Bengal leading producer of rice for last 4 years, as per Central Govt data

That Chief Minister Mamata Banerjee has always place a lot of importance on agricultural production is well known. As a result of that, over the last few years, Bengal has been creating records in terms of production of various crops.

As per an answer given by the Union Agriculture Ministry in the Lok Sabha, over the last four financial years, that is, 2014-15 to 2017-18 (for 2017-18, as per as per Second Advance Estimates), Bengal has been the leading producer of rice in the country.

The production of rice over the four years is as follows:

  • 2014-15: 146,77,20,000 tonnes
  • 2015-16: 159,53,90,000 tonnes
  • 2016-17: 153,02,50,000 tonnes
  • 2017-18: 149,90,00,000 tonnes

The Central Government has also given the state the Krishi Karman Award for various feats of agricultural production for five consecutive years.

 

চাল উৎপাদনঃ রাজ্যগুলির শীর্ষে বাংলা

 

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি উন্নয়নের ওপর জোর দিয়ে এসেছেন । এর ফলস্বরূপ, গত কয়েক বছর ধরেই বিভিন্ন ফসল উৎপাদনে বাংলা রেকর্ড তৈরী করেছে।

এবার বাংলার মুকুটে যুক্ত হল নতুন পালক। লোকসভায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর পেশ করা তথ্য অনুযায়ী, গত চার অর্থবর্ষে – অর্থাৎ ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ (দ্বিতীয় অ্যাডভান্স এস্টিমেট) -বাংলা চাল উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে।

গত চার বছরে বাংলায় উৎপন্ন হওয়া চালের পরিমানঃ

  • ২০১৪-১৫: ১৪৬,৭৭,২০,০০০ টন
  • ২০১৫-১৬: ১৫৯,৫৩,৯০,০০০ টন
  • ২০১৬-১৭: ১৫৩,০২,৫০,০০০ টন
  • ২০১৭-১৮: ১৪৯,৯০,০০,০০০ টন

উল্লেখ্য, কৃষিতে অসামান্য সাফল্যের জন্য পর পর পাঁচ বছর কেন্দ্রের কাছ থেকে কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে বাংলা।

Transport Dept overshoots Gatidhara target for 2017-18

The State Transport Department has set a record by achieving 100 per cent (and more) implementation of the Gatidhara Scheme in the financial year (FY) 2017-18. Gatidhara is a dream project of Chief Minister Mamata Banerjee, to help unemployed youths get a means of livelihood.

The department had set a target of bringing in 10,000 unemployed youths under the Gatidhara Scheme, and with timely steps taken it, has managed to extend the benefits of the scheme to 10,553 unemployed youths.

It may be mentioned that in the previous two fiscals too, the State Government had achieved 100 per cent implementation of the scheme, and the number of beneficiaries has been steadily increasing. It was 5,200 unemployed youths during FY 2015-16 and 8,500 during 2016-17.

This scheme has come up as a source of income for the youths and it has also created a new dimension for the state’s transport sector.

 

গতিধারা প্রকল্পের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল পরিবহণ দপ্তর

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসুত গতিধারা প্রকল্পের মুকুটে নয়া পালক। ২০১৭-১৮ অর্থবর্ষে যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল, তা ছাড়িয়ে গেছে পরিবহণ দপ্তর।

পরিবহণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে ১০,০০০ যুবকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। হিসেবে মত, এই অর্থবর্ষে গতিধারা প্রকল্পের আওয়তায় এসেছেন ১০,৫৫৩ জন।

প্রসঙ্গত, গত দুই অর্থবর্ষেও দপ্তর এই প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ করেছিল দপ্তর। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে উপকৃতের সংখ্যাও। ২০১৫-১৬ সালে এই প্রকল্পে উপকৃতের সংখ্যা ছিল ৫২০০। ২০১৬-১৭ তে তা বেড়ে হয় ৮৫০০।

এই প্রকল্পের ফলে বেকার যুবদের যেমন আয়ের এক পথ খুলে গেছে, তেমনই রাজ্যের পরিবহণ ব্যবস্থা পেয়েছে এক নতুন মাত্রা।

Source: Millennium Post

Bengal Govt forms committee to commemorate 100 years of Bengali cinema

The State Government has formed a committee for commemorating 100 years of Bengali cinema. Chief Minister Mamata Banerjee is the patron of the 18-member committee.

The committee is comprised of senior film personalities from the Bengali film industry, with Soumitra Chatterjee as the chief advisor and Goutam Ghose as the chairman.

The committee will chalk out a plan to organise various programmes to celebrate 100 years of Bengali cinema. The committee will prepare a calendar of events to gift a unique programme on the completion of a century of Bengali cinema.

It may be mentioned that the initiative of the Chief Minister has taken the Kolkata International Film Festival (KIFF) to new heights in the past six years. She has made it possible for people from all walks of life to witness the grandeur of the film festival, with steps taken to ensure that it doesn’t remain bound only within Nandan.

বাংলা সিনেমার ১০০ বছর উদযাপন করতে কমিটি গড়ল রাজ্য সরকার

বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি উদযাপন করতে কমিটি গঠন করল রাজ্য সরকার। এই ১৮ সদস্যের কমিটির মূল উদ্যোক্তা তথা পৃষ্ঠপোষক হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
এই কমিটিতে আছেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম ব্যাক্তিত্বেরা। সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন এই কমিটির মুখ্য উপদেষ্টা, তেমন গৌতম ঘোষ হলেন কমিটির চেয়ারম্যান।
এই কমিটি বাংলা সিনেমার ১০০ বছর উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করবে। তারা এই অনুষ্ঠানের একটি ক্যালেন্ডার তৈরী করবে।

প্রসঙ্গত, গত ছয় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পেয়েছে এক নতুন মাত্রা। তাঁর উদ্যোগে সকল শ্রেণীর মানুষের কাছে আজ আপন হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। নন্দনের গণ্ডী পেরিয়ে চলচ্চিত্র উৎসব স্থান করে নিয়েছে জনমানসে।

Source: Millennium Post

A slice of rural Bengal at Eco Park

Eco Park in New Town, one of the most popular weekend destinations in Bengal, now boasts of yet another attraction – Banglar Gram (Bengal Village). Chief Minister Mamata Banerjee recently visited the place and christened the project.

Eco Park has become one of the most popular tourist destinations in Kolkata and one of the finest urban parks in the country. Covering 482 acres, Mamata Banerjee has termed it a Prakriti Tirtha, or ‘nature’s pilgrimage’.

The latest addition, Banglar Gram, is a re-creation of a model village of Bengal. It has come up on three acres and is situated between the herbal garden and the musical fountain. It will be opened to the public before the Bengali New Year in mid-April.

The place will be an oasis far from the hustle and bustle of urban life. The peacefulness and serenity of the area are bound to attract the visitors.

A palki or palanquin, an ancient mode of transport in villages, and a rath or chariot, once kept in many villages and pulled during the festival of Rath Yatra, will adorn the village.

Almost every hut in the village will have a ‘tulsi mandap’, as is still found in many rural households, where a tulsi plant is worshipped every day. A chandi mandap will be set up in every locality, where the idols of various gods and goddesses will be kept and worshipped during different pujas and fairs, like the Charak festival.

Mud houses with replicas of farmers holding ploughs made of fibreglass have been set up. The houses have seasonal vegetables planted in the surrounding open spaces. Gardeners have been engaged for their cultivation. Steps have been taken to ensure that the houses are actual replicas of those in rural Bengal.

Banglar Gram will give an idea of actual village life. This will be a big attraction for tourists not only from Bengal but from other parts of the country and from other countries too.

 

ইকো পার্কে তৈরী হল মুখ্যমন্ত্রীর ‘বাংলার গ্রাম’

ইকো পার্কে তৈরী হওয়া গ্রাম্য পরিবেশের নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। নাম দিলেন, ‘বাংলার গ্রাম’। ইংরাজিতেও নাম দেওয়া হয়েছে ‘বেঙ্গল ভিলেজ’। ২০১৬ সাল থেকে এই পরিবেশ তৈরী করার উদ্যোগ নেওয়া হয়।

শিল্পীরা এখানে গড়ে তুলেছেন তুলসিতোলা থেকে লাঙল, বাজার, গ্রাম্য বাড়ি, কৃষকের মূর্তি, কুমোরের মূর্তি। এই গ্রামে ঢুকতে গেলে কুলোর তৈরী গেট পাড় হতে হবে। চারধারে আছে তালপাতার পাখা। এক একটি বিশাল পাখা দিয়ে সেই গেটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।

ইকো পার্কের উত্তর-পশ্চিম কোণে ইকো পার্ক অফিস সংলগ্ন জায়গায় প্রায় ৫ একর জায়গায় তৈরী করা হয়েছে এই গ্রাম। এখানে আগের মতোই ধান চাষ করা হচ্ছে, তাই, গ্রামের দৃশ্য ফোটাতে অসুবিধে হয়নি। ফাইবার গ্লাস দিয়ে তৈরী হয়েছে মানুষের মূর্তি। শহরের যান্ত্রিক জীবনের তাড়াহুড়োর মধ্যে এই গ্রাম যেন মানুষকে তাপমুক্ত হতে সহায়তা করবে।

সারা বিশ্বের কাছে পরিচিত এই ইকো পার্কে সারা বছরই বহু বিদেশী মানুষ এসে থাকেন। তবে আগামী দিনে এই জায়গায় প্রবেশ করতে কিঞ্চিৎ অর্থ খরচ করতে হতে পারে।

Source: Millennium Post

Swasthya Sathi – A successful health insurance scheme

Chief Minister Mamata Banerjee introduced the hugely popularly Swasthya Sathi Scheme in 2016. The notification for the group insurance scheme was issued on February 25 of that year. Almost all State Government employees, including part-time and contractual workers, have been included in this scheme.

Like many other schemes, Swasthya Sathi is entirely information technology (IT)-based. It is a paperless, cashless, smart card-based scheme. Online e-health records (e-HR) are captured and kept accessible for future reference.

