Modern correctional home coming up in Baruipur

A modern, state-of-the-art correctional home with international standards is coming up at Tangtala in the Baruipur block of South 24 Parganas district. Inmates of Alipore Correctional Home will be shifted to this facility.

Spread over a few acres, the proposed home consists of a couple of large white buildings, which will be equipped with modern technology in every aspect required for such homes.

The home will have cells with modern facilities and procedures. The cells will have iron bars in front so that the entire room can be seen from the outside. More than 1,000 inmates will be housed in these cells.

Several recreational and sports facilities will be built at the home. A playing field, a gym, a vocational training centre, a hospital, a kitchen as well as a modern auditorium for cultural programmes are being built at the correctional home.

A high wall will surround the complex, with watchtowers and CCTV cameras. Laser technology will also be used for security.

 

বারুইপুরে সংশোধনাগার একেবারে বিদেশি ধাঁচের

যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত ধরে কাজ চলছে। ফাঁকা জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে সাদা রঙের দুটি বিশাল বাড়ি। তিনতলা এই বাড়ি দুটিই হল সংশোধনাগারে বন্দীদের থাকার জায়গা।

অনেকটা বিদেশি ধাঁচে সংশোধনাগার গড়ে তোলা হচ্ছে বারুইপুরের টংতলায়। কয়েক একর জমিতে নতুন সংশোধনাগার তৈরীর কাজ শেষ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সংশোনাগারে বিদেশী ধাঁচের সঙ্গে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হচ্ছে বলে কারা দপ্তর সূত্রে খবর। আলিপুর থেকে কেন্দ্রীয় সংশোধনাগারটিকে এখানে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধনাগারের একতলা থেকে তিনতলা জুড়ে আধুনিক ঘর বানানো হয়েছে। আর সেই ঘরের সামনের দিকে লোহার দরজা দেওয়া হয়েছে। বাইরে থেকে ঘরের ভেতরের সব কিছু যাতে দেখা যায় তারই ব্যবস্থা করা হয়েছে। পরপর এই ঘরগুলিতে বন্দিদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। যেমনটা দেখা যায় বিদেশী সংশোধনাগারে। এই সংশোধনাগারগুলিতে হাজারের ওপর বন্দি রাখার ব্যবস্থা করা হচ্ছে।

শুধু তাই নয়, এই সংশোধনাগারের বন্দীদের জন্য নানা রকমের আধুনিক ব্যবস্থাও করা হচ্ছে। সংশোধনাগারের মধ্যেই তৈরী করা হচ্ছে বন্দীদের জন্য খেলার মাঠ। তাদের শরীরচর্চার জন্য আধুনিক জিমেরও ব্যবস্থা থাকছে, যোগব্যায়াম চর্চাকেন্দ্র তৈরী করা হচ্ছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকছে, এমনকী সংস্কৃতিচর্চার জন্য অডিটোরিয়ামও তৈরী করা হবে, থাকছে আধুনিক হাসপাতাল, রান্নাঘর প্রভৃতি। খোলামেলা পরিবেশে বন্দীদের সংশোধনের কাজ চালাবেন কারা কর্তৃপক্ষ।

শুধু পুরুষদেরই নয়, এখানে মহিলাদেরও রাখার ব্যবস্থা থাকছে। তাদের জন্যও আলাদা সংশোধনগার তৈরী করা হচ্ছে। সেখানে মহিলা বন্দিরাই থাকতে পারবেন।

সংশোধনাগারের সুরক্ষায় আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। সংশোধনাগারকে ঘিরে সু–উচ্চ পাঁচিলের বেষ্টনী তো থাকছেই। তার সঙ্গে থাকছে ওয়াচটাওয়ারের নজরদারি। সিসি টিভি ক্যামেরাতেও নজরদারির ব্যবস্থা হচ্ছে। এছাড়াও লেসার সেন্সার টেকনোলজির মতো আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হবে বলে জানা গেছে। লরি লরি মাটি ফেলে জায়গাটিকে উঁচু করা হচ্ছে। সংশোধনাগারের আধিকারিক ও কর্মীদের থাকার ব্যবস্থাও করা হবে।

Image is representative

 

Aroma garden in Baruipur being set up by MSME Dept

The aroma industry is coming up in Bengal in a very big way. Towards that end, the State Micro, Small and Medium Enterprises (MSME) Department is setting up two aroma gardens – one on 4 acres at Baruipur in South 24 Parganas district and another on 40 acres in Jhargram.

For the latter, the Paschimanchal Unnayan Affairs (PUA) Department will also assist the MSME Department.

Oil will be extracted from the plants and trees, even from the roots. Experts will identify the plants to be planted.

Aroma therapy is used in beauty treatment and also to cure some diseases. Lavender, rosemary and lemon grass are being planted in Baruipur.

বারুইপুর ও ঝাড়গ্রামে ‘আরোমা গার্ডেন’ তৈরী করছে রাজ্য

রাজ্যের সুগন্ধি শিল্পের বিকাশের উদ্দেশ্যে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর দুটি সুগন্ধি বাগান তৈরী করছে। একটি গড়া হবে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ৪ একর জমির ওপর। অন্যটি গড়া হবে ঝাড়গ্রামে ৪০ একর জমিতে। ঝাড়গ্রামের বাগানটির জন্য ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরকে সহযোগিতা করবে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর।

বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন কোন কোন প্রজাতির গাছ এখানে রোপণ করা হবে। এই বাগানের সুগন্ধি গাছগুলি থেকে তেল সংগ্রহ করা হবে, এমনকি গাছের গোড়া থেকেও করা হবে তেল সংগ্রহ। বেশ কিছু রোগ নিরাময়ে আরোমা থেরাপি ও বিউটি ট্রিটমেন্টের ব্যবহার করা হয়ে থাকে।

বারুইপুরে ল্যাভেন্ডার, রোসমেরী ও লেমন গ্রাস গাছ রোপণ করা হচ্ছে।

Source: Millennium Post

Image is representative