The inception of Trinamool Congress – Looking back at January 1, 1998

Mamata Banerjee had carried out numerous movements in the interest of the people over a period of time, but simultaneously she was realising that to take her movement ahead, she needed a separate platform to raise her voice against the barbaric rule of the CPI(M). Being with the Congress party was becoming a hindrance.

It was this idea and need which gave birth to the Trinamool Congress on January 1, 1998. In 1997, when the Congress convention was going on at Netaji Indoor Stadium, Mamata Banerjee organised an outdoor convention. She believed in working for grassroots people. She wanted to work for common people. That is why she and her compatriots chose the name Trinamool.

The time she chose was the end of the 11th Lok Sabha and the beginning of the 12th Lok Sabha. As a politician of much experience and stature, she understood that it was the right time to launch the party and feel the pulse of the electorate, as people were in admiration of her having seen her work.

Trinamool Congress was established on January 1, 1998. “A silent revolution is taking place in West Bengal. The people are on the verge of writing history… A new epoch will start”, said Chairperson Mamata Banerjee.

On the day of the inception of Trinamool Congress, Mamata Banerjee sketched the logo of the party which signifies ‘grass root’ (two saplings on the grass). She thought if the Election Commission approves the logo then she will achieve two goals: one, the launch of her party and two, of simultaneously taking the philosophy of the party and explaining to the people her deep thought behind the logo, which was the message of secularism, “Ek e brinte duti kusum, Hindu Musalman, ekjon tar noyonmoni onno ti tar pran” (two buds on the tree, Hindu and Muslim. If one of them is the eye, then the other is life).

The Election Commission did approve the logo but had also issued a stricture which read if the Trinamool Congress failed to get six-percentage of votes in the 12th Lok Sabha elections, then the pre-symbol will be cancelled. Trinamool Congress well passed the cut-off percentage and the party was born.

 

ফিরে দেখা ১লা জানুয়ারী, ১৯৯৮ – কি করে তৈরী হল তৃণমূল কংগ্রেস?

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের প্রথম থেকেই একের পর এক গণআন্দোলন করেছেন মানুষের স্বার্থে। তবে যত সময় গড়িয়েছে, তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন যে অত্যাচারী সিপিএম-এর নৈরাজ্য থেকে বাংলা ও বাংলার মানুষকে মুক্তি দিতে হলে তাঁর একটি পৃথক মঞ্চ চাই, যেখান থেকে তিনি তাঁর নীতি, সিদ্ধান্ত, বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, যা তিনি কংগ্রেস দলে থেকে কিছুতেই করতে পারবেন না। এই চিন্তা থেকেই ১৯৯৮ সালের ১লা জানুয়ারি জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।

১৯৯৭ সালে যখন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেস সম্মেলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন জনসমক্ষে এক পৃথক সম্মেলনের আয়োজন করেন। তিনি সবসময় তৃণমূল স্তরে সাধারণ মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী ছিলেন। এই জন্যই তিনি, ও তৎকালীন তাঁর সহ রাজনৈতিক যোদ্ধারা, নতুন দলের নাম রাখেন তৃণমূল।

১১তম লোকসভার সমাপ্তি ও ১২তম লোকসভার শুরু – এই সময়ের সন্ধিক্ষণের সময়টাই তিনি বেছে নিয়েছিলেন। অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার কারণে তিনি অনুধাবন করতে পারেন এটিই সঠিক সময় একটি নতুন রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার। তিনি এও বুঝেছিলেন, এটি সঠিক সময় সাধারণ মানুষের প্রবণতা বোঝার, কারণ অনেক দিন ধরেই প্রচুর মানুষ তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য উদগ্রীব ছিলেন।

তৃণমূল কংগ্রেস তৈরী হয় ১৯৯৮ সালের ১লা জানুয়ারি – “পশ্চিমবঙ্গে একটি নিঃশব্দ বিপ্লব শুরু হচ্ছে। মানুষ নতুন ইতিহাস তৈরির দোরগোড়ায়-এক নতুন কাল সৃষ্টি হবে”, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক আঁকেন – ঘাসের ওপর জোড়া ফুল। তৃণমূল দলটি যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেটিও প্রতিফলিত হবে এই প্রতীকে। ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।’ এই ছিল এই প্রতীকের বার্তা।

নির্বাচন কমিশন এই প্রতীকটি অনুমোদন করে, কিন্তু, একটি শর্ত দেয়, আগামী লোকসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস যদি ৬শতাংশ ভোট না পায়, তাহলে এই প্রতীক বাতিল করে দেওয়া হবে। তৃণমূল খুব সহজেই এই বাধা অতিক্রম করে এবং জন্ম নেয় তৃণমূল কংগ্রেস।

Bengal CM conceives three-stage master plan for development projects

For large-scale development of Bengal, Chief Minister Mamata Banerjee has conceived a novel three-stage master plan, consisting of a five-year plan, a ten-year plan and a fifteen-year plan.