The scheme has enrolled 44.5 lakh government employees and their families so far, who have been provided 64KB smart cards. So far, 96,088 patients have availed of this cashless healthcare benefit scheme from the network of about 850 hospitals and nursing homes in the state.

The total estimate approved by the Finance Department for the group insurance scheme is Rs 1,363.72 crore.

Bengal has also performed remarkably under the Rashtriya Swasthya Bima Yojana (RSBY). The scheme is active in all the districts. The number of beneficiaries who have availed healthcare using the RSBY Smart Cards is 2,86,027.

 

 

স্বাস্থ্য সাথী – এক দৃষ্টান্তমূলক স্বাস্থ্যবীমা প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে জনপ্রিয় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। ওই বছরেরই ২৫ শে ফেব্রুয়ারি এই বীমার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় সমস্ত সরকারি কর্মী, অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী সকলকেই এই বীমার আওতায় আনা হয়।

অন্যান্য প্রকল্পের মতো এই স্বাস্থ্য সাথী প্রকল্পও তথ্য প্রযুক্তি নির্ভর। এই প্রকল্প কাগজপত্র বিহীন, ক্যাশলেস, স্মার্ট-কার্ড নির্ভর। অনলাইনে ই-হেলথ রেকর্ডে সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে যা পরে দেখা যাবে। এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে রাজ্যের ৮৫০ সরকারি হাসপাতাল ও নার্সিং হোমে।

এই প্রকল্পের আওতায় ৪৪.৫ লক্ষ সরকারি কর্মী ও তাদের পরিবারকে আনা হয়েছে এখন পর্যন্ত। তাদের ৬৪ কিলোবাইটের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৯৬০৮৮ জন এই প্রকল্পে সুবিধা নিয়েছেন।

এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ১৩৬৩.৭২ কোটি টাকা বরাদ্দ করেছে।বাংলা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতেও ব্যাপক সফলতার সঙ্গে কাজ করেছে। এই প্রকল্পের সুবিধা রাজ্যের সবকটি জেলায় পাওয়া যায়। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতে উপকৃত মানুষ যারা ইতিমধ্যেই স্মার্ট কার্ড পেয়েছেন, তার সংখ্যা ২৮৬০২৭।

Mamata Banerjee’s special focus on mother and child health

In terms of health initiatives for mothers and children, Bengal has been playing a leading role in the country. Mother and Child Hub (MCH) is a unique concept in this respect, being conceptualised by none other than Chief Minister Mamata Banerjee, who is also the Health Minister. Then, at 25, Bengal has the lowest infant mortality rate (IMR) in India. Waiting Hut is another unique concept, which has been taken up as a model by the Central Government.

Achievements

MCH (operational): Seven Mother and Child Hubs (MCH) are providing yeoman service at Uluberia sub-divisional Hospital, Murshidabad Medical College and Hospital, Nadia District Hospital, Bankura Sammilani Medical College and Hospital, Malda Medical College and Hospital, Jalpaiguri District Hospital and Medical College and Hospital, Kolkata.

MCH (upcoming): The MCH at MJN Hospital in Cooch Behar is nearing completion. Another two MCHs are coming up at Canning in South 24 Parganas district and at Anupnagar in Murshidabad district.

Waiting Huts: For providing options for safe delivery to those mothers who stay in areas too far for accessing hospitals, the State Government has constructed fully manned and properly equipped Waiting Huts. Waiting Huts are functional under the jurisdictions of the rural hospitals (RH) in Gosaba, Madhabnagar (both South 24 Parganas district), Khulna (North 24 Parganas) and Chakulia (Uttar Dinajpur), Tufanganj Subdivisional Hospital (Cooch Behar), block primary health centres (BPHC) in Mahisail, Shaktipur (both in Murshidabad), Ratua (Malda) and Teghari (Hooghly) and, and Rampara Chanchara Primary Health Centre (Dakshin Dinajpur). The one at Uttar Latabari in Alipurduar district would be functional soon.

Institutional delivery: Institutional delivery in the state has increased from a meagre 65 per cent in2010 to 95 per cent in 2017.

Immunisation: Immunisation at present covers 94 per cent of the children of Bengal, and the government is steadily marching towards 100 per cent immunisation.

Comprehensive upgrading of maternal, newborn and paediatric services: A comprehensive upgrading of maternal, newborn and paediatric services have been undertaken at 68 High Case Load Faculties at the tertiary and secondary tiers, that is, those with an annual delivery load of more than 3,000. The upgrading, undertaken at an estimated cost of Rs 132.66 crore, includes the facilities of labour rooms, operation theatres, toilets, and power backups and drinking water at primary health centres (PHC), community health centres (CHC), subdivisional hospitals (SDH), state general hospitals (SGH) and rural hospitals (RH).

IMR: Bengal has achieved infant mortality rate (IMR) of 25 per 1,000 live births, which is much below the national average of 34.

SNCU and SNSU: In order to achieve the IMR of 25, 68 Sick Newborn Care Units (SNCU) and 307 Sick Newborn Stabilisation Units (SNSU) have been made functional.

