The Singapore FinTech Festival, which was held from November 13 to 17, has turned out to be a golden opportunity for the information technology (IT) sector in Bengal.
Bengal is among the top centres in financial technology (fintech, in short) in India. Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has taken a lead in reaping the huge talent that the state has in IT.
A 27.738-acre plot, consisting of 15 smaller plots in the range of 0.248 to 4.5 acres, is being developed in New Town, on the outskirts of Kolkata, as a hub for fintech companies.
The cluster for the fintech companies, with plug-and-play infrastructure, is at a strategic location, being at a stone’s throw-distance from Biswa Bangla Convention Centre, Nazrul Tirtha, Business Club and Seniors’ Park.
All these factors have led to Bengal being invited to the Singapore FinTech Festival. And they were highlighted during a presentation by the State Government on November 13.
The Bengal pavilion set up at the festival contains attractive posters highlighting the progress made by the State IT Department under the leadership of Chief Minister Mamata Banerjee in the last six years.
Source: Khabar 365 Din
বাংলার তথ্যপ্রযুক্তিকে সিঙ্গাপুরে প্রদর্শন
ফিনান্সিয়াল টেকনোলোজি কিংবা ফিনটেকে বিশ্বের নজর কাড়ছে বাংলা। এরাজ্যে ফিনটেকের যে পরিমাণ ব্যবহার শুরু হয়েছে, তাতে আগামী দিনে শুধু দেশ কেন, বিশ্বকেও পথ দেখাতে চলেছে বাংলা।
সিঙ্গাপুরে নভেম্বরের ১৩-১৭ তারিখ হয়ে গেল ফিনটেক ফেস্টিভ্যাল। রাজ্য তথ্যপ্রযুক্তির বিস্তারের জন্য যেভাবে কাজ করেছে, তাঁর জন্য এই ফেস্টিভ্যালে জায়গা পেল রাজ্য। ফিনটেকে বাংলার যে বিপুল সম্ভাবনা রয়েছে সেই কথাই তুলে ধরলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব।
তথ্যপ্রযুক্তিকে ছড়িয়ে দিতে যেভাবে নিউটাউনকে গড়ে তলা হয়েছে, তাতে আগামী দিনে এই জায়গাই সারা দেশের মধ্যে প্রথম হয়ে উঠতে পারে।
ইতিমধ্যেই নিউটাউনে ফাইনান্সিয়াল হাবের জন্য বরাদ্দ করা হয়েছে জমি, যেখানে এখন পর্যন্ত ২৩টি ব্যাঙ্ক তাদের জায়গা পেয়েছে। নিউটাউনে গড়ে তলা হয়েছে কনভেনশন সেন্টার। এছাড়াও সেক্টর ফাইভে যেভাবে তথ্যপ্রযুক্তির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেটাও তুলে ধরা হয় এই মেলায়।