CPI(M)-Congress and BJP have a secret understanding: Mamata Banerjee at Student-Youth Convention

Trinamool Congress Chairperson Mamata Banerjee today addressed the party’s annual Student-Youth Convention at Dumurjola Stadium in Howrah district.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party were present at the convention.

 

Highlights of her speech:

Trinamool is a party of the people. We cannot function without their support. Maa, Mati, Manush are our driving force.

We registered an emphatic victory in Uluberia and Noapara. The credit goes to the people and the grassroots workers who have worked tirelessly.

Our workers are our assets. Every block president, student leader must become the pillar of support for the party. There is no place for arrogance.

Leaders do not drop from skies. There is no place for lobbying. Leaders have to be formed among the workers. Election tickets are not for sale in our party.

Food, shelter, clothing – these are the basic necessities of life. There is no place for greed in public life.

I admire the workers who dedicate themselves to the party and will never sell-out the party for selfish needs.

We are paying for the debt incurred by the Left. The amount of work we have done despite financial constraints, is unmatched.

Sabuj Shree, mid-day meal, scholarships, Sabuj Sathi, Samabyathi – from birth to death we have schemes for all phases of life.

Kanyashree girls are our pride. We have increased their monthly stipend. We have abolished khajna tax for farmers.

We have started crop insurance for farmers. 79 lakh Kisan Credit Cards have been distributed.

25 lakh houses have been built for the poor. We have constructed 23,000 km roads. We have generated 81 lakh jobs in 6 years.

We are no. 1 in 100 Days’ Work, MSME, e-tendering, skill development, agriculture, ease of doing business.

We have announced a new scheme ‘Ruposhree’. Six lakh girls will benefit from this initiative. We have started ‘Manobik’ scheme for the physically-challenged people.

BJP does not understand governance. 12,000 farmers have committed suicide. Why have they not waived off loans taken by farmers?

No mechanism, no funds allocated for the announcements. The budget shows the nervousness of the BJP.

BJP has been decimated in Rajasthan. BJP will disappear after 2019.

People have blessed us abundantly in Bengal. Even if all three parties get together, they cannot defeat us.

Dr Amit Mitra said this budget is big bluff. I called it a big flop.

Hinduism is an all-encompassing religion. It is not narrow and petty like the BJP.

Ramakrishna Paramhansa had said joto mot, toto poth. This is our guiding motto.

Trinamool believes in unity, harmony, development, credibility, culture, education, traditions, democracy, humanity.

Our only ideology is the welfare of the people.

BJP only understands the language of money. Bengal cannot be conquered by money power.

Central agencies target us because we oppose their brand of politics. Trinamool does not bow its head before anyone.

CPI(M) and Congress have an understanding with the BJP.

Youth and students must counter the BJP’s propaganda on social media. BJP spends crores on social media.

We do not have the money but we have the support of the youth. We have to focus on making our digital network strong in districts.

The next generation of leaders will emerge from the youth.

We had a traitor in our party. We are thankful to God he is no longer with our party. Trinamool has been saved.

Section of the media targets us. But they remain silent on the wrongdoings of the BJP.

I am committed to the development and welfare of people from all walks of life.

 

সিপিএম, বিজেপি, কংগ্রেসের গোপন বোঝাপড়া আছে, ছাত্র-যুব সম্মেলনে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হবে।

দক্ষিণ বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হয় হাওড়া জেলার ডুমুরজোলা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয় নি। আমাদের একমাত্র সম্পদ মা মাটি মানুষ।

নোয়াপাড়ার ও উলুবেড়িয়ার উপনির্বাচনে এই পরিমাণ ভোটে জেতা সহজ নয়। সব কৃতিত্ব মানুষের। আর ওই ভোট সংগ্রহ করতে যে কর্মীরা এলাকায় এলাকায় রৌদ্রে জ্বলে ঘাম ঝরিয়ে এলাকায় এলাকায় কাজ করে তাদের।

আমার দলীয় কর্মীরা আমাদের সম্পদ। একেকটা ব্লক প্রেসিডেন্ট, দলের একেকটা স্তম্ভ তৈরী হোক। আমি নেতা, এই নিয়ে অহঙ্কার করার জায়গা নেই।

নেতৃত্ব তৈরী করতে হয়, নেতা গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরী হয়। কে কোথাকার  নেতা, লবি করে বলতে হয় না, তৃণমূল একমাত্র দল যারা টাকা দিয়ে টিকিট বিক্রি করে না, লবি করে না।

নিজের জন্য একটু খাদ্য বস্ত্র বাসস্থান, এর বেশী কিছু লাগে না। লোভ সম্বরণ করা, রাজনীতির একটা বড় হাতিয়ার।

আমি সেই সব কর্মীদের প্রাণ দিয়ে ভালবাসি, যারা লোভ সম্বরণ করে দেখাতে পারে, যে আমরা দলের জন্য সব কিছু করতে পারি, কিন্তু নিজের জন্যও দলকে বিক্রি করি না।

সিপিএমের দেনা আমাদের শোধ করতে হচ্ছে, ওদের দেনায় আমরা জর্জরিত হয়ে গেছি। যে কাজ আমাদের সরকার করেছে, এই কাজ কোন সরকার করে দেখাতে পারবে না।

জন্মালেই সবুজশ্রী, স্কুলে গেলেই মিড ডে মিল, সংখ্যালঘু ভাতা, সবুজ সাথী, সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু আমাদের প্রকল্প আছে।

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব, তাদের স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষকদের জন্য খাজনা মুকুব করা হয়েছে।

বিনা পয়সায় ক্রপ ইনস্যুরেন্স করে দেওয়া হয়েছে। ৬৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

২৫ লক্ষ গরীব লোকের বাড়ি তৈরী করে দিয়েছি আমরা। ২৫০০০ কিঃমিঃ রাস্তা তৈরী করে দিয়েছি গ্রামে।

১০০ দিনের কাজে, ক্ষুদ্র-মাঝারি শিল্পে, ই-টেন্ডারে, কৃষি কর্মণে, ইজ অফ ডুয়িং বিজনেসে আমরা এক নম্বরে।

আমরা কণ্যাশ্রীর মত রুপশ্রী স্কিম তৈরী করে দিয়েছি। । ছয় লক্ষ মেয়েরা এই সুবিধা পাবে। আমরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘মানবিক’ স্কিম শুরু করেছি।

বিজেপি কোনও গভর্নেন্স-ই জানে না। ১২,০০০ হাজার কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করেছে। কেন আজ পর্যন্ত কৃষকদের ঋন মকুব করে নি?

বাজেটে কোনও মেক্যানিজম রাখেনি, কোনও টাকা সেভাবে দেওয়া হয়নি। হতাশার বাজেট, নার্ভাসনেসের বাজেট, ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়।

রাজস্থানে বিজেপি হেরে ভূত। এমন হার হারবে ২০১৯ সালে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।

মানুষের আশির্বাদ আমরা অনেক পেয়েছি বাংলায়। তিনটে পার্টি ভোট একসঙ্গে করলেও আমাদের হারাতে পারবে না।

অমিত দা (ডঃ অমিত মিত্র) এই বাজেট-কে বিগ ব্লাফ বলেছে, আর আমি বলেছি সুপার ফ্লপ।

হিন্দু ধর্ম সার্বজনীন ধর্ম। বিজেপি-র মত সংকীর্ণ ও ক্ষুদ্রমণা নয়।  

রামকৃষ্ণ পরমহংস বলে গিয়েছিলেন ‘যত মত, তত পথ। সেটাই আমাদের চলার পাথেয়।

তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে একতা, সম্প্রীতি, উন্নয়ন,বিশ্বাসযোগ্যতা, সভ্যতা, শিক্ষা, সুস্থ-সংস্কৃতি, প্রকৃত গণতন্ত্র, মানবিকতা।      

আদর্শ আমাদের একটাই, আমরা জনগনের পক্ষে।

বিজেপি শুধুমাত্র টাকা ছাড়া আর কিছু চেনে না। কিন্তু টাকা দিয়ে বাংলা জয় করা যায় না।

কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের টার্গেট করে, কারণ আমরা তাদের ব্র্যান্ডের রাজনীতির বিরোধিতা করি। কিন্তু তৃণমূল কংগ্রেস কারুর সামনে মাথা নোয়ায় না।

সিপিআই(এম) এবং কংগ্রেসের বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে।

ছাত্র-যুবদের সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র প্ররোচনার জবাব দিতে হবে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা খরচ করে।

চুরি করা হাজার টাকার থেকে ১ টাকার গুরুত্ব অনেক বেশী। জেলায় জেলায় সোশ্যাল নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে।

আগামী ৫০ বছরের জন্য জেনারেশন তৈরী করে দিয়ে যাব।

দু-একটা গদ্দার সব দলে থাকে, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে, এরা গেছে আমি বেছে গেছি। আমার দল বেঁচে গেছে।

সংবাদমাধ্যমের একাংশ শুধু আমাদের টার্গেট করে। বিজেপি যে কোটি কোটি টাকা রোজ খরচা করে, সেটা নিয়ে কটা খবর বেরিয়েছে?

তৃণমূল কংগ্রেসের কেউ কোনদিন জনবিরোধী সিদ্ধান্ত নেবে না।

Nine books by Bengal CM released at the 2018 Kolkata Book Fair

Like every year, this year too Chief Minister Mamata Banerjee released her books at the 2018 Kolkata International Book Fair (KIBF). Nine of her books released this year.