PICU: Eleven Paediatric Intensive Care Units (PICU) are being augmented and four are being set up at 13 medical colleges including Dr BC Roy Post Graduate Institute of Paediatric Sciences and Chittaranjan Seva Sadan in Kolkata.

 

 

মাতৃ ও শিশু স্বাস্থ্যে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

মা ও শিশুদের স্বাস্থ্য ব্যবস্থায় বাংলা সারা দেশের মধ্যে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসুত মাদার অ্যান্ড চাইল্ড হাব এক অনন্য প্রয়াস। বাংলায় শিশুমৃত্যুর হার – ২৫ – দেশের মধ্যে সব থেকে কম। ওয়েটিং হাট আরেকটি অনন্য প্রয়াস, যেটিকে কেন্দ্রীয় সরকার সারা দেশে মডেল করেছে।

সাফল্যঃ

মাদার অ্যান্ড চাইল্ড হাব (চালু)-উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নদীয়া জেলা হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব অসাধারন সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

মাদার অ্যান্ড চাইল্ড হাব (চালু হবে)-কোচবিহারের মাদার অ্যান্ড চাইল্ড হাব ও এমযেএন হাসপাতাল নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। আরও দুটি মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরী হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ও মুর্শিদাবাদের অনুপনগরে।

ওয়েটিং হাট –যেসকল প্রসূতি মায়েরা হাসপাতাল থেকে বহুদুরে থাকেন, তাদের সুরক্ষিত প্রসবের জন্য রাজ্য সরকার তৈরী করেছে ওয়েটিং হাট। গোসাবার গ্রামীণ হাসপাতাল, দক্ষিণ ২৪ পরগনার মাধবনগর, উত্তর ২৪ পরগনার খুলনা, উত্তর ২৪ পরগনার চাকুলিয়া, কোচবিহারের তুফাগঞ্জ মহকুনা হাসপাতাল, মহিসালের ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, মুর্শিদাবাদের শক্তিপুর, মালদার রতুয়া, হুগলীর তেঘরি, দক্ষিণ দিনাজপুরের রামপাড়া চাঁচরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রর অধীনে ওয়েটিং হাবগুলি ভালো কাজ করছে। উত্তর লাটাবাড়ি ও আলিপুরদুয়ার জেলার ওয়েটিং হাবগুলি শীঘ্রই চালু হবে।

প্রাতিষ্ঠানিক প্রসব –২০১০ সালে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ছিল ৬৫ শতাংশ যা ২০১৭ সালে বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।

টীকাকরণ –এই মুহূর্তে রাজ্যে ৯৪ শতাংশ টীকাকরণ সম্পূর্ণ, রাজ্য ১০০ শতাংশ টীকাকরণের দিকে এগিয়ে চলেছে।

মা ও শিশুর পুষ্টির উন্নতি –গত ৬ বছরে মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিকাঠামোয় হয়েছে উন্নয়ন। ৬৮টি হাই কেস লোড ফ্যাকাল্টিস গ্রহণ করা হয়েছে সেসকল কেন্দ্রে যেখানে বার্ষিক ৩০০০ বা তারও বেশী প্রসব হয়। এই সমস্ত কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, জন স্বাস্থ্য কেন্দ্র, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, ও গ্রামীণ হাসপাতালগুলিতে ১৩২.৬৬ কোটি টাকা ব্যয়ে লেবার রুম, অপারেশন থিয়েটার, শৌচালয়, আপৎকালীন বিদ্যুৎ যোগাযোগ ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

শিশু মৃত্যুর হার –বাংলায় শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২৫, যেখানে জাতীয় গড় ৩৪।

এসএনসিইউ ও এসএনএসইউ –শিশু মৃত্যুর হার কমাতে ৬৮টি নিউবর্ন কেয়ার ইউনিট এবং ৩০৭টি সিক নিউবর্ন স্টেবিলাইজেশন ইউনিট কাজ করছে।

পিআইসিইউ –১৩টি মেডিক্যাল কলেজে ১১টি পিআইসিইউের উন্নতি করা হয়েছে ও আরও চারটি তৈরী করা হচ্ছে। এই মেডিক্যাল কলেজের মধ্যে আছে ডক্টর বি সি রায় পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্সেস এবং চিত্তরঞ্জন সেবা সদন।

Health infrastructure improves in Bengal under Trinamool

Ever since Trinamool Congress came to power in Bengal, the state has seen its health infrastructure improve in leaps and bounds. Chief Minister Mamata Banerjee is also the Health Minister, and she has ensured that health services reach one and all.

 

 

Achievements

Budget: Budget for drugs and medical equipments increased from Rs 179 crore during 2010-11 to Rs 857.83 crore during financial year (FY) 2017-18.

Free treatment: All patients at all institutions – primary, secondary, tertiary – being given free treatment.

Medical colleges (built): Four medical colleges have been built by the Trinamool Government since 2011, and private medical colleges have increased from one to four.

