Developmental activities taken up in Purba Bardhaman

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Purba Bardhaman.

Tabulated below are the important developments:

 

Health and Family Welfare

Multi/Super-speciality hospitals: 1 set up in Kalna

Fair-price medicine shops: 5 set up – atBurdwan Medical College and Hospital, Katwa Subdivisional Hospital, Memari Rural Hospital, Kalna Subdivisional Hospital and Super Speciality Wing of Burdwan Medical College and Hospital (formerly Anamoy Hospital); buying from these fair-price shops has resulted in more than 28.58 lakh people getting discounts of more than Rs 64.17 crore

Fair-price diagnostic centres: 1 set up at Burdwan Medical College and Hospital

SNSU: 17 sick newborn stabilisation units set up in Kalna, Katwa, Bhatar, Jamalpur, Singat, Monteswar, Memari, Madhabdihi, Nabagram, Kandra, Ramjibanpur, Atgharia, Mongalkote, Bahadurpur, Srirampur, Maheshbari and Paharhati

SNCU: 3 sick newborn care units set up at Burdwan Medical College and Hospital, Katwa Subdivisional Hospital and Kalna Subdivisional Hospital

CCU/HDU: 3 critical care units and high-dependency units set up at Burdwan Medical College and Hospital, Katwa Subdivisional Hospital and Kalna Subdivisional Hospital

Swasthya Sathi: About 3.14 lakh people enrolled

Sishu Sathi: More than1,097 children successfully operated on

 

Education

Colleges: 5 government colleges set up in Mongalkote, Kalna, Bhatar, Gotan and Tehatta; agricultural college set up in Sadhanpur

ITI: 12 industrial training institutes set up in Purbasthali-1, Purbasthali-2, Bhatar, Mongalkote, Ausgram-2, Monteswar, Galsi-1, Jamalpur, Katwa-1, Ketugram-2, Khandaghosh and Memari-2 blocks

Polytechnic colleges: 1 set up in Memari

Utkarsh Bangla: More than22,000 youths being given skills training

Sabooj Sathi: More than 3 lakh school children given bicycles

Upgrading of schools: About 180 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: About 16,000 landless families handed over patta, and more than 3,500 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: About 90% of eligible farmer families given KCCs

Mati Utsav being celebrated regularly; it has been appreciated by the United Nations’ Food and Agricultural Organisation (FAO) for being a platform for exchanging knowledge and opinions on agriculture, pisciculture, animal husbandry and related sectors

Kisan Mandi: 20 set up in Purbasthali-1, Galsi-1, Bhatar, Mongalkote, Purbasthali-2, Ketugram-2, Kalna-1, Raina-1, Raina-2, Katwa-1, Ketugram-1, Jamalpur, Memari-1, Ausgram-1, Ausgram-2, Memari-2 and Monteswar bocks, and in Bardhaman, Kalna and Katwa

Hatchlings distributed: More than 21.3 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 16.68 crore person-days created at an expenditure of more than Rs 3,637 crore

Rural housing: About 30,000 people benefitted; on January 29, 2018, it was announced that another 42,287 people would be distributed houses under various schemes

Rural roads: About 415 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that another 398 km is being built/renovated

Samabyathi: About14,141 people benefitted from this scheme

ODF: Purba Bardhaman has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); about 4.14 lakh toilets built, which is about 72% of the target

 

Minorities’ Development

Scholarships: About 9.61 lakh students from minority communities given scholarships worth about Rs 280 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 58 crore

IMDP& MSDP: About Rs 205 crore spent for various schemes under Integrated Minority Development Programme (IMDP) and Multi-sectoral Development Programme (MSDP) – more than 12,640 health sub-centres, additional classrooms, anganwadi centres, houses, etc.

Karmatirtha: 30 Karmatirthas built to increase employment of local people

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 5.57 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 4.37 lakh people handed over SC/ST/OBC certificates

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 3.14 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

Combating malnutrition: To decrease cases of malnutrition, children are being fed nutritious diet through the anganwadi centres – powderedroasted Bengal gram flour (sattu), roasted peanuts and Bengal gram (chola), diet laddu

 

Food security

Khadya Sathi: As part of the scheme, about 86% of the eligible population of Purba Bardhaman (about 47.79 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

Industry

MSME: 41 MSME clusters established in the micro, small and medium enterprises sector – among which the important ones are 4 MSME clusters, 32 handloom clusters and 5 khadi clusters

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 171 projects like roads, bridges, etc. by investing about Rs 1,070 crore

Roads: About 1,180 km of roads built/re-built/widened including National Highway-2B, Saptagram-Tribeni-Kalna-Katwa road (State Highway-6), Muchipara-Shibpur road, Bhatar-Banpas road

Baitarani: As part of Baitarani Scheme, 38 burning ghats being renovated and 1 electric furnace being constructed

Gatidhara: Through Gatidhara Scheme, about 470 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved

Power plant: NTPC project being built in Katwa

 

Irrigation

Dams repaired: About 68 km of dams repaired

Riverbank anti-erosion measure: Bank of Bhagirathi river in Charsahapur mouza in Katwa-2 block set with boulders to prevent erosion

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 73 projects at a cost of about Rs 282 crore

Drinking water project: Surface Water-Based Project completed to serve arsenic-affected areas in Purbasthali-2 block

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 56,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

 

Labour

Samajik Suraksha Yojana: 3.86 lakh workers from the unorganised sector documented – of these, about 87,519 beneficiaries have received benefits to the tune of more than Rs 35 crore

Yuvashree: About 11,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 29,000 self-help groups set up

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 18,000 ventures approved, for which a total grant of about Rs 111 crore given

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 12,700 folk artistes getting retainer fee and pension

Rabindra Bhavan renovation: Rabindra Bhavans in Bardhamanand Katwa renovated

 

Housing

For the economically disadvantaged: About 22,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 7 Pathasathi motel set up for travellers (also resulting in employment for local people) in Karjona, Shaktigarh, Samudragarh, Guskara, Sagrai, Budbud and Kalna

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 1,500 cubs given more than Rs 47 crore for promoting sports

Sporting infrastructure: 189 multi-gyms and 26 mini-indoor stadums set up at a cost of Rs 9.65 crore

