An archaeological museum is being be set up by the State Government at Berachanpa near Chandraketugarh in North 24 Parganas district.
Located beside the river, Bidyadhari, Chandraketuharh has been an ancient trading post, evidences of which are strewn across the place, from coins and seals to terracotta figures to remnants of brick houses. It is to preserve these artefacts that the museum is going to be set up.
The museum would be inaugurated in January. It will be housed inside the Pather Sathi motel that the government has constructed in Berachanpa.
This place was originally the capital of a certain King Chandraketu, and hence the name. Evidences from the Maurya, Sunga, Kushana and other periods have also been found there.
চন্দ্রকেতুগড়ে সংগ্রহশালা তৈরী করবে রাজ্য সরকার
উত্তর ২৪পরগনা জেলার বেড়াচাঁপার কাছে চন্দ্রকেতুগড়ে একটি প্রত্নতাত্বিক সংগ্রহশালা তৈরী করছে রাজ্য সরকার।
বিদ্যাধরী নদীর পাশে অবস্থিত চন্দ্রকেতুগড় এককালে বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র হসেবে প্রসিদ্ধ ছিল। এর প্রমাণ ছড়িয়ে আছে সারা অঞ্চলে। যেমন আছে তৎকালীন মুদ্রা, সিলমোহর বা ইটের তৈরী বাড়ির ধ্বংসাবশেষে পাওয়া টেরাকোটার মূর্তিতে। এই সবকিছুর সংরক্ষণের জন্যই এই সংগ্রহশালা তৈরী করা হচ্ছে।
এই সংগ্রহশালার উদ্বোধন হবে ২০১৮ সালের জানুয়ারি মাসে। বেড়াচাঁপায় রাজ্য সরকারের তৈরী করা ‘পথের সাথী’ মোটেলের মধ্যেই এই সংগ্রহশালা নির্মিত হবে।
রাজা চন্দ্রকেতুর রাজধানী ছিল এই অঞ্চল, সেই থেকেই নাম হয়েছে চন্দ্রকেতুগড়। মৌর্য, শুঙ্গ, কুশানা যুগ ও অন্যান্য যুগের অনেক ঐতিহাসিক নমুনা এখানে মেলে।
Source: Bartaman