Bengal Govt mulls increasing paternity leave

The Bengal government is planning to increase paternity-cum-child care leave for its employees from 30 days to 45 days.

The Trinamool Congress Government was the first State Government to introduce paternity-cum-child care leave, in February 2016. It was introduced, considering that it would be of great help for the male employees to discharge their responsibilities towards their children in a better way.

All male employees of the Panchayat and other local bodies, boards, sponsored and non-government aided schools and colleges, state-aided universities and companies, corporations and undertakings are entitled to get the paternity-cum-child care leave.

Paternity leave can be taken during the birth of the child or at any time at a stretch, up to 18 years of his child’s age.

Source: Millennium Post

Primary Agri Cooperative Societies to be upgraded by Bengal Govt

The around 2,600 Primary Agricultural Cooperative Societies (PACS), which are the main deposit mobilising institutions in rural areas, are being upgraded by the State Government by computerising them and connecting them to core banking solution of cooperative banks.

This is meant to further extend banking service to the rural populace in the State, to places which lack proper banks. Thus a PACS would become a customer service point for banking facilities.

The work to upgrade 1,133 PACS to banks has already been initiated. The target for completing the upgrading of all the PACS has been set as the end of financial year 2019-20. Upgrading all PACS would ensure that people in every part of the State can avail banking facilities.

The State Level Monitoring Committee for Cooperative Sector, a high-powered committee set up last January to look into the matter of extending banking facilities to more rural areas, has suggested the above as well as a series of other measures to improve the cooperative sector, which have been accepted by the Bengal Government.

It has recommended that district and state cooperative banks open bank branches in the gram panchayats with no banking facilities. Steps have already been taken to install micro-ATMs in all the PACSs.

The panel has proposed the establishment of 2,000 farm machinery hubs through the best-performing PACS. This has also been accepted by the Government. During 2018-19, 1,000 such hubs will be established; the remaining will be taken up during the 2019-20 fiscal.

Citing the current practice of giving interest subsidy to farmers for short-term crop loans from cooperatives, the committee has suggested that the same facility should be provided for long-term loans as well.

The State Government has also decided to give ad hoc grant to all employees of cooperatives and the amount of the grant is to be raised from Rs 1,000 per to Rs 2,000 per month.

The cooperative employees will also be brought under the Swasthya Sathi scheme of the State Government.

The State Government has also taken necessary steps so that the audit of all cooperative bodies is carried out and corrective measures, if needed, are taken immediately.

Source: Millennium Post

Community Health Centre Management Initiative ensuring access to healthcare for rural people

The State Panchayats and Rural Development (P&RD) Department, through the programme, Community Health Centre Management Initiative (CHCMI) intends to create awareness among the rural people about the various public health services rendered by the Government.

For implementing CHCMI, the P&RD Department has engaged the three tiers of the Panchayati Raj Institution (PRI), that is, Gram Panchayat (GP) (village level), Panchayat Samiti (block level) and Zilla Parishad (district level), the Village health Sanitation and Nutrition Committee (VHSNC) and Government officials associated with the programme.

The sensitisation and training of people at all the three levels – PRI, VHSNC and Government – is almost complete.

Approximately 99 per cent of the Panchayat Samitis, 97 per cent of the Gram Panchayats and 1.81 lakh participants have been trained through sensitisation programmes on various aspects of public health. The same has been imparted to around 3 lakh members of the VHSNCs, along with training on preparation of micro-level plans. VHSNC is a booth-level committee on public health.

Another aspect regarding the community health programme that needs to be mentioned is the approval of, till January 2018, 1,565 homeopathic dispensaries, 222 ayurvedic dispensaries and six unani dispensaries.

By implementing these programmes, the State Government, through the institution of Panchayati Raj, is ensuring all-round improvement in the health of the rural population of Bengal.

