‘Synergy’ meet organised to boost MSMEs in Hills

On the heels of the two-day long Hill Business Summit, a “Synergy” meet was organised in Darjeeling by the Micro Small and Medium Enterprises (MSME) department in collaboration with the Confederation of Indian Industries (CII).

Proposals amounting to a sum of around Rs 9 crore have been submitted by different enterprisers in the micro and small sector.

“Synergy”, a one stop destination provides logistical support to MSMEs by providing single point contact; scheme procedures; schemes for startups; upgradation of existing old industries; know how on formation of industrial cooperatives and market access.

Stalls were put up by different departments under the State Government and the Gorkhaland Territorial Administration including MSME, Land, Labour, Power, Fire and Emergency Services, Finance, Tourism, Horticulture. Around 200 entrepreneurs visited.

 

পাহাড়ে অনুষ্ঠিত হল ‘সিনার্জি’ বৈঠক

দার্জিলিং পাহাড়ে উত্পাদিত চকোলেট, নুডলস, ঝাড়ু সহ অন্যান্য সামগ্রী বিশ্ব বাংলা স্টলের পাশাপাশি বিভিন্ন শপিংমলের বিপণনকেন্দ্রে রেখে বিক্রিতে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এরই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পেতে যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে সেগুলিরও দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র ও কুটিরশিল্প বিভাগের ডিরেক্টর।

দার্জিলিঙে স্থানীয় উদ্যোগপতিদের নিয়ে ‘সিনার্জি’ নামে আলোচনা সভায় তিনি জানান, পাহাড়ের ছোটো উদ্যোগপতিদের তৈরি জিনিসপত্র বিক্রিতে ‘এক জানালা’ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। এই বৈঠকে ৯ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে।

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ‘এক জানালা’ ব্যবস্থার মাধ্যমে সব পরিষেবা প্রদানই হল সিনার্জি বৈঠকের লক্ষ্য। বিভিন্ন প্রকল্পের প্রক্রিয়া সম্বন্ধে তথ্য থেকে শুরু করে, স্টার্টআপগুলির জন্য কি কি প্রকল্প আছে সেই সম্বন্ধে তথ্য দেওয়া হয় সিনার্জিতে। তাছাড়া, পুরোনো শিল্পের আপগ্রেড, শিল্প সমবায় তথা মার্কেট এক্সেস সম্বন্ধেও জানা যায় এখানে।

পাহাড়ের ‘সিনার্জি’’ বৈঠকে রাজ্য সরকার ও জিটিয়ের বিভিন্ন দপ্তর স্টল দিয়েছিল। উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন উদ্যোগপতি।

You give us peace, we will give you prosperity: Mamata Banerjee at Hill Business Summit

Chief Minister Mamata Banerjee today inaugurated a two-day industrial meet in Darjeeling. In her speech, she highlighted the potential of the region in the eco-friendly sectors of IT, tourism, horticulture, agro industries, medicinal plants, food processing and education.

There will be sessions from 11 AM to 3 PM tomorrow. The Chief Minister will be present during the sessions on the second day also. Finance Minister Dr Amit Mitra is also present at the meet.

This is for the first time that such a meeting is taking place in the Hills.

Highlights of the Chief Minister’s speech:

It is our proud privilege that we are organising this kind of summit in the Hills for the first time

Darjeeling Hills have a huge potential. Tea, trade, tourism, transport are its mainstay. Horticulture, food processing, skill development and software industry sectors can also be explored.

This kind of initiative (business summit) will go a long way in job creation.

Arrangements were made for this summit within a month. We thank GTA for all the cooperation.

Bengal is going ahead. Bengal means business.

We are No. 1 in India in ease of doing business, e-reforms, e-governance, skill development, agriculture and other sectors.

You give us peace, we will give you prosperity.

Darjeeling lost more than Rs 1000 crore in the strike last year. People of Darjeeling were the biggest sufferers.

Let us make a new beginning. Let us prepare a plan of action. Government will provide all support and cooperation.

The young generation has immense potential. The youth of Darjeeling are very skilled, and can be used in any industry.

Two IT Parks are coming up in Kalimpong and Darjeeling.

We are coming up with proper plan regarding harnessing the horticulture sector – orchids, herbs, even cinchona medicine plant.

An education hub is coming at Kurseong. A new medical college will be set up.

A lot can be done for the development of Darjeeling. We are developing some cottages at Tiger Hill. There are plans for the development of Sandakphu, Kurseong, Mirik and Kalimpong also.

We want to set up industry and folk centre at Mirik. Steel hub, horticulture hub, health hub – a lot can be done in the Hills.

We must ensure Darjeeling is green and clean.

We must shun violence. Political leaders might gain from violence, not the common people.

There is enough scope in tourism sector. In Bengal, we have hill, forest and even sea.

Earlier, Darjeeling was neglected and not taken care of. Now, I come to the Hills every two or three months.

Our government will give you Rs 100 crore for promotional development and job-oriented industries.

Let us compete on the agenda of development.

We want the people of Darjeeling to prosper. I would request the Centre not to play divisive politics in the Hills for the sake of one Lok Sabha seat.

I thank my industry friends for taking interest and coming to the Hills. After the rains yesterday, Kanchenjunga is smiling today.

 

শান্তি থাকলেই সমৃদ্ধি, পাহাড়ে বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

আজ দার্জিলিঙে দুদিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কাল এই সম্মেলন চলবে সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

এই প্রথম পাহাড়ে এরকম একটি সম্মেলন হচ্ছে।

তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে – তথ্যপ্রযুক্তি, পর্যটন, উদ্যানপালন, কৃষি শিল্প, ঔষধি গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ও শিক্ষা – পাহাড়ের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

এই প্রথমবার পাহাড়ে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দার্জিলিংবাসীকে অভিনন্দন জানাই।

দার্জিলিংএ বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। চা, বাণিজ্য, পর্যটন, পরিবহণ এগুলোতে তো সুযোগ আছেই। এছাড়া, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, দক্ষতা উন্নয়ন, সফটওয়্যার এগুলোতেও সম্ভাবনা আছে।

এখানকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এরকম উদ্যোগ খুব প্রয়োজন।

জিটিএ এই সম্মেলন করার আবেদন করেছিল, আমরা তার এক মাসের মধ্যে এই সম্মেলন করেছি। জিটিএ কে ধন্যবাদ সবরকম সহযোগিতা করার জন্য।

বাংলা নিজেকে প্রমাণ করেছে, বাংলা এগিয়ে চলেছে। বাংলা মানেই বাণিজ্য।

শিল্প করার সুবিধা, দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, কৃষিতে, ই-টেন্ডার, ই-রিফর্ম, ই-গভর্নেন্স – সবেতেই আমরা দেশে শীর্ষে।

পাহাড়ে শান্তি থাকলেই সমৃদ্ধি আসবে।

গত বছর ৬ মাসের বন্ধে দার্জিলিঙের ১০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। জনগণের সব থেকে বেশী ভোগান্তি হয়।

আসুন নতুন করে শুরু করি, শান্তিতে শুরু করি। আমাদের সরকার সবরকম ভাবে সাহায্য করবে।

দার্জিলিঙের যুব সম্প্রদায়ের দক্ষতা আছে। তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। বিভিন্ন শিল্পে তাদের কাজে লাগানো যেতে পারে।

আমরা দার্জিলিং ও কালিম্পঙে দুটি আইটিপার্ক তৈরী করছি।

আমরা কৃষি ও উদ্যানপালনের জন্য পরিকল্পনা করছি। অর্কিড, ফুল, সিঙ্কোনা মেডিসিন প্ল্যান্ট কীভাবে কাজে লাগানো যায়, দেখা হচ্ছে।

কার্শিয়ঙে এডুকেশন হাব তৈরী করা হচ্ছে। নতুন মেডিক্যাল কলেজও তৈরী হচ্ছে।

দার্জিলিঙের অনেক জায়গার আরও উন্নয়ন করা যায়, টাইগার হিলেও কয়েকটা কটেজ তৈরীর পরিকল্পনা আছে। সান্দাকফু, কার্শিয়ং, মিরিক, কালিম্পঙের উন্নয়ন করা যায়।

