Loans taken for MSMEs – Bengal leads among States

It is a well-known fact that Bengal has one of the most successful policies regarding the micro, small and medium enterprises (MSM) sector. As a result of the Trinamool Congress Government’s comprehensive policy, small-scale enterprises are thriving in the State.

The success of the State’s MSME sector has been acknowledged by the Central Government earlier too. Now, another report has done the same.

The total amount of loans extended to medium enterprises in Bengal during the 2015-16 fiscal was Rs 2,659 crore, which increased to Rs 5,851 crore during the 2016-17 fiscal. The number of people the loans were extended to were 1,25,457 and 4,36,208, respectively.

The Central Government’s scheme for MSMEs is divided into three categories, according to the amount of loan extended. From the lowest to the highest, the categories are Shishu, Kishore and Tarun for loans upto Rs 50,000, upto Rs 5 lakh and upto Rs 10 lakh, respectively.

Under the Shishu category, for the last few years, Bengal has been coming second. Under the Kishore category, during the 2015-16 fiscal, loans worth Rs 2,377 crore to 1,18,927 people. During the 2016-17 fiscal, the number loan-takers increased by 105 per cent, which increased to 348 per cent of the new number during the 2017-18 fiscal.

These numbers how that under Chief Minister Mamata Banerjee, MSMEs are headed for a brighter future.

Source: Bartaman

Bengal CM writes to Centre, saying it’s extremely wrong to sell off Bengal Chemicals

Chief Minister Mamata Banerjee has written a strong letter to the Union Commerce & Industry Ministry regarding the Central Government’s decision to sell off Bengal Chemicals & Pharmaceuticals Ltd., a company with a long and illustrious history.

Though it was not doing well for some time, in the last few years it has turned around quite a bit. The company earned profits during the 2016-17 fiscal, which almost doubled during the 2017-18 fiscal (an increase of 97.5 per cent). In this state of things, what is needed is more help from the Centre rather than selling it off.

Hence, the Chief Minister has written in the letter that the decision to sell it off should be immediately taken back. She has also written that the Bengal Government would provide all manner of help to build Bengal Chemicals up into a Maharatna company.

The company also has units in Mumbai and Kanpur. The Centre had previously too tried to sell the company. It was mainly Mamata Banerjee’s efforts which prevented that from happening.

Another point raised by the Chief Minister in her letter is the fact that the Kolkata High Court is yet to decide on the case filed by the workers and unions of the company against the Centre’s decision to sell it off.

Then, the company is engaged in manufacturing fair-priced essential goods for the common people. Hence, it can never be termed a ‘low-priority enterprise’, as the Centre has signified it.

Mamata Banerjee in her letter has also written about the illustrious history of the company and its crucial role in the movement for Indian-made goods during the colonial period.

All in all, the Chief Minister, through coherent arguments, has clearly indicated in the letter that it is an absolutely wrong decision to sell off Bengal Chemicals, as it is a profitable company now.

Bengal a top performer in vaccination of children, says NFHS

Vaccination is essential, especially for children, be it polio vaccine, DPT, hepatitis B, pneumonia or anything else. Prevention is always better than cure.

The good news is that Bengal is among the top three states with respect to vaccinating children. This was confirmed by the latest report of the National Family Health Survey (conducted during fiscal year 2015-16).

About 85 per cent of the children of the state have been given all the essential vaccinations. Another fact gleaned from the report is that vaccination has had greater coverage in the rural region – about 95 per cent.

A record of sorts has also been created in the state: under Intensified Mission Indradhanush (IMI), in the district of North 24 Parganas, 40,000 children were vaccinated over a period of four days, with 10,000 per day.

 

Source: Sangbad Pratidin

 

 

Bengal no. 1 in preventing parent-to-child transmission of HIV: Mamata Banerjee

Bengal has been adjudged the best State in the country in the prevention of parent-to-child transmission of HIV (human immunodeficiency virus), which leads to AIDS. This happy news was shared by Chief Minister Mamata Banerjee in a Facebook post yesterday.

“I am happy to share with all of you that as per the assessment done by NACO for ‘Prevention of Parent to Child Transmission of HIV’ programme for 2017-18, West Bengal has emerged No. 1 in the country,” the post read.

NACO, or the National AIDS Control Organisation, is a Central Government agency under the Ministry of Health and Family Welfare. It has played an important role in controlling the spread of HIV and the treatment of AIDS since the early 1990s.

Through her post, Mamata Banerjee has also shared that, with the proper implementation of the Prevention of Parent to Child Transmission (PPCT) programme, the State Government has enabled 16.5 lakh pregnant women from Bengal in preventing the transmission of HIV to their newborn children. For those adults and children found HIV positive, the Government provides free treatment through Anti-Retroviral Therapy Centres situated in sub-divisional, district and medical college hospitals.

Last but not the least, the Chief Minister has conveyed her best wishes to all those involved in the programme, from doctors and health staff, NGO volunteers and the parents themselves.

 

এইচ আই ভি নির্মূলে সর্বোচ্চ স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ

বাবা-মায়ের থেকে সন্তানদের শরীরে এইচ আই ভি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে একথা ঘোষণা করেছেন।

‘প্রিভিশন অফ পেরেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন অফ এইচ আই ভি প্রকল্পের ২০১৭-১৮ র কাজে বাংলা এক নম্বর স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় ন্যাশনাল এইডস অর্গানাইজেশন (ন্যাকো) এই স্বীকৃতি দিয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, এই প্রকল্পের অধীনে এ রাজ্যের ১৬ লক্ষ ৫০ হাজার গর্ভবতী মহিলা সুফল পেয়েছেন। এছাড়াও যারা এইচ আই ভি পজিটিভ পাওয়া যায় তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা-পরিষেবা দেয় রাজ্য সরকার।

Here is the full facebook post

 

Agricultural marketing agencies of the Bengal Govt

There are three agencies under the State Agricultural Marketing Department, whose work it is to ensure that the agricultural produce of the state is marketed according to the rules and regulations. The three are Directorate of Agriculture Marketing, West Bengal State Agricultural Marketing Board and Paschimbanga Agri Marketing Corporation Limited. Their functions are described below.

Directorate of Agricultural Marketing

  • Principal state agency for execution of beneficiary-linked schemes
  • Collecting, through its state-wide network of offices, market prices of various commodities and uploading them on to the Agmarket website on a daily basis
  • Keeping a close watch on price trends
  • Licensing and supervising authority of cold storages

 

West Bengal State Agricultural Marketing Board (WBSAMB)

  • Coordinating, supervising, directing and regulating activities of Regulated Market Committees (RMC)
  • Giving technical approval to the schemes and projects undertaken by Regulated Market Committees in the interest of growers
  • Implementing construction of Krishak Bazaars
  • Constructing market-linking roads and other marketing infrastructure
  • After reorganization and amalgamation of the previous RMCs, 21 district-level RMCs and one subdivision-level RMC have been constituted. Through the implementation of the West Bengal Agricultural Produce Marketing (Regulation) (Amendment) Act, 2017, the State Government has enabled easier direct marketing between growers and producers.

 

Paschimbanga Agri Marketing Corporation Limited (PAMCL)

  • Implementing marketing campaign, in collaboration with Bidhan Chandra Krishi Viswavidyalaya and farmers’ groups, to popularise Gobindobhog and Tulaipanji varieties of rice in India and abroad under the brand, Bangakrishisree
  • Implementing promotional drive for marketing indigenous short-grained aromatic rice varieties like Gobindobhog, Tulaipanji, Kalonunia, Kataribhog, Radhatilak and Radhunipagal
  • Sufal Bangla scheme incorporated in PAMCL for administrative benefits and structural reorientation
  • From Kharif Marketing Season (KMS) 2016-17, collecting paddy from farmers against the mandated minimum support price (MSP) in Bankura and Hooghly districts, through the respective RMCs, acting as their procuring agents

 

রাজ্য সরকারের কৃষি বিপণন সংস্থা

 