 

পঞ্চায়েতে জনস্বাস্থ্যের প্রতি জোর পরিবর্তনের বাংলায়

 

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে জোর দিয়েছেন। সমস্ত দপ্তরের উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। নজর দেওয়া হয়েছে গ্রামীণ স্বাস্থ্যের প্রতিও।

Community Healthcare Management Initiative কিংবা জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উদ্যোগের মাধ্যমে পঞ্চায়েতএলাকায় গ্রামীণ মানুষদের মধ্যে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতনতা বাড়ানো হয়ে থাকে। ত্রিস্তরীয় পঞ্চায়েত, Village Health, Sanitation & Nutrition Committee (গ্রামীণ স্বাস্থ্য, স্বচ্ছতা ও পুষ্টি সংক্রান্ত কমিটি) ও সরকারি আধিকারিকদের সহায়তায় এই প্রকল্পের কার্যকারিতা ও সঠিক তহবিলের ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

সচেতনতা কর্মসূচীতে সমস্ত ব্লকের সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের যুক্ত করার কাজ ইতিমধ্যেই করা হয়েছে। এই কর্মসূচীতে জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৯৯% ব্লক ও ৯৭% গ্রাম পঞ্চায়েতের প্রায় ১.৮১ লক্ষ মানুষকে জনস্বাস্থ্য সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে।

গ্রামীণ স্বাস্থ্য, স্বচ্ছতা ও পুষ্টি সংক্রান্ত কমিটি বর্তমানে গ্রামীণ জল ও স্বচ্ছতা সংক্রান্ত কমিটি প্রাথমিক স্তর হিসেবে কাজ করে।

এছাড়াও, ২০১৮ সালের জানুয়ারি মাস পর্যন্ত ১৫৬৫টি হোমিওপ্যাথি ডিসপেনসারি, ২২২টি আয়ুর্বেদিক ডিসপেনসারি, ৬টি উনানি ডিসপেনসারি অনুমোদিত হয়েছে। ২০১৮-১৯ সালের বাজেটে এই বাবদ ৩৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

Construction of rural toilets – Bengal a model for India

Bengal’s success in the construction of rural toilets – through Mission Nirmal Bangla, a brainchild of Chief Minister Mamata Banerjee – is now being considered as a model by the Central Government.

The work of constructing toilets in the areas under the various panchayats of the state has been 95 per cent completes in the state over the past two years, in comparison to 68 t0 70 per cent for the other states.

The panchayats have not just stopped at just constructing toilets. They have undertaken extensive public awareness campaigns to ensure that people get fully rid of their habit of defecating in the open.

Even a few days back, officials of the Union Rural Development Ministry visited the state and closely observed the work being done in this regard by some of the panchayats. They were very impressed and gave glowing tributes to the state in their report to the Central Government.

The State Panchayats and Rural Development Minister, Subrata Mukherjee has said 100 per cent of the work of constructing toilets in rural households would be completed by the end of financial year (FY) 2018-19. Eight districts have been made fully open defecation free (ODF) while six more would become so soon.

And now like with other projects of the State Government, it has been decided to use the services of artistes enlisted with the Lok Prasar Prakalpa for spreading word on the benefits of using permanent toilets at homes.

Through various types of folk songs and folk dances, performed according to the region, trained artistes would help in convincing people towards proper toilet habits. Recently, for example, 120 folk artistes in Howrah district were recently trained on the messages to be conveyed. Along with them, posters, festoons and banners would also be used for the purpose.

 

পঞ্চায়েত এলাকায় শৌচালয়, কেন্দ্রের মডেল এখন বাংলা

পঞ্চায়েত এলাকায় শৌচালয় তৈরী ও ব্যবহারে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের ‘মিশন নির্মল বাংলা’। এক্ষেত্রে বাংলাকে ‘মডেল’ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েতের উদ্যোগে একশো শতাংশ সাফল্যের লক্ষ্যে এবার লোকশিল্পকে পাশে নিয়ে গ্রামের মানুষকে পাকা শৌচালয়ের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছে।

ছৌ, ভাওয়াইয়া, কীর্তনের মতো লোকগানের মাধ্যমে প্রচার চালাবে পঞ্চায়েত দপ্তর। হাওড়ার অক্ষয়নগরে রাজ্যের সব জেলা থেকে বাছাই করা ১২০জন লোকশিল্পীকে নিয়ে পাঁচদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষিত শিল্পীরা গ্রামে গ্রামে শৌচালয়ের ব্যবহারের উপকারিতা প্রচারের পাশাপাশি স্থানীয় লোকশিল্পীদের প্রশিক্ষণ দেবেন। এছাড়া নির্মল বাংলা মিশনের সার্বিক সাফল্যের জন্য পাশাপাশি চলছে পঞ্চায়েত দপ্তরের ধারাবাহিক নজরদারি। চলবে পোস্টার, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে নির্মল বাংলার প্রচার।

গত দুবছরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকায় ৯৫ শতাংশ বাড়িতে শৌচালয়ের তৈরীর কাজ শেষ হয়েছে। অন্যান্য রাজ্যে এই কাজ হয়েছে গড়ে ৬৮-৭০ শতাংশ। পঞ্চায়েতের উদ্যোগে শুধু শৌচালয় তৈরীই নয়, বনে বাদাড়ে শৌচকর্ম করার মতো পুরনো অভ্যাস ত্যাগ করেছে বহু গ্রামবাসী। কয়েকদিন আগে গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকরা রাজ্যে এসে পঞ্চায়েত দপ্তরের এই সাফল্যকে মান্যতা দিয়ে গেছেন। পঞ্চায়েত মন্ত্রী বলেছেন, আগামী অর্থবর্ষের মধ্যেই নির্মল বাংলা প্রকল্পের আওতায় সব গ্রামবাসী শৌচালয়ের সুযোগ পাবেন।

Source: Sangbad Pratidin

 

Bengal Govt to launch four-day awareness campaign today

A statewide four-day-long special campaign will be carried out from March 21 to 24 using digital means of communication to make people at the grassroots level aware of the projects and schemes being run by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government. It will be flagged off at 5 PM today.

The campaign, ‘Manusher Sathe – Maa, Mati, Manusher Sarkar’, is the first instance of the State Government taking up such a huge project to create awareness among people at all levels, down to the panchayats, and across the state.

As part of the campaign, 50 tableaus will travel around the state to create awareness. The 50 tableaus include two from each district, apart from Kolkata, totalling 44, and the remaining six will be digital tableaus.

The two tableaus from each district will have artistes who are enrolled under the Lok Prasar Prakalpa. The tableaus will be stopping at crucial locations and the artistes will be performing on them. They will be performing on the trucks through which they would also make the people aware about the other schemes of the government.

The six digital tableaus will be fitted with digital screens on all its sides and video clippings will be shown through them, highlighting the benefits of the State Government’s premier projects including Kanyashree, Khadya Sathi, Sabuj Sathi and Rupashree.

Besides the mobile tableaus, there will also be programmes in auditoriums in the respective district headquarters. In Kolkata, there will be a programme at Ektara Mukta Mancha, situated in the premises of Rabindra Sadan, from the evening of March 21 to March 23. There will also be digital exhibitions in and around the auditoriums where the programmes will take place in the district headquarters, wherein LED screens will play video clippings on State Government projects.

ছ’বছরের উন্নয়নের প্রচারে মা-মাটি-মানুষের সরকার

গত ছ’বছরে পঞ্চায়েত স্তরে সরকারের কাজ নিয়ে ব্যাপক প্রচারের নির্ঘণ্ট তৈরী করেছে রাজ্য সরকার। চলতি মাসে সব জেলায় তিন দিন ব্যাপী এই প্রচারের মূল স্লোগান —‘মানুষের সঙ্গে মা-মাটি-মানুষের সরকার’।

নবান্ন সূত্রের খবর, ১৫টি জেলায় ২১-২৩ মার্চ এই কর্মসূচী চলবে। ২২-২৪ মার্চ অনুষ্ঠান হবে বাকি আটটি জেলায়। পরিকল্পনা অনুযায়ী, জেলার মূল এলাকায় (যেখানে জনসমাগম সবচেয়ে বেশি) প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য দেখানো হবে ‘জায়েন্ট স্ক্রিনে’। এ জন্য তৈরী করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ওই অনুষ্ঠানের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পৃথক ব্র্যান্ডিংয়ের ব্যবস্থাও করেছে রাজ্য। স্থানীয় কেবল টিভি সংস্থাগুলিকে এই প্রচারের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে।