 

Law and order

Police stations: Nadanghat, Shaktigarh and Dewandighi police stations, and Bardhaman women’s police station set up

 

পূর্ব বর্ধমান জেলার উন্নয়ন- এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে পূর্ব বর্ধমান জেলায়।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ:

এই জেলার কালনাতে ১টি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।

বর্ধমান, কাটোয়া, মেমারি, কালনা, অনাময় হাসপাতালে ৫টি ন্যায্য মুল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল দোকান থেকে ঔষধ কেনার ফলে ২৮ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষ, ৬৪ কোটি ১৭ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।

বর্ধমান হাসপাতালে ১টি ন্যায্য মুল্যের ডায়াগ্নস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।

এই জেলায় ১৭টি SNSU চালু হয়ে গেছে (কালনা, কাটোয়া, ভাতার, জামালপুর, সিঙ্গট, মন্তেশ্বর, মেমারি, মাধবডিহি,বননবগ্রাম, কান্দ্রা, রামজীবনপুর, আটঘরিয়া, মঙ্গলকোট, বাহাদুরপুর, শ্রীরামপুর, মহেশবাড়ি এবং পাহারহাটি)।

বর্ধমান,কালনা ও কাটোয়া হাসপাতালে ৩টি SNCU চালু হয়ে গেছে।

বর্ধমান,কালনা ও কাটোয়া হাসপাতালে ৩টি CCU/HDU চালু হয়ে গেছে।

এই জেলায় প্রায় ৩ লক্ষ ১৪ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে ।

‘শিশুসাথী’ প্রকল্পে, এই জেলার ১০৯৭টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

 

শিক্ষা:

এই জেলার, মঙ্গলকোট, কালনা-১, ভাতার, গোতান, তেহট্টে ৫টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে।

পূর্বস্থলী-১, পূর্বস্থলী-২, ভাতার, মঙ্গলকোট, আউশগ্রাম-২, মন্তেশ্বর, গলসি-১, জামালপুর, কাটোয়া-১, কেতুগ্রাম-২, খন্ডঘোষ ও মেমারি-২-এ ১২টি নতুন আই.টি.আই কলেজ নির্মাণ করা হচ্ছে।

মেমারিতে ১টি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।

‘উৎকর্ষ বাংলা’ কর্মসুচিতে, জেলার ২২ হাজারেরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই জেলায়, ৩ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

গত সাড়ে ৬ বছরে এই জেলায়, প্রায় ১৮০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

সব স্কুলে মিড-ডে মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।

প্রায় সব বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালন

জেলার প্রায় ১৬ হাজার যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, সাড়ে ৩ হাজারেরও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।

এই জেলার, প্রায় ৯০% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকীদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।

নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে ‘মাটি উৎসব’।

কৃষি, মৎস্যচাষ, পশুপালন ও সহযোগী ক্ষেত্রগুলির জন্য মত বিনিময় ও আদানপ্রদানের স্থায়ী পরিকাঠাম হিসাবে বর্ধমানে গড়ে তোলা হয়েছে ‘মাটি তীর্থ কৃষি কথা’। এটি United Nations-এর Food & Agricultural Organisation (FAO) দ্বারা প্রশংসিত হয়েছে।

এই জেলার পূর্বস্থলী-১, গলসি-১, ভাতার, মঙ্গলকোট, পূর্বস্থলী-২, কেতুগ্রাম-১, কেতুগ্রাম-২, কালনা-১, রায়না-১, রায়না-২, কাটোয়া-১, বর্ধমান, জামালপুর, মেমারি-১, মেমারি-২, আউশগ্রাম-১, আউশগ্রাম-২, মন্তেশ্বর, কালনা ও কাটোয়ায়

২০ টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।

জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ২১ লক্ষ ৩০ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

এই জেলায় ১০০-দিনের কাজে, ৩৬৩৭ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ১৬ কোটি ৬৮ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

জেলার প্রায় ৩০ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।

এই জেলার আরও প্রায় ৪২ হাজার ২৮৭ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।

জেলায় গ্রামীণ সড়ক যোজনায় ৪১৫ কি.মি. রাস্তা নির্মিত হয়েছে।

এই জেলায় আরও প্রায় ৩৯৮ কি.মি. রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।

‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ১৪ হাজার ১৪১ জন উপকৃত হয়েছেন।

জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে প্রায় ৪ লক্ষ ১৪ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে- যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

 

সংখ্যালঘু উন্নয়ন

বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় প্রায় ৯ লক্ষ ৬১ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ২৮০ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে।

এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৫৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

IMDP ও MSDP-তে, প্রায় ২০৫ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।

এই দুটি প্রকল্পে, জেলায় ১২ হাজার ৬৪০টিরও বেশি হেল্‌থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।

এই জেলায় ৩০টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন

বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ৫ লক্ষ ৫৭ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।

জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৪ লক্ষ ৩৭ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু এবং সমাজকল্যাণ

এই জেলায়, ৩ লক্ষ ১৪ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

শিশুদের মধ্যে অপুষ্টির হার কমানোর জন্য অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি সরবরাহ করা হচ্ছে।অতিরিক্ত খাবার হিসাবে ছোলার ছাতু, ভাজা বাদাম ও ছোলা, পৌষ্টিক লাড্ডু সরবরাহ করা হচ্ছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসুচী- খাদ্য সাথী প্রকল্প

এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৪৭ লক্ষ ৭৯ হাজারেরও বেশি মানুষকে), ২ টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্দেক দামে) খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার মোট জনসংখ্যার প্রায় ৮৬%।

 

শিল্প

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৪১ টি ক্লাস্টার গড়ে উঠেছে।

 

পূর্ত ও পরিবহন

বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় পূর্ত দপ্তর ২৭৮ টিরও বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১৭১ টিরও বেশি প্রকল্পের কাজ প্রায় ১০৭০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হবেন। বাকি প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।

জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ১১৮০ কিমি রাস্তা নির্মাণ/পুর্ননির্মাণ/সম্প্রসারণ ও উন্নতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

‘বৈতরনী’ প্রকল্পে, ৩৮ টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।

এই জেলার প্রায় ৪৭০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।

হাতে নেওয়া হয়েছে Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচি। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

