16 satellite phones for Gangasagar Mela

To ensure uninterrupted connectivity during the Gangasagar Mela, even if there is any natural calamity, the State Government is equipping its officials with satellite phones.

Sixteen satellite phones will be given to the officers who will be on duty at critical locations. The phones will ensure communication is not jeopardized even if there is an earthquake or a tsunami, among other things.

According to senior official of the South 24 Parganas district administration, it is for the first time in the country that such technology is being used by a State Government for uninterrupted connectivity. The model, which is being tested now, is user-friendly too, with a smaller size.

Regarding connectivity, it should be mentioned that the State Government has another first to its credit too – Sagar Sanjog Scheme, for providing real-time information regarding the movement of transport facilities for people and vehicles too.

Around 60 giant LED screens will be placed at different points through which pilgrims will be updated about the timings and fare tariffs of trains, buses and ferries, tide timings, safety precautions, etc. The information will be provided in three languages – Hindi, Bengali and English – to facilitate the largest number of pilgrims.

The district administration is expecting a turnaround of 20 lakh pilgrims this year up from an estimated 15 lakh last year.

The pilgrim-carrying capacity of barges has been doubled this year by doubling the number of barges to four, which will ply from Lot 8 on the mainland to Kachuberia on Sagar Island.

For ensuring security through effective crowd management, the government has introduced a real-time monitoring system called Tirtha Sathi, using which all senior administrative and police officers can watch live footages of all the transit and other crucial points, relayed via CCTV cameras, on their mobile phones.

The administration is also laying special emphasis on beach cleaning and sanitation. The objective, said an official, is to ensure a fully clean and tidy beach.

 

সাগরমেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তায় এবার ১৬টি স্যাটেলাইট ফোন ব্যবহার করবে রাজ্য

তীর্থযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াতের উপর নজরদারি চালাতে সাগরমেলার সময় এবার প্রথম হাইপ্রোফাইল স্যাটেলাইট ফোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টার ফসল এই স্যাটেলাইট ফোন। তিনি চেয়েছেন, এবার মেলায় আগত তীর্থযাত্রীদের আসা ও যাওয়ার বিষয়টি সব দিক থেকে নিরাপদ করতে হবে। সেই কারণে মেলার আগে ও পরে পুরো বিষয়টির উপর নজরদারি চালাতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে ১৬টি (আইস্যাট) স্যাটেলাইট ফোন দিচ্ছে।
কাকদ্বীপ-লট-৮, নামখানা, বেণুবন, কচুবেড়িয়া, সাগরের সমুদ্রতট ও মেলা অফিসে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের হাতে ওই ফোন দেওয়া হবে। মেলার সময় যদি কখনও টেলিযোগাযোগ ব্যবস্থা পুরো ভেঙে যায়, তখন এই স্যাটেলাইট ফোন তার জায়গায় কাজ করবে।
মুখ্যমন্ত্রী নিজেও কয়েকদিন আগে সাগরে এসে সব দেখে গিয়েছেন। এরমধ্যে জনস্বাস্থ্য, সেচ, পূর্ত, বিদ্যুৎ, বিএসএনএল ও বিপর্যয় মোকাবিলা, পুলিস, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে একাধিকবার সমন্বয় কমিটির বৈঠক করা হয়েছে। সেই অনুসারে কাজ শুরু হয়ে গিয়েছে।
এবার সমুদ্রতট ও চারপাশ স্বচ্ছ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে তিনটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গাড়ি ও ভেসেল ভাড়া গতবার যা ছিল তাই থাকছে।

Source: Millennium Post

Safe Drive Save Life programme to be strengthened as numbers prove success

As a result of the Safe Drive Save Life programme, initiated by Chief Minister Mamata Banerjee, the number of road accidents in the state has come down sharply.

Now, the government is taking newer measures to further reduce accidents and deaths. The work for installation of cameras at accident-prone points is being completed at a rapid pace. More traffic police personnel are being provided motorbikes so that there are no loopholes in surveillance activities on city roads and highways.

Alongside undertaking various ways – through social media, posters, awareness weeks, etc. – to make people understand the need for following traffic rules, strong actions also being taken against anyone not following rules. These measures have ensured in reducing accidents and thus making for safe travel.

