Successful ‘Sukanyas’ to be felicitated today

After the successful completion of the first two batches of the project, Sukanya that was taken up to provide self-defence training to schoolgirls, the Bidhannagar, Barrackpore and Howrah Police

Commissionerates have now taken steps to start the third batch.
Participants of all the three commissionerates will be felicitated at a programme to be held at Howrah Sarat Sadan on March 28. They will be given certificates.

It may be mentioned that the Sukanya project for all these three commissionerates was launched in July 2017. The project was introduced in the three commissionerates after it became immensely successful in Kolkata.

It is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the initiative has provided an international platform to the girls who underwent self-defence training. Six girls had participated in the Kickboxing World Cup in 2016 held in Russia and won five gold medals, two silvers and two bronzes.

In the first phase, girl students of 26 schools in the jurisdiction of the three police commissionerates underwent training and they will be performing at the March 28.

 

 

কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে আজ

 

মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে শহরের কিছু স্কুলগুলিকে নিয়ে কলকাতা পুলিশ চালু করেছিল ‘সুকন্যা’ প্রকল্প। সেই প্রকল্পের সাফল্যের পর ২০১৭ সালে বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ২৬টি স্কুলে শুরু করা হয় এই প্রকল্প।

এই প্রকল্পের প্রথম দুই ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই। আজ হাওড়ার শরৎ সদনে এই কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ৬ জন সুকন্যা রাশিয়ায় অনুষ্ঠিত কিক-বক্সিং বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় তারা পাঁচটি সোনার পদক, দুটি রুপোর পদক, দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

Source: Millennium Post

New police commissionerate to be set up in Hooghly district

The Bengal Government is planning to set up a police commissionerate in Hooghly district. It is expected that the new police commissionerate will be named Chandannagar Police Commissionerate.  This will be the sixth police commissionerate in Bengal after the change-of-guard in the state after Howrah, Bidhannagar, Barrackpore, Asansol-Durgapur and Siliguri police commissionerates.

As many as nine police stations including Bhadreswar, Rishra, Serampore, Chinsura, Dankuni and two women police stations will be under the police commissionerate. The remaining 17, including a woman police station, will remain under the jurisdiction of the state police that will be headed by the Superintendent of Police.

The proposal was mooted to ensure better policing in the area and the bifurcation has been done in such a manner that all the police stations under the jurisdiction of the proposed police commissionerate are along the river Hooghly.

According to plans, the headquarters of the police commissionerate will be Chinsura while the headquarters of the Hooghly rural part will be Singur. After Trinamool Congress took charge of the Government, Chief Minister Mamata Banerjee had taken steps to set up separate police commissionerates in urban parts of the districts.  At the same time, the area that was under the jurisdiction of Kolkata Police was also doubled.

 

হুগলী জেলায় একটি নতুন পুলিশ কমিশনারেট গঠন করছে রাজ্য সরকার  

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য আরও একটি নতুন কমিশনারেট গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হুগলী জেলা থেকে আলাদা করে তৈরী হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট, এটি ষষ্ঠ পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই ৫টি পুলিশ কমিশনারেট রয়েছে রাজ্যে। এগুলি হল – হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়ি কমিশনারেট।

এই নতুন পুলিশ কমিশনারেটের অধীনে রয়েছে চুঁচুড়া, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিষড়া সহ ৭ টি থানা ও ২ টি মহিলা থানা। পাশাপাশি হুগলী জেলা গ্রামীণে থাকবে অবশিষ্ট ১৭ টি থানা যার মধ্যে ১টি মহিলা থানা।

হুগলী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

পরিকল্পনা অনুযায়ী, এই নতুন কমিশনারেটের হেড কোয়ার্টার হবে চুঁচুড়ায়। হুগলী জেলা পুলিশের সদর দপ্তর তৈরী হবে সিঙ্গুরে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আলাদা আলাদা পুলিশ কমিশনারেট তৈরীর উদ্যোগ নিয়েছেন। এর পাশাপাশি, কলকাতা পুলিশ আওতাধীন এলাকাও দ্বিগুণ করা হয়েছে।