথা বলেছেন।

সেইমত, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম প্রতিটি জেলা সদরে একটি করে আউটলেট করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী আর্থিক বছরেই এই আউটলেট চালু হয়ে যাবে।

স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলা, বাড়িতে নানা জিনিস তৈরি করেন, তাঁরা ওই আউটলেটে গিয়ে বিক্রি করতে পারবেন। নিগম নিজস্ব তহবিল থেকেই এই আউটলেটগুলি তৈরি করছে।

এখানে ব্যবসা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাঁরা এখানে ব্যবসা করার সুযোগ পাবেন।

Source: Bartaman