Bengal is no. 1 in housing scheme: CM Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee handed over houses constructed as part of the Banglar Bari Scheme to occupants at Netaji Indoor Stadium today. These houses are meant to house the urban poor.

Five lakh people spread over 21 districts are going to be handed over certificates of occupancy.

Mamata Banerjee wants that every citizen of Bengal should have a roof over their heads, and Banglar Bari is a continuation towards that end.

Highlights of her speech:

5 lakh families who do not have pucca houses, have received money for building houses. They will receive Rs 1.2 lakh.

We are aware of the practical problems faced by people in receiving money in instalments. I will request my officials to clear the amount in two instalments only.

Prices of essentials are on the rise. Fuel prices are rising. People are facing a lot of hardship.

We are committed to the welfare of the downtrodden. We are committed to provide a ‘ceiling’ (chhad) on every head.

We have distributed 25 lakh houses under different schemes. We are No. 1 in housing scheme in the country.

Bengal is No. 1 among States in creating rural employment. This is a huge achievement.

We have created 23,000 km rural roads already. 8,000 km roads will be inaugurated on February 13 from Nadia.

Significance of grassroots workers in development work is paramount. Panchayats are our direct link to people.

We have abolished khajna tax on agricultural land. We have given compensation worth Rs 1,200 crore to 30 lakh families who suffered due to floods.

বাড়ি নির্মাণে এক নম্বরে বাংলাঃ মুখ্যমন্ত্রী

আজ রাজ্যজুড়ে গরিব মানুষের বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচীর পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। রাজ্যের ২১টি জেলার প্রায় পাঁচ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেওয়া হল।

জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষ বাড়ি বানাতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। রাজ্যের অন্য অংশের মানুষ পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা। কী ধরনের বাড়ি হবে, তার নকশা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান আর্থিক বছরে ৩ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তাকে ছাপিয়ে ৫ লক্ষ ৬৮ হাজার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, সবার মাথায় যেন ছাদ থাকে। গরিব মানুষের আস্তানার অভাব না হয়।

মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কয়েক জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর জেলায় জেলায় তা দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ বাংলা আবাস যোজনা অনুষ্ঠানে ৫ লক্ষ পরিবারকে – যাদের মাটির বাড়ি অথবা বাড়ি নেই – বাড়ি দেওয়া হল। পাকা বাড়ি তৈরী করতে ১.২ লক্ষ টাকা দেওয়া হবে।

আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, বাস্তব কিছু সমস্যা আছে। আমি অফিসারদের অনুরোধ করব মানুষের সুবিধার জন্য এই টাকাটা ২ কিস্তিতে দেওয়ার জন্য।

প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল সব কিছুর দাম বাড়ছে।

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তার মাথার ওপর একটা ছাদ অর্থাৎ একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে যাতে সে সভ্য সমাজে মানবিকভাবে বাঁচতে পারে।

আমরা ৬ বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় ২৫ লক্ষ বাড়ি নির্মাণ করেছি গরীব মানুষদের দেওয়ার জন্য। বাড়ি তৈরির ক্ষেত্রে সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে।

১০০ দিনের কাজে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা ১ নম্বরে। এটা একটা বড় কাজ।

ইতিমধ্যেই গ্রামাঞ্চলে ২৩ হাজার কিমি রাস্তা করে দেওয়া হয়েছে। আগামী ১৩ তারিখ নদিয়া থেকে আরও ৮ হাজার কিমি রাস্তা-র উদ্বোধন করা হবে।

নিচু তলার মানুষের গুরুত্ব সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে পঞ্চায়েতই হল জনসংযোগের সবচেয়ে বড় জায়গা।

আমরা কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষ পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

 

Bengal Govt to take steps to encourage cultivation on fallow land

The Bengal Government has decided to advice farmers on ways to cultivate land generally considered uncultivable or which are lying fallow.

The Agriculture Department is going to hold a meeting with its officials posted in different districts to ensure that not even one cottah of land in its 194 farms lie unused. There are many farms where land is vacant and so directions will be given to cultivate something those plots.

According to a senior departmental official, if nothing can be cultivated, it will be advised to plant at least lemon trees; anything to ensure land doesn’t lie vacant.

There are also 300 ponds in the 194 farms. A letter has already been given to the Fisheries Department to ensure cultivation of fish in the ponds.

Recently too, the State Agriculture Department coordinated a meeting with all other allied departments in which sabhadipatis from all the districts were present. Most of the sabhadipatis appreciated the move of organising this co-ordination meeting.

