Khadya Sathi going full steam ahead – adds 16 lakh more beneficiaries

The Bengal Government has decided to bring 16 lakh more beneficiaries under the Khadya Sathi Scheme, under which rice is made available rice at Rs 2 per kg per month.

Under the scheme, run by the Food and Supplies Department, these 16 lakh people would get 5 kg of rice each every month. So, for example, if a family has five members, it would get 25 kg of rice per month.

The 16 lakh new beneficiaries are from within the BPL category.

The State Government will now be spending Rs 4,500 crore for the entire scheme now.

Chief Minister Mamata Banerjee had initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the State’s population. It had initially aimed to ensure that 70 lakh people in the State get food and cereals at half the market price while over seven crore people get 5 kg of food grain every month at Rs 2 per kg.

Now, the State is trying to extend the benefits of this scheme to more and more people.

 

খাদ্য সাথী প্রকল্পে উপকৃত হবেন আরও ১৬ লক্ষ মানুষ

রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পে আরও ১৬ লক্ষ মানুষ পেতে চলেছেন ২ টাকা কিলো দরে চাল।

খাদ্য সরবরাহ দপ্তর পরিকল্পনা নিয়েছেন এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রতি পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ৫ কিলো করে চাল দেওয়ার। তারা অর্থ দপ্তরে নথিপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে খাদ্য সাথী প্রকল্পে এই নতুন অন্তর্ভুক্তি সংক্রান্ত।

অর্থ দপ্তরও তাদের সম্মতি জানিয়েছে এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হবে ৪,৫০০ কোটি টাকা। এই প্রকল্প শুরুর আগেই খাদ্য সরবরাহ দপ্তর সব জেলার জেলা শাসকদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল।

ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য ও সরবরাহ দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম সরবরাহ করার।খাদ্য সাথী প্রকল্প পেয়েছে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে জনবন্টন পদ্ধতি পেয়েছে এক নতুন মাত্রা। এই মুহূর্তে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। এবার রাজ্য পদক্ষেপ নিয়েছে আরও ১৬ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার।

খাদ্য সরবরাহ দপ্তরের এক উচ্চ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এই নতুন প্রকল্প এ বছরের মে মাস থেকেই শুরু হওয়ার কথা। ১৬ লক্ষ রেশন কার্ড প্রাপকরা এই প্রকল্পে উপকৃত হবেন। এই মুহূর্তে দপ্তরের কাছে নতুন প্রকল্পের জন্য পর্যাপ্ত চাল মজুদ আছে।

 

 

 

 

Japanese restaurant to be launched at Eco Park

A Japanese restaurant will be launched at the Japanese Forest that has come up at Eco Park today. The Japanese garden is the only-of-its-kind in eastern India. The restaurant is the first-of-its kind in New Town and adds to the few Japanese restaurants in the city. Mouth-watering sushi will be served to the guests.

Eco Park, renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee which has already become a major tourist attraction with the footfall crossing 75 lakh since its opening in January 2013, is also gaining popularity among the foodies in the city who love the cuisine served at Café Ekante and the house boat restaurant.

The Japanese Garden, which is one of the 500 such gardens outside Japan, has a wish pond and a pagoda along with an area where people meditate. Japanese experts had visited the garden before its inauguration and appreciated the venture.

The Japanese Garden had been constructed keeping in mind the ambience so that the people could have a taste of Japan. Now, replicas of seven wonders of the world are being constructed at Eco Park.

 

ইকো পার্কে উদ্বোধন হবে জাপানী রেস্তরাঁর

 

আজ নিউটাউনে ইকো পার্কার জাপানী গার্ডেনে উদ্বোধন হতে চলেছে জাপানী রেস্তরাঁর । এই ধরনের বাগান পূর্ব ভারতে এই প্রথম তৈরী হয়েছে। এই শহরে গুটিকয় জাপানী রেস্তরাঁর সঙ্গে নিউটাউনের এই রেস্তরাঁটিও যুক্ত হল। জিভে জল আনা সুসি পাওয়া যাবে এখানে।

২০১৩ সালের জানুয়ারি মাসে উদ্বোধন হয় ইকো পার্কের। এখন পর্যন্ত ৭৫ লক্ষেরও বেশী মানুষ এসেছেন এখানে; ইকো পার্ক এখন কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছেন প্রকৃতি তীর্থ।

এখানকার ক্যাফে একান্তে ও হাউস বোট রেস্তোরাঁ ইতিমধ্যেই ভোজনরসিক বাঙালির মন জয় করেছে।

 

 

Work on Swasthya Sathi likely to be completed soon

Bengal Chief Minister Mamata Banerjee’s dream project of introducing Group Health Insurance Scheme to cover around 3 crore population and issuing Swasthya Sathi cards to the beneficiaries for availing the services is expected to be completed within this month.

Around 93 percent of the work has already been completed as 40 lakh families across the state have already been given the Swasthya Sathi Card as a result of which, more than 2 crore people are already getting the benefits of the health insurance scheme.

The Health department officials believe that the remaining 5 lakh families will soon be covered under the scheme. A total of 3 crore population or 45 lakh families would be included in the scheme as the Chief Minister had announced in February 2016. She announced that people working in self help groups, ICDS workers, ASHA workers, civic volunteers, civil defence volunteers and various other workers would be covered under the health insurance scheme.

Under the Swasthya Sathi scheme, the state government provides basic health coverage for secondary and tertiary care up to Rs 1.5 lakh per annum to each worker. In case of critical illnesses and surgeries like cancer, neurosurgeries, cardiothoracic surgeries, liver diseases and blood disorders, the patients are entitled to get up to Rs 5 lakh for each patient or their family members. All pre-existing diseases are covered under this scheme. The state government will bear the entire premium and the beneficiaries need not contribute to avail the benefit.

The Swasthya Sathi cards will have detail information about the beneficiaries and their names. Distribution of smart cards was started in December last year when the Chief Minister handed over Swasthy Sathi Crards to 20 beneficiaries. It was learnt, that there will be no cap on the family size and parents of both the spouses will be covered. All newborns will be covered whereas all pre-existing diseases will be covered from day one.

The state government has decided to give health insurances to people. The state government has already tied up with 700 hospitals both public and private which are brought under the coverage of health scheme. After seeing the success of the Bengal’s Group Health Insurance Scheme, the Centre is trying to introduce the National Health Protection Scheme (NHPS) to provide better healthcare facilities to people.

 

চলতি মাসেই শেষ হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের কাজ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’। প্রায় ৩ কোটি মানুষ এই প্রকল্পের অধীনে উপকৃত হবেন। এই প্রকল্পের আওতার সকল উপভোক্তাদের স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে তাঁরা সকল পরিষেবা গ্রহণ করতে পারবেন, সেই প্রক্রিয়াও এমাসের মধ্যে শেষ হয়ে যাবে।

ইতিমধ্যেই ৯৩% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রাজ্যের প্রায় ৪০ লক্ষ পরিবারকে ইতিমধ্যেই স্বাস্থ সাথী কার্ড দেওয়া হয়েছে। ২ কোটিরও বেশি মানুষ এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন।

স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন বাকি ৫ লক্ষ মানুষকেও এই প্রকল্পের আওতায় খুব শীঘ্রই আনতে পারা যাবে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে ৪৫ লক্ষ পরিবার বা তিন কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন। তিনি ঘোষণা করেন স্বনির্ভর গোষ্ঠীর কর্মী, ICDS কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, ও অন্যান্য কর্মীরা সকলেই এই স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন।