The details of each stage would be drawn up by a committee headed by the chief secretary, the highest administrative officer of the State Government.

Three stages, that is, five-year, ten-year and fifteen-year plans, have been designated as short term, medium term and long term.

Every department will have to submit detailed plans, including the financial details, for each of the three stages to the chief secretary. The chief secretary would hand them over to the Chief Minister, only after whose approval would their implementations start.

Mamata Banerjee wants to take Bengal through more transformations. She led Trinamool Congress to power in 2011, vowing to bring ‘poriborton’. Bengal is progressing in every sector, be it agriculture, power, roads, drinking water supply, rural development, transport or any other.

Through this three-stage plan, Bengal would see further development, with the aim to become the best in India in every aspect, and be a name to contend with internationally too.

Source: Bartaman

সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা রাজ্যের

রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তরীয় পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাঁচ বছর, ১০ বছর এবং ১৫ বছরের জন্য উন্নয়নের মেয়াদি পরিকল্পনা তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য মুখ্যসচিবকে দায়িত্ব দিয়েছেন তিনি। মুখ্যসচিব রাজ্যের অর্থসচিব এবং পরিকল্পনা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনটি পরিকল্পনা তৈরি করছেন। রাজ্যকে নতুন করে সাজিয়ে তোলার জন্য সেটাই মাস্টার প্ল্যান মমতার সরকারের।

এই পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তা হল, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পরিকল্পনা। মিশন ২০২০ লক্ষ্য নিয়ে রাজ্যকে নতুন করে গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই প্রতিটি দপ্তরকে ওই তিনটি টার্মের জন্য মাস্টার প্ল্যান জমা দিতে বলা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী কত টাকা খরচ হবে, তাও উল্লেখ করতে বলা হয়েছে। মুখ্যসচিব সেই প্ল্যান অনুমোদনের পরে মুখ্যমন্ত্রী তাতে সিলমোহর লাগাবেন। তার পরেই তা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোবে সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় চান, নতুন বাংলা গড়ে উঠুক। ২০১১ সালের আগে যে পরিবর্তনের স্লোগান তিনি দিয়েছিলেন, সেই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগোতে চায় সরকার। ইতিমধ্যে রাজ্যের রাস্তার হাল বদলেছে, তা শহর হোক বা গ্রাম।

পরিকাঠামো উন্নয়ন সহ স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে এই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। রাজ্য পরিকল্পনা দপ্তর তার রূপরেখা তৈরির কাজ শুরু করেছে।

Kolkata Police sets up Olympic-standard shooting range for public

Kolkata Police (KP) has set up a modern indoor shooting range of Olympic standard, equipped with electronic target system, for everyone’s use. It was opened to the public on November 11. This is a first-of-its-kind shooting range not only in Kolkata, but in the entire eastern India.

It is located at the Police Training School (PTS) on 247 AJC Bose Road.

According to a post on KP’s Facebook page, the shooting range has been opened with a view to promote shooting as a sport and to provide opportunity to the common people.

Specifically, as the DC (Traffic), who is in charge of the whole process, said during the opening, the primary focus is on creating world-class shooters from Bengal. Bengal has talent; Kolkata Police is just trying to give an opportunity to those talents.

Applications have to be made online. The participants are selected through a draw of lots. Till now, 600 applications have been submitted.

A nominal fee of Rs 100 is charged towards the cost of ammunition and maintenance. For those seriously interested in pursuing the sport, facility for practice is offered at Rs 200 per month.

Click here to apply (https://kolkatatrafficpolice.net/FiringSkills/Firingskills.aspx)

Source: The Times of India

 

অলিম্পিয়ান শুটার চাই, উদ্যোগী কলকাতা পুলিশ

বাংলাকে নতুন অলিম্পিয়ান শুটার দিতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের!