গড়ে তোলা হচ্ছে কাটোয়ায় এনটিপিসি প্রকল্প।

 

সেচ

জেলার প্রায় ৬৫ কিমি দৈর্ঘের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

কাটোয়া-২ ব্লকের চরসাহাপুর মৌজায় ভাগীরথী নদীর পাড় বোল্ডার দিয়ে বাঁধাই হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

বিগত সাড়ে ৬ বছরে, ৮১টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ২৮২ কোটি টাকা ব্যয়ে ৭৩টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে, জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।বাকী জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।

পূর্বস্থলী-২ ব্লকের আর্সেনিক অধ্যুষিত এলাকায় আর্সেনিক দূষণ মোকাবিলায় ১টি Surface Water Based Project গড়ে তোলা হয়েছে।

 

বন ও পর্যটন

‘সবুজশ্রী’ প্রকল্পে, ৫৬ হাজারেরও বেশি সদ্যোজাত শিশুকে মুল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশুনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।

 

শ্রম

এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ৩ লক্ষ ৮৬ হাজার অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকরা নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৮৭ হাজার ৫১৯ জন উপভোক্তা, ৩৫ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন।

‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলায় প্রায় ১১ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ২৯ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।

বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী’ প্রকল্পে, প্রায় ১৮ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ১১১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতি

এই জেলায় ১২ হাজার ৭০০-রও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ বহাল ভাতা এবং পেনশন পাচ্ছেন।

বর্ধমান ও কাটোয়া রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।

 

আবাসন

জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ২২ হাজার মানুষ উপকৃত হয়েছেন।

ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষদের কর্মসংস্থানের জন্য করজোনা,শক্তিগড়, সমুদ্রগড়, গুশকরা, সাগরাই, বুদবুদ ও কালনাতে ৭টি ‘পথসাথী’ মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণ

ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ১৫০০ টিরও বেশি ক্লাবকে ৪৭ কোটি টাকারও বেশি অর্থ সাহাজ্য করা হয়েছে।

জেলায় প্রায় ১৮৯ টি মাল্টিজিম ও ২৬ টি মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে প্রায় ৯ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে।

 

আইন-শৃঙ্খলা

এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন নাদনঘাট, শক্তিগড়, ও দেওয়ানদিঘী থানা এবং বর্ধমান মহিলা থানা।

 

 

Community Health Centre Management Initiative ensuring access to healthcare for rural people

The State Panchayats and Rural Development (P&RD) Department, through the programme, Community Health Centre Management Initiative (CHCMI) intends to create awareness among the rural people about the various public health services rendered by the Government.

For implementing CHCMI, the P&RD Department has engaged the three tiers of the Panchayati Raj Institution (PRI), that is, Gram Panchayat (GP) (village level), Panchayat Samiti (block level) and Zilla Parishad (district level), the Village health Sanitation and Nutrition Committee (VHSNC) and Government officials associated with the programme.

The sensitisation and training of people at all the three levels – PRI, VHSNC and Government – is almost complete.

Approximately 99 per cent of the Panchayat Samitis, 97 per cent of the Gram Panchayats and 1.81 lakh participants have been trained through sensitisation programmes on various aspects of public health. The same has been imparted to around 3 lakh members of the VHSNCs, along with training on preparation of micro-level plans. VHSNC is a booth-level committee on public health.

Another aspect regarding the community health programme that needs to be mentioned is the approval of, till January 2018, 1,565 homeopathic dispensaries, 222 ayurvedic dispensaries and six unani dispensaries.

By implementing these programmes, the State Government, through the institution of Panchayati Raj, is ensuring all-round improvement in the health of the rural population of Bengal.

 

পঞ্চায়েতে জনস্বাস্থ্যের প্রতি জোর পরিবর্তনের বাংলায়

 

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে জোর দিয়েছেন। সমস্ত দপ্তরের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। নজর দেওয়া হয়েছে গ্রামীণ স্বাস্থ্যের প্রতিও।

Community Healthcare Management Initiative কিংবা জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উদ্যোগের মাধ্যমে পঞ্চায়েতএলাকায় গ্রামীণ মানুষদের মধ্যে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতনতা বাড়ানো হয়ে থাকে। ত্রিস্তরীয় পঞ্চায়েত, Village Health, Sanitation & Nutrition Committee (গ্রামীণ স্বাস্থ্য, স্বচ্ছতা ও পুষ্টি সংক্রান্ত কমিটি) ও সরকারি আধিকারিকদের সহায়তায় এই প্রকল্পের কার্যকারিতা ও সঠিক তহবিলের ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

সচেতনতা কর্মসূচীতে সমস্ত ব্লকের সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের যুক্ত করার কাজ ইতিমধ্যেই করা হয়েছে। এই কর্মসূচীতে জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৯৯% ব্লক ও ৯৭% গ্রাম পঞ্চায়েতের প্রায় ১.৮১ লক্ষ মানুষকে জনস্বাস্থ্য সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে।

গ্রামীণ স্বাস্থ্য, স্বচ্ছতা ও পুষ্টি সংক্রান্ত কমিটি বর্তমানে গ্রামীণ জল ও স্বচ্ছতা সংক্রান্ত কমিটি প্রাথমিক স্তর হিসেবে কাজ করে।

এছাড়াও, ২০১৮ সালের জানুয়ারি মাস পর্যন্ত ১৫৬৫টি হোমিওপ্যাথি ডিসপেনসারি, ২২২টি আয়ুর্বেদিক ডিসপেনসারি, ৬টি উনানি ডিসপেনসারি অনুমোদিত হয়েছে। ২০১৮-১৯ সালের বাজেটে এই বাবদ ৩৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

Action plan for uplifting farmers through irrigation schemes and water harvesting

The Water Resources Investigation and Development (WRI&D) Department has been able to mark its footprints in the surge of development in the spheres of minor and micro irrigation, water conservation projects, rainwater harvesting, etc.

