45 cyclone shelters in the Sunderbans

The Bengal Government is constructing 45 cyclone shelters in the Sunderbans region of North 24 Parganas. These ‘multipurpose cyclone shelters’, as they are called, will protect people not only from cyclones but from all types of natural calamities like earthquakes, floods, etc.

After the competition of these, the district would be getting a total of 65 such shelters. Of the 20 being constructed in the first phase, the work for 19 is over.

These shelters are actually large houses but constructed on elevated platforms to protect from rising water levels.

The 45 would be constructed in the blocks of Hasnabad (five shelters), Hingalganj (nine shelters), Sandeshkhali-1 (12 shelters), Sandeshkhali-2 (15 shelters) and Minakha (four shelters). These five, and Haroa, comprise the Sundarbans region in North 24 Parganas.

Of these six, besides Haroa, the others lie in coastal areas, with the rivers Raimangal, Vidyadhari, Ichhamati, Dansa, Kulti and a few others flowing through them.

 

রাজ্য সুন্দরবন অঞ্চলে আরও ৪৫টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার করছে

 

সাইক্লোন, ভূমিকম্প, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে দুর্গত মানুষদের আশ্রয় দিতে উত্তর ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে আরও ৪৫টি নতুন ‘মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার’ তৈরি করছে রাজ্য সরকার।

এর আগে এই জেলাতেই এই ধরনের ২০টি সেন্টার তৈরি হয়েছে। ফলে, নতুন ৪৫টির কাজ শেষ হলে মোট ৬৫টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার হবে এই জেলায়। এর ফলে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যে প্রতিটি জায়গাতেই কাজ শুরু হয়েছে। এই সেন্টারগুলি জি-প্লাস-টু অর্থাৎ তিনতলা হবে।

চলতি আর্থিক বছরে যে ৪৫টি নতুন মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি হচ্ছে, তার মধ্যে সন্দেশখালি-২নং ব্লকে ১৫টি, সন্দেশখালি-১নং ব্লকে ১২টি, হিঙ্গলগঞ্জে ন’টি, হাসনাবাদে পাঁচটি এবং মিনাখাঁয় চারটি তৈরি হচ্ছে। রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর এই সেন্টার তৈরি করছে।

অপেক্ষাকৃত উঁচু জায়গায় এইসব সেন্টার তৈরি হচ্ছে। যাতে প্রাকৃতিক বিপর্যয় হলেও সেখানে জল না জমে। প্রথম পর্যায়ের ২০টি সেন্টারের মধ্যে ১৯টির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। একটির কাজ আংশিক বাকি। দ্বিতীয় পর্যায়ে ৪৫টির কাজ যাতে দ্রুত হয়, সে ব্যাপারে জেলা প্রশাসনের তরফে তদারকি করা হচ্ছে।

Source: Bartaman

Master plans to control floods in north Bengal

The state Irrigation department is preparing two master plans to give respite to the people of North Bengal from the devastating floods.

While replying to a question in the state Assembly on Thursday, state irrigation minister said: “Chief Minister Mamata Banerjee directed us to prepare the master plan and we have taken steps to develop the same to check floods or flood-like situation in North Bengal. The work for that has already begun.”

One master plan is for Cooch Behar, Jalpaiguri, Alipurduar and Darjeeling districts while the other is for Malda, North and South Dinajpur. The Chief Minister mentioned that a consultant is being engaged to conduct a survey and prepare necessary assessment for the master plan for Malda, North and South Dinajpur.

The detailed project report (DPR) will be prepared after the assessment report is ready. The process to engage a consultant for the survey to prepare the master plan for the four other North Bengal districts has also already begun.

Execution of the master plan will ensure strengthening of the existing embankments where necessary, including building proper drainage channels t and other infrastructural enhancements for better irrigation. At the same time, all the 32 sluice gates in north Bengal will be upgraded.

The funding pattern has not been finalised yet, according to the minister: either the State Government will fully fund the master plans or it might approach the World Bank for part of the funding.

