Water supply project to benefit more than 10 lakh people in Purulia

The Bengal Government has taken up a huge project to supply purified drinking water to almost 10 lakh families of Purulia. Japanese organization JICA will provide Rs 960 crore for the project.

The Detailed Project Report regarding the water project was prepared by the State Public Health Engineering department. According to the DPR, water will be taken from Kumari River near Manbazar in Purulia and will be treated to make it consumable.

The water plant will be constructed at Manbazar. After its completion, the plant will produce around 70 lakh million gallons of purified drinking water. The water will be supplied to households through pipelines to almost 10 lakh people in Purulia Municipality area and the Panchayat areas of five other blocks.

In near future around 20 blocks will be connected with pipelined purified drinking water and as a result, the people will avail the service even during the times of draught.

 

পুরুলিয়ায় ১০ লক্ষ পরিবারে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে প্রকল্প গড়বে রাজ্য

পুরুলিয়ায় ১০ লক্ষ মানুষের বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবে রাজ্য সরকার। জাপানি সংস্থা ‘জাইকা’ এই প্রকল্পের জন্য ৯৬০ কোটি টাকা দেবে রাজ্যকে। এর আগেও রাজ্য সরকার জাইকার থেকে ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করে জাইকার কাছে পাঠায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। ডিপিআরে রয়েছে, পুরুলিয়ার মানবাজারে কুমারী নদী থেকে জল তুলে পরিশোধন করে তা মানুষের পানযোগ্য করা হবে। খরাপ্রবণ এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

মানবাজারেই পরিস্রুত পানীয় জলের প্রকল্প তৈরি হবে। এই প্রকল্প থেকে প্রতিদিন ৭০ লক্ষ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল পাওয়া যাবে। এই পরিস্রুত পানীয় জল পাইপলা঩ইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পুরসভা। পুরুলিয়া পুরসভা এলাকা ও পাঁচটি ব্লকের পঞ্চায়েত এলাকার ১০ লক্ষ মানুষ এই পরিস্রুত পানীয় জল পাবেন।

এর ফলে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের মানুষ জলের আকাল থেকে মুক্তি পাবেন বলে মনে করেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী। পুরুলিয়ার ২০টি ব্লক কয়েক বছরের মধ্যেই পরিস্রুত পানীয় জল পাবে। খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। এটি রাজ্য সরকারের বড় সাফল্য হতে চলেছে। এমনকী খরার সময়েও পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে জলের অভাব হবে না।

 

Vision 2020: Bengal’s master plan for arsenic-free water

The Bengal Government has drawn up a master plan for providing arsenic-free water to all arsenic-affected, called Vision 2020, said the Public Health Engineering Minister, Subrata Mukherjee, at a recent function.

The plan has been drawn up in consultation with the Arsenic Task Force. The plan is being implemented by the Public Health Engineering (PHE) Department.

The State Government’s funds as well as funds from the Asian Development Bank (ADB) and Japan International Cooperation Agency (JICA) are being used to address the issue of arsenic contamination of groundwater.

The State Government has already started implemented the master plan. Sixty one per cent of the work is complete, said the minister, and by 2020 things will improve a lot.

As a part of this, arsenic-removal units have been attached to approximately 400 tube wells by the State Government. Then, the department is extracting water from rivers through pipes and then treating it in modern treatment plants before supplying it for drinking purpose, to prevent arsenic contamination.

In places where a river remains dry during certain times of the year, the department is using submersible pumps to extract water and then purify it in treatment plants before supplying it to people for drinking.

Another step being taken by the PHE Department, according to the minister, is the setting up water ATMs at all district hospitals and institutions across the state.

The Arsenic Task Force is an advisory body set up by the State Government and comprises of experts from various academic and research institutes of Bengal and representatives of various State and Central Government departments like the Pollution Control Board, Health and Family Welfare, Surface Water Investigation, GSI, Department of Science and Technology and the referral State Government-run SSKM Hospital.

It coordinates and interacts with various sectors for the successful implementation of arsenic-removal programmes in Bengal.

There needs to be, too, strict vigilance by the law-enforcing authorities and effective mass awareness campaigns to sensitise the people regarding these arsenic-removal kits.

It has also been recommended to look at alternative sources of water for villages and districts where the arsenic level in ground water is high.

 

আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্য মাস্টার প্ল্যান

আর্সেনিক কবলিত অঞ্চলগুলিতে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ করতে মাস্টার প্ল্যান তৈরী করল রাজ্য সরকার। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ভিশন ২০২০। আর্সেনিক টাস্ক ফোর্স-এর পরামর্শে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কাজটি করবে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর।

এর জন্য খরচ যোগাবে রাজ্যের তহবিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও জিকা।

বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্রের বিশেষজ্ঞদের নিয়ে এই আর্সেনিক টাস্ক ফোর্সটি গঠন করেছে রাজ্য সরকার। এই প্রতিষ্ঠানগুলি হল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, সারফেস ওয়াটার ইনভেস্টিগেশন বিভাগ, জিএসআই, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, এসএসকেএম হাসপাতাল।

ইতিমধ্যেই ভিশন ২০২০-এর ৬১ শতাংশ কাজ হয়ে গেছে। রাজ্যের প্রায় ৪০০ টিউবওয়েলে আর্সেনিক রিমুভাল কিট লাগিয়েছে সরকার। এই কীটগুলি ব্যবহারের জন্য সচেতনতার প্রসারও করবে রাজ্য সরকার।

যেসব গ্রামে জলে আর্সেনিকের মাত্রা বেশি, সেখানে ভিন্ন কোনও উৎস থেকে জল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে মানুষকে।

Source: Millennium Post, India Today

Purified drinking water for Nandigram soon

Chief Minister Mamata Banerjee’s promise of supplying purified drinking water to Nandigram is going to come true soon.

Plans have been firmed up by the State Government to supply purified drinking water in Nandigram and three other blocks. A plant is being set up on 15 acres in Chakkamina in Nandakumar block. The water for treatment would be sourced from the Rupnarayan river.

The project would entail a cost of Rs 811 crore, for which the Asian Development Bank (ADB) is aiding the State Government.

 

নন্দীগ্রামকে পরিস্রুত পানীয় জল দিতে জলপ্রকল্প তৈরির পথে রাজ্য

জমিরক্ষার আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামের মানুষকে পরিস্রুত পানীয় জল খাওয়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণের পথে রাজ্য সরকার।

নন্দীগ্রামের দুটি ব্লক, চণ্ডীপুর ও নন্দকুমার ব্লকের মানুষকে পরিস্রুত পানীয় জল দেওয়ার জন্য জলপ্রকল্প তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৮১১ কোটি টাকা। সেই টাকা সহজ শর্তে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার।

নন্দীগ্রামের মানুষকে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য প্রকল্প তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো একটি পরিকল্পনা করা হয়। ঠিক হয়, রূপনারায়ণ নদী থেকে জল তুলে ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

Source: Bartaman