Another measure related to breaking traffic rules, which has been decided to be taken by the State Police, is the issuing of electronic chalans or e-chalans in lieu of the fines paid. This would ensure the process of taking fines is resolved quickly and would also save paper.

The process would be resolved through a software loaded on to the mobile phones of the traffic police personnel. They would fill up an online form and send the chalan to the mobile number of the rule-breaker, who can then pay online as well. It has been decided to start this system in ten districts by the middle of 2018, and among them, in Howrah, Hooghly, Purba Medinipur, Paschim Medinipur, North 24 Parganas and Nadia, first. It must be mentioned here that Kolkata Police already has this measure in place.

In 2016 the number of accidents in Bengal was 13,580 and number of fatalities was 6,544. In 2017, the number came down to 11,705 accidents and 5,625 fatalities.

In December 2016, there were 1,110 accidents which led to 562 people getting injured, which in December 2017 reduced to 921 accidents and 462 injured.

The Safe Drive Save Life programme was started in Kolkata in 2016, and is now being extended across state. Its effectiveness was recently acknowledged by the Supreme Court too.

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কমছে দুর্ঘটনা, নতুন প্রকল্প নিচ্ছে ট্রাফিক বিভাগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের জন্যই, শেষ হওয়া বছরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা একধাক্কায় অনেকটা নেমে গেল। শুধু তাই নয়, আহতের সংখ্যাও নেমে এসেছে অনেকটাই।

২০১৬ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন। হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় কীভাবে দুর্ঘটনা কমানো যায়, তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বেপরোয়া যানকে বাগে আনতে বিভিন্ন জায়গায় বসানো হয় সিসিটিভি। এছাড়াও স্পিড রেডার গান কিনে তা দিয়ে নজরদারি শুরু হয় বিভিন্ন জায়গায়। পাশাপাশি হাইওয়েতে বিশেষ চেকিংয়ের ব্যবস্থাও চালু হয়। যা রাজ্য পুলিস এলাকায় এতদিন ছিলই না। নির্দিষ্ট গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালালে চালকদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা শুরু করে ট্রাফিক বিভাগ।

এতে একদিকে গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণে আসে, তেমনি দুর্ঘটনার সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, ২০১৬ সালে গোটা রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩,৫৮০টি। যার মধ্যে মৃত্যু হয় ৬৫৪৪ জনের। সেখানে ২০১৭ ডিসেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ১১,৭০৫টি। মৃতের সংখ্যা কমে হয়েছে ৫৬২৫।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বর্ষশেষ ও বর্ষবরণের রাতে দুর্ঘটনার সংখ্যা কমে যাওয়া। ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় সংখ্যা ছিল ১১১০। হতাহত ছিল ৫৬২ জন। সেখানে ২০১৭ সালে তা কমে দাঁড়িয়েছে ৯২১টি। হতাহত হন ৪৬৩ জন। ২০১৭ সালে মৃতের সংখ্যা এক হাজারের বেশি কমেছে।

চলতি বছরে দুর্ঘটনার সংখ্যা যাতে আরও কমিয়ে ফেলা যায়, সেজন্য নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচারের পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরইসঙ্গে যে সমস্ত জেলায় এখনও ক্যামেরা বসানোর কাজ শেষ করা যায়নি, সেখানে তা দ্রুত সেরে ফেলার কাজ শুরু হয়েছে।

Source: Bartaman

Bengal CM conceives three-stage master plan for development projects

For large-scale development of Bengal, Chief Minister Mamata Banerjee has conceived a novel three-stage master plan, consisting of a five-year plan, a ten-year plan and a fifteen-year plan.

The details of each stage would be drawn up by a committee headed by the chief secretary, the highest administrative officer of the State Government.

Three stages, that is, five-year, ten-year and fifteen-year plans, have been designated as short term, medium term and long term.

Every department will have to submit detailed plans, including the financial details, for each of the three stages to the chief secretary. The chief secretary would hand them over to the Chief Minister, only after whose approval would their implementations start.

Mamata Banerjee wants to take Bengal through more transformations. She led Trinamool Congress to power in 2011, vowing to bring ‘poriborton’. Bengal is progressing in every sector, be it agriculture, power, roads, drinking water supply, rural development, transport or any other.

Through this three-stage plan, Bengal would see further development, with the aim to become the best in India in every aspect, and be a name to contend with internationally too.