With these nine, the total number of books penned by the Chief Minister would touch 79. Many of these have been translated into English and Urdu too.

Maa, Mati, Manush is a collection of her poems published in Hindi by Rajkamal Prakashan, another book written in Ol-Chiki script published by the Paschim Banga Santali Academy. The other books of the Chief Minister were published by Dey Publishing. The other book penned by the Chief Minister was Savera which is written in Urdu. My Journey is an English book written by the Chief Minister depicting the days of her struggle.

The rest five are in Bengali — Sishu Bela, a book for children, Asahishnuta, Rudraksha, a collection of her poems, Amar Naba Prajanma and Banglar Kanyashree Aaj Viswajaye, which depicts how school students have benefitted from the Kanyashree scheme, a brainchild of the Chief Minister.

Many of Mamata Banerjee’s books have been translated to English and Urdu.

 

 

বইমেলায় এবার মুখ্যমন্ত্রীর আরও ৯টি বই

বিগত কয়েক বছরের মত এবছরের বইমেলাতেও পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। ২০১৮র কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর আরও ৯টি নতুন বই। সব মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ৭৯ ছুঁতে চলেছে।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি, লেখা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ বাংলা তথা ভারতের বহু মানুষের মনে দাগ কেটেছে।

বাংলা ‘মা মাটি মানুষ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী কবিতার হিন্দী সঙ্কলন যা প্রকাশ করছে রাজকমল প্রকাশন। আরেকটা বই প্রকাশিত হচ্ছে অলচিকি হরফে যা পশ্চিমবঙ্গ সাঁওতালি আকাদেমি প্রকাশ করছে। মুখ্যমন্ত্রীর বাকি বইগুলি প্রকাশ করেছে দে’জ পাবলিশিং। মুখ্যমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলি হল, সভেরা যা লেখা হয়েছে উর্দু ভাষায়। ‘মাই জার্নি’ আরেকটি ইংরাজি বই যা মুখ্যমন্ত্রীর নিজের লেখা নিজের সংগ্রামের দিনগুলিকে নিয়ে।

বাকি পাঁচটি বই বাংলায় লেখা – শিশুদের জন্য লেখা শিশু বেলা, কবিতার সঙ্কলন অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, এ ছাড়া আমার নব প্রজন্ম, বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী, যাতে লেখা আছে স্কুল পড়ুয়ারা কীভাবে কন্যাশ্রীর মাধ্যমে উপকৃত হয়েছে যে প্রকল্পটি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, একাধিক আন্দোলনের সাফল্য যেমন তাঁর বইয়ের বিষয় হয়েছে, তেমনই নিজের একান্ত অনুভূতিগুলিকেও কখনও গদ্যে, কখনও কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আর এসব অনুভূতিগুলি আবারও ৯টি নতুন বইয়ের আকারে বইমেলার আকর্ষণ হতে চলেছে।

Source: Khabar 365 Din

 

Bengal CM inaugurates 42nd Kolkata International Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the 42nd Kolkata International Book Fair today. The focal theme country for 2018 is France.

This is for the first time that the fair will be held at Central Park in Salt Lake.

The state Transport department will run 131 additional buses on weekdays and 177 buses on weekends to facilitate the visitors, particularly those who come from the districts by train and get down at either Howrah or Sealdah railway stations.

France Day will be observed on January 31, followed by Bangladesh Day on February 3, where some Russian authors will interact with Bengali authors.

This will be followed by Children’s Day on February 4. The Kolkata literature festival will be held from February 8 to 10.

Well known publishers from the country and abroad are taking part in the fair along with their local counterparts. One of the major attractions are five books penned by Chief Minister Mamata Banerjee, including a book on rhymes for children.

Following the inauguration, the Chief Minister put up a Facebook post:

The much-awaited festival of books has arrived.

Today, I was present in the inauguration ceremony of 42nd International Kolkata Book Fair at Central Park, Salt Lake.

From 31st January to 11th February, 2018, it is going to be the usual celebration with books here in this great event in Kolkata.

Soumitra Chatterjee was felicitated in today’s programme for his outstanding contribution to the world of creativity.

This year, the theme country is France. Mr Alexander Ziegler, HE Ambassador of France was present on the occasion.

I also inaugurated stalls of Kolkata Police, West Bengal Police and “Jago Bangla”.

9 books authored by me, including 2 translated versions in Santali and Hindi of my earlier works, have been published today from the book fair. With these, the number of books authored by me during the spare time I can manage goes up to 79.

The next Kolkata Book Fair will be inaugurated on 19th January, 2019.

My best wishes to all.