বিশ্বমানের শুটিং রেঞ্জ আগেই তৈরি হয়েছিল পুলিশ ট্রেনিং স্কুলে৷ যার নাম ‘মডার্ন শুটিং রেঞ্জ’৷ এবার সেটা উন্মুক্ত করা হল আম-বাঙালির জন্য৷ যাতে বাংলা থেকে উঠে আসে নতুন শুটার৷ পুরো প্রক্রিয়ার দায়িত্বে ডিসি ট্রাফিক ৷ যিনি নিজে আবার জাতীয়স্তরের পিস্তল শুটারও৷

মাত্র কদিন আগে পুলিশের ফেসবুক পেজে বিজ্ঞাপন দেওয়ার পর সাড়া পড়ে যায়৷ আবেদন করেছেন প্রচুর মানুষ শুটিং করার জন্য৷ কলকাতায় শুটিংয়ের কয়েকটা অ্যাকাডেমি রয়েছে৷ কিন্ত্ত খরচ এত বেশি যে, ইচ্ছে থাকলেও শুটিং ইভেন্টের দিকে পা বাড়াতে পারেন না অনেকেই৷ পুলিশের এই উদ্যোগে তারও সমাধান রয়েছে৷ যাঁরা শুটিং প্র্যাক্টিস করবেন, তাঁদের মাসিক ২০০ টাকা চাঁদা দিতে হবে৷

ভারতে দিল্লি সহ আরও অনেক জায়গাতেই পুলিশের এমন শুটিং রেঞ্জ আছে৷ যেখানে সাধারণ মানুষরাও শুটিং প্র্যাক্টিস করেন৷ কলকাতায় প্রথম৷

পুলিশের মানবিক মুখ অনেক দেখেছে রাজ্য৷ খেলোয়াড়ী-উদ্যোগ এই প্রথম!

Bengal Govt committed to the welfare of HIV+ people

Among the schemes started by Chief Minister Mamata Banerjee for the people of Bengal are several welfare schemes and programmes for AIDS and HIV patients as well.

The Bengal Government provides subsidised rice at Rs 2 per kg to poor HIV patients in the state, including sex workers.

The Food Department carried out surveys last year on the basis of which it is distributing the foodgrains. Since there is stigma attached to such people, the department has ensured that the details about these people are available only to its officials. Neither the ration shop owner of the locality nor the local food inspector and officials are privy to the details.

All schools run under the West Bengal Board of Secondary Education (WBBSE) have been instructed to include students living with or diagnosed with HIV as ‘child belonging to disadvantaged group’.

The student will get similar nature of facilities that SC/ ST or minority students get, including government grants, reservation, scholarships and hostel facility.

Sex workers are a vulnerable group who are at risk of contracting HIV. The Bengal Government has launched a scheme ‘Muktir Alo’ for the rehabilitation of women who have been trafficked for prostitution.

This scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, was inaugurated by her in September 2015. It has been successful in providing succor to such women in its own small way. One such beneficiary, after receiving training, has opened a cafeteria named Mukti near the entrance of Alipore Zoo.

Similar cafeterias by beneficiaries have also been opened at other places in Kolkata – at Munshiganj in Khidderpore and at the court premises in Alipore. Another is slated to open at Bikash Bhavan in Salt Lake.

Clearly, the Bengal Government is committed to the well-being of all, and does not discriminate among beneficiaries while distributing services to people.

 

এইডস আক্রান্তদের কল্যাণসাধনের প্রতি দায়বদ্ধ বাংলার সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যবাসীদের জন্য বহু প্রকল্প চালু হয়েছে গত ছয় বছরে। এই প্রকল্পগুলির সুবিধা যেমন পাচ্ছেন সাধারণ মানুষ, রাজ্যের এইডস আক্রান্তরাও পান এদের সুফল।

রাজ্যে ২ টাকা কিলো দরে চাল দেওয়া হচ্ছে এইডস আক্রান্তদের এবং যৌনকর্মীদের। গত বছর খাদ্য দপ্তর সমীক্ষা করে যার ভিত্তিতে তারা খাদ্য শস্য বিতরণ করছে। যেহেতু এইডস রোগীরা সমাজে কিছুটা হলেও বঞ্চিত, তাই, তাদের ব্যক্তিগত তথ্য শুধুমাত্র এই দপ্তরের আধিকারিকদের কাছে সংরক্ষিত থাকবে। রেশন দোকান, স্থানীয় ফুড ইন্সপেক্টর, আধিকারিক – কেউই এই তথ্য জানতে পারবেন না।

এছাড়াও, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এইডস আক্রান্ত পড়ুয়াদের ‘চাইল্ড বিলঙ্গিং টু ডিসএডভান্টেজ গ্রুপ’ হিসেবে চিহ্নিত করতে। তফসিলি জাতি ও উপজাতি বা সংখ্যালঘু পড়ুয়ারা যা সুযোগ সুবিধা পেয়ে থাকে – যেমন, অনুদান, সংরক্ষণ, বৃত্তি ও হোস্টেলের সুবিধা – এরাও সেই সকল সুবিধা পায়।

