Indian e-commerce giant Flipkart to invest Rs 650 crore in Bengal

Flipkart, the e-commerce major, has decided to set up an integrated logistics hub on 80 acres in Bengal to facilitate faster delivery to buyers in the eastern and north-eastern parts of the country.

Flipkart plans to develop 40 lakh square feet in phases, and the investment will be around Rs 650 crore. The hub will result in the creation of jobs for 5,000 people.

The logistics hub will house several Flipkart fulfilment centres and sorting centres and will act as the node of the company’s east India operations. The vice-president of the company said the idea is to move closer to demand centres.

The logistics hub would improve supply-chain efficiency and reduce costs by deploying mechanised warehousing and leveraging technology for intelligent transport systems.

With the goods and services tax (GST) doing away with multiple state level taxes, e-commerce firms are increasingly exploring ways to manage the supply chain with fewer but larger warehouses. The Bengal Government has identified the potential of the sector and has prepared a policy to support the sector, announced at the Bengal Global Business Summit (BGBS) in January.

৬৫০ কোটির বিনিয়োগে রাজ্যে এবার লজিস্টিক হাব, নয়া শিল্পে সরাসরি ৫০০০ কর্মসংস্থান

রাজ্যে বাণিজ্য সম্মেলন থেকেই শিল্প সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছিল। এবার সেই সম্ভাবনার সঙ্গে তাল মিলিয়েই রাজ্যে আসছে আরও বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার রাজ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। তারা এবার লজিস্টিক হাব তৈরি করবে রাজ্যে। আর এই হাব হলে সরাসরি পাঁচ হাজার কর্মসংস্থান হবে। পরোক্ষে ১৫ হাজার কর্মসংস্থান হতে পারে বলে জানানো হয়েছে শিল্প দপ্তরের তরফে।

ইতিমধ্যে সংস্থার তরফে রাজ্যে জমি পরিদর্শন করে গিয়েছেন সংস্থার আধিকারিকরা। রাজ্যের শিল্প দপ্তরের পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছে, জমি কোনও সমস্যা হবে না। খড়গপুর ও পানাগড়ের শিল্প তালুকে জমি পরিদর্শনও করানো হয়েছে। এবার ফ্লিপকার্ট কোন জায়গাকে বেছে নেন, তা জানানোর পরই এ ব্যাপারে চূড়ান্ত হবে মৌ।

একই জায়গায় ৮০ একর জমির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংস্থাটি। ৪০ লক্ষ বর্গফুট জুড়ে এই লজিস্টিক হাব তৈরি করবে ফ্লিপকার্ট। নিজেরাই বাংলাকে তারা বেছে নিয়েছে বিনিয়োগের জন্য। বাংলার বাজারকে তাঁরা কাজে লাগাতে চাইছেন। আর বাংলা থেকে সেই সাড়াও তাঁরা ইতিমধ্যে পেয়েছেন। পরিকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকবে, এমন জায়গা বেছে নেওয়াই এই শিল্পোদ্যোগের পরবর্তী ধাপ। রীতিমতো সমীক্ষা করে তারা রাজ্যে লগ্নির প্রস্তাব দিয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় শিল্প নীতি বিষয়ক দপ্তরের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়েছে, এ রাজ্য শিল্পোদ্যোগ তৈরিতে এক নম্বর। তারপরই এই বিনিয়োগ বার্তা রাজ্যের শিল্প পরিচায়ক বলেই মনে করছে শিল্পমহল।

 

Adani group to double their investment in Bengal

The Bengal Global Business Summit (BGBS) 2018 ended on a positive note with 20 lakh job opportunities in the offing.

The second day has started on a bright note with Adani Group promising to double their investment of Rs 750 crore in the state.

Pranav Adani from the group expressed interest to invest in port, agriculture and power sectors today.

Adani said the money would be pumped in to double the capacity of the edible oil refinery at Haldia from 1,600 tonne per day in the next five years. Packaging would also be expanded from 1,200 tonne to 1,800 tonne.

In power sector, Adani said, they are keen on offering their expertise in transmission and renewable energy.

 

বাংলায় দ্বিগুন বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে ২০ লক্ষ কর্মসংস্থান তৈরী হল রাজ্যে। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতেই আশাপ্রদ খবর নিয়ে এল আদানি গোষ্ঠী। রাজ্যে তাদের বিনিয়োগ (৭৫০ কোটি টাকা) করার কথা জানালেন প্রণব আদানি। বন্দর, কৃষি ও বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ করবেন তারা।

হলদিয়ার ভোজ্য তেল শোধনাগারের ক্যাপাসিটি আগামী পাঁচ বছরে দ্বিগুন করতে বিনিয়োগ করা হবে। এখন দৈনিক ১,৬০০ টন ক্যাপাসিটি এই শোধনাগারের। প্যাকেজিংয়ের ক্যাপাসিটিও ১,২০০ টন থেকে ১,৮০০ টন করা হবে।

অচিরাচরিত শক্তি উৎপাদনের ক্ষেত্রেও বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী।

 

 

Investments in north Bengal worth Rs 2,345.82 Cr: Dr Amit Mitra

The 5th North Bengal Conclave has turned out to be a big boost to industry in the region. Dr Amit Mitra, Bengal’s Finance and Industry & Commerce Minister, said at the day-long summit on December 5, which he had inaugurated, that the region has received investments worth Rs 2,345.82 crore over the last two years.

He explained the figure thus: Expressions of interest worth Rs 888 crore were signed at the conclave, and during the Agro Synergy in May 2017, it was approximately Rs 600 crore. Combining these with the work undertaken in 2015, and proposed investments and new projects, the figure comes to a staggering Rs 2,345.82 crore.

He also said that this is just an indicative figure, implying that more is to come adding that there is huge potential in north Bengal, and the State Government will do everything to attract investments in the region.

 

উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ শিল্পপতিদের

শিল্প সম্মেলনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করলেন শিল্পপতিরা।

শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় সিআইআই শিল্প সম্মেলনের আয়োজন করেছিল। বাংলাদেশ ও ভুটান থেকেও শিল্পপতিরাও এখানে আসেন। এ ছাড়া উত্তরবঙ্গের আট জেলার শিল্পপতিরাও অংশ নেন। বাংলাদেশের শিল্পপতিরা উত্তরবঙ্গের পর্যটন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ আবেদন করে ভারতের শিল্পপতিদের বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করতে।

উত্তরবঙ্গে বিনিয়োগে অনেক সুযোগ, পাহাড় থেকে সমতলে সব জায়গায় বিনিয়োগ করা যায়। শিলিগুড়ি সংলগ্ন গাজোলদবায় ভোরের আলোতে পর্যটন হাব তৈরী হচ্ছে। সেখানেও বিনিয়োগ করা যায়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি জেলায় ল্যান্ড ব্যাঙ্ক তৈরী হয়েছে। শিল্পের সমস্ত প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করে। বাগডোগরা থেকে বাংলাদেশ পর্যন্ত বিমান চালানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ১৭০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

Source: Millennium Post