Source: Bartaman

সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা রাজ্যের

রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাঁচ বছর, ১০ বছর এবং ১৫ বছরের জন্য উন্নয়নের মেয়াদি পরিকল্পনা তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য মুখ্যসচিবকে দায়িত্ব দিয়েছেন তিনি। মুখ্যসচিব রাজ্যের অর্থসচিব এবং পরিকল্পনা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনটি পরিকল্পনা তৈরি করছেন। রাজ্যকে নতুন করে সাজিয়ে তোলার জন্য সেটাই মাস্টার প্ল্যান মমতার সরকারের।

এই পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তা হল, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পরিকল্পনা। মিশন ২০২০ লক্ষ্য নিয়ে রাজ্যকে নতুন করে গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই প্রতিটি দপ্তরকে ওই তিনটি টার্মের জন্য মাস্টার প্ল্যান জমা দিতে বলা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী কত টাকা খরচ হবে, তাও উল্লেখ করতে বলা হয়েছে। মুখ্যসচিব সেই প্ল্যান অনুমোদনের পরে মুখ্যমন্ত্রী তাতে সিলমোহর লাগাবেন। তার পরেই তা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোবে সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, নতুন বাংলা গড়ে উঠুক। ২০১১ সালের আগে যে পরিবর্তনের স্লোগান তিনি দিয়েছিলেন, সেই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগোতে চায় সরকার। ইতিমধ্যে রাজ্যের রাস্তার হাল বদলেছে, তা শহর হোক বা গ্রাম।

পরিকাঠামো উন্নয়ন সহ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে এই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। রাজ্য পরিকল্পনা দপ্তর তার রূপরেখা তৈরির কাজ শুরু করেছে।

Subhanna – the new administrative building in Salt Lake

Chief Minister Mamata Banerjee will inaugurate Bengal Government’s new secretariat at Salt Lake today. It has been named ‘Subhanna’ by the Chief Minister herself, in the style of Nabanna, the name of the existing secretariat on the banks of the Ganga.

This new secretariat building would house offices of various State Government departments which are at present spread out across Kolkata. Some of the departments include ‘Pay and Accounts’ department of the Finance Ministry, Panchayat, Consumer Affairs, Social Welfare and Child Development among others.

A few offices have already been shifted, including those of the Panchayat and Rural Development Department. More will shift in the coming weeks.

The 14-storey building is beautifully designed, in an eye-catching mélange of tradition and modernity. While the glass-and-steel façade gives it a modern corporate look, beautiful traditional flowery patterns in the form of panels stretch around the building. Blue and white glass panels have been used for the façade. Placed atop the entrance is the name of the building in Bengali, in the form of blocks, in dual shades of blue.

The first four floors are meant to be used as parking space. The top floor has two auditoriums, each with a seating capacity of 400. A cafeteria is also located there. The building has two gates, one for vehicles and the other for people. The entrance from the direction of Bikash Bhavan has a beautiful gate adorned with the logo of Biswa Bangla.

 

Source: Bartaman

 

 

সল্টলেকে নয়া সরকারি ভবন ‘শুভান্ন’

মহাকরণকে হেরিটেজ রূপ দিয়ে সংরক্ষিত করতে চায় রাজ্য সরকার। সেই কারণে তার সংস্কারের কাজ চলছে। সেখানের অফিসগুলিকে জায়গা করে দিতে সল্টলেকের অফিসপাড়ায় একেবারে কর্পোরেট ধাঁচে তৈরি হল রাজ্য সরকারি অফিস ভবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের অনুকরণে এর নাম রাখলেন ‘শুভান্ন’।

অত্যন্ত দৃষ্টিনন্দন ওই ১৪ তলা বাড়ির বিশেষ বৈশিষ্ট্য হল, একতলা থেকে চারতলা পর্যন্ত গাড়ি রাখার ব্যবস্থা থাকছে। বাকি অংশে থাকছে সরকারের বিভিন্ন দপ্তরের অফিস। ইতিমধ্যে অর্থদপ্তরের পে এন্ড একাউন্টস বিভাগ, পঞ্চায়েত, কনসিউমার অ্যাফেয়ার্স, সোশ্যাল ওয়েলফেয়ার ও চাইল্ড ডেভেলপমেন্ট ইত্যাদি দপ্তর সেখানে আসবে বলে চূড়ান্ত হয়ে গিয়েছে।

অত্যাধুনিক ঝাঁ চকচকে নবনির্মিত বাড়ির নীচের চারতলায় যেমন কয়েকশো গাড়ি থাকতে পারবে, তেমনি সবচেয়ে উপরের তলায় ৪০০ জনের বসার ব্যবস্থাসহ দু’টি অডিটোরিয়াম থাকছে। অর্থাৎ ৮০০ জনের বসার ব্যবস্থা হবে। তাছাড়াও থাকছে ক্যাফেটেরিয়া।

ওই বহুতল ভবনে দুটি গেট থাকছে। একটি দিক দিয়ে গাড়ি ওঠানামা করবে। আর একটি দিক দিয়ে সরকারি কর্মচারী ও অফিসাররা যাতায়াত করবেন। বিকাশ ভবনের দিক দিয়ে বাড়িতে ঢোকার মুখে বিশ্ববাংলার লোগো লাগিয়ে সুন্দর গেট তৈরি করা হয়েছে। নীল সাদা রংয়ের সঙ্গে অন্য রংয়ের মিশ্রন ঘটিয়ে সুন্দর গ্লাস দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। পুজোর আগে মুখ্যমন্ত্রী ভবনটির উদ্বোধন করবেন।

 

Source: Bartaman and Sangbad Pratidin

Image source: kolkata24x7.com

Farmers’ income in Bengal has increased more than 2.5 times in 6 years

The condition of farmers in Bengal now is a far cry from the Left Front days. Over the last six years, the average annual income of farmers has increased by more than 2.5 times. From Rs 91,011 during financial year (FY) 2010-11, it has become Rs 2,39,123 during 2016-17 – an increase by 2.63 times.

This is the result of Chief Minister Mamata Banerjee’s thrust to the agriculture sector, a sector on which the majority of the people depend. For six years in a row, the latest being in 2017, the Bengal Government has received the Krishi Karman Award for highest production in different crops.

The biggest reason for the success in agriculture is the mapping of the soil introduced by the Trinamool Congress Government. As a result, farmers know exactly what to sow when. Then, the government is regular about buying at from farmers at minimum support price (MSP). It is building more warehouses, which is enabling much higher storage capacities of various crops, and hence higher buying capacities by the government.

Not just that, on Mamata Banerjee’s instructions, compensation is paid promptly to farmers whose crops are affected by natural disasters.

Source: Sangbad Pratidin

বাম আমলের তুলনায় রাজ্যে কৃষকের আয় বেড়েছে আড়াই গুণ

বিগত বাম আমলের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকের আয় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

আর্থিক সমীক্ষায় জানা গিয়েছে, ২০১০-’১১ আর্থিক বছরে একজন কৃষকের বার্ষিক গড় আয় ছিল ৯১ হাজার ১১ টাকা। ছ’বছর বাদে অর্থাৎ ২০১৬-’১৭ সালে সেই কৃষকেরই বার্ষিক গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা।

কৃষকদের আয় বাড়ানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য। সেই কারণেই কৃষিজমিতে বহু ফসলি চাষের উপরে জোর দেওয়া হয়েছে। অনাবাদী জমিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিতে বিশেষ জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকদের বিনা পয়সায় বীজ, সার এবং যন্ত্রপাতি দিচ্ছে রাজ্য সরকার। আবার বাংলার ফসল বিমা যোজনায় কৃষকদের প্রিমিয়াম দিচ্ছে রাজ্য সরকার। যা আর কোনও রাজ্য করেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা শুরু হয়েছে। এ বছর বরাদ্দ হয়েছে ১,১৮১ কোটি টাকা। নানাভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে এই সরকার। তার ফলে কৃষকদের আয় বেড়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী দাবি করেন। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৭১.২৩ লক্ষ কৃষক রয়েছেন, তার মধ্যে ৯৬ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উৎপাদিত পণ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরপর ছ’বার কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ধান উৎপাদনে অগ্রণী ভূমিকায় রয়েছে এই রাজ্য। ডাল, ভুট্টা, তৈলবীজ উৎপাদনে অন্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ।

কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যই হল, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করা। আর সে কারণেই গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। ১০০ দিনের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তার হাল ভালো করা হয়েছে। জমিতে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কৃষিযন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন (এফএসএসএম) প্রকল্প চালু হয়েছে। এমনকী কৃষি যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্র চালুর জন্য কৃষি দপ্তরকে প্রকল্প ব্যয়ের ৪০ শতাংশ অনুদান দিচ্ছে রাজ্য সরকার।

Bengal Govt to take steps to encourage cultivation on fallow land

The Bengal Government has decided to advice farmers on ways to cultivate land generally considered uncultivable or which are lying fallow.

