State Govt takes firm steps against bullying in schools

The Bengal Government has recently set up safety and security monitoring committees in government-run and government-aided schools, one of whose primary objectives is to treat cases of bullying with special importance.

Through this measure, the government has made it clear that it would not tolerate any form of bullying in schools. The government wants all schools in the state to ensure that no student suffers (and the suffering can often lead to serious consequences, both physical and psychological) due to bullying.

According to a senior official of the School Education Department, if incidents of bullying occur, the school needs to take firm steps. A report on the steps taken has to be then submitted to the government.

The Education Department plans to compile these reports and use the expertise gained to develop a policy for tackling bullying in the near future.

 

স্কুলে বুলিং-এর বিরুদ্ধে করা পদক্ষেপ রাজ্যের

রাজ্য সরকারের উদ্যোগে সরকার চালিত ও সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে চালু হয়েছে নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটি। এই কমিটির প্রধান উদ্দেশ্য স্কুলে স্কুলে বুলিং-এর ঘটনাগুলি গুরুত্ব সহকারে দেখা।

এই পদক্ষেপের সঙ্গে সরকার পরিষ্কার বার্তা দিয়েছে, স্কুলে কোনওরকম বুলিং-এর ঘটনা বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার চায় রাজ্যের কোনও স্কুলে কোনও পড়ুয়া বুলিং-এর জন্যও কোনও রকম মানসিক বা শারীরিক যন্ত্রণার স্বীকার না হয়।

স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায়, স্কুলে বুলিং-এর কোনও ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রিপোর্ট করে সরকারকে পাঠাতে হবে।
শিক্ষা দপ্তর এই রিপোর্ট গুলি একত্র করে পরিকল্পনা তৈরি করতে চায় যাতে ভবিষ্যতে এরম ঘটনা আর না ঘটে।

 

Source: The Statesman