আমরা মিরিকে শিল্প ও লোককেন্দ্র গড়তে চাইছি। স্টীল হাব, উদ্যানপালন হাব, হেলথ হাব, এখনও অনেক কিছু করা বাকি আছে।

দার্জিলিঙকে স্বচ্ছ এবং সবুজ রাখতে হবে।

এখানে যেন আর কোনও অশান্তি না হয়। এই অশান্তিতে কিছু রাজনৈতিক নেতার ফায়দা হয়, সাধারন মানুষের না।

পর্যটনে আমাদের অনেক সুযোগ আছে। আমাদের পাহাড়, জঙ্গল, সমুদ্র সব আছে।

আগে দার্জিলিঙকে অনেক উপেক্ষা ও অবহেলা করা হত। এখন তো আমি দু-তিন মাসে একবার পাহাড়ে আসি।

দার্জিলিঙে কর্মসংস্থান-মুখী শিল্প গড়ে তোলার জন্য আমাদের সরকার ১০০ কোটি টাকা দেবে।

উন্নয়নের কাজে প্রতিযোগিতা করুন।

দিল্লীর কাছে একটাই অনুরোধ, দার্জিলিংকে সুস্থ থাকতে দিন, দার্জিলিংকে টুকরো করতে কাউকে সাহায্য করবেন না। রাজনীতির জন্য দার্জিলিংকে ভাগ হতে দেব না।

সকল শিল্পপতিকে ধন্যবাদ এখানে আসার জন্য, গতকাল শিলাবৃষ্টির পরও আজ কাঞ্চনজঙ্ঘা হাসছে।

 

 

Bengal Global Business Summit: Looking back at the last three years

Over the past three years, Bengal Global Business Summit has emerged as one of the foremost business summits in India. Some of the top industrialists have participated in these summits, along with several international companies.

The summits have brought substantial investments too, something that was unimaginable during the Left Front rule. Chief Minister Mamata Banerjee’s vision of industrial growth and prosperity for Bengal is bearing fruit.

The first edition of this summit was organised on January 7 and 8, 2015. The summit received participation from 20 countries and regions including the UK, Japan, USA, Singapore, Australia, China, Malaysia, Taiwan, Israel, Spain, Belarus, Czech Republic, Korea, Luxembourg and the neighbouring countries of Bangladesh, Nepal and Bhutan. Captains of Indian industry and global entrepreneurs were invited to share their experiences and their future business plans for the state. Investment proposals worth Rs 2.4 lakh crore were received.

The second edition of the summit was held on January 8 and 9, 2016. It has plenary sessions addressed by dignitaries from India and abroad and national and international speakers who shared their thoughts and experiences. The summit also focused on B2B (business-to-business) and G2B (government-to-business) interactions. BGBS 2016 had the presence of industry leaders, senior ministers from India and abroad, heads of business, and government leaders from 26 countries including USA, UK, Italy, Spain, Germany, Japan, China, Korea, Bhutan, Bangladesh, etc. participated in the Summit. Living up to the tagline of ‘Bengal Surging Ahead’, BGBS 2016 concluded on a very high and optimistic note. Rs 2.50 lakh crore of business announcements, business document exchanges, expressions of interest and investment proposals were received at the summit.

The third edition of the summit, held on January 21 and 22, 2017, resulted in expressions of interest and investment proposals worth Rs 2.35 lakh crore. It was inaugurated by Pranab Mukherjee, the President of India, and plenary sessions were addressed by dignitaries and business leaders, from both India and abroad. There was participation by over 4,000 delegates from across India and 29 other countries. Japan, Poland, Italy & Germany were the partner countries.

