Muslin gaining popularity at Biswa Bangla stores

Due to the sustained effort of Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government, muslin is gaining popularity again. This is evident from the fact that the sale of muslin products at Biswa Bangla outlets – in Bengal and Delhi – has been rising steadily.

Having its origin in Dhaka, and hence called ‘Dhakai muslin’ in Bengali, the fabric is the pride of Bengal, when it comes to handmade fabrics. Muslin is made from the finest cotton, weaved into a glossy and a very light fabric, and hence an embodiment of royalty and luxury.

The muslin products sold through Biswa Bangla outlets are in high demand – sarees, handkerchiefs and jewellery for women, and shirts for men. The glossy jewellery and sarees are quick attraction-grabbers for the eyes of customers.

After coming to power in 2011, Mamata Banerjee had taken a special initiative to organise the weavers of muslin. There are around 300 families who are associated with the production of muslin sarees. They have been given training by experts to bring their designs and production techniques up-to-date and a Muslin Hub has come up in the district of Nadia, the traditional centre for muslin in the State. An exclusive outlet named Club Muslin has also been opened at the Dakshinapan shopping complex in Kolkata.

In keeping with the times, along with sarees, the weavers are also manufacturing kurta, pyjama, kurti, handkerchief, bed linen and costume jewellery. Kurta, pyjama and kurti are available in different colours.

Source: Millennium Post

Joynagarer moa to be sold in foreign countries soon

Joynagarer moa, that is, moa (a type of sweet roasted-rice-based ball) from Joynagar, is a traditional favourite among Bengalis. It is available only during the winter season, when the ingredients are available. Now, with the help of the State Government, this traditional sweetmeat is going to be exported.

Being unique to Joynagar in South 24 Parganas district, the sweetmeat got a geographical indication (GI) tag, for which process the Bengal Government had played an active part.

Over the last few years, this unique sweet is being widely marketed. Significantly, it is available in the Biswa Bangla Stores at the airports, as a result of which foreign tourists too have got a taste of it, and have appreciated it as well.

This goodwill would now be put to good use, as packets of moa are going to be exported.

Packets would also be more widely available in the state, in shopping malls, departmental stores and big sweet shops.

Source: Bartaman

এবার বিদেশে পাড়ি দেবে রাজ্যের জি.আই. প্রাপ্ত জয়নগরের মোয়া

বাংলার রসগোল্লার মতেই বাঙালির অত্যন্ত প্রিয় জয়নগরের মোয়া। রসগোল্লার আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের খেতাব (জিআই) পেয়েছে জয়নগরের মোয়া। আর জিআই পাওয়ার পর এই প্রথম বিদেশের বাজারে পাড়ি দিতে চলেছে ‘জয়নগরের মোয়া’।

এই ডিসেম্বরেই নলেন গুড় ও কনকচূড় ধান দিয়ে তৈরি প্যাকেট করা মোয়া দক্ষিণ শহরতলির সীমানা ছাড়িয়ে রপ্তানির জন্য পাড়ি দেবে। বিশেষভাবে তৈরি প্রতিটি প্যাকেটে ১০টি করে মোয়া থাকবে। যার একটির দাম পড়বে ২০ টাকা। পাশাপাশি এবারই প্রথম কলকাতার বড় বড় শপিং মল, বিপণি ও প্রতিষ্ঠিত মিষ্টির দোকানেও জিআই-এর লোগোসহ জয়নগরের মোয়া পাওয়া যাবে। জানা গিয়েছে, বিদেশে মোয়া পাঠানোর বিষয়ে প্রাথমিক পর্যায়ে উদ্যোগ নিয়েছে জেলা শিল্প কেন্দ্র।

দীর্ঘ লড়াইয়ের পর ২০১৫ সালের ২৩ মার্চ স্বত্ব স্বীকৃতি হিসাবে ‘মোয়ার’ জিআ‌ই পায় জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটি। তার আড়াই বছর পর প্রথম সেই জয়নগরের মোয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিল্প কেন্দ্র। প্রথম পর্যায়ে বাংলাদেশ দিয়ে এর যাত্রা শুরু হচ্ছে। পরবর্তী সময়ে ব্রিটেন ও অন্য দেশগুলিতে পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।