 

 

Here are the priority areas that the department has decided to focus its efforts on:

  • Providing assured irrigation to small and marginal farmers through the operation, maintenance and management of minor irrigation (MI) installations
  • Increasing area of irrigated land through implementing of additional MI schemes across the State, including continuing with solar power-based minor irrigation schemes in some districts
  • Implementing micro-irrigation techniques, viz. sprinkler, drip, hydram, etc. for enhancing efficiency of water usage
  • Through Jalatirtha scheme, bringing additional areas under the coverage of irrigation in the arid zone districts of Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur, in the Sundarbans regions of North 24 Parganas and South 24 Parganas to address the issue of salinity, and in the hilly areas of Darjeeling and Kalimpong districts
  • Through Jal Dharo-Jal Bharo scheme, implementing large-scale harvesting of rainwater in all kinds of waterbodies, both natural and artificial (implementing techniques artificial recharge of rainwater), in convergence with schemes like MGNREGS, with special emphasis on drought-prone areas
  • Better utilising surface water through implementing major medium and mini river lift irrigation (RLI) techniques, and surface flow minor irrigation schemes (SFMIS), including rejuvenating old SFMISs, constructing water harvesting tanks (WHT) and check dams, etc.
  • Implementing Command Area Development and Water Management (CADWM) Programme to reduce the gap between irrigation potential created (IPC) and irrigation potential utilised (IPU)
  • Improving governance in water management through formation of water user associations
  • Implementing all other aspects of the West Bengal Ground Water Resources (Management, Control and Regulation) Act for the proper utilisation of groundwater

 

Thus, through better utilisation of ground water and rainwater, implementing techniques for increasing irrigation, and improving the management of this natural resource, in general, the WRI&D Department is aiming to fulfil the aspirations of farmers across the state.

 

 

জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের কাজের খতিয়ান

 

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে, হাতে নিয়েছে প্রতি দপ্তরের জন্য অনেক প্রকল্প।

অন্য দপ্তরের মতো জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে।

উন্নয়নের কাজের জন্য যেসব ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেগুলি হল:-

  • সারা রাজ্য জুড়ে ছোট ছোট সেচ ব্যবস্থার স্থাপন, কাজ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপুনার ফলে রাজ্যের সমস্ত প্রান্তিক ছোট ও মাঝারি কৃষকদের সেচে নিশ্চিত সাহায্য করা
  • জলতীর্থ প্রকল্পের অধীনে ছোট ছোট সেচ প্রকল্প স্থাপন করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মত শুষ্ক অঞ্চলগুলির আরও বেশী অঞ্চলে সেচ করতে সাহায্য করা, যার ফলে বাড়বে কৃষিজ উৎপাদন।
  • জলতীর্থ প্রকল্প উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন অঞ্চলেও চালু করা হবে। ওখানকার নোনা জলের প্রভাব কমাতে বৃষ্টির জল ধরে চাষ করা হবে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এও জলতীর্থ প্রকল্প শুরু করা হবে আগামী দিনে
  • ১০০ দিনের কাজের অধীনে সমস্ত জলাশয়ে বৃষ্টির জল ধরে তা দিয়ে চাষের কাজ, মানে জল ধরো জল ভরো প্রকল্পের আরও বিস্তার।
  • আরএলআই বাস্তবায়ন, ডব্লিউএইচটি, চেক ড্যাম, এসএফএমআইএস নির্মাণ, এসএফএমআইএস গুলির পুনরুজ্জীবন করে ভূপৃষ্ঠস্থ জলের ব্যবহার সেচের কাজে
  • কম্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সেচ সম্ভাব্য তৈরি ও সেচের সম্ভাব্য ব্যবহারের মধ্যে ফাঁক কমানো।
  • ওয়েস্ট বেঙ্গল গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস (ম্যানেজমেন্ট, কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ২০০৫ মেনে উপযুক্ত ভাবে ভূপৃষ্ঠস্থ জলের ব্যবহার।
  • রাজ্যের শুষ্ক অঞ্চলগুলিতে ও কিছু ব্লকে বৃষ্টির ধরা জল মাটির নীচে পাইপের মাধ্যমে ঢোকানো হবে যেখানে চাষের উন্নয়ন সংকটময়।
  • ছোট সেচ প্রকল্প, যেমন স্প্রিঙ্কলার, ড্রিপ, হাইড্রামের স্থাপন ও ব্যবহার যার ফলে কৃষি উৎপাদনে জলের সঠিক ব্যবহার বাড়ানো। এ ছাড়াও, কিছু জেলায় বিভিন্ন প্রকল্পের আওতায়, সৌরশক্তি চালিত বিভিন্ন ছোট সেচ প্রকল্পের স্থাপন।

Major administrative reforms by the Irrigation Department

The State Irrigation and Waterways Department has undertaken important administrative reforms and is about to start work on a major project, to benefit the South Damodar Sub-basin.

West Bengal Major Irrigation and Flood Management Project (WBMIFMP)

The State Government is on course for implementing the West Bengal Major Irrigation and Flood Management Project (WBMIFMP). It is meant for rehabilitation and rejuvenation of the DVC canal system and the improvement of flood management infrastructure in the Lower Damodar Sub-basin. It is going to be majorly funded by the World Bank and the Asian Infrastructure Investment Bank.

 

E-Governance

The Irrigation and Waterways Department has introduced the e-office application to achieve transparency and efficiency in decision-making. Now exchange of files and other communications are being done in electronic mode.

Major administrative reforms undertaken

  • Bringing out Unified Schedule of Rates with effect from January 19, 2018-04-21
  • Periodical scrutiny of Plan projects by internal Technical Assessment Teams (TET)
  • Commissioning of three departmental Quality Control Laboratories at the zonal level, and continuation of execution work for four more introduction of biometric assessment system at Jalasampad Bhaban, the departmental headquarters
  • Major restructuring of the civil wing of directorate-level offices, including redeployment of manpower, and creation of new setup for the newly created Jhargram and Paschim Medinipur districts
  • Organising short-term training programmes for departmental officers at River Research Institute (RRI) and submitting proposals to Higher Education Department for starting post-graduate courses on Hydrology and Hydroinformatics during financial year (FY) 2018-19
  • Organising State-Level Bidders Conference before commencement of working season for clearance of doubts and sharing of information regarding implications of the newly-promulgated Goods and Services Tax on work contracts

 

Thus, under the leadership of Chief Minister Mamata Banerjee, the Irrigation Department has undertaken and fulfilled a lot of projects, be it for the people or administrative reforms on how the department functions. Adoption of e-governance has enabled much smoother and quicker functioning of communication needs.

 

 

প্রশাসনিক সংস্কার – সেচ ও জলপথ বিভাগের কিছু পদক্ষেপ

 

গত কয়েক বছরে প্রশাসনিক সংস্কারের জন্য নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সেচ ও জলপথ বিভাগ। সাথে, দক্ষিণ দামোদর বেসিনে বন্যা নিয়ন্ত্রণের জন্য চালু হয়েছে এক গুরুত্বপূর্ণ প্রকল্প। আসুন দেখে নিই এক নজরে।

বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় গত বাজেটে ঘোষিত ডিভিসি খালের পুনর্বাসন ও পুনরুজ্জীবনের প্রকল্প পাশাপাশি দক্ষিণ দামোদর অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে।

 

ই-গভর্ন্যান্স

২০১৮ সালের জানুয়ারি থেকে এই দপ্তর কাজে স্বচ্ছতা ও গতি আনতে ই-অফিস ব্যবস্থা শুরু করেছে। এখন সমস্ত ফাইলের আদান প্রদান হয় ইলেক্ট্রনিক মাধ্যমে।

প্রশাসনিক সংস্কার

  • আগের বাজেটে ঘোষণা করা ইউনিফায়েড শিডিউল্ড রেট ১৯শে জানুয়ারি ২০১৮ থেকে চালু করা হয়েছে।
  • অভ্যন্তরীণ টেকনিক্যাল অ্যাসেসমেন্ট টিমগুলি দ্বারা পরিকল্পনা খাতের প্রকল্পগুলির পর্যায়ক্রমিক পরীক্ষা করা হয়েছে।
  • জোন স্তরে তিনটি কোয়ালিটি কন্ট্রোল গবেষণাগারের কাজ শুরু হয়েছে, এবং আরও চারটি গবেষণাগারের কাজ সম্পন্ন করা হবে ২০১৮-১৯ সালের মধ্যে।
  • ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে জলসম্পদ ভবনের সমস্ত কর্মচারীদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে এবং জেলাস্তরেও একইরকম ব্যবস্থা করা চালু করা হচ্ছে।
  • ডিরেক্টরেট স্তরের অফিসগুলোর সিভিল উইঙে পুনর্গঠন করা হয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় নতুন পরিকাঠামো তৈরী করা হয়েছে।
  • নদী গবেষণা কেন্দ্রেগুলির কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচীর ব্যবস্থা করা হয়েছে
  • ২০১৮-১৯ সালে হাইড্রোলজি ও হাইড্রোইনফরমেটিক্স নিয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরকে।
  • সবরকম তথ্য আদানপ্রদান করতে রাজ্য স্তরে একটি দরদাতাদের নিয়ে সম্মেলন করেছে দপ্তর।

Bengal has achieved a revenue surplus, despite GST: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee put out a post on Facebook today, mentioning the fact that the Central Government has congratulated the Bengal Government for not only bringing down rapidly the revenue gap with respect to the State GST, but in fact registering a revenue surplus in March 2018.

While in August 2017 Bengal had a revenue gap of 33.4 per cent, in March 2018, the State had registered a surplus of 3 per cent.

Another significant fact the Chief Minister mentioned is that Bengal’s performance is far better than that of the country as a whole. In March 2018, while Bengal achieved a surplus of 3 per cent, the country as a whole registered a revenue deficit of 17.9 per cent.

Mamata Banerjee congratulated everyone concerned for achieving this feat.

To read the Facebook post, click here: goo.gl/nZd2oL

 

 

জিএসটি সত্ত্বেও বাংলায় রাজস্ব উদ্বৃত্ত হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি ফেসবুক পোস্ট করেন। জিএসটি থাকা সত্ত্বেও রাজ্য সরকার মার্চ ২০১৮ পর্যন্ত যেভাবে রাজ্যের রাজস্ব উদ্বৃত্ত করতে সমর্থ হয়েছে, তার জন্য কেন্দ্র প্রশংসা করে রাজ্যের। মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটিই তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

আগস্ট ২০১৭ পর্যন্ত রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল ৩৩.৪ শতাংশ, সেখানে মার্চ ২০১৮ পর্যন্ত রাজ্যের রাজস্ব বেড়ে হয়েছে ১০৩ শতাংশ।

আরেকটি বিষয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলার কর্মক্ষমতা সারা দেশের থেকে অনেক ভালো। যেখানে মার্চ ২০১৮ তে শেষ হওয়া আর্থিক বর্ষে বাংলার রাজস্ব উদ্বৃত্ত হয়েছে ৩ শতাংশ, সেখানে সারা দেশের রাজস্ব ঘাটতি হয়েছে ১৭.৯ শতাংশ।

মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানান।

E-governance in agriculture through Matir Katha

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the Bengal Government has brought in a lot of positive changes in the lives of farmers. One of the ways has been through the application of information and communication technology (ICT).

All departmental offices at all levels – block, subdivision, district, range and state – have been adequately computerised.

The three primary aspects of the e-governance structure that the Bengal Government has put in place are the Matir Katha web portal, Matir Katha-Krishoker Katha app and Matir Katha Online Licensing System.

Matir Katha web portal

Matir Katha is an ICT-based farmer-centric agri-extension project of the Agriculture Department. It is implemented through a web portal (of the same name) that disseminates information and advisories to farmers. It was launched by the Agriculture Department during financial year (FY) 2014-15 and is being extensively implemented throughout the state from FY 2015-16.

Under the project, all field-level functionaries of all blocks have been provided with hand-held devices having built-in content. The content is of two broad categories – scientific packages of practice (POP), both in Bengali and in English, for 93 crops and interactive modules on crop-related questions and answers, farmers’ training, integrated nutrient management (INM), integrated pest management (IPT), fertilizer and pesticide calculators, and agricultural advisories and activities.

Farmers’ queries are getting answered in the shortest possible time. Answers and advisories are also being sent through SMS. Till date, 2.6 lakh queries have been handled through Matir Katha.

Other services being offered through the website are soil sample collection for issuing soil health cards to farmers, applications for financial assistance for farm mechanisation, automation of crop-cutting experiments, tracking of crop insurance applications and reporting of schemes.

Matir Katha-Krishoker Katha app

Through the Matir Katha-Krishoker Katha app for smartphones and tablets, launched through the Matir Katha portal, farmers post their queries directly to officials of the department, which whose answers are given promptly. There is also a toll-free phone number for the same purpose – 18001031100.  The Matir Katha Call Centre operates from Monday to Saturday from 7 am to 7 pm. All the services are free of cost.

Matir Katha Online Licensing System

The Matir Katha Online Licensing System facilitates ease-of-doing-business in the field of agriculture. Entrepreneurs interested in doing business in seed, fertilizers and chemicals can now just log in on the relevant page of the Matir Katha portal and apply for licenses, which is issued within 30 days of application. The process of issuing of licenses is automated. The applicant would just have to visit the relevant office of the department once for the verification of documents, the date being communicated through SMS.

E-governance implemented through Matir Katha has brought about a huge change in the way farmers in the state access information. This convenience has, in turn, resulted in much better outputs in all aspects of farming and has also made entrepreneurship in agriculture a bright avenue for livelihood.

 

মাটির কথা – কৃষিতে অনলাইন-ব্যবস্থা 

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। অন্যান্য বিষয়ে উন্নয়নের পাশাপাশি কৃষিকেও ই-ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

এই মুহূর্তে রাজ্যের সমস্ত ব্লকের কৃষি দপ্তরে অন্তত তিনটি করে কম্প্যুটার আছে ইন্টারনেট পরিষেবা যুক্ত। এছাড়া ল্যাপটপ, প্রোজেক্টর ও ট্যাবলেট কম্প্যুটার আছে ই-গভর্নেন্স প্রকল্পের অধীনে। এছাড়া মহকুমা, জেলা, রেঞ্জ ও রাজ্য কৃষি দপ্তরগুলিও উপযুক্তভাবে কম্প্যুটার ও ইন্টারনেট পরিষেবা পাচ্ছে।

মাটির কথা

ইন্টারনেট নির্ভর চাষিদের জন্য এই প্রকল্পের সূচনা হয় ২০১৪-১৫ সালে, সারা রাজ্যে এই প্রকল্প শুরু হয় ২০১৫-১৬ সালে। এই পরিষেবা পেতে মোবাইল ফোনে ইন্টারনেট প্রয়োজন শুধু। এই অ্যাপ্লিকেশনে ৯৩টি শস্যের জন্য সমস্ত বিজ্ঞানসম্মত উপায় বাতলানো হয়। এখানে এই চাষ সংক্রান্ত নানারকম জিজ্ঞাসাও করা যায়, যেমন সার ও কীটনাশক কি ব্যবহার করা উচিত, সমস্ত তথ্য পাওয়া যাবে। সমস্ত উত্তর পাওয়া যাবে এসএমএস মারফত। এ পর্যন্ত ২৬০০০০ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি হল, www.matirkatha.gov.in

২০১৭-১৮ সালে কৃষকদের অ্যাপ্লিকেশন ‘মাটির কথা কৃষকের কথা’ চালু হয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মাটির কথা পোর্টালের মাধ্যমে। একটি টোল ফ্রি ফোন নম্বর আছে, 18001031100, যা সোম থেকে শনি সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা।

সদ্য, ‘মাটির কথা অনলাইন লাইসেন্সিং’ সিস্টেম শুরু করেছে। উদ্যোগপতিরা বীজ, সার, রাসায়নিক নিয়ে ব্যবসায়ে আগ্রহী। পুরো লাইসেন্সিং প্রক্রিয়া হল স্বয়ংক্রিয়। আবেদনকারীকে শুধু ১বার যেতে হবে দপ্তরে নথী যাচাই এর জন্য। ১ মাসের মধ্যে লাইসেন্স পাওয়া যাবে।

২০১৬-১৭ সাল পর্যন্ত রাজ্য ১৯.৪০ কোটি টাকা ব্যয় করেছে কৃষিতে ই-ব্যবস্থার জন্য। ২০১৭-১৮ সালে আরও ৪.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাবদ।

 

State Govt targets multi-cropping of rice fallow areas

To make effective use of rice fallow areas in the state, the Bengal Government has adopted a scheme to plant multiple crops in those areas all through the year. The scheme is expected to benefit around one lakh farmers.

Due to limited scope for irrigation, the areas remain fallow after harvesting of paddy during the rabi season. Bengal has about 8 lakh hectares (ha) of such areas.

The scheme, Targeting Rice Fallow Areas (TRFA) aims to gradually convert this area from mono-crop to multi-crop. Considering the scope of pulses and oilseeds, and considering the fact that the country is deficient in their production, TRFA was launched during financial year (FY) 2016-17 in the districts of Birbhum and Paschim Medinipur.

During FY 2017-18, the scheme was extended to 12 districts, which have considerable rice fallow areas. The target is to cover an area of 3.44 lakh hectares for the production of pulses and 0.85 lakh hectares for the production of oilseeds.

Part of the scheme are setting up centres for demonstrating the methods to plant the new crops and distributing assistance to the farmers for purchasing production inputs like seeds,, fertilizers, tools, etc.