 

ফিরে দেখা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৫-১৭

গত তিন বছরে দেশের অন্যতম সফল বাণিজ্য সম্মেলন হিসেবে আত্মপ্রকাশ করেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। অনেক শীর্ষস্থানীয় শিল্পপতি ও আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশ নিয়েছে। এসেছে বিপুল বিনিয়োগ। এই শিল্পমুখী পরিস্থিতি বাম আমলে ছিল কল্পনার অতীত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সুফল এসছে।

প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয় ২০১৫ সালের ৭ ও ৮ জানুয়ারি। অংশ নেয় ২০টি দেশ: ব্রিটেন, জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, চিন, মালয়েশিয়া, তাইওয়ান, ইসরায়েল, স্পেন, বেলারুস, চেক রিপাবলিক, কোরিয়া, লুক্সেম্বরগ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল ও ভূটান। ভারতের পাশাপাশি বিদেশের নামী শিল্পপতিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে। ২.৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে।

দ্বিতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৮ ও ৯ জানুয়ারি। দেশ বিদেশের অতিথিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এই সম্মেলনে। এই সম্মেলনে জোর দেওয়া হয়েছিল বিজনেস টু বিজনেস ও গভার্ন্মেন্ট টু বিজনেস আলোচনার ওপর। এই সম্মেলনে ২৬টি দেশ অংশ নেয়: আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, জার্মানি, জাপান, চিন, কোরিয়া, ভূটান, বাংলাদেশ ও অন্যান্য দেশ। সম্মেলনের ট্যাগ লাইন ছিল ‘বেঙ্গল সার্জিং অ্যাহেড’। এই সম্মেলনে ২.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে।

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২১ ও ২২ জানুয়ারি। ২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রনব মুখোপাদ্ধ্যায় উদ্বোধন করেন এই সম্মেলন। দেশ বিদেশের শিল্পপতিরা বক্তব্য রাখেন। ২৯ টি দেশ থেকে ৪০০০ এরও বেশী প্রতিনিধি অংশ নেন এই সম্মেলনে। জাপান, পোল্যান্ড, ইতালি ও জার্মানি ছিল সম্মেলনের পার্টনার দেশ।

Metiabruz to be showcased as hub for readymade garments

Under the Trinamool Congress Government, during the last six years, the micro, small and medium enterprises (MSME) sector in Bengal has seen a remarkable turnaround.

In an effort to further cement the leading position of the state, the government will showcase Metiabruz in western Kolkata as a hub for readymade garments in a big way at the Bengal Global Business Summit (BGBS) 2018. This is expected to give a big boost to the MSME sector.

MSME and textiles have been major focus areas of Bengal in various business summits, including in BGBS. The 2018 edition of BGBS will be the fourth edition of this highly successful global business summit, initiated by Chief Minister Mamata Banerjee.

According to an official of the MSME Department, Bengal is the leader when it comes to readymade garments in the country, and Metiabruz contributes to the bulk of readymade garments across the city. However, the area is still unorganised, and so elaborate plans have been made to organise them and facilitate the traders so that they can export their produces to foreign countries.

BGBS 2018 will hold special sessions on textiles, apparel and engineering, involving the Apparel Export Promotion Council (AEPC), Clothing Manufacturers Association of India (CMAI) and Eastern India Garment Manufacturers and Exporters Federation (EIGMEF) in a big way.

মেটিয়াব্রুজকে রেডিমেড জামাকাপড়ের হাব হিসেবে তুলে ধরা হবে বাণিজ্য সম্মেলনে

তৃণমূল কংগ্রেসের শাসনকালে গত ৬ বছরে বাংলায় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে অভাবনীয় বিকাশ হয়েছে।

এই শিল্পের উন্নয়নের ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে মেটিয়াব্রুজকে রেডিমেড জামাকাপড়ের হাব হিসেবে তুলে ধরা হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। এর ফলে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে আরও বড় জোয়ার আসবে বলে অনুমান করা হচ্ছে।
বিভিন্ন বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে জোর দেওয়া হবে এবছরও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের চতুর্থ বর্ষ এবার।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের এক আধিকারিকের মতে, রেডিমেড জামাকাপড়ের ক্ষেত্রে বাংলা দেশের সেরা। তার মধ্যে মেটিয়াব্রুজে তৈরি জামাকাপড় ব্যাপক বিক্রি হয়। এই অঞ্চলের বাণিজ্য এখনও অসংগঠিত স্তরে রয়েছে। অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে এই অঞ্চলকে সংগঠিত করতে। যার ফলে এই জামাকাপড় বিদেশেও রপ্তানি করা যেতে পারে।

Source: Millennium Post