যৌনকর্মীদের মধ্যে এইডস সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ‘মুক্তির আলো’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে ক্যাফেটেরিয়া খুলেছেন এক পাহাড়ি কন্যা। আলিপুর চিড়িয়াখানার প্রবেশের ঠিক মুখেই খোলা হয়েছে এই ক্যাফেটেরিয়া – নাম দেওয়া হয়েছে ‘মুক্তি’।

এই উদাহরণগুলি থেকেই বোঝা যায় এইডস আক্রান্তদের কল্যাণসাধনের প্রতি দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা, মাটি, মানুষের সরকার।

 

Image is representative 

 

Bengal puts up stellar show at Singapore FinTech Festival

The Singapore FinTech Festival, which was held from November 13 to 17, has turned out to be a golden opportunity for the information technology (IT) sector in Bengal.

Bengal is among the top centres in financial technology (fintech, in short) in India. Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has taken a lead in reaping the huge talent that the state has in IT.

A 27.738-acre plot, consisting of 15 smaller plots in the range of 0.248 to 4.5 acres, is being developed in New Town, on the outskirts of Kolkata, as a hub for fintech companies.

The cluster for the fintech companies, with plug-and-play infrastructure, is at a strategic location, being at a stone’s throw-distance from Biswa Bangla Convention Centre, Nazrul Tirtha, Business Club and Seniors’ Park.

All these factors have led to Bengal being invited to the Singapore FinTech Festival. And they were highlighted during a presentation by the State Government on November 13.

The Bengal pavilion set up at the festival contains attractive posters highlighting the progress made by the State IT Department under the leadership of Chief Minister Mamata Banerjee in the last six years.

Source: Khabar 365 Din

 

বাংলার তথ্যপ্রযুক্তিকে সিঙ্গাপুরে প্রদর্শন

ফিনান্সিয়াল টেকনোলোজি কিংবা ফিনটেকে বিশ্বের নজর কাড়ছে বাংলা। এরাজ্যে ফিনটেকের যে পরিমাণ ব্যবহার শুরু হয়েছে, তাতে আগামী দিনে শুধু দেশ কেন, বিশ্বকেও পথ দেখাতে চলেছে বাংলা।

সিঙ্গাপুরে নভেম্বরের ১৩-১৭ তারিখ হয়ে গেল ফিনটেক ফেস্টিভ্যাল। রাজ্য তথ্যপ্রযুক্তির বিস্তারের জন্য যেভাবে কাজ করেছে, তাঁর জন্য এই ফেস্টিভ্যালে জায়গা পেল রাজ্য। ফিনটেকে বাংলার যে বিপুল সম্ভাবনা রয়েছে সেই কথাই তুলে ধরলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব।

তথ্যপ্রযুক্তিকে ছড়িয়ে দিতে যেভাবে নিউটাউনকে গড়ে তলা হয়েছে, তাতে আগামী দিনে এই জায়গাই সারা দেশের মধ্যে প্রথম হয়ে উঠতে পারে।

ইতিমধ্যেই নিউটাউনে ফাইনান্সিয়াল হাবের জন্য বরাদ্দ করা হয়েছে জমি, যেখানে এখন পর্যন্ত ২৩টি ব্যাঙ্ক তাদের জায়গা পেয়েছে। নিউটাউনে গড়ে তলা হয়েছে কনভেনশন সেন্টার। এছাড়াও সেক্টর ফাইভে যেভাবে তথ্যপ্রযুক্তির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেটাও তুলে ধরা হয় এই মেলায়।

Ham Radio

State Govt to sign MoUs for bringing in foreign investment in fish cultivation

The Bengal Government is signing memoranda of understanding (MoUs) with various companies to bring in investment in the sector of fish farming.

The idea behind these joint ventures with the State Government is to make Bengal self-sufficient in terms of fish requirement and bring down imports from other states, as well as to increase the export of fish to other states and also countries.

Already, over the last three years, agreements worth Rs 1,285 crore have been signed with 44 companies (with 12 in 2015, 14 in 2016 and 18 in 2017), of which 20 have started operating. The rest would start operating soon.

While some are engaged in producing fish food, others in production of prawns and shrimps, and still others in bhetki. In a separate development, the State Government has selected seven districts for the cultivation of big fishes like rohu, catla and mrigel. The districts are Cooch Behar, Nadia, Malda, Purba and Paschim Bardhaman, Hooghly and Dakshin Dinajpur. Cultivation of certain big fishes has also started in Purba Medinipur.