কলকাতার প্রতিষ্ঠিত অন্তত ১৫০ জন শিল্পী জেলায় জেলায় গিয়ে অনুষ্ঠান করবেন। থাকবেন জেলার শিল্পী, লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীরাও। প্রধানত ঘেরা এলাকায় প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। শব্দবিধি মানার ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।’

প্রতিটি মহকুমায় একটি বিশেষ ট্যাবলো প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে সরকারি সাফল্যের প্রচার চালাবে। দৃষ্টি আকর্ষণের জন্য ট্যাবলোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, গোটা রাজ্যে ছ’টি এলইডি ট্যাবলো ঘোরানোর সিদ্ধান্ত হয়েছে। মূল প্রদর্শনীর অডিও-ভিস্যুয়াল উপস্থাপনাও ট্যাবলোয় দেখানো হবে।

শুধু সাফল্য প্রচারই নয়, সূত্রের খবর, প্রতিটি জেলার প্রদর্শনীতে একটি করে ‘ইনফর্মেশন কিয়স্ক’ রাখা হবে। সেখানে থাকবেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।

সরকারের প্রকল্প, তার সুবিধা, কী ভাবে সেই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়—এই সব তথ্য যে কেউ জানতে পারবেন কিয়স্ক থেকে। এক আধিকারিক বলেন,“কেউ চাইলে প্রকল্পে নাম নথিভুক্ত করার কোনও সমস্যার কথাও জানাতে পারবেন। তাঁকে ঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে সঙ্গে সঙ্গেই।”

Source: Millennium Post

Software to identify vector-prone areas

The state government has developed software for data analysis to identify the level of vulnerability of vector-borne diseases in an area.

This comes at the time when the state government has also prepared an action plan to control the same.

Chief Minister Mamata Banerjee held a health review meeting in the state Assembly recently in which ministers and senior officials of all the concerned departments and civic bodies were present.

Minister of State for health, said after the meeting: “For the first time a manual State Vector-Borne Disease Control and Seasonal Influenza Plan 2018 has been released. The book contains details on proper coordination among all the concerned departments that need to work together to check the spread of such diseases.”

It may be mentioned that the Chief Minister has held several health review meetings and the state government has begun to monitor and work in tandem from January onwards to check vector-borne diseases this year. She has already held meetings in these regard with all the concerned officials and has given all the necessary directions in this connection.

Health workers are busy doing door-to-door campaigns and collecting information on the health of each and every citizen. This data will be analysed using the software to ascertain which area is more vulnerable to the outbreak of vector-borne diseases. This new concept of “dynamic monitoring” will help to reduce the number of cases of vector-borne diseases in the state.

The Bengal government has also decided to introduce nine more Elisa machines that will be in use in central laboratories. Moreover, authorities of private pathological laboratories have also been directed to inform the local civic body if they find any person suffering from vector-borne diseases.

 

মশা তাড়াতে নিয়মিত নজরদারি

ডেঙ্গি , ম্যালেরিয়ার মোকাবিলায় , মশার বংশ শেষ করতে নীল নকশা তৈরি করল স্বাস্থ্য দন্তর৷

কোথায় মশার প্রভাব বাড়ছে , কোথায় জ্বর বেশি হচ্ছে , তা নিয়ে নজরদারি চালাতে তথ্য প্রযুক্তি নির্ভর ‘ডায়নামিক মনিটরিং ’ ব্যবস্থার সাহায্য নেওয়া হবে৷ ডেঙ্গি আক্রান্ত কেউ বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি হলে অথবা কোনও বেসরকারি পরীক্ষাগারে রক্তের নমুনায় ডেঙ্গির জীবাণু মিললেই মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সে খবর পাবে স্বাস্থ্য দন্তর৷

মনিটরিং বা নজরদারি হবে কী ভাবে?

রাজ্য সরকারের সিদ্ধান্ত , এবার থেকে পুরসভা ও পঞ্চায়েতের স্বাস্থ্য কর্মীরা ১৫ দিন অন্তর অন্তত পাঁচবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন — মশার উৎপাত সেখানে কতটা, জ্বর বা অন্য অসুখে বাড়ির কেউ ভুগছেন কি না ইত্যাদি৷ ফিরে এসে সেই তথ্যই রিপোর্টের আকারে জমা দেবেন তাঁরা৷

সংশ্লিষ্ট পুরসভা বা পঞ্চায়েত সফটওয়্যারে সেই ডাটা এন্ট্রি করবে৷ যার মাধ্যমে জেলাশাসক ও স্বাস্থ্য দন্তরের কর্তারা অফিসে বসেই কেন্দ্রীয় ভাবে নজরদারি চালাতে পারবেন৷ ফলে কোনও এলাকায় মশা বাহিত রোগ বাড়লে , তখনই তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে৷

এর জন্য প্রত্যেক জেলাশাসকের নেতৃত্বে একটি করে মনিটরিং সেল গঠন হয়েছে৷ এই সেলে থাকছেন জেলার সিএমওএইচ, জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত, পঞ্চায়েত ও পুরসভার প্রতিনিধিরা৷

নতুন ন’টি পুরসভায় ডেঙ্গি চিহ্নিতকরণে অ্যালাইজা টেস্টের ব্যবস্থাও করা হচ্ছে৷ এই পুরসভাগুলি হল — খড়দহ , কাঁচরাপাড়া , নৈহাটি , বাঁবেড়িয়া , বৈদ্যবাটি , ডোমকল , ধুলিয়ান , ওল্ড মালদহ ও শিলিগুড়ি৷ বর্তমানে কলকাতা -সহ আরও ৩২টি জায়গায় ডেঙ্গি নির্ধারণের জন্য সরকারি পরীক্ষাগারে রক্ত পরীক্ষার সুযোগ আছে৷

বিধানসভা ভবনে ডেঙ্গি মোকাবিলায় ডাকা এক উচ্চ -পর্যায়ের বৈঠকে গোটা নকশাটি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন , ‘ডেঙ্গি সহ মশা -বাহিত রোগ নিয়ে আরও গবেষণা প্রয়োজন৷ কারণ প্রতিদিনই মশার চরিত্র বদল হচ্ছে৷ আগে ডেং ১ ও ৩ জাতীয় জীবাণু পাওয়া যেত৷ এখন ডেং ২ ও ৪ জাতীয় ভাইরাসও পাওয়া যাচ্ছে৷ এদের মারণ ক্ষমতা অনেক বেশি৷’

For garbage disposal, Bengal a model for the whole country

The way the Trinamool Congress Government has used the 100 Days’ Work Scheme (NREGA) in the service of garbage disposal by the panchayats has become a role model for the country. The Union Rural Development Ministry has sent instructions to the state and union territory governments to study and implement the Bengal model.

The solid waste management system that the panchayats have implemented is both health-friendly and environment-friendly. As an example, the union ministry has held up the solid waste disposal practiced in Hemtabad gram panchayat (GP) in Uttar Dinajpur district.

Bengal has also been acknowledged by the Centre as being the best in implementing the 100 Days’ Work Scheme. Be it making flyash bricks or growing orchards or effectively disposing garbage or so many other things, the State Government, under the leadership of Chief Minister Mamata Banerjee has been extremely effective in using the scheme to benefit people in even the farthest corners of the state.

 

জঞ্জাল অপসারণ করে দেশের মডেল এ রাজ্য

গ্রামীণ এলাকায় জঞ্জাল অপসারণের কাজে পশ্চিমবঙ্গকেই দেশের ‘রোল মডেল’ করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভাবে ১০০ দিনের কাজের প্রকল্পে পঞ্চায়েতে জঞ্জাল অপসারণের নয়া দিশা দেখিয়েছে , তা সারা দেশে ছড়িয়ে দিতে চায় কেন্দ্রীয় সরকার৷ তার জন্য সব রাজ্যের কাছে লিখিত নির্দেশিকা পাঠিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক৷ কেন্দ্রীয় এই নির্দেশিকায় জানানো হয়েছে , বিভিন্ন রাজ্যের কঠিন বর্জ্য নিষ্কাশন পদ্ধতি খতিয়ে দেখে পশ্চিমবঙ্গকেই দেশের আদর্শ মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে৷