রাজ্য সরকারের বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশনের হাত ধরে জয়নগরের মোয়া প্রথম দমদম বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণিতে জায়গা পেয়েছিল। সেখান থেকে বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেই মোয়া কিনেছেন। তার ফলে এবার চাহিদা আরও বেড়েছে। এমনিতে অনলাইনে মোয়া কেনার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে এবার বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন আগে থেকে মোয়ার অর্ডার দিয়ে রেখেছে। এছাড়া কলকাতার বেশ কয়েকটি নামী শপিং মল ও একটি মিষ্টির দোকান জয়নগরের মোয়া কিনবে বলে চুক্তি করছে।

Website for Biswa Bangla Sharad Samman 2017 launched

The refurbished website for 2017 Biswa Bangla Sharad Samman has been launched by Bengal Government. The website has been given a completely new look, with new sections being added.

The Samman, or awards by the Bengal Government for the best Durga Pujas, are a keenly awaited feature of the festival every year. The concept of these awards is the brainchild of Chief Minister Mamata Banerjee, who gives away the awards every year. The first awards were presented in 2014.

The home page is designed with beautiful pictures of Goddess Durga, taken from some of the award-winning Pujas of the past years. There are five broad sections, which can be accessed from tabs on the top of the home page. They are: About, Winners, Application, Photo Gallery and Contact Us.

The ‘Winners’ section has the details of the past winners (2017 winners will be added to this page too), while the ‘Application’ section is where details about applying for the awards can be found. For any query, one can go to the ‘Contact Us’ section. The home page also has links to the Facebook and Twitter pages of Biswa Bangla Sharad Samman.

Application forms would be available and filled-up forms can be submitted from September 4 to 14, from 12 to 7 pm.

The awards are given in four categories – Kolkata, Rest of Bengal, Rest of India and Rest of World.

Click here to visit the website 

 

চালু হল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭-র ওয়েবসাইট

চালু হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭র ওয়েবসাইট। যুক্ত হয়েছে অনেক নতুন বিভাগ।

দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হল রাজ্য সরকার প্রদত্ত বিশ্ব বাংলা শারদ সম্মান। এই প্রয়াসটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। ২০১৪ সাল থেকে শুরু হয় এই সম্মাননা প্রদান। কলকাতা, জেলা, বাংলার বাইরে এবং দেশের বাইরের শ্রেষ্ঠ পুজোগুলোকে সম্মান জানানো হয় এর মাধ্যমে।

এই ওয়েবসাইটের হোমপেজটি দুর্গাপুজোর বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সজ্জিত। এই ছবিগুলি নেওয়া হয়েছে গত কয়েক বছরের শ্রেষ্ঠ পুজোগুলি থেকে। নতুন এই ওয়েবসাইটে ৫টি বিভাগ আছে: অ্যাবাউট, উইনার্স, এপ্লিকেশন, ফটো গ্যালারি, কন্টাক্ট আস।

উইনার্স বিভাগে গত ৩ বছরের বিজয়ীদের ব্যাপারে বিশদে তথ্য আছে। এপ্লিকেশন বিভাগে বলা আছে কিভাবে পুজো উদ্যোক্তারা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। কিছু জিজ্ঞাস্য থাকলে তা জানা যাবে কন্টাক্ট আস বিভাগে। হোমপেজে বিশ্ব বাংলা শারদ সম্মানের ফেসবুক ও টুইটার পেজের লিঙ্ক দেওয়া আছে।

আবেদন পত্র জমা দেওয়া যাবে সেপ্টেম্বরের ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত (রোজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) এই ঠিকানায়:

কলকাতা তথ্যকেন্দ্র, (দ্বিতীয় তল) (রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গনের সন্নিকটে), ১/১ আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা – ৭০০০২০।

যোগাযোগঃ feedback.bbss@gmail.com

ওয়েবসাইটঃ www.biswabanglasharadsamman.com

ফোনঃ ৯৬৭৪০৩১৩৩২/৯৮৩১৪৭৪৯৯০