Medical colleges (upcoming): Seven medical colleges have been planned to be built by the government, to lead to an additional 700 MBBS seats. Construction of five (Cooch Behar, Raiganj, Rampurhat, Purulia and Diamond Harbour) have been completed by a large amount while two (Jalpaiguri and Arambagh) are in the process of being set up.

Multi/Super-speciality hospitals: There is a target of building 42 multi/super-speciality hospitals – 300 to 500 beds each – across the state at a cost of Rs 2,800 crore. Of these, OPD and IPD services are running in 36 hospitals and only OPD in three hospitals.

AIIMS, Kalyani: A super-speciality hospital with 100 undergraduate (MBBS) seats and 970 beds is coming up at a cost of Rs 1,767 crore in Kalyani.

Upcoming tertiary care centres: Three tertiary care centres are being set up with an investment of Rs 54 crore, at Murshidabad Medical College and Hospital, Burdwan Medical College and Hospital, and College of Medicine & Sagore Dutta Hospital.

Critical care facilities: Sixty critical care units (CCU) are functioning at secondary-care hospitals and medical college hospitals. Fourteen more CCUs will be set up in the multi/super-speciality hospitals and at the Frazerganj primary health centre (PHC), to serve tourists to Bakkhali. From 2015 to 2017, more than 1.05 lakh patients have been treated at these facilities.

Medical and para-medical personnel appointments (medical): Since the Trinamool Congress Government came to power in 2011, 19,607 medical and para-medical personnel have been recruited by the government.

Nursing colleges: During 2017-18, eight institutions for general nursing and midwifery (GNM), each with an intake capacity of 60, have been started, taking the total number of GNM seats to 2,175.

Nursing colleges (upcoming): Construction of four nursing colleges at SSKM Hospital, Infectious Diseases Hospital in Beleghata, Kolkata, North Bengal Medical College and Hospital, and Burdwan Medical College and Hospital, and three nursing training schools at Suri Sadar Hospital, Alipurduar District Hospital and North Bengal Medical College and Hospital, are going on.

Nursing appointments: During FY 2017-18, 6,562 grade-II staff nurses and 172 female health assistants were appointed.

Metro Blood Bank: Centre of Excellence in Transfusion Medicine, also known as Metro Blood Bank, coming up at Rajarhat near Kolkata at a cost of Rs 403.94 crore.

Fire-fighting equipment: During the last two years, Rs 66.67 crore sanctioned for the medical colleges and Rs 68.07 crore for the secondary and primary hospitals.

Cancer treatment: State-of-the-art linear accelerator (LINAC) machines have been planned at five medical colleges – RG Kar, NRS, Calcutta Medical College, Burdwan Medical College, Murshidabad Medical College. National Programme for Prevention and Control of Cancer, Diabetes, Cardiovascular Diseases and Stroke (NPCDCS) is being implemented in 19 health districts; in the other seven health districts, it will be functional by April 2018.

Dental care: At Dr R Ahmed Dental College and Hospital, Kolkata, cone beam computed tomography (CBCT) has been introduced (for the first time in the country), as well as five digital classrooms, an e-library and full Wi-Fi facility. More than 200 fully automatic and equipped electronic dental chairs have been installed at three dental colleges, dental departments of medical colleges, district hospitals, subdivisional hospitals and state general hospitals.

Dental appointments: As part of West Bengal Dental Service (WBDS), 217 dental surgeons have been recruited.

Alternative medicine: SMS-based Online reporting System for homeopathic, ayurvedic and unani dispensaries across the state have been introduced. Fifty-seater girls’ hostels have been operationalised at Calcutta Homeopathy Medical College and Hospital and Midnapore Homeopathy Medical College and Hospital.

 

 

তৃণমূলের আমলে বাংলার স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক উন্নতি

 

২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার পাওয়ার পর থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় নজিরবিহীন উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীও, স্বাস্থ্য পরিষেবা যাতে রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছয়, সেটি নিশ্চিত করেছেন ।

সাফল্যঃ

বাজেট-ওষুধ এবং চিকিৎসার সরঞ্জামের বাজেট ২০১০-১১ সালে ছিল ১৭৯ কোটি টাকা, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৮৫৭.৮৩ কোটি টাকা।

বিনামূল্যে চিকিৎসা –সরকারি সকল চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালে সমস্ত চিকিৎসা বিনামূল্যে করা হয়।

মেডিক্যাল কলেজ (তৈরী) –২০১১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারের চারটি এবং বেসরকারি তিনটি মেডিক্যাল কলেজ নির্মাণ করা হয়েছে।

মেডিক্যাল কলেজ (চালু হবে) –রাজ্যে আরও সাতটি মেডিক্যাল কলেজ তৈরীর পরিকল্পনা ছিল যার ফলে রাজ্যে আরও ৭০০টি এমবিবিএস-এর আসন বাড়বে। এর মধ্যে পাঁচটির – কোচবিহার, রায়গঞ্জ, রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ড হারবার – নির্মাণ সম্পূর্ণ, জলপাইগুড়ি ও আরামবাগের দুটির কাজ শেষ পর্যায়ে।