The government is training over 1,000 fish cultivators in these districts in the latest techniques, and is also providing them hatchlings and fish food for free.

Source: Anandabazar Patrika

মাছ চাষে লগ্নি টানতে মউ

শিল্পে বিনিয়োগের জন্য দেশ-বিদেশে সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রসনাতৃপ্তিতেও লগ্নি টানতে ঝাঁপাচ্ছে রাজ্য সরকার। মাছে-ভাতে বাঙালি। সেই মাছের যাতে কোনও ঘাটতি না-হয়, তার জন্য লগ্নি টানতে বিভিন্ন সংস্থার সঙ্গে ‘মউ’ বা সমঝোতাপত্র স্বাক্ষর করছে রাজ্য সরকার।

মাছ চাষের সঙ্গে যুক্ত ৪৪টি কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই মউ স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত লগ্নির পরিমাণ ১২৮৫ কোটি টাকা। ২০টি সংস্থা উৎপাদন শুরু করে দিয়েছে। তাদের লগ্নির পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা। অন্য কোম্পানিগুলির বিনিয়োগের কাজও এগোচ্ছে বলে দাবি মৎস্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী চান মাছে স্বনির্ভর হোক বাংলা, বাংলার গ্রামে গ্রামে মাছ চাষ বাড়ুক। সেই দিকে লক্ষ্য রেখে গত তিন বছরে মাছ চাষের উৎপাদন বাড়াতে ৪৪ টি মউ সই করেছে মৎস্য দফতর। তার মধ্যে ২০১৫ সালে ১২টি, ২০১৬ সালে ১৪টি এবং ২০১৭ সালে ১৮টি চুক্তি স্বাক্ষর করেছে মৎস্য দপ্তর।

কোনও সংস্থা মাছের খাদ্য তৈরি করছে, কেউ চিংড়ি চাষ করছে, কেউ বা করছে ভেটকি চাষ। বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ উৎপাদনের জন্য ছ’টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই বড় মাছের চাষ হবে। এর জন্য এক হাজার মৎস্যজীবীকে মাছ চাষের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকার থেকে দেওয়া হচ্ছে মাছের খাবার, মাছের চারা।

কোচবিহার, নদিয়া, মালদহ, বর্ধমান, হুগলি ও দক্ষিণ দিনাজপুরে সাড়ে তিন হাজার জলা আছে। সেখানে বড় রুই-কাতলা-মৃগেল চাষ করা হবে। পূর্ব মেদিনীপুরে বড় মাছ চাষ শুরু হয়েছে, বলেন মৎস্যমন্ত্রী।

Rich display of Bengal’s cultural heritage at FIFA meet in Eco Park

The Federation of International Football Association (FIFA) is organising a get-together at Eco Island inside Eco Park today. The get together is being held a day before the final of Under-17 World Cup football which will be played at the Swami Vivekananda Yuva Bharati Krirangan.

The president of FIFA Gianni Infantino has arrived in the city to attend the final. Bengal Chief Minister Mamata Banerjee and her council of ministers along with former players and Olympians are likely to attend the get-together.

To display the richness of Bengal’s cultural heritage, the State Government is organising a 45-minute cultural performance that will include dance performances, classical songs and fusion music by noted artistes.

Incidentally, in order to display Bengal’s heritage, the Swami Vivekananda Yuva Bharati Krirangan will showcase a giant ‘alpona’ in front of the VIP entrance near Gate No. 5 on the day of the final match. A team of around 200 artistes, mostly students of different art colleges of the State are already on to the job.

 

আজ ফিফার সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলার ধ্রুপদি নৃত্য

আজ ফিফার ২৫০ টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে বাংলার সঙ্গীত ও নৃত্যের কলাকৌশল।

আজ এই অনুষ্ঠান হবে ইকো পার্কে এবং রাজ্য সরকারের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এর মধ্যে ৪৫ মিনিট বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরবে বাংলার শিল্পীরা। তুলে ধরা হবে বাংলার ধ্রুপদি সঙ্গীত, নৃত্য ও যন্ত্র সঙ্গীত।

বিশ্বকাপের জন্য আমূল বদলে ফেলা হয় যুবভারতীকে। রাজ্য সরকারের অনুরোধে স্থানীয় অর্গানাইজিং কমিটি এবার সাধের স্টেডিয়ামের ভোলবদলের জন্য ‘আশ্রয়’ নিল আল্পনার। যুবভারতীয় ৫ নম্বর গেটের ভিআইপি এন্ট্রান্স থেকে শুরু হয়েছে এই আল্পনা। ফাইনালের আগে বৃহস্পতিবার ও শুক্রবার ২৫০ জনের টিম এই সৌন্দর্যায়নের কাজে যুক্ত। বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, গর্ভনমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান আর্ট কলেজের বাছাই করা ২১০ জন শিল্পী এনে শুরু করা হয়েছে এই আল্পনা অঙ্কণ।

IT infrastructure in Bengal has come a long way

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the information technology (IT) infrastructure in Bengal has improved a lot. Thus, the Trinamool Congress Government has also ensured a lot of employment opportunities.