স্বাস্থ্যসাথী প্রকল্প

বছরে মোট সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা থাকছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। আর এই বিমার আওতায় আসছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও তার বড় বড় সরকারি ক্লিনিক। রাজ্য সরকারের যে সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীরা আছে তাদেরও এই স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে। এর ফলে এই স্বাস্থ্য বিমার সুবিধা সুবিধা পাবেন স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী, অঙ্গনওয়ারি কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বিভাগ, হোমগার্ড, অর্থদপ্তরের চুক্তিবদ্ধ কর্মী, গ্রিন পুলিশ, সিভিল ডিফেন্স, NVF, ICDS,পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী, অসংগঠিত শ্রমিক সহ আরও অনেক বিভাগের কর্মীরা।প্রতি বছর দেড় লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা মিলবে। অন্যদিকে ক্যান্সার, নিউরো সার্জারি, হৃদরোগজনিত অস্ত্রোপচার, লিভার সংক্রান্ত অসুখ এবং রক্তের সমস্যার চিকিৎসার জন্য এই প্রকল্পে ৫ লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যাবে। রাজ্য সরকার সমস্ত প্রিমিয়াম দেবে।

স্বাস্থ্যসাথী কার্ড

স্বাস্থ্যসাথী বিমার অন্তর্গতদের দেওয়া হবে ‘স্বাস্থ্যসাথী কার্ড’। এই কার্ডে ব্যক্তির নাম সহ সমস্ত বিস্তারিত তথ্য থাকবে। গত বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ২০ জনের হাতে তুলে দিয়েছেন এই স্বাস্থ্য সাথী কার্ড, তারপর থেকেই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে। এই কার্ডের মাধ্যমে ব্যক্তির পরিবারের সমস্ত সদস্যরাই এই পরিষেবা পাবেন।  সদ্যোজাত শিশুরাও এই বীমার সুবিধা পাবেন, আগের কোনও রোগ থাকলে সেটির চিকিৎসাও এই বীমার মাধ্যমে হবে।

রাজ্য সরকার সাধারন মানুষকেও স্বাস্থ্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ৭০০ সরকারী ও বেসরকারী হাসপাতালকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্যে জন স্বাস্থ্য বীমা প্রকল্পের অভূতপূর্ব সাফল্য দেখার পর কেন্দ্র সরকারও সিদ্ধান্ত নিয়েছে জনগণের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু করার।

 

Series of development initiatives for Indo-Bhutan border town Jaigaon

Bengal government will set up a state-of-the art bus terminal at Jaigaon situated in the Indo-Bhutan border at an estimated cost of Rs 7 crore, Chief Minister Mamata Banerjee announced on Wednesday.

She will inaugurate a gate in Jaigaon on Thursday and the area would be developed into a commercial hub. The Urban Development department has chalked out a comprehensive scheme for the development of Jaigaon which is a thickly populated area.

The state government is now engaged in the improvement of infrastructure building of Jaigaon. The Public Health Engineering department has chalked out a scheme worth Rs 91 crore to provide drinking water to the area. This will solve the drinking water crisis in the area.

The state government has also proposed to set up an economic area development zone in Jaigaon along the international road connecting India, Bangladesh, Nepal and Bhutan. This will increase the economic activities of the area.

 

ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁর উন্নয়নে নানা উদ্যোগ রাজ্যের

ভারত-ভুটান সীমান্ত এলাকায় অবস্থিত জয়গাঁতে বাস টার্মিনাস তৈরী করা হবে। এজন্য ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতকাল একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার জয়গাঁতে একটি প্রবেশদ্বারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই এলাকাটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উন্নীত হবে। পুর ও নগরোন্নয়ন দপ্তর  জয়গাঁর  উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

জয়গাঁর পরিকাঠামো উন্নয়নের জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ৯১ কোটি টাকার একটি জল সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছে। এর ফলে এই এলাকায় পানীয় জলের সংকট সমস্যারও সমাধান হবে।

যেহেতু জয়গাঁ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের সংযোগস্থল তাই এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার।

 

A surge of development in Alipurduar

Bengal Chief  Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for a bouquet of projects in Alipurduar district.

