The Bengal Transport Department’s branding of the FIFA Under-17 World Cup had caught everyone’s eyes, and became very successful. On all the buses the department had designated for ferrying the fans and players, was written ‘Ebar Khela Jombe Bangla’.
Now the department is planning similar branding for two of the most popular annual events that Bengal hosts – Ganga Sagar Mela and the Kolkata International Book Fair (KIBF). What exactly is to be written would be decided later.
While the former will be held in January, with the main events scheduled on January 14 and 15, on Sagar Island in the Sundarbans, the latter will be held from January 30 to February 11 at Central Park in Salt Lake (because the usual venue, the Milan Mela fairground, is being renovated).
The branding would appear on the buses (from Esplanade, Babughat and Howrah) and the 30 vessels (16 belonging to West Bengal Transport Corporation and 14 to Hooghly River Transport Corporation) to be designated for the Ganga Sagar Fair, and on the buses (both AC and non-AC) to be designated specially for ferrying people to and from the Book Fair.
বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে ব্র্যান্ডিং করার ভাবনা রাজ্যের
আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে এবার এই দুই উৎসবকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা রাজ্যের। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি বাসে ব্র্যান্ডিং করা হবে।
দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত নানা মানুষ আসেন এই মেলায়। তাদের কাছে রাজ্যের মান বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যাওয়ার জন্য রাখা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা। এসি নন এসি সব রকম বাসই থাকছে। বাসের গায়ে বইমেলার ব্র্যান্ডিং করা থাকবে।
একই ভাবনা গঙ্গাসাগর মেলা উপলক্ষেও। এই বাসের গায়েও ব্র্যান্ডিং এর পরিকল্পনা রাজ্যের। বাংলা হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই এই ব্র্যান্ডিং থাকবে যাতে সব রকম মানুষের বুঝতে সুবিধা হয়।
ধর্মতলা, বাবুঘাট এবং হাওড়া থেকে ছাড়বে গঙ্গাসাগর যাওয়ার বাস, যাবে লট এইট পর্যন্ত। সেখান থেকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য থাকবে ভেসেলের ব্যবস্থা। এবার মেলা উপলক্ষে ৩০ টি ভেসেল রাখা হচ্ছে।
Source: Sangbad Pratidin