 

উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রাজ্যের

উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে দুটি বড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সেচমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

সেচমন্ত্রী বিধানসভায় বলেন, “১৯টি জেলার ১৪১১টি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে হিসাব, ৪১৩.১০ কোটি টাকার নদীবাঁধের ক্ষতি হয়েছে। মালদহে জল দেরিতে নামায় ক্ষতির পরিমাণ আরও কিছুটা বাড়বে। রাজ্য নিজেই টাকা দিয়ে কাজ শুরু করেছে।”

উত্তরবঙ্গের যে দুই মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়িকে নিয়ে। এই ক্ষেত্রে পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে।

অন্যটি দুই দিনাজপুর ও মালদহকে নিয়ে। এক্ষেত্রে কন্সাল্ট্যান্ট বা পরামর্শদাতা সংস্থাকে দিয়ে কাজ করানো শুরু হয়েছে। পুর্নাঙ্গ প্রকল্প রিপোর্ট জমা দিলেই কাজ শুরু হবে।

ফুলহার, টাঙন, আত্রেয়ী-সহ এলাকার সব নদীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মুখ্যন্ত্রী নিজেই উত্তবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী পরিকল্পনা নিতে বলেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর থেকে টাকা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য নিজেই কান্দি মাস্টার প্ল্যানের ৭০ শতাংশ কাজ করে ফেলেছে। নিম্ন দামোদরের কাজ হলে বর্ধমান, হুগলী ও হাওড়ার বড় অংশের মানুষ উপকৃত হবেন। কাজ চলছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কংসাবতী প্রকল্পের।

Across Bengal, estimated loss due to floods across stands at Rs 14,000 Cr: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has said that the estimated loss due to the recent flood in 11 districts in Bengal stands at Rs 14,000 crore. The State Government has sent a report to that effect to the Centre, containing the estimated loss across the state.

According to an official at the state secretariat, Nabanna, over the last four years, the state has spent Rs 1,500 crore to give compensation and to fight the situation after any natural calamity. Unfortunately, despite the state administration writing to the Central Government several times, the Centre has not released any grant to support the State Government during times of such need.

With respect to the recent flood, the official said that while compensation packages were being announced for other states, not even a representative was sent to Bengal by the Centre to take stock of the situation.

However, the State Government had responded without any delay; it started providing all necessary support to the flood-affected farmers. The Chief Minister herself went to the heavily inundated areas across the state and took stock of the situation.

The official said that seeds worth around Rs 10 crore have already been distributed. Sowing of seeds in most of the flood-affected areas in south Bengal is complete and it is going on in North Bengal in full swing.

The official assured that despite the flood, there is nothing to panic with regard to the production of food crops. The target of rice cultivation of around 161 lakh tonne is most likely to be reached.

It may be mentioned that the flood in both north and south Bengal took place due to heavy rainfall from August 12 to 15 and from July 21 to 26. According to government sources, the flood in 11 districts had affected agriculture on around 10.67 lakh acres. Around three lakh houses were completely damaged, around 55,000 were heavily damaged and more than 52,000 were partly affected.

Source: Millennium Post

বন্যায় ক্ষতি ১৪ হাজার কোটি, কেন্দ্রকে চিঠি পাঠাল রাজ্য

রাজ্যে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মর্মে রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ’কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, চলতি বছরে প্রথমে দক্ষিণবঙ্গ এবং তারপরে উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কবলে পড়ে। কৃষিক্ষেত্র ছাড়াও রাস্তা-ঘাট, ব্যক্তিগত সম্পত্তি সবই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়। যার মধ্যে কৃষিক্ষেত্রেই প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত ৪ বছরে রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, চলতি বছরে বন্যার কবলে পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, অসম, বিহার পড়েছে। সেক্ষেত্রে কেন্দ্র ইতিমধ্যে গুজরাতকে ও বিহারকে ৫০০ কোটি টাকা এবং অসমকে দু’হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এবার পশ্চিমবঙ্গও বন্যার ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল

 

Source: Bartaman, Aajkal

Ensure prices of essential goods do not rise during Pujo: Bengal CM to task force

Chief Minister Mamata Banerjee directed members of task force to take necessary measures so that there is no rise in the prices of essential goods ahead of Durga Pujo and other festivals. She also directed several measures to reduce the gap between prices of vegetables in wholesale and retail markets.