Source: Millennium Post

অনাবাদী জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা নিয়েছে মমতার সরকার

অনাবাদী জমিকে চাষযোগ্য করে তুলতে পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে এখনও বহু জমি অনাবাদী রয়েছে। প্রতিটি জমিকে চাষযোগ্য করতে হবে। তা ডালশস্য হোক বা অন্য কোনও ফসল, সেখানে চাষ করার ব্যবস্থা করতে হবে। কিছু না হোক কাগজী লেবুর চাষ যাতে করা যায়, তার পরিকল্পনা করতে হবে। কোনও ভাবেই ফেলে রাখা যাবে না। কৃষিতে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত সিঙ্গুরের অনাবাদী হয়ে যাওয়া জমিকেও মাত্র ছ’মাসের মধ্যে চাষযোগ্য করে ফসল ফলানোর উদাহরণ হয়েছে এই কৃষি দপ্তরের।

কৃষিখামারেও অনেক জমি পড়ে রয়েছে। সেই জমিকেও ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ১৯৪টি কৃষি খামার রয়েছে। সেখানে বহু জমি অনাবাদী রয়েছে। সেই সঙ্গে কৃষি খামারের মধ্যে থাকা পুকুরেও মাছ চাষের জন্য মৎস্য দপ্তরকে বলা হয়েছে বলে কৃষিমন্ত্রী বলেন। খুব শীঘ্রই কৃষি খামারের অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। সেখানেও যাতে নানা ধরনের চাষ করা যায়, তার জন্য বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান, কৃষকদের আরও চাষের সুবিধা করে দিতে। কৃষিপণ্য উৎপাদনে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাক।

Mamata Banerjee hits out against hate and malicious political campaign on social media

Bengal Chief Minister and Chairperson of All India Trinamool Congress Mamata Banerjee today hit out against the hate and malicious political campaign on social media. She accused “one section of religious group, belonging to a political party ruling at the Centre and also in the name of their sister organizations and others (either in their real names or fictitious names – আসল নামে ও বেনামে – असली नाम या बेनाम) are distorting my views, opinions, sayings and thus misleading people with my photos through some fake accounts.”

“I strongly condemn such scandalous activities by the so-called Hindu zealots. This type of communal forces, with their political vendetta, is maligning people. They cannot fight the battle politically and also on developmental front with me. So they are launching personal attack and using hate-campaign through social media. Those are sponsored by various persons and organizations,” she added.

“Our fight will continue and let us join hands together against these hate and malicious political campaign,” the Bengal CM said.

Here is the full post by Mamata Banerjee:

 

 

সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য বিকৃত করে কুৎসা করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ওড়িশায় গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি–‌র বিরুদ্ধে তোপ দাগলেন। বুধবার পুরীর মন্দিরে তিনি পুজো দেন। মিডিয়াকে মমতা বলেন, বিজেপি পুবের দিকে তাকালে আমি দিল্লির দিকে তাকাব। ওড়িশার মাটিতে দাঁড়িয়ে মমতা বলেন, অ–‌বিজেপি শাসিত রাজ্যগুলির ওপর বিজেপি বেশি অত্যাচার করছে। আঞ্চলিক দলগুলির জোট বাঁধার প্রয়োজন। বিজেপি মনে করে, বাংলা, ওড়িশা, বিহার–‌সহ অ–‌বিজেপি শাসিত রাজ্যগুলি খারাপ। তাই তাদের ওপর যত পারো অত্যাচার করো। মমতা বলেন, কীসের ভাল বিজেপি?‌ ওরা তো দাঙ্গা লাগাতে চাইছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি।

মমতা মিডিয়াকে বলেন, নারদ কাণ্ড বিজেপি–‌র চাল। নিজেদের স্বার্থে ওরা এ কাজ করছে। মমতা নিজেকে প্রকৃত হিন্দু বলে দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপি হিন্দুত্বের কলঙ্ক। ওরা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। এর জবাব মানুষ দেবে।

ফেসবুকে মমতা

এদিন তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাঁর মতামত ‌ও বক্তব্যকে বিকৃত করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের ফেসবুক পোস্টে মমতা জানালেন, কিছুদিন ধরে কেন্দ্রের শাসক দলের ছত্রছায়ায় ‌থাকা বিশেষ একটি ধর্মীয় গোষ্ঠীর লোকজন এভাবে তাঁকে জনসমক্ষে হেয় করার চেষ্টা চালাচ্ছে। তথাকথিত হিন্দুত্ববাদী তকমা তাদের গায়ে। আসলে তারা মৌলবাদী। রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে তারা এ–‌সব কাজ করে চলেছে। রাজনৈতিকভাবে না পেরে, উন্নয়নের কর্মযজ্ঞের সামনে দাঁড়াতে না পেরে, এখন তারা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের রাস্তা নিয়েছে। এদের পিছনে রয়েছে কিছু ব্যক্তি আর সংগঠন। তাদের কাছ থেকে হিন্দুত্ব শেখার কিছু নেই। হিন্দুত্ব ধর্মীয় সহিষ্ণুতা শেখায়। হিন্দু ধর্ম তথাকথিত এই হিন্দুত্ববাদীদের একচেটিয়া নয়। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রই আমাদের ঐতিহ্য। আম্বেদকরের তৈরি সংবিধান সেই রক্ষাকবচ দিয়েছে। দেশ ও দেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গিত। ওদের ও–‌সব জঘন্য প্রচার আমাদের আঘাত করতে পারবে না। ঐক্যই আমাদের শক্তি। ওই সব গুজব বা মিথ্যা প্রচারে কান না দেওয়ার জন্যও সকলের কাছে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী।