Bengal Govt to open 89 more trekking routes in north Bengal

To draw adventure-loving tourists, both from as well as outside Bengal and also from other countries, the State Tourism Department is sanctioning 89 more trekking routes in north Bengal.

To make it convenient, there would be trekkers’ lodges along the routes. The lodges, basically small cottages, would also have facilities for serving food. Additionally, at these lodges, trekking equipments would also be available on hire.

All these lodges would also lead to the creation of employment opportunities, in regions which are socio-economically backward.

Besides in Darjeeling district, quite a few trekking routes have been discovered in the Dooars region. Since many of these routes pass through regions under the State Forest Department, the Tourism Department is holding talks with it to open up the routes as early as possible.

Source: Ei Samay

Kulik Bird Sanctuary to be redeveloped by Tourism Dept

Kulik Bird Sanctuary near Raiganj in Uttar Dinajpur district is going to be redeveloped, and the tourist lodge inside the forest renovated, by the State Tourism Department at a cost of Rs 4 crore.

The place is also known as Raiganj Wildlife Sanctuary. Kulik is one of the largest bird sanctuaries in Asia.

Another measure that would be taken to draw more tourists would be to free the Kulik River of pollution. The areas around the bird sanctuary would also be developed, for which a separate fund would be allotted. The Tourism Department has asked the district administration to prepare a report on which action would be taken.

 

কুলিক পখিরালয় সংস্কার করবে পর্যটন দপ্তর

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাছে কুলিক পখিরালয় সংস্কার করবে রাজ্য পর্যটন দপ্তর। ওই পখিরালয়ে অবস্থিত ট্যুরিস্ট লজের সংস্কার করা হবে। খরচ হবে ৪কোটি টাকা।

এই অঞ্চলটি রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি নামেও পরিচিত। এই পখিরালয়টি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম।

এই কুলিক নদীকে দূষণমুক্ত করলে এখানে আরও পর্যটকরা আসতে পারবেন। পখিরালয়ের চারপাশের বনাঞ্চলটিরও সংস্কার করা হবে। এর জন্য আলাদা করে টাকা অনুমোদন করা হবে।

পর্যটন দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য একটি রিপোর্ট তৈরী করতে, যার ওপর ভিত্তি করে এই কাজ শুরু হবে।

Source: The Statesman

Bengal Tourism Department launches mobile app for Durga Puja

The Bengal Tourism Department has brought out an app on the occasion of Durga Puja, named Sharadotsav. The app is available on Android devices.

The app has four primary sections – ‘Puja in Map’, ‘Nearby Pujas’, ‘Zone-wise Puja’ and ‘Emergency Contacts’.

The ‘Puja in Map’ section has the important well-known Durga Puja pandals marked on a map of Kolkata. The ‘Zone-wise Puja’ section has a list of the famous Durga Puja pandals in Bengal divided into seven groups – North Central Kolkata, Port Area, South Suburban and South West, South and South East, Heritage Puja, Siliguri and Other Puja – along with pictures.

The ‘Emergency Contacts’ section information on blood banks, fire stations, hospitals, the metro rail and police stations.

You can download the app from the Google Play store.

 

নতুন অ্যাপ আনছে পর্যটন দপ্তর – থাকছে দুর্গা পুজোর বিভিন্ন তথ্য

পুজোর ভিড়ে মানুষ যাতে হারিয়ে না যায় সেইজন্য এবার একটি নতুন মোবাইল অ্যাপ চালু করছে পর্যটন দপ্তর। শুধু রাজ্যের মানুষ নয়, শারদোৎসব দেখাতে আসা ভিন রাজ্য বা বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই অ্যাপ। অ্যাপটির নাম ‘SARADOTSAV’।

গুগল প্লে স্টোরে গিয়ে ‘SHARADOTSAV’ লিখলেই কলকাতার দুর্গাপুজো দেখার প্রয়োজনীয় সব তথ্যবাহী এই অ্যাপ পাওয়া যাবে। রাজ্যের অন্য শহরের পুজোর তথ্যও মিলবে এই অ্যাপে। এই অ্যাপে পুজোর নানা পাশাপাশি রাজ্যের নানা দ্রষ্টব্য স্থানের তথ্যও পাওয়া যাবে। পুজো দেখার ফাঁকে সেগুলিও দেখে নিতে পারবেন পর্যটকরা।

এছাড়া এই অ্যাপে থাকছে রাজ্যের বিখ্যাত পুজোগুলির তথ্য, পুজোর নির্ঘণ্ট, বনেদি বাড়ির পুজোর ইতিহাস। কোন পথে গেলে পছন্দের পুজো দেখা যাবে, তাও জানিয়ে দেওয়া হবে ম্যাপের মাধ্যমে। পুজোর মণ্ডপ লাগোয়া রেল, মেট্রো, বাসস্টপের দুরত্বও জানা যাবে। পাশাপাশি নিকটবর্তী রেস্তোরাঁ, পুলিশ সহায়তা কেন্দ্র, থানা, হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের ঠিকানা, ব্যাঙ্কের এটিএম, পাবলিক টয়লেটের তথ্য মিলবে।

এখানেই শেষ নয়, কোন পুজোর উদ্বোধন কবে তাও জানা যাবে। অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে বিসর্জন দেখার জন্য লঞ্চের টিকিট। এছাড়াও এতে রয়েছে বারোয়ারির খুঁটি পুজো থেকে দুর্গা পুজোর মণ্ডপের নানা ছবি। রয়েছে বাংলা শিল্প সংস্কৃতির নানা তথ্য। এর মাধ্যমে ট্যুরিস্ট লজগুলিও বুকিং করা যাবে। তাঁর প্রয়োজনীয় লিঙ্কও দেওয়া রয়েছে এখানে।

অ্যাপ্ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন