Trinamool MPs stage dharna on Aadhaar issue in Parliament premises

Trinamool MPs from both the Houses staged a dharna today in front of the Gandhi statue in Parliament premises, protesting against linking Aadhaar to social sector schemes, and the leak of sensitive Aadhaar data on government websites.

Trinamool Chairperson Mamata Banerjee had earlier said that she would rather have her phone disconnected than submit to the new rule requiring every citizen to link their Aadhaar card number to their mobile number. “I will not link Aadhaar with my phone, if they want to disconnect my phone, let them,” she had said.

 

আধার ইস্যুতে সংসদ চত্বরে ধর্ণায় তৃণমূল

সামাজিক প্রকল্পগুলির সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ ও কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট থেকে আধারের তথ্য ফাঁস হওয়ার বিরুদ্ধে আজ সংসদ চত্ত্বরে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, তিনি নিজের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড জুড়বেন না, দরকার হলে তাঁর মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করা হোক।

তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মোবাইল নম্বরের জন্য আধার কার্ড দেব না। তাতে যদি আমার নম্বর কেটে দেয়, কেটে দেবে। ব্যক্তিগত গোপনীয়তা আমার অধিকার।”

তিনি টুইট করে বলেন, ‘‘আধার অত্যন্ত বিপজ্জনক। আমি নিজে ইউনিক কার্ডের পক্ষপাতি। একটাই কার্ড হোক। ১০টা কার্ড তো আর হয় না। কিন্তু, আধার কার্ডের নাম করে মানুষের তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে সেটা বিপজ্জনক। এটা ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। ডেনঞ্জারাস ফর দ্যা ইনডিভিজুয়াল। ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি।’’

 

Bengal Govt to set up AYUSH hospital in Paschim Medinipur

A 50-bedded integrated hospital dedicated to AYUSH (ayurveda, yoga, unani, siddha and homeopathy) medications is going to be set up by the Bengal Government in Paschim Medinipur district.

Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has been laying emphasis on the building of infrastructure in AYUSH treatment methods. A separate department has been formed, headed by a minister, to accelerate various AYUSH projects.

The Chief Minister had inaugurated a similar facility in Alipurduar a few months ago.

The State Government’s stress on AYUSH stems from two facts: They comprise some of the oldest and traditional forms of treatment across Bengal and AYUSH treatments are cost-effective, hence advantageous to the economically challenged. As a result, the AYUSH system of medication has a significant role in delivering healthcare to the masses.

The government plans to make the hospital, to come up on a few acres, one of the finest AYUSH hospitals in the country. Doctors from both the state and outside the state will be invited to serve patients.

In another major development, the State Government has decided to open separate units of AYUSH in the subsidiary healthcare units in all the districts of the state. AYUSH units have already been set up in the districts of Darjeeling, Jalpaiguri, Birbhum, Paschim Medinipur, Nadia, North 24 Parganas and South 24 Parganas.

According to a senior official of the AYUSH Department, adequate number of medical officers will be recruited in all the subsidiary health centres and adequate medicines will be made available in all the units so that poor patients can avail them free of cost.

Mamata Banerjee has brought a sea change in the overall health infrastructure of Bengal through various new initiatives and revamping some of the old ones.

Source: Millennium Post

পশ্চিম মেদিনীপুরে আয়ুষ হাসপাতাল তৈরী করবে রাজ্য সরকার

রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরে একটি ৫০ শয্যা বিশিষ্ট আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, উনানি, হোমিওপাথি ও সিদ্ধা) চিকিৎসার হাসপাতাল তৈরী করবে। কয়েকমাস আগেই আলিপুরদুয়ারে একটি আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যের শাসনভার গ্রহণ করার পর থেকে মুখ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসার পরিকাঠামো তৈরীতে জোর দিয়েছেন। এর জন্য একটি পৃথক দপ্তর তৈরী করা হয়েছে।

আয়ুষ চিকিৎসা খুবই প্রাচীন এক পদ্ধতি এবং এই চিকিৎসা খুব কম খরচে হয়। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই চিকিৎসা খুব উপযোগী। সেই কারণেই এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও, সরকারি অনুদানপ্রাপ্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আয়ুষ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আয়ুষ কেন্দ্র তৈরী হয়েছে। এই কেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে এবং যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত রাখা হবে। গরীব মানুষদের বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছবছরে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। নতুন পরিকাঠামো তৈরী করার পাশাপাশি বর্তমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির আমূল সংস্কারও করেছেন তিনি।

Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।

Ahare Bangla 2017 creating a buzz in Kolkata

The food festival organised by Bengal Government, Ahare Bangla, has begun yesterday. This festival will continue till December 11 at Newtown Fair Grounds (from 12-9 PM).

The festival has already generated a lot of excitement among people. Various restaurants from Kolkata, as well as organisations from districts, have set up stalls here. There are representatives from Japan, China and Russia too.

Cooking contests and cookery shows are being held at the food festival every day. The finale of the cooking competition will be held on December 11. Arrangements have been made for cultural functions too.

There will be a B2B conclave at the food festival on December 11.

 

জমে উঠেছে আহারে বাংলা ২০১৭

বঙ্গীয় খাদ্য উৎসব, যার পোশাকি নাম আহারে বাংলা, শুরু হয়েছে গতকাল। চলবে আগামী সোমবার (১১ই ডিসেম্বর) রোজ বেলা ১২টা থেকে রাট ৯টা অবধি চলবে এই মেলা।

ইতিমধ্যেই জমে উঠেছে খাদ্য উৎসব। কলকাতার নামীদামী রেস্তোরাঁর পাশাপাশি সারা রাজ্যের বিভিন্ন সংগঠন ষ্টল দিয়েছেন এই মেলায়। রয়েছেন জাপান, চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও।

প্রতিদিন থাকছে রান্নার শো এবং রান্নার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফাইনাল হবে ১১ তারিখ। প্রতিদিন থাকবে স্বনামধন্য শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ তারিখ অনুষ্ঠিত হবে একটি বাণিজ্যিক বৈঠক।

 

Here are some pictures of Ahare Bangla 2017. আহারে বাংলা ২০১৭র কিছু ছবি:

 

Ahare Bangla 2017 C

Sumptuous kebabs on display

 

Ahare Bangla 2017 U

A delicious fish dish at the food festival

 

Ahare Bangla 2017 X

A lavish spread of snacks

 

Ahare Bangla 2017 T

For all sea-food lovers – Crabs at Ahare Bangla cannot be missed

 

Ahare Bangla 2017 N

Sufal Bangla has also opened outlets at Ahare Bangla food festival

 

Ahare Bangla 2017 D

Delectable Sushi dishes at the international counter

 

Ahare Bangla 2017 F

A lavish spread of Biriyani for all food lovers

 

Ahare Bangla 2017 P

Sweet ending to a sumptuous meal – Mihidana from Bardhaman

 

Ahare Bangla 2017 A

Chef giving live demonstration at Ahare Bangla

 

Ahare Bangla 2017 B

Ahare Bangla – A perfect weekend destination for families

 

For more pictures, click here.

Model farm by MSME Dept to help tribal population in Jhargram

The State Micro, Small and Medium Enterprise (MSME) Department is going to set up a model farm in Jhargram district to help the tribal population there gain financial independence. The over-20-acre farm will produce vetiver, lemongrass and essential oils. A distillation unit will also be established there.

Over 50,000 people are already associated with the aroma industry in this district. This venture will be a blueprint for more such ventures, which will help in employment generation as well as in making many of the tribals self-sufficient. The State Government will actively encourage and provide financial and technical help for setting up the farms.

Chief Minister Mamata Banerjee has done a lot since she came to power in 2011 to help the tribal population of the Jangalmahal region get back on their feet. She also made Jhargram into a separate district in order to bring about focussed developmental activities.

 

আদিবাসীদের উন্নয়নে ঝাড়গ্রামে তৈরী হবে মডেল ফার্ম

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর নবনির্মিত ঝাড়গ্রাম জেলায় তৈরী করতে চলেছে একটি মডেল ফার্ম। এই ফার্মটি তৈরি করা হবে আদিবাসীদের আর্থিকভাবে আরও স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। ২০ একর জমির ওপর গড়ে উঠবে এই ফার্ম। এখানে উৎপাদন করা হবে ভেটিভার, লেমনগ্রাস ও অন্যান্য তেল। পরিশোধন ব্যবস্থাও থাকবে এখানে।

এই অঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ সুগন্ধি শিল্পের সঙ্গে জড়িত। এই মডেল ফার্মের উদ্যোগের ফলে এলাকায় কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে আদিবাসীরা আর্থিক ভাবেও স্বনির্ভর হবেন। এই ফার্ম তৈরীতে রাজ্য সরকার আর্থিক ও প্রযুক্তিগত সবরকম সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে শাসনভার গ্রহণ করার পর থেকেই আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলার স্বীকৃতিও দিয়েছেন তিনি।

 

Source: Millennium Post

‘Ahare Bangla’ food festival to begin today

The food festival of Bengal Government ‘Ahare Bangla’ is going to start from December 8 and continue till December 11. People can visit the festival on all the days between 12 noon to 9 PM. The inauguration of the festival will be held on December 7 evening.

Representatives from four foreign countries will be participating in ‘Ahare Bangla’ this year, which starts from December 8 at New Town Mela Ground. Representatives from China, Japan, Russia and Nepal will be present at the food festival to give the residents of city of joy a taste of their cuisine.

There will be enough space in the mela ground where an arrangement for more than 2000 people will be made.

‘Ahare Bangla’ is the brainchild of Chief Minister Mamata Banerjee. It may be recalled that in 2016 there was a staggering footfall of 1.5 lakh people in just five days at the annual food festival, while it was around 65,000 in 2015.

 

‘আহারে বাংলা’ খাদ্য উৎসবের উদ্বোধন আজ

পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত বঙ্গীয় খাদ্য উৎসব ‘আহারে বাংলার’ উদ্বোধন হবে আজ। কাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে উৎসব প্রাঙ্গন। ৮ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর অবধি নিউটাউন মেলা প্রাঙ্গনে চলবে এই খাদ্য উৎসব। রোজ দুপুর বারোটা থেকে রাত ৯টা অবধি চলবে ‘আহারে বাংলা’ খাদ্য উৎসব।

এবারের খাদ্য উৎসবে চীন, জাপান, রাশিয়া, নেপাল সহ নানা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। উৎসব প্রাঙ্গনে একসাথে ২০০০ লোকের জন্য জায়গার ব্যবস্থা থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই খাদ্য উৎসব শুরু হয় ২০১৫ সালে। এবছর ৬৫০০০ লোক এই মেলায় এসেছিলেন। ২০১৬ সালে ‘আহারে বাংলা’ তে হয় বিপুল জনসমাগম। ১.৫ লক্ষেরও বেশি মানুষ রসনাতৃপ্তির জন্য এই খাদ্য উৎসবে এসেছিলেন।

Bengal Govt committed to the welfare of HIV+ people

Among the schemes started by Chief Minister Mamata Banerjee for the people of Bengal are several welfare schemes and programmes for AIDS and HIV patients as well.

The Bengal Government provides subsidised rice at Rs 2 per kg to poor HIV patients in the state, including sex workers.

The Food Department carried out surveys last year on the basis of which it is distributing the foodgrains. Since there is stigma attached to such people, the department has ensured that the details about these people are available only to its officials. Neither the ration shop owner of the locality nor the local food inspector and officials are privy to the details.

All schools run under the West Bengal Board of Secondary Education (WBBSE) have been instructed to include students living with or diagnosed with HIV as ‘child belonging to disadvantaged group’.