The projects that were inaugurated include OPD of Falakata multi super speciality hospital, SNCU at Birpara State General Hospital, a gateway at Jaigaon, new administrative building of Falakata Police Station, Karma Tirthas, schools, roads, bridges, home stay, healthcare facilities.

She also laid the foundation of power sub-stations, administrative buildings, fire service stations, bus terminus at Jaigaon, schools, roads, eco-tourism projects among others.

The CM distributed benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sabuj Sathi, Sabuj Shree, agricultural equipment and others.

 

আলিপুরদুয়ারে উন্নয়নের জোয়ার

আজ আলিপুরদুয়ার জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফলাকাটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগ, বীরপাড়া জেনারেল হাসপাতালে SNCU, জয়গাঁতে দ্বিতীয় ভুটান প্রবেশদ্বার, ফলাকাটা পুলিশ স্টেশনে নতুন প্রশাসনিক ভবন, কর্ম তীর্থ, স্কুল, রাস্তা, ব্রিজ, হোম স্টে, স্বাস্থ্য পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

পাওয়ার সাব স্টেশন, প্রশাসনিক ভবন, ফায়ার স্টেশন, জয়গাঁতে বাস টার্মিনাস, স্কুল, রাস্তা, ইকো ট্যুরিজম প্রজেক্ট সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করলেন মুখ্যমন্ত্রী।

এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন সরকারী পরিষেবাও প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

 

 

Black rice of Bengal to enter the export market

The aromatic and nutritious black rice of Bengal is soon going to win over palates across the world. Plans are afoot to export this variety of rice to Japan, the Gulf countries, Europe and USA.

The plans come on the back of the huge curiosity that the variety of rice evoked at SIAL, an international food festival, touted to be the world’s largest, held last February in the epicureans’ capital, Paris.

There were a lot of eager questions to the representatives of Bengal exhibiting the rice regarding when it would be available in Europe.

The black rice taken to SIAL Paris was grown in Ausgram in Purba Bardhaman district.

The variety, though, was discovered in Phulia in Nadia district in 2008. After that, realising its potential, it was grown experimentally at a research centre of the State’s Agriculture Department. Currently, it is grown across nine districts of Bengal.

The State Government has plans to set up special processing machines for this variety of rice in all the districts it is grown in. The special processors are required because of the thin skin of this rice variety, which contains the nutritious chemicals and which, hence, cannot be removed. It is this skin too whose colour gives it its name.

It must also be mentioned in this respect that under Chief  Minister Mamata Banerjee’s special initiative, aromatic rice varieties of Bengal like gobindobhog and tulaipanji are being marketed across the country as well as internationally, and they have already garnered a lot of interest. Now black rice is going to be added to this list.

 

বিশ্বজয়ের পথে বাংলার সুগন্ধি কালো চাল

খুব শীঘ্রই বাংলার সুগন্ধি কালো চাল পৌঁছে যাবে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে। আরব, জাপান, ইউরোপ, আমেরিকাতেও রফতানি বাণিজ্যের ভাল সম্ভাবনা তৈরী করেছে এই কালো চাল।

এই চাল সুগন্ধি,তার সঙ্গে এর পুষ্টিগুণ প্রচুর। অ্যান্থোসায়ানিনে সমৃদ্ধ বলে তা ক্যানসার প্রতিরোধ করে, অভিমত বিশেষজ্ঞদের। সেই সঙ্গে বার্ধক্য, স্নায়ুরোগ, ডায়াবেটিস, ব্যাক্টেরিয়া সংক্রমণ ঠেকাতেও কার্যকর ওই চাল।

গত বছর প্যারিসে  ‘সিয়াল’ বা হরেক কিসিমের খাদ্যবস্তুর মেলায় গিয়েছিল পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই কালো চাল। পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের কাছে বিদেশিরা প্রশ্ন কবে থেকে ওইসব দেশে এটা নিয়মিত পাওয়া যাবে।

২০০৮ সালে কালো চাল পশ্চিমবঙ্গে প্রথম বার পাওয়া গিয়েছিল ফুলিয়ায়। ধান-গবেষকদের তত্ত্বাবধানে সেই ধান ফলানো হয়েছিল রাজ্যের কৃষি দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে। ন’বছরের মধ্যে বাংলার সেই কালো চালের চাহিদা এখন সাগরপারেও!