 

 

কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিধাননগর সেন্ট্রাল পার্কে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বইমেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্ডার জেইগলার এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মেলা–‌প্রাঙ্গণে আলোকস্তম্ভ, ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে। বসেছে পথ–‌নির্দেশিকাও। মেলা–‌চত্বরে এবারও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে থাকছে পাউচে পানীয় জলের ব্যবস্থা।বইমেলায় আসা বইপ্রেমীদের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ করেছে বিধাননগর পুলিস। মানুষের যাতায়াতে ও মেলা–‌প্রাঙ্গণের ভেতরে–‌বাইরে যাতে অসুবিধে না হয়, তার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। গাড়ি কোথায় পার্কিং করা যাবে?‌ সেখানে জায়গা আছে কি?‌ জেনে নেওয়া যাবে বিধাননগর পুরসভার নতুন অ্যাপ ‘‌IKBF-BMC Car Park‌’‌ থেকে।

এই প্রথম শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকছে। কোনও শিশু হারিয়ে গেলে দ্রুত যাতে তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা যায়, তার জন্য থাকছে ‘‌চিলড্রেন কার্ড’‌। সেখানে শিশুর নাম, বয়স, অভিভাবকের নাম, তাঁর সঙ্গে সম্পর্ক এবং ফোন নম্বর লেখার জায়গা থাকবে। বইমেলায় ঢুকেই ওই কার্ড নিয়ে, পূরণ করে শিশুর পকেটে রেখে দিতে হবে।

নিরাপত্তা–‌নজরদারিতে বইমেলাকে ৪টি ‘‌জোনে’‌ ভাগ করা হয়েছে। ৮টি ওয়াচ টাওয়ার, সিসিটিভি–‌র মাধ্যমেও নজরদারি চলবে। ব্যাগ পরীক্ষা করা হবে। অস্ত্র নিয়ে ঢোকা যাবে না। মেলায় কোথায় কোন্‌ স্টল রয়েছে তা জেনে নেওয়া যাবে ‌‘‌International Kolkata Book Fair 2018‌’‌ অ্যাপ থেকে। ‘‌বইমেলা স্পেশ্যাল’‌ বাস পাওয়া যাবে ৯ নম্বর ট্যাঙ্কের কাছে খোলা জায়গা থেকে।বইমেলার দিনগুলোয় পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত ২০০টি সরকারি এসি, নন-এসি বাস চালানো হবে।

Bengal Govt to lay underground cables for TV & internet

Following the instruction of Chief Minister Mamata Banerjee, the State Government has decided to lay underground cables for the transmission of television and internet services across the 126 municipalities and six municipal corporations.

The project would be overseen by the State Government’s Urban Development and Municipal Affairs Department. The cables would be laid by the process of microtunnelling.

Soon, the department would hold meetings with multi-system operators (MSO), cable operators and telecom firms, for whom the cables would be laid, to explain to them the government’s stand as well as listen to their suggestions. It has been decided, as of now, that a certain amount of money would have to be paid by them in lieu of the work to be done by the government.

The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all the municipal cities and towns of Bengal.

 

রাজ্য জুড়ে টিভি-ইন্টারনেটের কেবল নেওয়া হবে ভূগর্ভ দিয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য জুড়ে টিভি চ্যানেল এবং ইন্টারনেট পরিষেবার কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।

রাজ্যের ১২৬টি পুরসভা এবং ছ’টি পুরনিগম এলাকাতেই এই ব্যবস্থা করা হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এই কেবল মাটির তলা দিয়ে করার নির্দেশ দিয়েছেন। গ্রিন সিটি প্রকল্পের আওতায় সমস্ত পুরসভায় এই কাজ করা হবে।

মাইক্রো টানেলিং ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প করা হবে। ফুটপাথের তলা দিয়ে এই মাইক্রো টানেলগুলি বসানো হবে। তার মধ্যে দিয়ে কেবলগুলি নিয়ে যাওয়া হবে।

খুব শীঘ্রই এবিষয়ে পুরসভাগুলি, এমএসও এবং কেবল অপারেটরগুলি সঙ্গে বৈঠক করা হবে। এই কাজ করার জন্য কেবল অপারেটর, টেলিকম সংস্থা বা এমএসও’দের পুরসভাকে একটা টাকা দিতে হবে। পাশাপাশি তাদের এবিষয়ে কি কি দাবি আছে তাও শোনা যাবে।

Source: Bartaman

Gandhi Bhawan in Beleghata to be taken over by State Govt

The Bengal Government has decided to take over Gandhi Bhawan in Beleghata (Kolkata).

Mahatma Gandhi had chosen to stay here because the Muslims and Hindus lived close to each other in Beleghata at that time, and there seemed to be no let-up in the bloodbath that began in 1946. As a tribute to his stay, the house was named Gandhi Bhawan.

After taking over, the State Government will be fully in charge of maintaining the house. The museum will be opened up for all and sundry. The government has plans for promoting the place as a major tourist spot, as it is intimately connected with the Mahatma’s philosophy of non-violence.

The museum houses artefacts used by Mahatma Gandhi during his stay. It also houses documents and letters.

Every year, his birth and death anniversaries, on October 2 and January 30, respectively, are celebrated with much fanfare here.

 

বেলেঘাটা গান্ধীভবন অধিগ্রহণ করবে রাজ্য

বহু স্মৃতিবিজড়িত বেলেঘাটার গান্ধীভবনে মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এই ঐতিহাসিক ভবনটি সরকার দেখভাল করবে। এ ব্যাপারে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। গান্ধীভবনের কিছু কাজ পূর্ত দপ্তর দেখত। এখন পুরোটাই সরকার দেখবে।

স্বাধীনতার আগে দাঙ্গার সময় বেলেঘাটায় বড় গোলমাল হয়। দু’পক্ষই দাঙ্গায় জড়িয়ে পড়ে। গান্ধীজি আসেন। তিনি অনশনে বসেন। দু’দিন পর দুই সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি গান্ধীজির সঙ্গে দেখা করেন। তাঁকে আশ্বাস দিয়ে বলেন, আমরা শান্তিতে থাকব। আর গোলমাল হবে না। গান্ধীজি অনশন প্রত্যাহার করে নেন। গান্ধীভবনের এই বাড়িটির আগে নাম ছিল হায়দারি মঞ্জিল।

দাঙ্গার সময় প্রায় মাসখানেক গান্ধীজি বেলেঘাটায় ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকেই বেলেঘাটার এই গান্ধীভবনে ২ অক্টোবর তাঁর জন্মদিন ও ৩০ জানুয়ারি তাঁর মৃত্যুদিন পালন করা হয়। একটি মিউজিয়ামও রয়েছে। গান্ধীজির ব্যবহৃত চরকাটিও সযত্নে রাখা আছে এই গান্ধীভবনে। বহু দুষ্প্রাপ্য ছবি রয়েছে। দেওয়ালে পর পর টাঙানো রয়েছে এই ছবিগুলি।

গান্ধীভবনে এসে নিয়মিত যাতে দর্শকরা সব কিছু দেখতে পান, তার জন্য সরকার বিশেষ উদ্যোগ নেবে। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে গান্ধীভবনের দরজা। প্রচার করা হবে।

গান্ধীভবনটি দীর্ঘ দিন ধরে পূর্ব কলকাতা গান্ধী স্মারক সমিতি এবং পূর্ব কলকাতা বাপুজি স্মারক সমিতি যৌথ উদ্যোগে দেখাশোনা করে। বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে এই দুই সমিতি। এবার বড় কাজটি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Source: Aajkal

Bengal celebrates Subhas Utsab

Across Bengal, Subhas Utsab was celebrated to commemorate the 121st birth anniversary of one of the bravest sons of the soil, Netaji Subhas Chandra Bose. His patriotism has an abiding influence on Indians even today.

Chief Minister Mamata Banerjee led the celebrations, organised by the State Youth Affairs and Sports Department. The celebrations started yesterday and would continued for the whole of today.

The celebrations were being held across 341 blocks, 118 municipalities, six municipal corporations, the 144 wards under the jurisdiction of Kolkata Municipal Corporation (KMC), the GTA-administered regions and all the district capitals.

Among the programmes organised on this occasion were street marches, exhibitions on the life and work of Netaji, quiz shows based on the person, debates, sit-and-draw competitions, essay-writing competitions and various other cultural competitions and programmes.

A special programme was organised at Maidan by the State Government. The Chief Minister garlanded the statue of the great leader, after which she gave a speech.

 

Salient points from her speech

  • We feel pride in speaking of qualities like patriotism, self-respect, dedication, determination, devotion and unity.
  • It is a well-known fact that Netaji wanted to free the country and unite the people of India. He is a national leader.
  • Though we know the birthday of Netaji, till date, his fate is unknown. India has become independent, but it is a matter of shame for us that we do not know the full life story of such a national leader.
  • Netaji worked taking everyone along. He created the Indian National Army, led the Azad Hind Fauj, whose motto was ‘Jai Hind’.
  • Netaji was far-sighted. He thought of not only making India independent, but thought of her development as an independent country too – he created the Planning Commission; yet it is a matter of shame that the Planning Commission has been abolished.
  • My appeal to the youth is to hold your heads high. Fight for your rights with confidence. It is the youth who will build up the future India and spread the message of unity and communal harmony.
  • We follow the paths shown by great leaders. That is why we want that national leaders remain above controversy. The leader of a country is the leader of everyone.
  • The whole country wants an end to the mystery of what happened to Netaji in the end. I think this should be solved.
  • Even today Netaji has not got his due. The Bengal Government has given January 23 and January 12 as holidays, but the Centre has not. Can’t we give them even this much respect?
  • The person who taught Bengal to fight, rousing the attention of the whole world, remains a marvel to the world. Netaji will live forever though his ‘Jai Hind’ slogan.

 

রাজ্য জুড়ে পালন হচ্ছে সুভাষ উৎসব

নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হচ্ছে সুভাষ উৎসব। উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। চলবে আজ পর্যন্ত।

এই উৎসব পালিত হচ্ছে রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পৌরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীনে ১৪৪টি ওয়ার্ড এবং জি.টি.এ. সহ রাজ্যের প্রতিটি জেলা সদরে।উৎসব ঘিরে আয়োজিত হয়েছে পদযাত্রা, সুভাষ চন্দ্রের জীবন ও কর্মবিষয়ক প্রদর্শনী, সুভাষ চন্দ্র বিষয়ক ক্যুইজ, বিতর্ক, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • দেশভক্তি, দেশকে ভালোবাসা , আত্মমর্যাদা, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিভোশন, ইউনিটি এই সব কথা বলে আমরা গর্ববোধ করি।
  • নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বদেশের মুক্তির জন্য সমগ্র ভারতবাসীকে এক করেছিলেন, সেকথা কারো অজানা নয়। উনি আমাদের জাতীয় নেতা।
  • নেতাজির জন্মদিন জানলেও আজ পর্যন্ত তাঁর ভবিষ্যৎ আমাদের অজানা।ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু একজন দেশনেতার জীবনের এই রহস্য আজ আমাদের লজ্জা।
  • নেতাজি সবাইকে নিয়ে কাজ করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। যার স্লোগান ছিল জয় হিন্দ।
  • শুধু স্বদেশকে মুক্ত করা নয় তার উন্নয়নের কথা ভেবে নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। অথচ দুঃখের বিষয় সেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে।
  • যুব সমাজের প্রতি আমার আবেদন মাথা উঁচু করে চলুন। আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করুন। যুব সমাজই আগামীদিনে ভারতবর্ষকে গড়ে তুলবে এবং সারা দেশে একতা সংহতি ও সম্প্রীতির বার্তা দেবে।
  • আমরা মনিষীদের কথাগুলোকে পাথেয় করেই পথ চলি। আমরা চাই দেশের মনিষীরা সমস্ত বিতর্কের উর্দ্ধে থাকুক। দেশের নেতা সবার নেতা।
  • নেতাজির অন্তিম সময়ে কি হল তা দেশবাসী যানতে চায়, আমার মনে হয় এটা প্রকাশ্যে আসা উচিত।
  • আজও নেতাজি তাঁর প্রাপ্য মর্যাদা পায়নি। রাজ্য ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করলেও আজও ২৩ জানুয়ারি ও ১২ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা হয়নি। আমরা কি তাদের এটুকু সম্মান দিতে পারিনা?
  • সমগ্র পৃথিবীকে আলোড়ন করে বাংলাকে যে লড়াই শিখিয়ে গেছেন তা সমগ্র পৃথিবীর মানুষের কাছে একটা বিস্ময় হয়ে আছে, থাকবে। নেতাজি বেঁচে থাকবেন ‘জয় হিন্দ’ স্লোগানের মাধ্যমে।
  • এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার।সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী

 

Bengal Govt institutes bravery award for girls in the memory of Sister Nivedita

The Bengal Government has instituted a bravery award for girls in the memory of the philanthropist and social reformer, and one of Swami Vivekananda’s foremost disciples, Sister Nivedita. The decision was taken recently by the committee formed by the government to commemorate the 150th birth anniversary of Nivedita.

The awards have been decided to be handed over on October 5 at Netaji Indoor Stadium, during the course of a programme on the social reformer.

Sister Nivedita, for her whole life, worked tirelessly for the education and all-round empowerment of women, hence the State Government decided to constitute the award in her memory.

The other decisions taken by the committee on that day include the distribution of a collected works of Sister Nivedita, to be compiled by Ramakrishna Math and Mission, among students from standards IX to XII in State Government-run schools and the renovation of the mausoleum of the Sister in Darjeeling.

Earlier decisions taken with regard to the sesquicentennial celebrations include converting the house of Sister Nivedita in Darjeeling into an educational centre of excellence and the granting of 5 acres in Rajarhat to Ramakrishna Mission for the setting up of a humanitarian centre of excellence.

Under the express instructions of Chief Minister Mamata Banerjee, the State Government has been extensively celebrating the 150th birth anniversary of Sister Nivedita, to inculcate in today’s youth the humane values she stood for, just as it had done for the 150th birth anniversary of her guru, Swami Vivekananda.

 

 

ভগিনী নিবেদিতার নামে সাহসিকতার পুরস্কার

 

ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষে মেয়েদের জন্য সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উদ্‌যাপন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এই বছরে ৫ অক্টোবর ভগিনী নিবেদিতাকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে মেয়েদের বিভিন্ন সাহসিকতামূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে। নারী সমাজের উন্নয়ন, নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে ‌ভগিনী নিবেদিতা সারা জীবন কাজ করেছেন। তাই তাঁর নামে এই সাহসিকতার পুরস্কার চালু করছে রাজ্য সরকার।
এছাড়াও ভগিনী নিবেদিতার বিভিন্ন লেখা নিয়ে একটি সঙ্কলন তৈরি করবে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই সঙ্কলনটি রাজ্য সরকার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবে। বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে সঙ্কলনটি পড়ার জন্য দেওয়া হবে, যাতে ভগিনী নিবেদিতার চিন্তাধারায় তারাও উদ্বুদ্ধ হতে পারে।
মহারাজ এদিন বলেন, স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পালন করেছে, তা আর কোনও সরকার করেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষও উদযাপন করছে।
কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে দার্জিলিঙে ভগিনী নিবেদিতার সমাধিস্থল সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হবে। আগেই ঠিক হয়েছিল দার্জিলিঙে ভগিনী নিবেদিতার বাড়িতে শিক্ষার প্রসারে উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে।
এখানে রাজারহাটে পশ্চিমবঙ্গ সরকার ৫ একর জমি রামকৃষ্ণ মিশনকে দিয়েছে, ভগিনী নিবেদিতার নামে মানবিক উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য।‌‌

Source: Aajkaal

Key MoUs signed in education sector at BGBS 2018

The Bengal Global Business Summit (BGBS) 2018 witnessed some major MoUs in the Education sector on Wednesday, with Jadavpur University alone signing three MoUs with three leading foreign universities for collaborative research and education.

Three MoUs have been signed with Edinburgh University, University of Exeter in UK and Eötvös Loránd University of Hungary. It may be mentioned that JU has been doing joint research projects with Edinburgh University (EU) and the university’s School of Oceanography has been working in collaboration with EU.

Chief Minister Mamata Banerjee announced at the summit that her government is providing 5 acres of land each to both JU and Calcutta University at New Town. Presidency University also signed an MoU with Edinburgh University at the summit for collaboration in higher education and life sciences.

শিক্ষা ক্ষেত্রে একগুচ্ছ মৌ বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে

বিনিয়োগের মঞ্চে শিল্প-বাণিজ্যের সঙ্গে সমান গুরুত্ব পেল শিক্ষাও৷ দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে রাজ্যের তিন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য একগুচ্ছ সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্লেনারি সেশনের শেষে ছিল মৌ স্বাক্ষর পর্ব৷ সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষকেন্দ্র গড়ার জন্য আরও পাঁচ একর করে জমি দেওয়া হবে৷ রাজারহাটে সেই জমিতে দুই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গড়ে উঠবে৷ এ দিনই বিভিন্ন বিষয়ে একাধিক মৌ স্বাক্ষর করে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও৷

এই মৌয়ের ফলে পড়ুয়া ও গবেষকদের মানোন্নয়নের জন্য বিদেশের নামজাদা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলি৷ কিছুদিন আগেই কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে একশো কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷

বাণিজ্য সম্মেলনের শেষ পর্বে রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, যাদবপুর ও প্রেসিডেন্সি, এই দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই মৌ স্বাক্ষরিত হয়েছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের৷ জীবনবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের৷ এর পাশাপাশি হাঙ্গেরির লোরান্দ বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও মৌ স্বাক্ষর হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের৷ ডিজিট্যাল হিউম্যানিটি বিষয়ে এক্সিটার ও যাদবপুর একসঙ্গে কাজ করবে৷ এই বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবে আগেই যুক্ত রয়েছেন যাদবপুরের উপাচার্য৷

কলা বিভাগের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য লোরান্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যাদবপুর৷ মূলত ইলেকট্রিক্যাল, মেটালার্জি ও মেকানিক্যাল শাখার পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই মৌ হয়েছে৷

এর ফলে এখানকার পড়ুয়ারা সুপারভাইজার হিসাবে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে পারবে৷ পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মিলিত উদ্যোগে গবেষকদের জন্য যৌথ কর্মশালা, সেমিনারেরও আয়োজন হবে৷

 

Ola, Uber announce partnership with WBTIDCL in BGBS

Uber, the world’s largest on-demand ride-sharing company and Ola, India’s most popular mobility platform, announced their partnership with West Bengal Transport Infrastructure Development Corporation Limited (WBTIDCL) at the Bengal Global Business Summit 2018 on Wednesday.

To create 100,000 micro entrepreneurship opportunities through the Uber app over the next five years and reinforcing its commitment to improving the urban mobility landscape in West Bengal, an MoU was signed between Uber and WBTIDCL.

In accordance with the MoU, Uber will create a portal to access the names and details of the eligible driver partners provided by WBTIDCL but also appoint district representatives to work in coordination with the Regional Transport Officers (RTO).