The student will get similar nature of facilities that SC/ ST or minority students get, including government grants, reservation, scholarships and hostel facility.

Sex workers are a vulnerable group who are at risk of contracting HIV. The Bengal Government has launched a scheme ‘Muktir Alo’ for the rehabilitation of women who have been trafficked for prostitution.

This scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, was inaugurated by her in September 2015. It has been successful in providing succor to such women in its own small way. One such beneficiary, after receiving training, has opened a cafeteria named Mukti near the entrance of Alipore Zoo.

Similar cafeterias by beneficiaries have also been opened at other places in Kolkata – at Munshiganj in Khidderpore and at the court premises in Alipore. Another is slated to open at Bikash Bhavan in Salt Lake.

Clearly, the Bengal Government is committed to the well-being of all, and does not discriminate among beneficiaries while distributing services to people.

 

এইডস আক্রান্তদের কল্যাণসাধনের প্রতি দায়বদ্ধ বাংলার সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যবাসীদের জন্য বহু প্রকল্প চালু হয়েছে গত ছয় বছরে। এই প্রকল্পগুলির সুবিধা যেমন পাচ্ছেন সাধারণ মানুষ, রাজ্যের এইডস আক্রান্তরাও পান এদের সুফল।

রাজ্যে ২ টাকা কিলো দরে চাল দেওয়া হচ্ছে এইডস আক্রান্তদের এবং যৌনকর্মীদের। গত বছর খাদ্য দপ্তর সমীক্ষা করে যার ভিত্তিতে তারা খাদ্য শস্য বিতরণ করছে। যেহেতু এইডস রোগীরা সমাজে কিছুটা হলেও বঞ্চিত, তাই, তাদের ব্যক্তিগত তথ্য শুধুমাত্র এই দপ্তরের আধিকারিকদের কাছে সংরক্ষিত থাকবে। রেশন দোকান, স্থানীয় ফুড ইন্সপেক্টর, আধিকারিক – কেউই এই তথ্য জানতে পারবেন না।

এছাড়াও, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এইডস আক্রান্ত পড়ুয়াদের ‘চাইল্ড বিলঙ্গিং টু ডিসএডভান্টেজ গ্রুপ’ হিসেবে চিহ্নিত করতে। তফসিলি জাতি ও উপজাতি বা সংখ্যালঘু পড়ুয়ারা যা সুযোগ সুবিধা পেয়ে থাকে – যেমন, অনুদান, সংরক্ষণ, বৃত্তি ও হোস্টেলের সুবিধা – এরাও সেই সকল সুবিধা পায়।

যৌনকর্মীদের মধ্যে এইডস সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ‘মুক্তির আলো’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে ক্যাফেটেরিয়া খুলেছেন এক পাহাড়ি কন্যা। আলিপুর চিড়িয়াখানার প্রবেশের ঠিক মুখেই খোলা হয়েছে এই ক্যাফেটেরিয়া – নাম দেওয়া হয়েছে ‘মুক্তি’।

এই উদাহরণগুলি থেকেই বোঝা যায় এইডস আক্রান্তদের কল্যাণসাধনের প্রতি দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা, মাটি, মানুষের সরকার।

 

Image is representative 

 

Bengal’s first full-fledged Trauma Care Centre inaugurated at RG Kar Hospital

The Bengal Government’s first full-fledged Trauma Care Centre, located at the RG Kar Medical College and Hospital in Kolkata, was inaugurated recently by Chief Minister Mamata Banerjee.

A trauma centre is a medical facility equipped and staffed to treat patients who suffer major injuries during an accident.

The hi-tech seven-storey facility has facilities for treatment of all sorts of head injuries, including very severe ones. The departments include departments which include medicine, neuro-medicine, neuro-surgery, orthopedic and anesthesiology.

There are 120 beds in totality – 70 dedicated for trauma patients and another 50 for neurosurgery and neuro-medicine. On the fifth floor is a high-dependency unit (HDU) with 25 beds.