রাজ্য কৃষি বিপণন বিভাগের অধীন তিনটি সংস্থা আছে, ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড ও পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড।

 

ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং

কৃষি বিপণনের অধিদপ্তর হল উপভোক্তাদের বিষয়ক সকল দপ্তরের কেন্দ্রীয় দপ্তর। পাশাপাশি বিপণনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এই সংস্থা দৈনিক বাজার দর সংগ্রহ করে এবং বাজার থেকে উৎপাদন জাত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি এই অধিদপ্তর নজর রাখে বাজারদরের গতিপ্রকৃতির ওপর এবং সেই তথ্য তারা AGMARKNET এ নিয়মিত আপলোড করে। এই অধিদপ্তর ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ (লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ১৯৬৬ র অধীনে রাজ্যের সমস্ত কোল্ড স্টোরেজের লাইসেন্সও প্রদান করে থাকে।

 

ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড

ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৭২ বিধির ৩৬ নম্বর ধারা মেনে রাজ্য কৃষি বিপণন বোর্ড গঠন হয়। এই বোর্ডের দায়িত্ব প্রবিধিত বাজার কমিটি গুলির কার্যকলাপের সমন্বয়, রক্ষণাবেক্ষণ, অভিমুখ, প্রবিধান করা

চাষিদের স্বার্থের কথা মাথায় রেখে বিভিন্ন প্রবিধিত বাজার কমিটি গুলির নানারকম প্রকল্পের কারিগরি অনুমোদন দিয়ে থাকে। এই বোর্ড কৃষক বাজার তৈরী করছে। এর পাশাপাশি বিভিন্ন বাজার সংযোগকারী রাস্তা ও বাজারের পরিকাঠামোর দিকেও নজর রাখে এই বোর্ড।

পুরনো সমস্ত প্রবিধিত বাজার কমিটি গুলিকে পুনরায় সংগ্রহিত করে ও একত্রীকরণ করে ২১টি জেলা স্তরের প্রবিধিত বাজার কমিটি ও ১টি মহকুমা স্তরের প্রবিধিত বাজার কমিটি গঠন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) (আমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৭র প্রজ্ঞাপনের ফলে চাষি ও ক্রেতাদের মধ্যে বিপণন অনেক সহজ হয়েছে।

 

পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড

ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্ট মেনে পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়। এই সংস্থা বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও চাষি গোষ্ঠীদের সঙ্গে গোবিন্দভোগ ও তুলাইপঞ্জী চালকে ভারতে ও বিদেশে বঙ্গকৃষিশ্রী ব্র্যান্ড নামে জনপ্রিয় করে তুলতে বিপণনের কর্মসূচী শুরু করেছে। এছাড়াও সুগন্ধী চাল যেমন, গোবিন্দভোগ, তুলাইপঞ্জী, কালোনুনিয়া, কাতারিভোগ, রাধাতিলক, রাঁধুনিপাগল চালের প্রচারমূলক ড্রাইভ শুরু করেছে।

প্রশাসনিক সুবিধা ও কাঠামোগত পুনর্বিবেচনার জন্য সুফল বাংলা প্রকল্পও শুরু করেছে এই সংস্থা। ২০১৬-১৭ সালের খারিফ মরশুমে এই সংস্থা বাঁকুড়া ও হুগলী জেলা থেকে প্রবিধিত বাজার কমিটির মাধ্যমে ধান সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত ১১২৯জন চাষির থেকে ৫৯৪৫.৩১২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে যাদের সর্বনিম্ন সমর্থন মূল্য হিসেবে ক্যুইন্টাল পিছু ১৫৫০ টাকা প্রদান করেছে তাদের ব্যাঙ্কে।

 

 

Bengal driving large percentage of India’s exports, says Centre

In terms of exports, Bengal is ahead of the rest of the states, as per the Union Commerce and Industry Minister. This is another confirmation of the fact that the policies on industry and investment being followed by the Chief Minister Mamata Banerjee-led Bengal Government are on the right track.

Following the initiatives of the Chief Minister, the variety and amount of exports that take place from Bengal have showed a direction to many states. Bengal has been able to leverage its traditional strengths, be it natural resources, industrial resources, food resources or anything else, for the export market and has been reaping the benefits. As a result, the income of Kolkata Port (including its subsidiary, Haldia Port) has also increased handsomely.

It must be mentioned that 14 per cent of Indian tea is exported through Kolkata. Haldia Petrochemicals exports 4 per cent of the country’s petro-products. Bengal exports a huge 61 per cent of the total leather goods from India. In food, 11 per cent of prawns and lobsters exported from India are from Bengal.

With so much activity happening, Bengal is now the sixth largest economic market in India.

 

 

বিশ্ববাজারে রপ্তানিতে দেশের সেরা বাংলা

ভারতবর্ষের মধ্যে রপ্তানি বানিজ্যে সবচেয়ে বেশী এগিয়ে এসেছে বাংলা। এমন দাবি করলেন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক অভিনব উদ্যোগের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরেছেন এবং প্রায় সারা পৃথিবীর শিল্পপতিদের আহ্বান করে বাংলাতে বিনিয়োগের জোয়ার এনেছেন, তার জেরে একদিকে যেমন বেড়েছে কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিবহনের সংস্থা, তেমনই দ্বিগুনেরও বেশী পণ্য পরিবহন করে কএকগুন বেশী আয় বাড়াতে সক্ষম হয়েছে কলকাতা ও হলদিয়া বন্দরও।

এছাড়াও বাংলা থেকে সারা দেশের ১৪ শতাংশ চা রপ্তানি হয়। হলদিয়া পেট্রোকেমিক্যাল দেশের মত পেট্রোলিয়ামজাত উৎপাদনের ৪ শতাংশ উৎপাদন করে। চামড়াজাত পণ্য যা রপ্তানি হয়, তার ৬১ শতাংশ বাংলাই করে। চিংড়ি রপ্তানি করে ১১ শতাংশ।

এই মুহূর্তে যে গতিতে বাংলার অর্থনীতি ও শিল্প বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির বাজার হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।

Unemployment declining significantly in Bengal, says Central Govt data

There is some good news for Bengal. The Central Government has, in an answer to a question asked in the Lok Sabha, presented data that paints a promising picture on the rate of employment in the State.

According to the Employment and Unemployment (E&U) Surveys conducted by the Labour Bureau, the rate of unemployment in Bengal has been decreasing significantly over the last few years.

During financial year (FY) 2012-13, the rate of unemployment was 5.9 per cent (of the population). It dropped to 4.2 per cent during FY 13-14, and further reduced to 3.6 per cent during FY 15-16. The survey was conducted for persons aged 15 years and above.

This steady reduction in unemployment rate over three financial years can be seen in only seven States, according to the data, of which the most dramatic reduction has been in Bengal. In all the other States, there has either been a gradual increase or an increase after a decrease.

In Bengal, from FY 12-13 to FY 13-14, the reduction was by almost 29 per cent and from FY 13-14 to FY 15-16, it was by about 14 per cent. The percentage reduction over four FYs – 2012-13 to 2015-16 – was almost 39.

 

পশ্চিমবঙ্গে বেকারত্বের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে, লোকসভায় তথ্য দিলেন মন্ত্রী

গত তিন বছরে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে। লোকসভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর পেশ করা তথ্যে প্রকাশ পেল এই তথ্যই।

সেই রিপোর্ট অনুসারে, ২০১২-১৩ সালে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল ৫.৯ শতাংশ। ২০১৩-১৪ সালে তা কমে দাঁড়ায় ৪.২ শতাংশে। এবং ২০১৫-১৬ আর্থিক বছরে রাজ্যে বেকারত্বের হার আরও কমে দাঁড়িয়েছে ৩.৬ শতাংশে।

অথচ লোকসভায় পেশ করা সংশ্লিষ্ট তথ্যেই স্পষ্ট, দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অনেকগুলিতেই উল্লিখিত সময়ে বেকারত্বের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। যেমন বামশাসিত কেরলে ২০১৩-১৪ সালে যা ছিল ৯.৩ শতাংশ, তার পরের বছর ২০১৫-১৬ সালে বেকারত্বের সেই হার বৃদ্ধি পেয়ে হয়েছে ১০.৬ শতাংশ। উত্তরপ্রদেশে ২০১৩-১৪ সালের ৪ শতাংশ থেকে পরের বছর বেড়ে হয়েছে ৫.৮ শতাংশ।

দেশের প্রায় সব রাজ্যই যেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে না পারার অভিযোগে জেরবার হয়ে যাচ্ছে, সেখানে বেকারত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের এই উলটপুরাণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Source: Data from Labour Bureau, Ministry of Labour and Employment, GoI, as presented in the Lok Sabha

http://164.100.47.190/loksabhaquestions/annex/14/AS321.pdf

 

Number of hospital beds: Bengal leads among states

Bengal is number one not just in the 100 Days’ Work Scheme, not just in ‘Ease of Doing Business’, but in the number of hospital beds in Government hospitals as well. A new survey by the Central Government has put the State on top in terms of the number of beds available in Government-run hospitals. Bengal currently has 78,566 beds in such hospitals.

According to the survey, Bengal occupies the third spot among states in terms of the number of allopathic doctors available in Government hospitals, with 8,829 such doctors.

The report also states that for dental care and primary healthcare, the State has adequate infrastructure. There are 647 dental surgeons, 721 doctors manning the primary health centres (PHC).

The comprehensive report has been prepared by the Central Bureau of Health Intelligence (CBHI).

Overall, the total number of beds in the 14,379 Government-run hospitals in the country is 6,34,879. The number of allopathic doctors working in these hospitals is 11,03,328.

সরকারি হাসপাতালে রোগীর শয্যা সংখ্যার নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবার ওপরে

কেবল ১০০ দিনের কাজেই নয়। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় রোগীর শয্যা (বেড) ব্যবস্থার নিরিখে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবার ওপরে। একথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে ৭৮ হাজার ৫৬৬ টি শয্যার ব্যবস্থা রয়েছে। গোটা দেশে সব মিলিয়ে সরকারি হাসপাতালে শয্যার সংখ্যা ৬ লক্ষ ৩৪ হাজার ৮৭৯।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী গোটা দেশের ১৪ হাজার ৩৭৯ টি সরকারি হাসপাতালে ৬ লক্ষ ৩৪ হাজার ৮৭৯ টি শয্যা রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশী। সরকারি হাসপাতালে চিকিৎসকের ক্ষেত্রে অ্যালোপ্যাথের সংখ্যা ৮ হাজার ৮২৯ জন। ডেন্টাল সার্জেন রয়েছেন ৬৪৭। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রয়েছেন ৭২১ জন। গোটা দেশে সরকারি হাসপাতালে মোট ১১ লক্ষ ৩ হাজার ৩২৮ জন অ্যালোপ্যাথ চিকিৎসক রয়েছেন। এর মধ্যে তৃতীয়স্থানে পশ্চিমবঙ্গ।

Bengal Govt committed to conservation of forests

The Department of Forests, Bengal manages 11,879 sq km of forests in the state, i.e. 13.38% of the total geographical area.

The forest cover of the State has been on the increase. Between 2011 & 2014, it has gone up by 3810 sq.km, 4.29%, the highest in the country.

Some of the notable achievements, between 2011-2017, are:

  • Between 2011-17, The Department has afforested 72,697 hectares of forest area, besides extensive soil & moisture conservation works. It has also created production capacity of 2 crore planting stock through ‘Modern Nurseries’, thereby replacing almost entire capacity of conventional nurseries.
  • Inspired by the Hon’ble Chief Minister, the ‘Sabuj Shree’ program was launched with effect from 27 May, 2011 to provide a sapling to every new born child in the state to inculcate emotional bonding between the child and nature and also to provide an incentive of economic benefit in the future. Being implemented at the block level throughout the state, nearly 15 lakh seedlings were distributed to mothers of newborns.
  • The Wild Life Wing of Forest Directorate manages 4692 sq km of protected area network, i.e. 5.28% of geographical area of state, up from 4.56% prior to 2013. Emphasising the importance of conservation, two new wildlife sanctuaries have been created:
    1) the ‘West Sunderbans WLS’ in 2013 over 556 sq km in Dakshin 24 Parganas for keystone species of Sunderbans; and,
    2) ‘Pakhibitan Wildlife Sanctuary’ over 14.09 sq. km of water body for aquatic and migratory birds at Gajoldoba, Jalpaiguri in North Bengal.
  • W.B. State Forest Development Agency was institutionalised in 2014. It is implementing plantation programme of WB Pollution Control Board and MPLAD funding programme in forestry sector.
  • Online reservation & payment gateway for 20 eco-tourism centres in the state was started in May, 2015.

 

বন সংরক্ষণে প্রতিবদ্ধ মা-মাটি-মানুষের সরকার

পশ্চিমবঙ্গের বনদপ্তর রাজ্যের ১১,৮৭৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অরণ্য অর্থাৎ মোট ভৌগলিক এলাকার ১৩.৩৮% দেখাশোনা করে।

২০১১-২০১৪ সালের মধ্যে এই রাজ্যের বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির পরিমাণ ৩৮১০ বর্গকিলোমিটার অর্থাৎ ৪.২৯% যা দেশের মধ্যে সর্বোচ্চ।

২০১১-২০১৭ সালের মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য হলঃ-

  • ২০১১-২০১৭ সালের মধ্যে এই দপ্তর অরণ্য এলাকার মধ্যে ৭২,৬৯৭ হেক্টর বনাঞ্চল বৃদ্ধি করেছে। পাশাপাশি ব্যবহারে মৃত্তিকা ও আর্দ্রতা সংরক্ষণের কাজও হয়েছে। চিরাচরিত নার্সারিগুলির প্রায় সম্পূর্ণ মজুত খমতার পরিবর্তে এই বিভাগ ২ কোটি রোপণযোগ্য চারা উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ‘আধুনিক নার্সারি’ নির্মাণ করেছে।
  • মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ২০১১ সালের ২৭ মে থেকে ‘সবুজশ্রী’ প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে রাজ্যের প্রত্যেক নবজাতককে গাছের চারা উপহার দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হল, শিশুর সাথে পরিবেশ-প্রকৃতির একটা আবেগের বন্ধন তৈরী করা এবং ভবিষ্যতে এই গাছটি থেকেই আর্থিক সাহায্য পাওয়ার পথ সুগম করা। রাজ্যের প্রতিটি ব্লক স্তরে চালু হওয়া এ প্রকল্পে, ২০১৭-র মার্চ পর্যন্ত, ২ লাখেরও বেশী চারা বিলি হয়েছে।
  • বন-অধিকার এর অধীনে বন্যপ্রাণ বিভাগ রাজ্যের ৪৬৯২ বর্গকিলোমিটার সংরক্ষিত এলাকা দেখাশোনা করে, যা রাজ্যের মোট ভৌগলিক এলাকার ৫.২৮%। ২০১৩ সালে এই সংরক্ষিত এলাকার পরিমাণ ছিল ৪.৫৬%। সংরক্ষণের গুরুত্বের কথা চিন্তাভাবনা করে দুটি নতুন বন্যপ্রাণ অভয়ারন্য তৈরী করা হয়েছে।

 

১. ‘ওয়েস্ট সুন্দরবন ডবলু এল এস’ সুন্দরবনের মূল প্রজাতির বন্যপ্রাণ সংরক্ষণের জন্য দক্ষিণ ২৪ পরগনায় ৫৫৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ২০১৩ সালে তৈরী হয়।