A crucial aspect of IT infrastructure is the creation of IT parks, where companies are clustered together to enable locational, functional and strategic advantages.

In recent times, 12 more IT parks have been added, notching the total up to 16. The 12 new ones are located in Rajarhat, Durgapur (Phase 2), Asansol, Purulia, Barjora, Siliguri (Phase 2), Kharagpur, Kalyani, Howrah, Haldia, Taratala (in Kolkata) and Bolpur.

There is space to house numerous companies in these parks. Many applications have been received by the State Government in this regard, and processing is being done.

Information for booking space at the IT parks can be had the following ways:

WhatsApp: +91 9830333943
Email: itpark@webel-india.com
Visit for online booking: www.webel-india.com

The government is also creating a lot of opportunities for startups, through funding and enabling the providing of expertise by people who are experts in their fields.

IT major Infosys has announced recently that it is going to invest Rs 100 crore to set up an office in Rajarhat, which would employ 1,000 people.

Regarding IT, it should be mentioned that Bengal is one of the leaders in India in terms of implementing IT in the functioning of the administration, and the state has been awarded by the Central Government for its superior performance.

Various departments and schemes have mobile apps for customer interaction. All departments and schemes have websites of their own, which are regularly updated.

Many of the schemes are now completely IT-enabled, including the internationally-accredited Kanyashree Scheme, and the functioning of panchayat system is completely IT-enabled, which has been specially recognised by the World Bank.

বাংলার তথ্য প্রযুক্তি পরিকাঠামো এখন উন্নততর

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্যের তথ্য প্রযুক্তি পরিকাঠামো এখন উন্নততর। এর ফলে সরকার দিতে পেরেছে অনেক কর্মসংস্থান।এই পরিকাঠামো উন্নয়নের একটি উল্লেখযোগ্য ভাগ হল তথ্য প্রযুক্তি পার্ক তৈরি যেখানে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি একত্রে এসে একে ওপরের থেকে নানারকম সহায়তা নিতে পারবে।

ইতিমধ্যে ১২টি তথ্য প্রযুক্তি পার্ক সংযুক্ত করা হয়েছে, সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়ালো ১৬। এই ১২টি পার্ক আছে রাজারহাট, দুর্গাপুর (ফেস – ২), আসানসোল, পুরুলিয়া, বড়জোড়া, শিলিগুড়ি (ফেস – ২), খড়গপুর, কল্যাণী, হাওড়া, হলদিয়া, তারাতলা (কলকাতায়) এবং বোলপুরে।

এই পার্কগুলিতে প্রচুর কোম্পানি আছে। রাজ্য সরকার এখান থেকে প্রচুর অ্যাপলিকেশন পেয়েছে যা এই পার্কগুলিতে তৈরি হয়েছে।এই তথ্য প্রযুক্তি পার্কগুলিতে বুকিং-এর ব্যপারে জানতে হলে নিম্নলিখিত পদ্ধতিতে যোগাযোগ করা যাবে।

হোয়াটস অ্যাপ- +৯১ ৯৮৩০৩৩৩৯৪৩
ই-মেল- itpark@webel-india.com
অনলাইনে বুক করতে হলে, যেতে হবে এই ওয়েবসাইটে- www.webel-india.com

স্টার্ট-আপেও অনেক সহায়তা করছে রাজ্য সরকার, ঋণের বন্দোবস্ত করার পাশাপাশি ব্যবসার বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের থেকে সবরকম অভিজ্ঞতা জানার ব্যবস্থাও করছে।তথ্য প্রযুক্তির বৃহৎ কোম্পানি ইনফোসিস জানিয়েছে শীঘ্রই তারা ১০০ কোটি টাকা লগ্নি করবে রাজারহাটে, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ১০০০ লোকের।

প্রশাসনিক কাজে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে অন্যতম অগ্রণী। এর জন্য কেন্দ্রীয় সরকারের পুরস্কারও পেয়েছে রাজ্য।