Six modern operation theatres (OT) are located on the first and second floors, with three on each floor. Imaging facilities, comprising of a CT scan machine and a magnetic resonance imaging (MRI) machine, are located on the ground floor. Among other facilities are a fully-equipped resuscitation centre, a mobile OT, ventilators and emergency X-Ray facilities.

The idea is to ensure that a trauma patient does not have to be moved out of the building during the entire hospital stay.

RG Kar gets a lot of road accident victims and other trauma patients from Kolkata as well as North 24 Parganas, Nadia, Hooghly and Howrah districts.

Sources: The Statesman

চালু হল রাজ্যের প্রথম ট্রমা সেন্টার

রাজ্যের প্রথম ট্রমা সেন্টার চালু হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ থেকে বোতাম টিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ছাতার তলায় থাকা এই অত্যাধুনিক ট্রমা কেয়ার পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন কিছুদিন আগে।

প্রায় দেড়শোটি শয্যা থাকছে এই সাত তলা ট্রমা সেন্টারে। আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে দুই এবং তিনতলাতে হবে শুধু অপারেশন। নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক, অ্যানাসথেসিওলজি প্রভৃতি ট্রমা বা পথদুর্ঘটনা বা মারাত্মক চোট-আঘাতের চিকিৎসার ওয়ান স্টপ ব্যবস্থা থাকছে এখানে।

আটতলা এই ট্রমা সেন্টারের একতলায় থাকবে সিটি স্ক্যান, ৬৪ স্লাইস এমআরআই মেশিন ও মাইনর অপারেশন থিয়েটার। দোতলায় থাকবে তিনটি টেবিলের অপারেশন থিয়েটার। তিনতলায়ও তিনটি ওটি টেবিলের অপারেশন থিয়েটার থাকবে। চারতলায় আছে ৩৫টি ইন্ডোর ট্রমাকেয়ার বেড। পাঁচতলায় থাকছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউ। ছ’তলায় আছে ৩০টি নিউরোমেডিসিন এবং ৩০টি নিউরোসার্জারি বেড। সাততলায় রয়েছে আরও ৩৫টি ট্রমাকেয়ার বেড। আটতলায় ক্যান্টিন, অটোক্লেভ মেশিন ইত্যাদি।

Bengal Govt to return land to 52 owners in Kawakhali

After the Mamata Banerjee government’s immense success in returning land to farmers in Singur, it has decided to return the same to 52 families in Kawakhali who had their lands seized by the then-Left Front government to set up a residential township at Kawakhali in Siliguri.

It may be recalled that the Left Front government had acquired plots in the Kawakhali, Purajhar and Tikulikatha areas for the township. Despite opposition, the acquisition process continued till 2007. Most people who lost their land, were owners of small plots and they had raised slogans against the then-Chief Minister and the then-Urban Development minister.

Recollecting the days when land was “forcibly” acquired by the erstwhile Left Front government, State Parliamentary Affairs Minister, Partha Chatterjee said: “There was protest against land acquisition in Kawakhali. We had raised our voices against it and faced several hurdles when we went to Siliguri at that time. Now, we are returning the land. They will be getting the land in the area under the jurisdiction of Siliguri Jalpaiguri Development Authority (SJDA).”

It may be recalled that Chief Minister Mamata Banerjee had kept her word of returning land to the farmers in Singur as it was forcefully acquired by the Left Front government “going against the will of land owners”. It was in September 2016 that the Supreme Court had directed the state government to return the land to the farmers after returning to its earlier condition. The apex court had observed the land acquisition as a “farce”.

Within the time set by the Supreme Court, the Mamata Banerjee government had once again turned the land to its previous condition and distributed it to its actual owners. The Chief Minister had said that Singur would be a model in the agriculture sector of the world. The people of Kawakhali have appreciated the move of the state government to return the land to those who had lost them to “forceful” acquisition.

 

সিঙ্গুরের পথেই কাওয়াখালিতে জমি ফেরত মানবিক রাজ্য সরকারের

সিঙ্গুরের পর উত্তরবঙ্গের কাওয়াখালি। জোর করে কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

২০০৪ সালে বাম আমলে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি দার্জিলিং-এর মাটিগাড়া ও জলপাইগুড়ির রাজগঞ্জে ৩০২একর জমি অধিগ্রহণ করে। এর মধ্যে ওখানকার ৫২টি পরিবার ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেনি। জমি ফেরতের জন্য মামলাও করেছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই মামলা প্রত্যাহার করে নেন পরিবারগুলি। টাউনশিপ তৈরির নামে জমি নেওয়া হয়েছিল, কিন্তু, এই জমির বেশীর ভাগ ব্যাক্তিগত মালিকানায় চলে যায়।

ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তেমনই কাওয়াখালির জমি ফেরতের ব্যবস্থা করলেন। কাওয়াখালির জমিতে বেশ কিছু আইনি জটিলতা ছিল, তাই, সময় লাগে। কিন্তু, নিজের নীতিতে অনড় থাকেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না, তিনি বহু ফসলি জমি জোর করে ছিনিয়ে শিল্প করার বিরুদ্ধে। সব জায়গায় তৃণমূল এই জোর করে জমি অধিগ্রহণের বিরোধিতা করেছে।

ক্ষমতায় আসার পর রাজ্যের শিল্পায়নকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিশ্চিন্ত করেছেন কোনও বলপূর্বক জমি অধিগ্রহণ হবে না। সিঙ্গুরে অধিগৃহীত জমি ইতিমধ্যে ফেরত পেয়েছেন কৃষকরা। সেখানে এখন চাষ আবাদ হচ্ছে। এদিন কাওয়াখালিতে জমি ফেরতের প্রস্তাবে সম্মতি দিয়ে মুখ্যমন্ত্রীর নীতিতেই সিলমোহর দিল মন্ত্রীসভা।

Image Source: betterphotography.in

Bengal Govt felicitates President Kovind

Honourable President of India, Shri Ramnath Kovind was felicitated by the State Government today at a cultural programme at Netaji Indoor Stadium.

Hon. Governor Shri Kesari Nath Tripathi, Speaker of Bengal Assembly, and Chief Minister Mamata Banerjee, along with luminaries from various fields, felicitated the President.

Speaking on the occasion, the CM said: “We are privileged by the august presence of Shri Kovind. We are honoured that he accepted our invitation, and has visited Bengal within weeks of assuming office.”

She reminisced the days when they were parliamentary colleagues. Mamata Banerjee said, “When I was a member of the Lok Sabha, you were a member of the Rajya Sabha. You always maintained a low profile and were always immersed in your work.”

The Constitutional post of the President is above religion and deserves respect, maintained the CM. She wished the President a long and healthy life.

 

মাননীয় রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিল রাজ্য সরকার

আজ মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দকে সংবর্ধনা দিল রাজ্য সরকার। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পালিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এদিন রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি আমাদের আমন্ত্রন গ্রহণ করে বাংলায় এসেছেন সেজন্য আমরা আপ্লুত। দায়িত্বভার গ্রহণ করার কিছু সপ্তাহের মধ্যেই উনি আমাদের আমন্ত্রন গ্রহণ করে এখানে এসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আজ বাংলা রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে অভিভূত। বাংলায় এসে বাংলাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আমরা সম্মানিত।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির পদ খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি সাংবিধানিক পদ যা রাজনীতির উর্ধ্বে। উনি শুধু আমাদের রাষ্ট্রপতি নন, আমাদের friend, philosopher and guide ও বটে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন আমি লোকসভার সাংসদ ছিলাম তখন উনি রাজ্যসভার সাংসদ ছিলেন; এর আগে উনি বিহারের রাজ্যপাল হয়েছিলেন। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি।”