 

কৃষি সম্প্রসারণ 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন যাতে কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে বাংলা স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। চাষযোগ্য জমিতে চাষ বাড়ানোর পাশাপাশি পতিত জমিকে সেচ যোগ্য করে তোলার চেষ্টাও করা হচ্ছে।

ধানের জমিকে গুরুত্ব দেওয়া

রাজ্যে আনুমানিক ৮ লক্ষ হেক্টর জমি আছে যেখানে শুধুমাত্র ধান চাষ হয়। এইসব জমিতে শুধুমাত্র ধান চাষই সম্ভব কারণ এখানে সেচের অসুবিধা। তবে এই সব জমিতে ডাল ও তৈল বীজ উৎপাদন সম্ভব, এটাকে মাথায় রেখে টার্গেটিং রাইস ফ্যালো এরিয়া প্রকল্প শুরু করা হয় ২০১৬-১৭ সালে। প্রথমে এই প্রকল্প শুরু হয় বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

২০১৭-১৮ সালে এই প্রকল্প ১২টি জেলায় শুরু করা হয়। এই বছর ৩.৪৪ লক্ষ হেক্টর জমিতে ডাল ও ০.৮৫ লাখ হেক্টর জমিতে তৈল বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য চাষিদের জন্যও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে সহায়তা করা হবে। ৪৫.৭৬ কোটি টাকা ব্যয় করা হবে এই খাতে। এর ফলে উপকৃত হবে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক।

 

 

Tiger death: Union Minister has insulted Adivasis in Bengal, says Mamata Banerjee

Statement by Mamata Banerjee:

I am saddened that a Union Minister has made unwarranted comments about a community. She said that Adivasis are poachers and they torture animals. I feel she should apologise to the Adivasi community.

With people like them in the Cabinet, the government as well as the nation is in a precarious situation. I completely condemn the comment made by her. Adivasi brothers and sisters are our assets. Is she aware how many forests and deep forests we have in Bengal? Does she know how many tigers, elephants, rhinos, bisons or deer are there in Bengal?

From Jhargram to Bankura, Purulia to Alipurduar, Jalpaiguri to Birbhum – we have many forests in Bengal. People protect these forests with their lives. The administration is also active.

A tiger has died. How did she know it was killed by the Adivasis. Many people have different theories about the death of the tiger. Police and forest department officials have used drones to spot this tiger over the last few weeks. Common people were living in fear. It even injured villagers who went to collect kendu leaves in the forest. Two people are in the hospital. The Union Minister is commenting without knowing anything about Bengal’s culture.

During elections they use Adivasis armed with bows and arrows. They hold Ram Navami rallies with arms. Don’t they feel ashamed then? Few days ago, they brought Adivasis from Jharkhand, armed with bows and arrows. That’s fine and now Adivasis are bad? At a time when Dalits are being persecuted across the country, her comments reflect the BJP’s stand on SC/STs, Dalits, Adivasis and common people.

She must apologise to the nation. Bengal has a rich culture and heritage. She has no right to insult Bengal and Adivasis. We will not tolerate it. People of Bengal will give a fitting reply.

How did she know that Shikar Utsav was held? Did she use a telescope? A tiger died and curious people came to see it. Even when people die, relatives and others come to pay their respects. How can she compare this with Shikar Utsav? She cannot ridicule a tradition of the Adivasi community?

In her bid to insult Bengal, she has insulted Adivasis. I am the last person to tolerate it. People of all communities, religions and cultural backgrounds live together in harminy in Bengal. She does not understand this culture. Their culture is creating divisions among people.

She has insulted people of Bengal, Adivasi brothers and sisters. They will have to repent for this act. People will judge them for their actions.

বাঘের মৃত্যু নিয়ে বাংলার আদিবাসীদের অপমান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশবিশেষ:

আমার সবচেয়ে খারাপ লাগছে, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী একটা কমিউনিটি নিয়ে তাঁর যে তীর্যক মন্তব্য, আদিবাসীরা চোরাকারবারি বা আদিবাসীরা শিকার করে বা আদিবাসীরা অত্যাচার করে লোকের ওপর, আমি মনে করি এর জন্য ওনার আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত।

এদের মতো লোক যদি মন্ত্রীসভায় থাকে, গভর্নমেন্টের বিপদ তো বটেই, ভারতবর্ষেরও আগামী দিনে খুব বিপদ। আমি ওনার এই মন্তব্যকে টোটাল খণ্ডন করছি, এবং আমি তীব্র ভাষায় নিন্দা করছি। আদিবাসী ভাই বোনেরা আমাদের সম্পদ।

আমাদের এখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বীরভূম থেকে শুরু করে প্রচুর জঙ্গল আছে, সেই জঙ্গলগুলোকে ফরেস্টের লোকেরা জীবন দিয়ে রক্ষা করে। আমাদের প্রশাসন রক্ষা করে।

একটা বাঘ মারার যে ঘটনা ঘটেছে, আপনারা তো এটাও জানেন উনি কি করে জানলেন যে আদিবাসীরা এটাকে মেরে ফেলেছে? অনেকে তো অনেক রকম বলছেন এটা নিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা, পুলিশ, আপনারা এমনকি জানেন যে আমাদের যে ড্রোন আছে, ওপরে  ড্রোন দিয়ে পর্যন্ত আমরা বাঘটাকে খুজেছি চারদিন, তাকে পাওয়া যায়নি খুঁজে, এবং ওখানকার আদিবাসী ভাইবোনেরা এবং স্থানীয় জনসাধারণ দেড় মাস ঘুমোতে পারিনি, ভয়ে ভয়ে বাড়ি ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়িয়েছে, যারা কেন্দুপাতা তুলে জীবনধারন করে, তারা কেন্দুপাতা পর্যন্ত তুলতে পারেনি, তাদের ২জনকে খামচে, আঁচড়ে দিয়েছে বাঘ, তারা এখনও হাসপাতালে আছে। উনি এগুলো না জেনে যেভাবে বেঙ্গল সম্বন্ধে কমেন্ট করছেন, উনি বাংলার সংস্কৃতিটাই জানেন না।

আদিবাসীদের ওনারা ইলেকশানের সময় তীরধনুক ইউজ করে, তখন লজ্জা করে না? রাম নবমীর মিছিলে ইউজ করে, তখন লজ্জা করে না? কদিন আগে মহম্মদবাজারে নমিনেশন দিতে গেছিল বিজেপি, ঝাড়খন্ড থেকে আদিবাসীদের নিয়ে, তীরধনুক নিয়ে, তখন, আদিবাসীরা শিকারি হয় না? আর যখন এরকম একটা ঘটনা ঘটে, তখন আদিবাসীদের উনি নিন্দা করেন, সারা ভারতবর্সে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে।ওনাদের কথাবার্তা থেকে প্রমাণ হয়ে যায়, যে ওনারা তপশিলি, আদিবাসীদের পক্ষে না, সাধারণ মানুষের পক্ষেও না।