রাজ্যবাসীর সুবিধার্থে রাজ্য সরকারের অনেক দপ্তরের অনেক পরিষেবাকে পৌঁছে দেওয়া হচ্ছে অ্যাপের মাধ্যমে। প্রতিটি দপ্তরের রয়েছে নিজস্ব ওয়েবসাইট, যা নিয়মিত আপডেট করা হয়।রাজ্যবাসীর অনেক প্রকল্প এখন পুরোপুরি তথ্য প্রযুক্তি নির্ভর, এমনকি বিশ্বজয়ী কন্যাশ্রীও। এখন পঞ্চায়েত পরিচালনাও হয় সম্পূর্ণ তথ্য প্রযুক্তি নির্ভর করে। এই বিষয়টির জন্য বিশ্ব ব্যাঙ্কের বিশেষ স্বীকৃতি পেয়েছে রাজ্য।

Source: Millennium Post

 

Bengal Govt facilitating exporting of chillies to Japan

Bengal has started exporting vegetables in larger and large quantities. Over the last one year, the demand for vegetable from Bengal has picked up in many overseas markets. The countries in West Asia have turned into major markets. Plans are on to export to Europe and USA as well.

Now chillies are being planned to be exported to Japan. The Bengal Government is facilitating this export. An official of the organisation conducting the export said that Indian restaurants are popular in Japan. A part of the exports are meant for these restaurants. Another reason for the export is the demand in Japanese cuisine for fresh red chillies (unlike for dry red chillies here).

Also, about 15 per cent of the population of Japan is engaged in agriculture. Hence, a large part of the vegetables and fruits have to be imported.

For all these reasons, chillies from Bengal have a ready market in Japan. According to the State Agriculture Marketing Department, there is potential for exporting 1,000 kg of chillies per day to the East Asian country.

In Bengal, chillies are primarily cultivated in Haldibari, Dhupguri, Kaliaganj, Manikchak, Beldanga, Purbasthali, Memari Egra and Contai.the amount grown far exceed the state’s requirement. So, a good quantity is exported to other states too – Maharashtra, Tamil Nadu and others. Now the growers would get a better price from exporting to other countries.

 

বাংলার লঙ্কার গন্তব্য এবার জাপান

এবার বাংলার লঙ্কা পাড়ি দেবে জাপানে! বছর দুয়েক আগে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের লঙ্কা জাপানে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল একটি জাপানি বেসরকারি সংস্থা। কৃষি বিপণন দফতরের সঙ্গে এত দিন আলোচনা চলছিল। শেষ পর্যন্ত নবান্নের সবুজ সঙ্কেত মিলেছে। তার পরেই কলকাতার এক রপ্তানিকারক সংস্থার সঙ্গে বৈঠক করেন জাপানি প্রতিনিধিরা। সব ঠিক থাকলে খুব শিগগিরই জাপানের বাজার মাতাবে বাংলার লঙ্কা।

কৃষি বিপণন দফতরের হিসেবে, রপ্তানির পথ খুলে গেলে প্রতি দিন গড়ে ১০০০ কেজি লঙ্কা পাঠানোর সুযোগ পাবেন স্থানীয় রপ্তানিকারীরা। সংশ্লিষ্ট মহলের দাবি, জাপানে উন্নত মানের এক কেজি লাল লঙ্কার বাজারদর ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ টাকা। আর এ রাজ্য থেকে লঙ্কা আমদানি করলে খরচ দাঁড়াবে কেজি প্রতি ২১০ টাকা।

চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরবরাহে কোনও ঘাটতি হবে না বলে দাবি রাজ্যের। কৃষি বিপণন দফতরের কর্তারা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে যে পরিমাণ লঙ্কা চাষ হয়, তাতে রাজ্যবাসীর চাহিদা মিটিয়েও তামিলনাড়ু, মহারাষ্টের মতো বেশ কয়েকটি রাজ্যে রপ্তানি হয় ফি বছর।

মূলত হলদিবাড়ি, ধূপগুড়ি, কালিয়াগঞ্জ, মানিকচক, বেলডাঙা, পূর্বস্থলী, মেমারি, এগরা ও কাঁথিতে লঙ্কার চাষ হয়। এক সময় সাগরে প্রচুর লঙ্কা হত। কিন্তু ইদানীং সেখানকার চাষিরা অন্য চাষে মন দেওয়ায় লঙ্কার পরিমাণ ও মান দুই-ই পড়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে বাংলার লঙ্কার জোগান কিছুমাত্র কমেনি। এমনকী, খ্যাতি ছড়িয়েছে সাগরপারেও।

Source: Anandabazar Patrika

 

Bengal Govt developing Muslin Tourism Circuit

Muslin weavers of Bengal, who were on the brink of extinction, have got a new lease of life, courtesy Chief Minister Mamata Banerjee.

In the latest significant stride to boost the sale and marketing of this lush cotton fabric, the government is developing a Muslin Tourism Circuit (MTC) at three places in the state. The West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) will be organising the tours, with assistance from a private organisation, Society for Kindling Handicrafts and Indigenous Art. In the case of foreign tourists, the Board will also take the assistance of foreign embassies in organising the tours.

The tours will take tourists to the villages of Akalpoush and Sasinara in Bardhaman district and to Berhampore in Mursidabad district to witness the manufacturing of muslin fabric with their own eyes. The village of Baluchar, also in Murshidabad district, which is a hub for silk and baluchari sarees, will also be a part of the circuit. Foreign tourists who would go on tours of Bardhaman and Murshidabad districts will also be taken to these places apart from the conventional tourist destinations.

The project will be formally launched on September 20. According to the chairman of WBKVIB, the MTC will get a big push after Durga Puja ends.

According to a senior official of WBKVIB, another advantage of taking foreigners on the circuit is that, as has been noticed, having a knack for joining hands with weavers in the making of handmade fine fabric, watching the production process on their own will increase their chances of buying the products.

WBKVIB has also created the basic infrastructure of sales outlets, resting rooms, bathroom facilities and restaurants for light tea and snacks at these places for the convenience of both foreign and Indian tourists. The weavers who have lent out their places for setting up these infrastructural facilities will also get a token amount from the Board annually.

From making muslin products available at Biswa Bangla stalls to opening an exclusive outlet named Club Muslin at the Dakshinapan shopping complex to the WBKVIB adopting a scheme for the upliftment of these weavers and taking part in fashion shows, both abroad and here, the Bengal Government has done a lot to revive and popularise this age-old craft.

The Board has also tied up with an NGO that has started selling a wide range of muslin at its outlet at Nazrul Tirtha in New Town, on the outskirts of Kolkata.

 

বাংলার মসলিনকে পর্যটনের অঙ্গ করতে চায় রাজ্য

বাংলার মসলিন কাপড়ের কদর বিশ্বজোড়া। সেই কাপড়কে পর্যটনের অঙ্গ করতে চায় রাজ্য সরকার। এবার তারই উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।

একটি বেসরকারি ট্যুর অপারেটর সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে, সেই সংস্থা দেশ-বিদেশের অতিথিদের নিয়ে যে প্যাকেজ ট্যুর করায়, তারাই এবার বাংলার মসলিনের ঘাঁটিগুলিকে ঘুরিয়ে দেখাবে। যে বস্ত্র দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছে, তার উৎপত্তিকে ঘিরে পর্যটকদের উৎসাহ আছে। বিশেষত বিদেশি পর্যটকরা এই বিষয়ে বিশেষ আগ্রহ দেখান। তাই সেই কাজটিই এবার পুরোদমে সারতে চায় দপ্তর, জানিয়েছেন খাদি’র কর্তারা।

মসলিন কাপড়কে আরও জনপ্রিয় করতে খাদি পর্ষদ ক্লাব ‘মসলিন’ নামে একটি ব্র্যান্ড তৈরি করেছে, যা যথেষ্ট সুনাম কুড়িয়েছে। সেই পণ্যকে আরও বেশি প্রচারে আনতেই এই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে।

কোথায় কোথায় এই ট্যুর করানো হবে সেই তালিকায় যেমন বর্ধমানের অকালপৌষ আছে, তেমনই আছে শশীনাড়া, নবদ্বীপ, কৃষ্ণনগরও আছে। মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গাকে এই পর্যটনে তুলে ধরা হবে। নবাবি আমলের ঐতিহ্য ও ঘরানার স্বাদ দেওয়ার পাশাপাশি এখানে জিয়াগঞ্জ সংলগ্ন অঞ্চলকে মসলিনের ঘাঁটি হিসাবে সামনে আনা হবে।মুর্শিদাবাদের আরও একটি জায়গা ‘বালুচর’কে মসলিনের পীঠস্থান হিসাবে সামনে আনা হবে।

পুজোর কেনাকাটাকে সামনে রেখে কয়েক দিন আগেই খাদি পর্ষদের তরফে একটি ফ্যাশন শো’য়ের আয়োজন করা হয় শহরে। পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য এটি একটি অভিনব প্রয়াস।

Source: Bartaman Patrika