France is the partner country at the 2018 Bengal Global Business Summit (BGBS). As a result, 10 leading French have confirmed participation the international business summit.
The big 10 are Capgemini, Matière, Dassault Systèmes, Fives Stein, JCDecaux, Kernoes, Decathlon, Schneider, Suez and Accor. This is a major gain for Bengal as the ten represent some of the biggest names in the consultancy, manufacturing, defence, advertising, construction, sports, energy and hospitality sectors.
This year, more than 3,000 delegates from the US, France, Japan, Germany, China, Italy, Russia and the UK.
১০টি ফরাসি কোম্পানি আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে
চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ফ্রান্সের প্রথম সারির ১০টি কোম্পানি আসছে। এ বছরের সম্মেলনে ফ্রান্স হল পার্টনার রাষ্ট্র।
ফ্রান্সের কনসালট্যান্ট জেনারেল বলেন, সংস্কৃতি ও অর্থনীতি একে ওপরের সঙ্গে জড়িত। আমরা গর্বিত ১০টি কোম্পানি যারা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করবে, তাদের নাম ঘোষণা করে। ফ্রান্স এই সম্মেলনের পার্টনার রাষ্ট্র হওয়ায় আমরা আনন্দিত।
যে দশটি কোম্পানির প্রতিনিধি আসবেন, তারা হল, ক্যাপজেমিনি, ম্যাটায়ার, ড্যাসল সিস্টেমেস, ফাইভসস্টেন, জেসিদিই-কক্স, কার্নিওস, ডেকাথলন, স্নেইডার, সুয়েজ, অ্যাকর।
গত বছর সম্মেলনে ফ্রান্সের কনসালট্যান্ট জেনারেল ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন। এবারে ফরাসি প্রতিনিধিরা আসবেন।
এবারে আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মানি, চীন, ইটালি, রাশিয়া ও ব্রিটেন থেকে ৩০০০ এর বেশী প্রতিনিধি আসবেন।
Source: The Times of India