Crash course in ‘hotel management’ – MoU signed at BGBS 2018

Speciality Restaurants Group (which runs ‘Oh! Calcutta’ and ‘Mainland China’ restaurant chains) owner Anjan Chatterjee signed an MoU with Bengal Government for offering restaurant management and culinary training to youths of the state hailing from the lower strata of society.

The skill development institute will provide training in food, beverage and catering. Mr Chatterjee said most of these trained youths will be hired by his company; others will be provided employment in other restaurants.

The State Government will provide stipend to the students for the first three months and in the next three months, there will be paid internships. After the completion of the course, a group of 20 students out of the batch of 400 would be taken to Switzerland for upscaling.

 

কর্মসংস্থানে রেস্তোরাঁয় কাজের ‘ক্র্যাশ কোর্স’

দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ভাবে নামী রেস্তোরাঁ ও ফুড চেন গড়ে উঠছে, তাতে আরও কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিতে নতুন উদ্যোগ শুরু করল ‘ওহ ! ক্যালকাটা ’, ‘মেনল্যান্ড চায়না ’র মতো রেস্তোরাঁ চেনের কর্ণধার স্পেশ্যালিটি রেস্টুর্যান্টস গোষ্ঠী৷

সংস্থার প্রতিষ্ঠাতা তথা কর্ণধার অঞ্জন চট্টোপাধ্যায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের শেষ দিন জানান, মূলত অষ্টম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা তাঁদের৷

যারা প্রচুর টাকা দিয়ে হোটেল ম্যানেজমেন্ট বা ক্যাটারিং ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হতে পারবেন না, তাদের জন্যই ছ’মাসের ক্র্যাশ কোর্স চালু করছেন তাঁরা৷

বর্তমানে এই গোষ্ঠীর বিভিন্ন রেস্তোরাঁয় সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীর মধ্যে তিন হাজারই বাঙালি৷ অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙালি ছেলেমেয়েদের একটু প্রশিক্ষণ দিলেই তাঁরা ভালো ভাবে কাজ করতে পারবেন৷ আমি নিজে এখানকার মানুষ৷ তাই এই রাজ্যের জন্য কিছু করতে চাই৷ সেটা মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনা৷’

ছ’মাসের ক্র্যাশ কোর্সের মধ্যে হেঁশেল থেকে শুরু করে হাউস কিপিং, ফ্রন্ট ডেস্ক, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট, ক্যাটারিং ম্যানেজমেন্ট -সব কিছুরই প্রশিক্ষণ দেওয়া হবে৷ দুটি ভাগে হবে এই প্রশিক্ষণ৷ প্রথম তিন মাসে রাজ্য সরকারের তরফ থেকে কিছু টাকা স্টাইপেন্ডও দেওয়া হবে৷ বাকি তিন মাস হাতেকলমে কাজ শেখার সময় সংস্থার তরফ থেকে ভাতা পাবেন আগ্রহী পড়ুয়ারা৷ প্রশিক্ষণ শেষে তাঁদের বেশির ভাগকেই নিজেদের সংস্থাতেই কাজ দেওয়ার চেষ্টা হবে বলে জানান তিনি৷ বাকিদের অন্য রেস্তোরাঁয় কাজের সুযোগ করে দেওয়া হবে৷

আরও ভালো ভাবে কাজ শেখার জন্য বছরে ১৫ -২০ জন পড়ুয়াকে সুইজারল্যান্ডেও নিয়ে যাওয়া হবে৷ সব মিলিয়ে তাঁরা বছরে ন ’শো থেকে বারোশো পড়ুয়াকে প্রশিক্ষণ দেবেন বলে জানান অঞ্জন চট্টোপাধ্যায়৷ মাস দুই -তিনের মধ্যে রাজারহাটে এই প্রশিক্ষণের কাজ শুরু হয়ে যাবে বলে তাঁর দাবি৷

 

Source: Millennium Post

Image is representative

Key MoUs signed in education sector at BGBS 2018

The Bengal Global Business Summit (BGBS) 2018 witnessed some major MoUs in the Education sector on Wednesday, with Jadavpur University alone signing three MoUs with three leading foreign universities for collaborative research and education.

Three MoUs have been signed with Edinburgh University, University of Exeter in UK and Eötvös Loránd University of Hungary. It may be mentioned that JU has been doing joint research projects with Edinburgh University (EU) and the university’s School of Oceanography has been working in collaboration with EU.

Chief Minister Mamata Banerjee announced at the summit that her government is providing 5 acres of land each to both JU and Calcutta University at New Town. Presidency University also signed an MoU with Edinburgh University at the summit for collaboration in higher education and life sciences.

শিক্ষা ক্ষেত্রে একগুচ্ছ মৌ বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে

বিনিয়োগের মঞ্চে শিল্প-বাণিজ্যের সঙ্গে সমান গুরুত্ব পেল শিক্ষাও৷ দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে রাজ্যের তিন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য একগুচ্ছ সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্লেনারি সেশনের শেষে ছিল মৌ স্বাক্ষর পর্ব৷ সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষকেন্দ্র গড়ার জন্য আরও পাঁচ একর করে জমি দেওয়া হবে৷ রাজারহাটে সেই জমিতে দুই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গড়ে উঠবে৷ এ দিনই বিভিন্ন বিষয়ে একাধিক মৌ স্বাক্ষর করে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও৷

এই মৌয়ের ফলে পড়ুয়া ও গবেষকদের মানোন্নয়নের জন্য বিদেশের নামজাদা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলি৷ কিছুদিন আগেই কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে একশো কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷

বাণিজ্য সম্মেলনের শেষ পর্বে রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, যাদবপুর ও প্রেসিডেন্সি, এই দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই মৌ স্বাক্ষরিত হয়েছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের৷ জীবনবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের৷ এর পাশাপাশি হাঙ্গেরির লোরান্দ বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও মৌ স্বাক্ষর হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের৷ ডিজিট্যাল হিউম্যানিটি বিষয়ে এক্সিটার ও যাদবপুর একসঙ্গে কাজ করবে৷ এই বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবে আগেই যুক্ত রয়েছেন যাদবপুরের উপাচার্য৷

কলা বিভাগের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য লোরান্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যাদবপুর৷ মূলত ইলেকট্রিক্যাল, মেটালার্জি ও মেকানিক্যাল শাখার পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই মৌ হয়েছে৷

এর ফলে এখানকার পড়ুয়ারা সুপারভাইজার হিসাবে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে পারবে৷ পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মিলিত উদ্যোগে গবেষকদের জন্য যৌথ কর্মশালা, সেমিনারেরও আয়োজন হবে৷

 

Wow! Bengal to get a momo factory

Two announcements at the recently-concluded Bengal Global Business Summit (BGBS) have given a big boost to the food processing and fisheries sectors in Bengal.

While Wow! Momo announced the setting up of a state-of-the-art momo factory at Kasba Industrial Estate in Kolkata, Anjan Chatterjee, founder and managing director of Speciality Restaurants, announced the setting up of a skill development institute.

Wow! Momo is the country’s first and largest chain of branded momos, with over 130 outlets across eight cities. Speciality Restaurants runs a 14-brand chain of premier restaurants in India and outside the country. It also has a catering service and a sweet outlet in Mumbai selling Bengali sweets.

The momo factory will come up on 24,000 square metres (sq m) at Kasba Industrial Estate, and will employ state-of-the-art technology to make and export frozen momos. The company signed a memorandum of understanding (MoU) with the State Fisheries Department. Wow! Momo is also opening a chain of Bengali restaurants across the country.

বাংলায় ‘ওয়াও মোমো’র কারখানা চালু হবে

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে অভিনব ঘোষণা বেসরকারি সংস্থা ‘ওয়াও মোমো’-র। একদিকে রসনা তৃপ্তি ও অন্যদিকে কর্মসংস্থান।

এদিন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কলকাতায় মোমো তৈরির কারখানা বানাচ্ছে তারা। কসবা শিল্পতালুকে এ জন্য প্রায় ২৪ হাজার বর্গ ফুটের অফিস তৈরি হচ্ছে। সেখান থেকে ফ্রোজেন মোমো ভিন রাজ্য এমনকি বিদেশেও রপ্তানি করা হবে।

‘স্টেট অব দ্য আর্ট’ প্রযুক্তিতে তৈরি এই মোমোর কারখানার পাশাপাশিই বাঙালি রেস্তোরাঁ চেন চালু করছে ‘ওয়াও মোমো’। গোটা দেশেই ‘ওয়াও মোমো’র রেস্তোরাঁ চালু করবে।