মাল্টি/সুপার স্পেশ্যালিটি হাসপাতাল –২৮০০ কোটি টাকার ব্যয়ে সারা রাজ্যে ৪২টি মাল্টি/সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে, যার প্রতিটিতে আসন সংখ্যা হবে ৩০০ থেকে ৫০০। এর মধ্যে ওপিডি এবং আইপিডি চালু হয়েছে ৩৬টি হাসপাতালে এবং শুধু ওপিডি চালু হয়েছে তিনটি হাসপাতালে।

এআইআইএমএস, কল্যাণী –১৭৬৭ কোটি টাকার ব্যয়ে কল্যাণীতে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরী হচ্ছে যেখানে ১০০টি এমবিবিএস-এর আসন এবং ৯৭০টি শয্যা থাকবে।

টার্সিয়ারি স্বাস্থ্য কেন্দ্র (চালু হবে) –মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে ৫৪ কোটি টাকার ব্যয়ে তিনটি টার্সিয়ারি স্বাস্থ্য কেন্দ্র চালু হবে।

ক্রিটিকাল কেয়ার সুবিধা –সেকেন্ডারি কেয়ার হাসপাতাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০টি ক্রিটিকাল কেয়ার ইউনিট কাজ করছে। আরও ১৪টি ক্রিটিকাল কেয়ার ইউনিট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তৈরী হবে। এর মধ্যে বকখালিতে ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ক্রিটিকাল কেয়ার ইউনিট তৈরী হবে পর্যটকদের জন্য।

নার্সিং কলেজ –২০১৭-১৮ সালে আটটি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্রতিষ্ঠান তৈরী হয়েছে, প্রতিটিতে আসন সংখ্যা ৬০। এর ফলে রাজ্যে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি আসনসংখ্যা বেড়ে ২১৭৫ হল।

মেডিক্যাল অ্যান্ড প্যারা-মেডিক্যাল পার্সোনেল অ্যাপয়েন্টমেন্টস (মেডিক্যাল) –২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা থেকে ১৯৬০৭ জন মেডিক্যাল ও নন মেডিক্যাল আধিকারিক নিয়োগ করা হয়েছে।

নার্সিং কলেজ (নির্মীয়মাণ) –এসএসকেএম হাসপাতাল, বেলেঘাটার ইনফেক্সাস ডিসিসেস হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং তিনটি নার্সিং প্রশিক্ষণ স্কুল – সূরী সদর হাসপাতাল, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নির্মাণ চলছে।

নার্সিং নিয়োগ –২০১৭-১৮ অর্থবর্ষে ৬৫৬২ গ্রেড -২ নার্স নিয়োগ করা হয়েছে।
মেট্রো ব্লাড ব্যাঙ্ক –৪০৩.৯৪ কোটি টাকা ব্যয়ে কলকাতার কাছে রাজারহাটে তৈরী হতে চলেছে মেট্রো ব্লাড ব্যাঙ্ক।

অগ্নি নির্বাপন যন্ত্রপাতি –গত দুই বছরে ৬৬.৬৭ কোটি টাকা অনুমোদিত হয়েছে মেডিক্যাল কলেজ এবং প্রাথমিক ও সেকেন্ডারি চিকিৎসা কেন্দ্রের জন্য ৬৮.০৭ কোটি টাকা।

ক্যান্সার চিকিৎসা –আরজিকর, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অত্যাধুনিক লিনিয়ার আক্সেলারেটর যন্ত্র বসানো হয়েছে। ১৯টি স্বাস্থ্য জেলায় ক্যান্সার, ডায়াবিটিস, হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধ করতে জাতীয় কর্মসূচী চলছে। ৭টি স্বাস্থ্য জেলায় খুব শীঘ্রই এই কর্মসূচী শুরু হবে।

দন্ত চিকিৎসা –ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে দেশের প্রথম কোন বিম কম্পিউটেড টোমোগ্রাফি শুরু করা হয়েছে। এছাড়া আছে পাঁচটি ডিজিটাল ক্লাসরুম, ই-লাইব্রেরী, পুরোপুরি ওয়াই ফাই ব্যবস্থা। ২০০র বেশী পুরোপুরি স্বয়ংক্রিয় ইলেক্ট্রনিক ডেন্টাল চেয়ার বসানো হয়েছেতিনটি ডেন্টাল কলেজে, ডেন্টাল দপ্তর ও মেডিক্যাল কলেজে, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও স্টেট জেনারেল হাসপাতালে।

ডেন্টাল নিয়োগ –ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল সার্ভিসের অংশ হিসেবে ২১৭ জন ডেন্টাল সার্জন নিয়োগ করা হয়েছে।

বিকল্প ঔষধি –হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, উনানি চিকিৎসা কেন্দ্রের এসএমএস নির্ভর রিপোর্ট ব্যবস্থা শুরু করা হয়েছে। কলকাতা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫০শয্যা বিশিষ্ট মেয়েদের হোস্টেল চালু হয়েছে।

Bengal Govt to train rural women towards sustainable self-employment

The Trinamool Congress Government has taken up the development of another avenue for mass employment. It would be training women and men to raise cows, goats, chickens and ducks and distributing poultry birds and animals as well.

At the same time, it would also build individual small farms for the members. The farms would be built alongside their homes so that they can look after the farms as well as carry out household chores.

The Government has instructed the block development officers (BDOs) to ensure that more women get the training and the other facilities. Women empowerment has always been one of the cornerstones of the Government’s developmental programmes ever since Chief Minister Mamata Banerjee came to power.

Along with these, the Government will also organise some women from the Self Help Groups into clusters and distribute incubators for producing birds from the chicken and duck eggs.

গ্রামীণ মহিলাদের স্বরোজগারে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস-মুরগি দেবে সরকার

একের পর এক কর্মসংস্থানমুখী প্রকল্প হাতে নিচ্ছে তৃণমূলের রাজ্য সরকার। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে গোরু, ছাগল, হাঁস, মুরগি বিলির পাশাপাশি পৃথক পৃথক সদস্যকে খামারও তৈরী করে দেওয়া হবে। একই সঙ্গে গোষ্ঠীর কয়েকজন সদস্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করে মুরগী বা হাঁসের ডিম থেকে ছানা বের করার যন্ত্রও বিনামূল্যে দেওয়া হবে।

এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেক বেশি আর্থিকভাবে স্বনির্ভর হবেন বলেই স্বরোজগার নিগমের অফিসাররা মনে করছেন। এই প্রকল্পে হাজার হাজার মহিলা স্বনির্ভর হতে পারবেন। আর এর জন্য ওই মহিলাদের বাড়ির বাইরে কাজ করতে যেতে হবে না। তাঁদের বাড়ির পাশেই খামার করে দেওয়া হবে। ফলে ঘরের কাজের পাশাপাশি পশুপালন করে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

প্রতিটি ব্লকেই স্বরোজগার নিগমের একজন সুপারভাইজার আছেন। তাঁদের কাছে গিয়ে আবেদন করলেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সুবিধা পাবেন। এই নতুন প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাতে শেখানো হবে কীভাবে মড়ক ঠেকাতে গোরু, ছাগল, হাঁস বা মুরগিকে ইনজেকশন দিতে হয়। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে কী কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদি।

৬ মাসের এই প্রশিক্ষণ হয়ে গেলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে হাঁস, মুরগী, গোরু ও ছাগল বিতরণ করা হবে। যার যেমন প্রয়োজন, তিনি ততগুলি করেই পাবেন। এরপর স্বরোজগার নিগম ওই মহিলার বাড়ির কাছের কোনও জমিতে খামার তৈরি করে দেবে। প্রতিটি খামার তৈরির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

গত বছর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মালদহের কয়েকটি ব্লকে এই পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প চালু হয়েছিল। তাতে বহুজন প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসা শুরু করেছেন। ইতিমধ্যেই স্বরোজগার নিগম পাইলট প্রজেক্টেই ৫০০ খামার তৈরী করে দিয়েছে।

Image is representative

 

Writing-off NPAs of Public sector banks a scam: Mamata Banerjee

In response to the answer given by the Centre on writing-off Non-Performing Assets of public sector banks, Bengal Chief Minister Mamata Banerjee said this is a big scam.

In reply to a question asked by an MP from Bengal, the Centre today said that Non-Performing Assets of public sector banks to the tune of Rs 2,41,911 crore from the Financial Year 2014-15 till September, 2017 have been written-off.

The Chief Minister said that she was shocked to see that at a time, when the farmers in the country are crying and committing suicide for their loan burden and asking for waiver of farmers’ loan, the Government of India have not even considered that.

“This is unbelievable. We raised the issue of Non-Performing Assets right at the time of demonetisation. Now the cat is out of the bag and reality bites,” she said.

She further said, “Even in Parliament reply, the Government of India says that the details of credit information by a public sector bank cannot be disclosed. Why is this confidentiality? Whom is the Government trying to protect?”

She demanded an immediate disclosure of the complete list of defaulters of public sector banks, whose loans have been written off.

 

 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ঋণ মকুব আসলে একটা কেলেঙ্কারি, বললেন মুখ্যমন্ত্রী

 

ঋণ মকুব নিয়ে আজ সংসদে পেশ হওয়া একটি প্রশ্নের জবাবের প্রেক্ষিতে ফেসবুকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার এক সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্র জবাব দিয়েছে যে ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০১৭র সেপ্টেম্বর মাস অবধি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ২,৪১,৯১১ কোটি টাকা ঋণ মকুব করেছে। স্তম্ভিত মুখ্যমন্ত্রী বলেন, একদিকে যখন দেশের কৃষকরা দেনার দায়ে কাঁদছেন, এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এবং ঋণ মকুবের দাবী জানাচ্ছেন, সরকার সেই দাবী গ্রাহ্যই করছে না।

তিনি আরও বলেন, “অবিশ্বাস্য। নোটবন্দির সময় আমরা ‘নন পারফর্মিং অ্যাসেট’ এর ইস্যু তুলেছিলাম। এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। রূঢ় বাস্তবটি জনসমক্ষে এল।”

মুখ্যমন্ত্রী বলেন যে সংসদে পেশ করা জবাবেও কেন্দ্র বলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ক্রেডিট সংক্রান্ত তথ্য প্রকাশ করা যাবে না। তিনি জানতে চান এই গোপনীয়তার পেছনে কারণটা কি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ঋণ খেলাপকারীদের তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবী জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একটা বিরাট কেলেঙ্কারি।

Developmental policies creating more and more employment opportunities in Bengal

The Trinamool Congress Government has always tried to give the people of the state a safe and secure life. One of the ingredients for this is sustainable income.

With development in various fields, most people in the state have some sort of sustainable income. The government is trying its best to bring the fruits of development to every corner of the state.

During financial year (FY) 2017-18, despite the cruel effects of demonetisation and GST, Bengal has been able to create employment opportunities for 8.92 lakh people; and most of the job creation has been the result of the positive policies of the State Government rather than due to any help from the Centre.

Also, according to State Government data, during the first six-and-a-half years of Trinamool Congress, 81 lakh jobs were created. The jobs include not only direct government jobs but also those created through the setting up of micro, small and medium enterprises (MSME). In fact, as acknowledged by the Central Government itself, Bengal is the leading state in terms of generating income and employment through MSMEs.

According to official records, more than 27,700 MSMEs have been able to provide employment to 1.7 lakh people. Keeping on the subject of small scale industries, the state has provided training in handloom to 16,940 people, which included both weavers and their assistants. A result of these activities has been the creation of 60 lakh person-days.
Due to the Gatidhara Scheme, which provides loans to youths to buy vehicles for commercial use, be it taxis or mini trucks or anything else, another approximately 10,000 people have got employment.

Another important fact to remember is that, if there was no debt that the state had to repay the Centre (a result of the 34-year-rule of the Left Front) and the Central Government contributed more funds for the jointly-implementable schemes instead of reducing its shares, the State Government would have been able to spare more money for more number of jobs and for creating employment opportunities.

Another laudable move in this respect was the creation, on July 26, 2012, of an Employment Bank, and where job-seekers can notify their names online too. The exchange serves as a bridge between employment seekers and employment providers. More than 10 lakh people across the state have found employment in this way.
It is from this list that people have been selected, on need basis, for the Yuvashree Scheme, wherein sustenance stipend is paid to those not yet employed.

Now, the government has decided to recruit 13,000 people in the police force and related jobs, and it is actively pursuing its implementation. This decision was approved by the State Cabinet on March 23.

 

উন্নয়নেই কর্মসংস্থান বাড়ছে রাজ্যে

সারা বছর ধরেই বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে চলেছে রাজ্য সরকার। এই কারণে বছরের বিভিন্ন সময় সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বছরভর উন্নয়নজজ্ঞের ফলেই এতো কর্মসংস্থান।

২০১৭-১৮ আর্থিক বছরে জিএসটি এবং নোটবাতিলের ধাক্কা সত্ত্বেও রাজ্যে ৮ লক্ষ ৯২ হাজার কর্মসংস্থান হয়েছিল। এবছর এই কর্মসংস্থান কয়েকগুন বাড়বে বলে আশা করা যায়। গত সাড়ে ছয় বছরে রাজ্য সরকার প্রায় ৮১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের চাকরি ছাড়াও বড় অংশ আছে চতুর্থ শ্রেণী। পুলিশ, বিচারবিভাগ, স্বরাষ্ট্র, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ১৩ হাজার চাকরি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বেসরকারি ক্ষেত্রেও লক্ষ লক্ষ কর্মসংস্থানের নজির গড়েছে রাজ্যে। পাশাপাশি চাকরি থেকে ক্ষুদ্র ব্যবসা, সব ক্ষেত্রেই কাজ পেয়েছেন মানুষ। কেন্দ্রের ঋণের বোঝা না থাকলে, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ না করলে, আরও বহুগুন কর্মসংস্থান করতে সক্ষম হত সরকার।

২০১২ সালের ২৬ জুলাই ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’-এর সৃষ্টি হয়েছে, যা চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে অনলাইন ব্যবস্থায় সেতুর কাজ করছে। ১০ লক্ষেরও বেশী চাকরি প্রার্থী এই ব্যবস্থার মাধ্যমে কাজ পেয়েছে। এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকেই বাছাই করা হয়েছে ‘যুবশ্রী’। এছাড়া ২৭৭০০টিরও বেশী ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট ১৭০০০০ লোক নিয়োগ করে উদ্যোগ আধার মেমোরেন্ডাম দাখিল করেছে।

অন্যদিকে, ১৬৯৪০জন তাঁত শিল্পী ও সহকারীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে ৬০ লক্ষ কর্মদিবস তৈরী হয়েছে। ১০০০০ জন যুবক যুবতী ‘গতিধারা’ প্রকল্পের আওতায় এসেছে।

Source: Sangbad Pratidin