Bengal Tourism’s big social media push

To increase its reach, especially among the younger generation, the State Tourism Department has decided to go all out to promote itself on social media. It has a fairly good presence on Facebook, Twitter and Instagram, and now it is aiming to strengthen its position with regard to content.

For this, it has divided the state into six regions, and has appointed professional photographers, videographers and agencies to visit each of these and create a database of images and videos for putting up on the social media vehicles.

The six regions are Hills, Dooars, Central Bengal, Rarh Bengal, Gangetic Bengal and Western Bengal. Five to ten-second video clips are also being planned for showing on television.

 

Source: Bartaman

Kolkata Police receives overwhelming response for ‘Project Shuddhi’

On February 8, 2018, Kolkata Police had launched Project Shuddhi, a path-breaking attempt to rehabilitate petty criminals who are also victims of substance abuse.
‘Shuddhi’ is not just another community policing tool. Most of the candidates identified under the project are involved in petty crimes owing to their addiction. Repeated arrests and imprisonment will not change their lives for the better, but a more holistic approach will. ‘Shuddhi’ gives these youth a chance to reclaim their lives and rejoin the mainstream.
For the first time in the history of Indian policing, Kolkata Police had reached out to ordinary citizens as part of this unique initiative, as a source of ‘crowd funding’, in order to raise funds for the project.
“Overwhelming support from all of you has both surprised and delighted us. Since the project’s launch, our mailbox has been flooded with requests, both from families of potential candidates and rehabilitation centres who wish to be part of the project,” Kolkata Police wrote on their Facebook page.
What moved the Kolkata Police most was the generosity of those who offered to ‘adopt’ the substance abuse victims — strangers who are presumably ‘criminals’ and belong to the lowermost rung of society, people who may not even be able to fathom the implication of the ‘help’ that they are receiving, people with a past.
“Today, as we send off our first batch of candidates to their treatment centres, we’d like to salute these sponsors, the real heroes in our fight against drug abuse and crime. With such heroes on our side, victory shall be ours” Kolkata Police wrote on their Facebook Page.

 

কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ ‘শুদ্ধি’

নতুন বছরের ৮ই ফেব্রুয়ারি কলকাতা পুলিশ চালু করলো তাদের অভিনব প্রকল্প ‘শুদ্ধি’। বিভিন্ন নেশায় আসক্ত হয়ে অপরাধের স্রোতে ভেসে যাওয়া লোকেদের পুনর্বাসন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।
এই প্রকল্পের জন্য যাদের বেছে নেওয়া হয়েছে, তারা বিভিন্ন আসক্তির জন্য ছোট খাটো অপরাধের সঙ্গে যুক্ত। বারবার গ্রেপ্তার করে তাদের জীবন কোনওভাবে বদলানো যাচ্ছে না। কলকাতা পুলিশ তাই ঠিক করেছে যে এই পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে তাদের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
সারা দেশে কলকাতা পুলিশই প্রথম এরকম একটা প্রচেষ্টা করছে। এই প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে সাধারন মানুষদের কাছে পৌঁছেছেন তারা। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শুরু হয়েছে ‘ক্রাউড ফান্ডিং’।
জনসাধারণের বিপুল সাড়া কলকাতা পুলিশকে দিয়েছে অনুপ্রেরনা। ফেসবুকে এই প্রকল্পের ঘোষণার পর থেকে কলকাতা পুলিশের মেল বক্স ভরে গেছে অনুরোধে। রিহ্যাব সেন্টার থেকে শুরু করে সমাজের নানা শ্রেণীর মানুষ এই প্রকল্পের অংশ হতে চাইছে।
তথাকথিত অপরাধী বা নেশায় আসক্ত সমাজের প্রান্তিক মানুষদের মুলস্রোতে ফিরিয়ে আনতে এই বিপুল উৎসাহের ফলে অভিভূত কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে ধন্যবাদ বার্তাও দিয়েছে।

Mamata Banerjee hits out against hate and malicious political campaign on social media

Bengal Chief Minister and Chairperson of All India Trinamool Congress Mamata Banerjee today hit out against the hate and malicious political campaign on social media. She accused “one section of religious group, belonging to a political party ruling at the Centre and also in the name of their sister organizations and others (either in their real names or fictitious names – আসল নামে ও বেনামে – असली नाम या बेनाम) are distorting my views, opinions, sayings and thus misleading people with my photos through some fake accounts.”