These representatives will facilitate licensed driver partners to register with Uber through its help-desks, maintained in RTO offices across the city. On its part, the government of West Bengal will set up motor training schools to train drivers and enable them to get driving licences.

WBTDCL will also maintain a database of trained and licensed drivers and share this information with Uber. Subject to its on-boarding criteria, Uber will on-board eligible driver partners and register them on Uber with a view to encourage micro-entrepreneurship and livelihood opportunities in the transportation sector.

Meanwhile, Ola has also signed an MoU with WBTIDCL to create 5,000 entrepreneurial opportunities in the state. The MoU was signed by Sandeep Divakaran, CFO of Ola Fleet Technologies (OFT), in the presence of Chief Minister Mamata Banerjee, state Finance minister Amit Mitra and other members of the Ministry, apart from many other eminent dignitaries at the Bengal Global Business Summit 2018, the annual two-day business summit that saw participation from over 30 countries.

Under the MoU, Ola will provide 5,000 new cabs to unemployed youth enrolled in the Employment Bank of Labour Department, Government of West Bengal (GoWB). The permits of these cabs and driver partners will be issued by the State Transport Authority, West Bengal, under the Fleet Taxi Operators Scheme, 2018. The cabs will be allotted in a phased manner within a year at an investment of Rs 300 crore.

 

রাজ্যের সঙ্গে মউ স্বাক্ষর করলো ওলা-উবার

চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে মউ স্বাক্ষর করলো অ্যাপ নির্ভর ট্যাক্সি সংস্থা ওলা এবং উবার।

এই দুই সংস্থার মধ্যে উবার সামনের ৫ বছরের মধ্যে রাজ্যে ১ লক্ষ ক্ষুদ্র উদ্যোগপতি গঠনের পথ প্রশস্ত করবে। অন্যদিকে ওলা রাজ্য সরকারের শ্রম দপ্তরের তৈরী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে বেকার যুবকদের বেছে নিয়ে সংস্থার সহযোগী চালক হিসেবে কৰ্মসংস্থানের সুযোগ দেবে। রাজ্যে ৫০০০ নতুন ট্যাক্সি নামাবে ওলা.

চুক্তি অনুযায়ী, উবার একটি পোর্র্টাল তৈরী করবে। এই পোর্টাল থেকে ডব্লিউবিআইডিসিএল অনুমোদিত গাড়ি চালকদের পুরো তথ্য পাওয়া যাবে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারদের থেকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই সংস্থার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আশা করছি এই দুই সংস্থার সদিচ্ছার ফলে এই রাজ্যে ১ লক্ষ ১০ হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে।

Image is representative

Autism township, a first in India, to come up in Bengal

The State Urban Development and Municipal Affairs Minister has announced the setting up of a first-of-its-kind autism township project in Bengal.

At the press conference, he also said investment proposals worth Rs 39,000 crore have come in the urban development and infrastructure sector during the just-concluded Bengal Global Business Summit (BGBS).

According to the minister, the autism township will not only be the first such in India but in the entire world. There will be a hospital, a residential complex, a school, a day-care centre, a conference hall and training facilities, all pertaining to autism, under one roof.

The township will come up on 50 acres in Shirakole on Diamond Harbour Road, near Usthi in the South 24 Parganas district. It will be constructed by a private company at an investment of Rs 600 crore, and will be ready within four years.

The joint managing managing director of the company has said that it is also planning to set up a college which will churn out qualified professionals working in the area of autism.

 

অটিজম আক্রান্তদের জন্য টাউনশিপ চালু করছে রাজ্য সরকার

অটিজম আক্রান্তদের জন্য আলাদা টাউনশিপ চালু হচ্ছে রাজ্যে। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সারা বিশ্বে জন্ম নেওয়া ৬৮টি শিশুর মধ্যে অন্তত একজন আক্রান্ত অটিজমে। আর এই মুহূর্তে দেশে অন্তত ১ কোটি মানুষ আক্রান্ত এই রোগে।

ডায়মন্ড হারবার রোডের ধারে শিরাকোলে ৫০ একর জমিতে ৬০০ কোটি তাকা ব্যয়ে গড়ে উঠবে এই টাউনশিপ। এখানে অটিজম আক্রান্তদের ডেভেলপমেন্টের ব্যবস্থা সব কিছুই থাকবে। পাশাপাশি অটিজম আক্রান্তদের জন্য বিশেষজ্ঞদের দিয়ে কলেজ চালুর পরিকল্পনাও রয়েছে।

এখানে হাসপাতাল, স্কুল, অটিজম সেন্টার সব কিছুই থাকবে। নিঃসন্দেহে এটি রাজ্য সরকারের সম্পূর্ণ এক অভিনব ভাবনা।

Source: Millennium Post