The Bengal Government has decided to construct 13,000 km of rural roads in order to improve the rural economy, said the State Panchayats and Rural Development Minister recently.
For this, the government will invest Rs 3,100 crore, which is part of a Rs 7,800 crore project. For building rural roads, the State Government pays 50 per cent of the cost of a project. The cost of laying 1 km is Rs 60 lakh. PSUs like NBCC and NPCC have been engaged to execute the projects.
The initial plan was to build 7,000 km of roads but, after seeing the superior performance of the Bengal Government, the Centre has provided sanction for 13,000 km.
The minister also informed that the State Government would provide Rs 2,700 crore to widen and renovate 3,000 km of rural roads.
১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করবে রাজ্য সরকার
গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৩০০০ কিঃ মিঃ গ্রামীণ সড়ক নির্মাণ করার। একথা জানান রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।
এই প্রকল্পের জন্য সরকার ৩১০০ কোটি টাকা খরচা করবে। গ্রামীণ সড়ক নির্মাণে রাজ্য সরকার ৫০ শতাংশ টাকা দেয়। প্রতি কিঃ মিঃ রাস্তা নির্মাণে খরচ হয় ৬০ লক্ষ টাকা। এই প্রকল্প প্রণয়ন করবে এনবিসিসি ও এনপিসিসির মত রাষ্ট্রায়ত্ত সংস্থা।
প্রথমে ৭০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু, রাজ্য সরকারের কাজের মুন্সিয়ানা দেখে কেন্দ্র ১৩০০০ কিঃ মিঃ রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে।
মন্ত্রী বলেন, রাজ্য সরকার ৩০০০ কিঃ মিঃ গ্রামীণ রাস্তা চওড়া করতে ২৭০০ কোটি টাকা দেবে।
Source: The Statesman