২. ‘পাখিবিতান বন্যপ্রাণ অভয়ারন্য’ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গাজলডোবায় জলচর ও পরিযায়ী পাখিদের জন্য ১৪.০৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তৈরী হয়েছে।

  • ২০১৪ সালে রাজ্য বন উন্নয়ন এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছে। অন্য সমস্ত কাজের সঙ্গে এটি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সাংসদ তহবিলের অর্থে বনাঞ্চলে চারা লাগানোর কাজ করছে।
  • ২০১৫র মে থেকে রাজ্যের ২০টি ইকো-ট্যুরিজম কেন্দ্রের অনলাইন সংরক্ষণ এবং অর্থপ্রদানের পথ চালু হয়েছে। তাকদা, পোখরিয়াতার এবং চিম্নিতে ইকো ট্যুরিজম ইউনিট চালু হয়েছে।

 

Nandigram: Looking back at March 14, 2007

March 14, 2007 was a red-letter day in the history of modern Bengal politics – literally a red-letter day as innocent, unarmed villagers (protesting against the forcible acquiring of land for a chemical hub by the Left Front Government) were gunned down by hired goons of the then Government dressed as police.

Several of the injured were women and young children. The media were barred from entering the area. An atmosphere of fear and terror engulfed the region.

Two days later, on March 16, more than a thousand villagers took out a peaceful march. Media personnel – both print and television – managed to enter the villages and talk to the residents. At last, news was coming out in trickles.

Soon the trickle turned to flood. Mamata Banerjee, then the most prominent opposition leader, took up the people’s cause. It was a turning point for Bengal. Singur and Nandigram paved the away for the end of 34-year long Left rule in the State.

Eleven years have passed since then. The martyrs of Nandigram will never be forgotten. As the slogan goes, ‘Aamar naam tomar naam Nandigram’.

 

ফিরে দেখা নন্দীগ্রাম

২০০৭ সালের ১৪ ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ১৪ জন নিরাপরাধ গ্রামবাসীর প্রাণ ছিনিয়ে নিয়েছিল সশস্ত্র পুলিশ ও একদল বন্দুকবাহিনী। এছাড়াও আহত হয়েছিল হাজারের উপর নিস্পাপ গ্রামবাসী যাদের মধ্যে অনেকই মহিলা এবং শিশুও ছিল। মিডিয়া ও বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে, তাই তারা নন্দীগ্রামের ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

ঠিক দুদিন পরে অর্থাৎ ১৬ই মার্চ হাজারের উপর গ্রামবাসী সারা গ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আবার একত্রিত হয়েছিল। সেইসময় প্রিন্ট মিডিয়া ও অন্যান্য টিভি চ্যানেলগুলি গ্রামে ঢুকে গ্রামবাসীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ নিচ্ছিলো। কিছু তথ্যচিত্র পরিচালক ও সেইদিনের ঘটনাগুলি রেকর্ড করছিল। পরে অনেক সমাজসেবী সংস্থা সেইদিনকার ঘটনার প্রতিবাদ করেছে ,তারা গ্রামে ঘুরে আহত গ্রামবাসীদের আর্থিক সাহায্যও দিয়েছে।

দোল উৎসবে শ্রী গৌরাঙ্গের নামকীর্তন করতে করতে একদিকে যেমন হিন্দুরা গ্রামের তিন দিকে জড়ো হচ্ছিলো, অন্য দিকে মুসলমান সম্প্রদায় মানুষরাও পবিত্র কোরান পাঠের জন্য জমায়েত হচ্ছিলো। এইভাবেই গ্রামের সমস্ত মানুষজন এক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করছিল।বিভিন্ন সূত্রের খবর এই হাজারো গ্রামবাসীর জমায়েত কে লক্ষ করেই হঠাৎই শুরু হয়েছিল কাঁদানে গ্যাস ও গুলির বৃষ্টি।

নন্দীগ্রামের সেই নারকীয় গুলিচালনার ঘটনার পর আজ এগারোটি বছর কেটে গিয়েছে। নন্দীগ্রামের অমর শহীদদের আমরা ভুলিনি, ভুলবো না।