The Chief Minister held a meeting with members of the Task Force and some ministers including state Agriculture minister Purnendu Basu and state Agriculture Marketing minister Tapan Dasgupta.It is learnt that the matter related to the wide gap between prices of certain vegetables in

It is learnt that the matter related to the wide gap between prices of certain vegetables in wholesale and retail market has come up during the meeting. The Chief Minister directed members of the task force to take immediate steps so that the vegetables are sold at appropriate prices.

The members have been asked to intensify their vigil in the markets in the city and other urban areas in the state. The task force had been visiting the markets in the city to keep a tab on the prices of essential goods. Now, the visit will be more frequent and steps will be taken against the traders if found selling vegetables at a premium price without any valid reason.

Potatoes are getting sold in the markets at the right prices. This year, potato cultivation in the state was quite good and there is a requirement of 36 lakh metric tonne in the state and around 8 lakh metric tonne will be exported to other states. The state government is also giving emphasis on increasing the storage capacity of onions.

At the same time, the Agriculture Marketing department has also been asked to increase the number of Sufal Bangla stalls in the state. At present there are around 50 Sufal Bangla stalls in different parts of the state and there is a target to set up more than 100 such stalls. The state government runs the Sufal Bangla stalls where mainly Farmers Producers Organisations (FPOs) directly sell their produce. People get fresh vegetables and at the right prices as there is no involvement of any middlemen.

 

মূল্য নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

গতকাল নবান্নে শাক সবজির বাজার দর নিয়ন্ত্রণ নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষি, কৃষি বিপণন, মৎস্য দপ্তরের পাশাপাশি সেচ, বিদ্যুৎ এবং উদ্যানপালন দপ্তরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

বন্যার সুযোগ নিয়ে কোনও ব্যবসায়ী যাতে চড়া দরে মাছ, সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে না পারে, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এই নজরদারির পাশাপাশি শহর, শহরতলি এবং জেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান চালানোর নিদানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বন্যায় সবচেয়ে দুর্ভোগে পড়া উত্তরবঙ্গের কৃষকদের সরকারি সহায়তা দ্রুততার সঙ্গে দিতে হবে। আগামী বর্ষার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের সমস্ত ছোট নদীগুলি ড্রেজিং করানোর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে রাজ্যের আলুর মজুত ভাণ্ডার সম্পর্কেও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে এখন ৪৪ লক্ষ টন আলু মজুত রয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত খাওয়ার এবং বীজ বানানোর জন্য লাগবে ৩৬ লক্ষ টন।

এছাড়াও শহরাঞ্চলে মানুষের সুবিধার জন্য সুফল বাংলা স্টল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি কিভাবে আরও ভালো করা যায় সেই বিষয়েও আলোচনা হয়।

 

 

Dos and don’ts during floods

The Bengal Government has issued a set of rules for people who have been affected by spate of floods across the state. Listed below are the rules:

Dos:

Take shelter on elevated land, safe from the water.

Keep batter-run radios at hand to get information on flood-related issues, conveyed regularly by the State Government.

In case of warning of adverse circumstances, keep aside dry food, water and fuel.

Wrap medicines, water-purifying tablets, torch, safety matches, hurricane lamps and important documents in plastic wrapping and keep handy.

Don’ts:

Don’t eat stale food.

Don’t drink water from wells and ponds without boiling.

Don’t pay heed to, or spread, rumours.

Don’t use any electrical equipment.

Don’t keep doors and windows open.

 

বন্যায় কি করণীয় ও কি করণীয় নয় নির্দেশিকা

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু নির্দেশিকা চালু করেছে রাজ্য সরকার।

কি করবেনঃ

সুরক্ষিত উঁচু জায়গায় আশ্রয় নিন।
ব্যাটারিচালিত রেডিও ব্যবহার করুন।
দুর্যোগবার্তা শুনলে শুকনো খাবার, জল ও জ্বালানির আয়োজন করে নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন।
ওষুধপত্র, জল পরিশোধনকারী ট্যাবলেট, টর্চ, দেশলাই, হ্যারিকেন, মূল্যবান কাগজপত্র প্লাস্টিকে মুড়ে হাতের কাছে রাখুন।

কি করবেন নাঃ

বাসি খাবার খাবেন না।
কুয়ো বা পুকুরের জল না ফুটিয়ে খাবেন না।
গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না।
কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবেন না।
জানালা দরজা খোলা রাখবেন না।