The State Government has decided to repair the main road at Bajemelia village in Singur and dedicate it to the village resident and Singur martyr, Tapasi Malik, by naming it after her.
It may be recalled that Tapasi Malik was one of the leaders against the then Left Front Government’s move to forcibly acquire land for a factory in Singur. She was a member of Save Singur Farmland Committee. She was raped and burnt to death by a CPI(M) leader, and her charred remains were discovered on December 18, 2006.
An estimated fund of Rs 5 lakh has been earmarked for this purpose. The process of preparing the detailed project report (DPR) for the repair of the road is already underway.
Tapasi Malik is always remembered by Chief Minister Mamata Banerjee as a martyr of the Singur Movement, and every December 18, the day her body was found, she tweets out her condolence.
After the Trinamool Congress Government took charge, it was at Mamata Banerjee’s initiative that two copper-coloured busts of Tapasi Malik and Rajkumar Bhul were constructed near the New Ujjwal Sangha Club in Bajemelia. The latter was killed in September 2006, when he jumped into a pond to escape the police.
শহীদ তাপসী মালিকের নামে রাস্তার নামকরণ হবে বাজেমেলিয়াতে
রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামের মূল সড়কের সংস্কার করা হবে; সিঙ্গুর আন্দোলনের শহীদ তাপসী মালিকের নামাঙ্কিত হবে এই রাস্তা।প্রসঙ্গত, এক বেসরকারি সংস্থার গাড়ি কারখানা গড়তে তৎকালীন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে বলপূর্বক কৃষি জমি অধিগ্রহণ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিঙ্গুরে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তার অন্যতম সৈনিক ছিলেন তাপসী মালিক। তিনি সিঙ্গুর কৃষিজমি বাঁচাও কমিটির সদস্যা ছিলেন। ২০০৬ সালের ১৮ই ডিসেম্বর তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়।এই রাস্তার সংস্কারের জন্য আনুমানিক ৫লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের ডিপিআর তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গে তাপসী মালিককে স্মরণ করেন। প্রতি ১৮ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী টুইটের মাধ্যমে তাপসী মালিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার গ্রহন করার পর, সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে নিউ উজ্জ্বল সংঘ ক্লাবের সন্নিকটে তাপসী মালিক ও রাজকুমার ভুল-এর প্রতিকৃতি স্থাপন করেন। রাজকুমার ভুল ২০০৬ সালের সেপ্টেম্বরে সিপিআইএম সরকারের মারমুখী পুলিশের থেকে প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়ে মারা যান।