The Agriculture Department is going to hold a meeting with its officials posted in different districts to ensure that not even one cottah of land in its 194 farms lie unused. There are many farms where land is vacant and so directions will be given to cultivate something those plots.

According to a senior departmental official, if nothing can be cultivated, it will be advised to plant at least lemon trees; anything to ensure land doesn’t lie vacant.

There are also 300 ponds in the 194 farms. A letter has already been given to the Fisheries Department to ensure cultivation of fish in the ponds.

Recently too, the State Agriculture Department coordinated a meeting with all other allied departments in which sabhadipatis from all the districts were present. Most of the sabhadipatis appreciated the move of organising this co-ordination meeting.

Source: Millennium Post

অনাবাদী জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা নিয়েছে মমতার সরকার

অনাবাদী জমিকে চাষযোগ্য করে তুলতে পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে এখনও বহু জমি অনাবাদী রয়েছে। প্রতিটি জমিকে চাষযোগ্য করতে হবে। তা ডালশস্য হোক বা অন্য কোনও ফসল, সেখানে চাষ করার ব্যবস্থা করতে হবে। কিছু না হোক কাগজী লেবুর চাষ যাতে করা যায়, তার পরিকল্পনা করতে হবে। কোনও ভাবেই ফেলে রাখা যাবে না। কৃষিতে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত সিঙ্গুরের অনাবাদী হয়ে যাওয়া জমিকেও মাত্র ছ’মাসের মধ্যে চাষযোগ্য করে ফসল ফলানোর উদাহরণ হয়েছে এই কৃষি দপ্তরের।

কৃষিখামারেও অনেক জমি পড়ে রয়েছে। সেই জমিকেও ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ১৯৪টি কৃষি খামার রয়েছে। সেখানে বহু জমি অনাবাদী রয়েছে। সেই সঙ্গে কৃষি খামারের মধ্যে থাকা পুকুরেও মাছ চাষের জন্য মৎস্য দপ্তরকে বলা হয়েছে বলে কৃষিমন্ত্রী বলেন। খুব শীঘ্রই কৃষি খামারের অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। সেখানেও যাতে নানা ধরনের চাষ করা যায়, তার জন্য বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান, কৃষকদের আরও চাষের সুবিধা করে দিতে। কৃষিপণ্য উৎপাদনে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাক।

Nabanna to host blood donation camp to mark 6 years of TMC govt

To mark the completion of the sixth year of the Trinamool Congress government, a blood donation camp will be organised in the state Secretariat Nabanna on May 27.

Chief Minister had directed the organisation of blood donation camps across the state with the target of collecting 50,000 units. The decision was taken to overcome the acute shortage of blood during summers. The state government will be introducing 52 new ambulances. State government employees will donate blood in the camp that will be organised in the state secretariat.

On May 20, 2011 Chief Minister Mamata Banerjee had taken oath. After returning to power in 2016, the Chief Minister had taken oath on May 27. Thus, to mark the completion of the sixth year of the Mamata Banerjee government, it was decided that blood donation camps will be held in the state from May 20 to 27 this year.

Blood donation camps are being organised at different places both by members of the ruling party as well as by different civic bodies. The police are also organising blood donation camps with a target of collecting 20,000 of the total 50,000 units.

After came to power in 2011 the Trinamool government has changed the face of healthcare service in the state by taking several measures. Now, with the introduction of 52 ambulances, hundreds of people will be benefitted.

The state government has also organised a one-month-long programme from May 20 to June 20 to mark the completion of the sixth year of the government. Tableaus displaying different development projects of the state governments are reaching the grass-root level in districts through this month-long initiative.