বর্ধমানের আউশগ্রাম ছাড়া অন্য কোথাও এই বিশেষ ধান ভাঙানোর উপযুক্ত কল নেই। কালো চালের আসল উপাদান হল এর উপরে থাকা কালো রঙের পাতলা খোসা। ধান ভাঙানোর সাধারণ মেশিনে ওই খোসা উঠে যায়। প্রতিটি জেলায় একটি করে ধান ভাঙানোর বিশেষ উপযুক্ত কল বসানো হবে। এর ফলে উৎপাদন বাড়বে।

এটা অবশ্যই উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার বিভিন্ন সুগন্ধি চাল যেমন – গোবিন্দভোগ, তুলাইপঞ্জি ইত্যাদি চালের ব্যবসা অনেক বৃদ্ধি পেয়েছে এবং তা আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। এখন সেই লিস্টে যোগ হচ্ছে এই কালো চাল।

New police commissionerate to be set up in Hooghly district

The Bengal Government is planning to set up a police commissionerate in Hooghly district. It is expected that the new police commissionerate will be named Chandannagar Police Commissionerate.  This will be the sixth police commissionerate in Bengal after the change-of-guard in the state after Howrah, Bidhannagar, Barrackpore, Asansol-Durgapur and Siliguri police commissionerates.

As many as nine police stations including Bhadreswar, Rishra, Serampore, Chinsura, Dankuni and two women police stations will be under the police commissionerate. The remaining 17, including a woman police station, will remain under the jurisdiction of the state police that will be headed by the Superintendent of Police.

The proposal was mooted to ensure better policing in the area and the bifurcation has been done in such a manner that all the police stations under the jurisdiction of the proposed police commissionerate are along the river Hooghly.

According to plans, the headquarters of the police commissionerate will be Chinsura while the headquarters of the Hooghly rural part will be Singur. After Trinamool Congress took charge of the Government, Chief Minister Mamata Banerjee had taken steps to set up separate police commissionerates in urban parts of the districts.  At the same time, the area that was under the jurisdiction of Kolkata Police was also doubled.

 

হুগলী জেলায় একটি নতুন পুলিশ কমিশনারেট গঠন করছে রাজ্য সরকার  

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য আরও একটি নতুন কমিশনারেট গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হুগলী জেলা থেকে আলাদা করে তৈরী হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট, এটি ষষ্ঠ পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই ৫টি পুলিশ কমিশনারেট রয়েছে রাজ্যে। এগুলি হল – হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়ি কমিশনারেট।

এই নতুন পুলিশ কমিশনারেটের অধীনে রয়েছে চুঁচুড়া, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিষড়া সহ ৭ টি থানা ও ২ টি মহিলা থানা। পাশাপাশি হুগলী জেলা গ্রামীণে থাকবে অবশিষ্ট ১৭ টি থানা যার মধ্যে ১টি মহিলা থানা।

হুগলী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

পরিকল্পনা অনুযায়ী, এই নতুন কমিশনারেটের হেড কোয়ার্টার হবে চুঁচুড়ায়। হুগলী জেলা পুলিশের সদর দপ্তর তৈরী হবে সিঙ্গুরে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আলাদা আলাদা পুলিশ কমিশনারেট তৈরীর উদ্যোগ নিয়েছেন। এর পাশাপাশি, কলকাতা পুলিশ আওতাধীন এলাকাও দ্বিগুণ করা হয়েছে।

 

 

Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।