“I strongly condemn such scandalous activities by the so-called Hindu zealots. This type of communal forces, with their political vendetta, is maligning people. They cannot fight the battle politically and also on developmental front with me. So they are launching personal attack and using hate-campaign through social media. Those are sponsored by various persons and organizations,” she added.

“Our fight will continue and let us join hands together against these hate and malicious political campaign,” the Bengal CM said.

Here is the full post by Mamata Banerjee:

 

 

সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য বিকৃত করে কুৎসা করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ওড়িশায় গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি–‌র বিরুদ্ধে তোপ দাগলেন। বুধবার পুরীর মন্দিরে তিনি পুজো দেন। মিডিয়াকে মমতা বলেন, বিজেপি পুবের দিকে তাকালে আমি দিল্লির দিকে তাকাব। ওড়িশার মাটিতে দাঁড়িয়ে মমতা বলেন, অ–‌বিজেপি শাসিত রাজ্যগুলির ওপর বিজেপি বেশি অত্যাচার করছে। আঞ্চলিক দলগুলির জোট বাঁধার প্রয়োজন। বিজেপি মনে করে, বাংলা, ওড়িশা, বিহার–‌সহ অ–‌বিজেপি শাসিত রাজ্যগুলি খারাপ। তাই তাদের ওপর যত পারো অত্যাচার করো। মমতা বলেন, কীসের ভাল বিজেপি?‌ ওরা তো দাঙ্গা লাগাতে চাইছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি।

মমতা মিডিয়াকে বলেন, নারদ কাণ্ড বিজেপি–‌র চাল। নিজেদের স্বার্থে ওরা এ কাজ করছে। মমতা নিজেকে প্রকৃত হিন্দু বলে দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপি হিন্দুত্বের কলঙ্ক। ওরা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। এর জবাব মানুষ দেবে।

ফেসবুকে মমতা

এদিন তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাঁর মতামত ‌ও বক্তব্যকে বিকৃত করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের ফেসবুক পোস্টে মমতা জানালেন, কিছুদিন ধরে কেন্দ্রের শাসক দলের ছত্রছায়ায় ‌থাকা বিশেষ একটি ধর্মীয় গোষ্ঠীর লোকজন এভাবে তাঁকে জনসমক্ষে হেয় করার চেষ্টা চালাচ্ছে। তথাকথিত হিন্দুত্ববাদী তকমা তাদের গায়ে। আসলে তারা মৌলবাদী। রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে তারা এ–‌সব কাজ করে চলেছে। রাজনৈতিকভাবে না পেরে, উন্নয়নের কর্মযজ্ঞের সামনে দাঁড়াতে না পেরে, এখন তারা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের রাস্তা নিয়েছে। এদের পিছনে রয়েছে কিছু ব্যক্তি আর সংগঠন। তাদের কাছ থেকে হিন্দুত্ব শেখার কিছু নেই। হিন্দুত্ব ধর্মীয় সহিষ্ণুতা শেখায়। হিন্দু ধর্ম তথাকথিত এই হিন্দুত্ববাদীদের একচেটিয়া নয়। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রই আমাদের ঐতিহ্য। আম্বেদকরের তৈরি সংবিধান সেই রক্ষাকবচ দিয়েছে। দেশ ও দেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গিত। ওদের ও–‌সব জঘন্য প্রচার আমাদের আঘাত করতে পারবে না। ঐক্যই আমাদের শক্তি। ওই সব গুজব বা মিথ্যা প্রচারে কান না দেওয়ার জন্যও সকলের কাছে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী।