Silver lining for tiger widows of Sundarbans

In a silver lining for tiger widows, that is, the women whose husbands have been killed in tiger attacks, the Bengal Government’s Panchayats and Rural Development Department has decided to adopt the villages in the Sundarbans where these widows live.

Many villages in the region are dominated by women whose have lost their husbands in this way, mostly while venturing out to remote islands to fish or while collecting honey from forests.

Bengal Panchayats Ministers, announced this decision recently. He said that the government would soon come up with a policy. He said that after a study, the department has found that most of the people in the villages can be accommodated in some State Government policy or the other, like Jal Dharo Jal Bharo, etc.

The department has identified 11 such villages, of which three would be adopted initially.

 

 

সুন্দরবনের ‘বিধবা গ্রাম’ এবার দত্তক নেবে রাজ্য

 

মধু সংগ্রহ করতে গিয়ে বা মীন ও কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বহু মানুষকে বাঘের পেটে যেতে হয়। বাঘের আক্রমণে অনেকের মৃত্যুও ঘটেছে। এমন ঘটনায় অনেক মহিলাই বিধবা হয়েছেন। বিধবার সংখ্যা বেশি রয়েছে এমন গ্রাম রয়েছে ১১টি। সেই সব গ্রামকে স্থানীয় ভাষায় ‘বিধবা গ্রাম’ বলে। সেই বিধবা গ্রামকে মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই এবার দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরে যে ১৫-১৬টি ফ্ল্যাগশিপ কর্মসূচি চলছে, তা সেখানেও করে চালু করে গ্রামগুলিকে সাজিয়ে তোলা হবে। ওই সব পরিবারের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও আর্থিকভাবে সাহায্য করা হবে।

পঞ্চায়েত মন্ত্রী বলেন, সুন্দরবনে অনেককে বাঘে তুলে নিয়ে যায়। তাঁদের স্ত্রী-সন্তান রয়েছেন। মধু আনতে গিয়ে এই ঘটনা ঘটে। আমরা ওই গ্রামগুলিকে উন্নত করব বলে ঠিক করেছি। সেখানকার বিধবা ও সন্তানদের সরকারি সাহায্য করা হবে। বিধবাদের ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর কাজ দেওয়া হবে। বাংলার আবাস যোজনায় তাঁদের বাড়ি তৈরি করে দেব। নারেগা প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজ দেব। প্রাথমিকভাবে দু-তিনটি গ্রামকে দত্তক নেব। আস্তে আস্তে সবক’টি গ্রামকেই সাজিয়ে দেব। সেই সঙ্গে বিধবা মহিলা ও তাঁর সন্তানকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাঘের আক্রমণে বিধবা গ্রামের ১০ জন নিহতের স্ত্রীকে ১০ হাজার টাকা করে তুলে দেন পঞ্চায়েত মন্ত্রী।

Source: The Statesman