আমার মনে হয়, ওনার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত, আর বাংলা সুস্থ সংস্কৃতি জানে, সভ্যতা জানে। আদিবাসীকে ও বাংলাকে অপমান করার ওনার কোনও অধিকার নেই, বাংলার অসম্মান আমরা সহ্য করব না। বাংলার মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে।

উনি কি টেলেস্কোপ দিয়ে দেখেছেন, ওখানে শিকার উৎসব হয়েছে? কোত্থেকে হল? শিকার উৎসব তো ওখানে হয় নি, ওনার কথাটাই তো ভুল। একটা বাঘ মারা গেছে, দেখতে এসছে অনেক লোক, একটা মানুষ মারা গেলেও তো তাঁর পরিবার পরিজন ভিড় করে। আর একটা অতবড় বাঘ, লোকে তো বাঘকে ভালবাসে, উৎসাহী মানুষ তো থাকেই, তার মানে এটাকে শিকার উৎসবের সাথে তুলনা করে দিচ্ছে? আর শিকার উৎসব টাও মনে রাখবেন এটা আদিবাসীদের উৎসব, কটাক্ষ করা ওনাকে মানায় না।

বাংলাকে হেয় করতে গিয়ে উনি আদিবাসী ভাই বোনেদের হেয় করেছেন, I am the last person to tollerate it. পশ্চিম বাংলায় সব মানুষ একসঙ্গে বাস করে। হিন্দু ,মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, আদিবাসী, তপশিলি, ওবিসি – আমরা একসাথে বাস করি, তার কারন, বাংলাই একমাত্র সংস্কৃতির প্রাণ কেন্দ্র। এটা ওনার জানা নেই, ওনার যেটা জানা আছে, সেটা হল মানুষে মানুষে ভাগাভাগি করা। তাই ওনাদের মুখে যেটা শোভা পায়, বাংলার মুখে সেটা শোভা পায় না।

বাংলাকে উনি অসম্মান, অপমান করেছেন, আমার দলিত, আদিবাসী ভাই বোনেদের অপমান করেছেন, এর জন্য ওনাদের পস্তাতে হবে, আগামী দিনে মানুষ এর বিচার করবে।

Nabanna issues instructions for combating storms

After the devastating storms of yesterday in Kolkata and across the southern region of Bengal, the state secretariat, Nabanna has issued instructions for effectively combatingstorms which have been predicted in the next few days.

Quick Response Teams (QRT) of the government have been activated across all needy areas. Government officials have been instructed to provide help wherever necessary.

Chief Minister Mamata Banerjee has asked for reports from the district magistrates of all the affected districts.

Kolkata Municipal Corporation (KMC) has announced ex gratia payments for the families of those killed in yesterday’s storm in Kolkata. It will also repair all the houses destroyed by the storm.

 

কালবৈশাখী দুর্যোগ: কুইক রেসপন্স টিম গঠন রাজ্যের

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের সদর দপ্তর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বর্তমান অবস্থা জানতে জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

নবান্নের তরফে কুইক রেসপন্স টিমগুলিকে সতর্ক করা হয়েছে। দুর্যোগের পর সেই সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নেমে কাজ করার।

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও যেসব বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সারানোর কথা ঘোষণা করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে।

 

Bengal Govt finalises design of Singur monument

The State Government has finalised the design of the monument to be built in Singur to honour the 14 people who were martyred in 2006 while protesting against the forceful acquisition of land for the small car factory of the Tatas. The monument will consist of a statue surrounded by a park.

According to government sources, Chief Minister Mamata Banerjee gave her seal of approval on April 3 to one of the several designs presented. An undertaking company of the State Government will be developing the monument.

She had announced the building of the monument in 2016 during her visit to Singur, following the Supreme Court judgement on August 31 of that year, after a fight of 10 long years, which gave the unwilling farmers back their land, stating that the acquisition was unjustified.

The monument will be developed on a one-acre plot off National Highway 2 at Singer Bheri, close to the 997 acres taken away forcefully. The height of the statue will be 25 to 30 feet and it will be placed on a 15 feet high pedestal. It will be surrounded by a beautiful park.

Among the 14 martyrs of Singur are Tapasi Malik and Rajkumar Bhul. Tapasi, a teenage girl, was burnt to death after being raped 26-year-old Bhul succumbed to his injuries after being beaten up by the police.

The Mamata Banerjee government had provided all support to the land losers to get back their land and make it cultivable again. The Singur Movement has also been included in the history book of Class VIII meant for State Government schools.

 

 

সিঙ্গুরে শহীদদের স্মৃতিতে সৌধ

২০০৬ সালে একটি গাড়ি কোম্পানির ফ্যাক্টরি তৈরী করার অছিলায় সিঙ্গুরে বাম সরকারের অসাংবিধানিক, বলপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাধারণ মানুষ। সিঙ্গুরের মানুষের জমি আন্দোলন ও আন্দোলনে শহীদদের স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিঙ্গুরের সিঙের ভেড়িতে তৈরী হচ্ছে একটি স্মৃতি সৌধ। এই সৌধকে কেন্দ্র করে একটি সুদৃশ্য পার্কও তৈরী করা হয়েছে।

দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিঙের ভেড়ি অঞ্চলের ১ একর জমি চিহ্নিত করা হয়েছে এই পার্কটির জন্য। পার্কের মাঝে থাকবে ৪০ ফিটের সৌধ। সেরা তিনটি নক্সার মধ্যে একটি বাছা হয়েছে। পুরো সৌধটি হবে ফাইবার ঢালাইয়ে। মূল সৌধটির উচ্চতা হবে ২৫ থেকে ৩০ ফিট। ১৫ ফুটের একটি মঞ্চের ওপর বসানো হবে।

প্রথমে একটি রেপ্লিকা তৈরী করে মঞ্চের ওপর বসানো হবে, মুখ্যমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিলে তারপরেই মূল সৌধটি স্থাপন করা হবে। সুদৃশ্য আলো দিয়ে ‘নাইট ভিশন’ এর ব্যবস্থা করা হবে। ভিতরে বসার আয়োজনও করা হবে।

Source: Millennium Post