 

দ্বিতীয় সরকারের বর্ষপূর্তিতে রক্তদান শিবিরের আয়োজন নবান্নে

আগামী ২৭ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি হতে চলেছে। এই  উপলক্ষে নবান্নে রক্তদান শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার।

একইসঙ্গে নবান্নে ৫২টি নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব অ্যাম্বুলেন্স বিভিন্ন জেলায় পাঠানো হবে। নবান্নে রক্তদান শিবিরে সরকারি কর্মচারীরা রক্তদান করবেন। শুধু নবান্ন নয়, ওই দিন জেলাতেও বর্ষপূর্তি পালন করা হবে। জেলায় জেলায় রক্তদান অনুষ্ঠান করা হবে।

গ্রীষ্মকালীন রক্তসংকট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে রক্তদানের উদ্যোগ নিয়েছেন। দলীয় কর্মীদের তো বটেই পুলিশকেও রক্তদান শিবিরের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০ মে নবান্ন থেকে দুটি ট্যাবলো ছাড়া হয়। যেখানে সরকারের কন্যাশ্রীসহ নানা কর্মসূচি তুলে ধরা হয়। ২০১১ সালে ২০ মে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শপথ নিয়েছিলেন। সেইদিনকে স্মরণ করেই ওই ট্যাবলো ছাড়া হয়েছে। ২০১৬ সালে দ্বিতীয় বারের জন্য জিতে শপথ নিয়েছিলেন ২৭ মে। সেই দিনটিকে স্মরণ করতেই নবান্নে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

 

Chief Minister Mamata Banerjee to honour successful Kanyashrees

In August, when the Kanyashree Dibas (Kanyashree Day) celebrations for this year would be taking place (Kanyashree Dibas falls on August 14), Bengal Chief Minister is going to hand over awards to successful Kanyashrees, that is, Kanyashree beneficiaries – to those who have achieved success in their studies as well as below-18 beneficiaries who have stood on their feet by learning some skill.

The Kanyashree Scheme of the Bengal Government has been an unqualified success. Begun in October 2014 on the personal initiative of Chief Minister Mamata Banerjee, it has achieved to a large extent its main aims – encourage and enable education of girl children, prevent child marriage and trafficking of women through the awareness generated by education, and through the financial support for their education, enable girl children, especially those from poor families, to achieve self-sufficiency, self-awareness and self-confidence.

Kanyashree has encouraged girl children to stand up against their being married off against their will, to the extent of even having their parents arrested in some extreme cases. These social and educational successes have brought Kanyashree Scheme international fame too: the United Nations has earmarked the scheme as an international role model.

As per the scheme, girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage. However, there is a rider: if the girl is married off before 18 years of age, the Rs 25,000 is not given. Thus this encourages the beneficiaries to continue their studies and marry at the right time.

The scheme is on course to achieve a new high-water mark soon – 40 lakh beneficiaries. With 39,22,650 enrolments, that’s now a given. This target, to be achieved within three years, was set at the outset of the scheme by Chief Minister Mamata Banerjee. Along with almost 40 lakh beneficiaries, there are 90 lakh applicants too.

 

 

সফল ‘কনাশ্রী’ দের পুরস্কৃত করবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী’র সেরা কন্যাদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভালো কাজের ভিত্তিতে ওই সংবর্ধনা দেওয়া হবে।ভালো কাজের জন্য সেরা কন্যাদের সম্মানিত করে উৎসাহিত করতে চান মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫০ জনের নাম কন্যাশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়েছে।

২০১৩-১৪ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশুনো চালিয়ে যাওয়ায় উৎসাহ দেওয়া – তাই মেয়েদের জন্য স্কলারশিপ চালু করেন। কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর বাল্যবিবাহ রোধে রাজ্যে অনেকটাই সাফল্য মিলেছে। তবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিশোরী বা যুবতীদের শুধুমাত্র আর্থিক স্কলারশিপই নয়, প্রশিক্ষণও দেওয়া হবে। এ ব্যাপারে কারিগরি দপ্তরের সঙ্গেও কথাবার্তা চলছে।

কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই শুধু কেন্দ্রীয় সরকারের তরফেই নয়, বিদেশ থেকেও সমাদৃত হয়েছে। ইউনেস্কো’র তরফে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও পশ্চিমবঙ্গের এই প্রকল্পকে অনুসরণ করে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে।

কন্যাশ্রী প্রকল্পের অম্তর্গত পড়ুয়াদের মধ্যে যারা অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক ৭৫০ টাকা করে দেওয়া হয় আর বয়স ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।