পঞ্চায়েতমন্ত্রী বলেন , ‘১০০ দিনের কাজে প্রকল্পে সারা দেশের মধ্যে আমরা সবার শীর্ষে রয়েছি৷ তার জন্য পুরস্কারও পেয়েছি৷ ১০০ দিনের কাজের প্রকল্পে কনভার্জেন্সেও আমরা প্রথম৷ শুধু গ্রামের কঠিন বর্জ্য নিষ্কাশনই নয় , ১০০ দিনের কাজের কর্মীরা ফ্লাই অ্যাশের ইটও তৈরি করছেন৷ ফলের বাগান বানানো হয়েছে৷ আমাদের কাজকে স্বীকৃতি না দিয়ে পারছে না কেন্দ্রীয় সরকার৷’

Source: Ei Samay

Silver lining for tiger widows of Sundarbans

In a silver lining for tiger widows, that is, the women whose husbands have been killed in tiger attacks, the Bengal Government’s Panchayats and Rural Development Department has decided to adopt the villages in the Sundarbans where these widows live.

Many villages in the region are dominated by women whose have lost their husbands in this way, mostly while venturing out to remote islands to fish or while collecting honey from forests.

Bengal Panchayats Ministers, announced this decision recently. He said that the government would soon come up with a policy. He said that after a study, the department has found that most of the people in the villages can be accommodated in some State Government policy or the other, like Jal Dharo Jal Bharo, etc.

The department has identified 11 such villages, of which three would be adopted initially.

 

 

সুন্দরবনের ‘বিধবা গ্রাম’ এবার দত্তক নেবে রাজ্য

 

মধু সংগ্রহ করতে গিয়ে বা মীন ও কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বহু মানুষকে বাঘের পেটে যেতে হয়। বাঘের আক্রমণে অনেকের মৃত্যুও ঘটেছে। এমন ঘটনায় অনেক মহিলাই বিধবা হয়েছেন। বিধবার সংখ্যা বেশি রয়েছে এমন গ্রাম রয়েছে ১১টি। সেই সব গ্রামকে স্থানীয় ভাষায় ‘বিধবা গ্রাম’ বলে। সেই বিধবা গ্রামকে মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই এবার দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরে যে ১৫-১৬টি ফ্ল্যাগশিপ কর্মসূচি চলছে, তা সেখানেও করে চালু করে গ্রামগুলিকে সাজিয়ে তোলা হবে। ওই সব পরিবারের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও আর্থিকভাবে সাহায্য করা হবে।

পঞ্চায়েত মন্ত্রী বলেন, সুন্দরবনে অনেককে বাঘে তুলে নিয়ে যায়। তাঁদের স্ত্রী-সন্তান রয়েছেন। মধু আনতে গিয়ে এই ঘটনা ঘটে। আমরা ওই গ্রামগুলিকে উন্নত করব বলে ঠিক করেছি। সেখানকার বিধবা ও সন্তানদের সরকারি সাহায্য করা হবে। বিধবাদের ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর কাজ দেওয়া হবে। বাংলার আবাস যোজনায় তাঁদের বাড়ি তৈরি করে দেব। নারেগা প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজ দেব। প্রাথমিকভাবে দু-তিনটি গ্রামকে দত্তক নেব। আস্তে আস্তে সবক’টি গ্রামকেই সাজিয়ে দেব। সেই সঙ্গে বিধবা মহিলা ও তাঁর সন্তানকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাঘের আক্রমণে বিধবা গ্রামের ১০ জন নিহতের স্ত্রীকে ১০ হাজার টাকা করে তুলে দেন পঞ্চায়েত মন্ত্রী।

Source: The Statesman

Trinamool Congress turns 20 – Looking back at the journey

It is now 20 years since All India Trinamool Congress was formed. From a small regional party in 1998, when it was formed under the leadership of the firebrand leader, Mamata Banerjee, Trinamool Congress is now a force to reckon with in national politics.

Over these 20 years, there have been numerous memorable moments, and it would not be a feasible idea to list all of them here. However, let us take a look at 20 crucial events along the timeline of 20 years, events which have proved to all and sundry that Trinamool Congress always strives to serve the common people, come hell or high weather.
1. Formation of the party

Trinamool Congress was founded on January 1, 1998, and Mamata Banerjee was chosen as the leader of the party. In that year too, the party fought the general elections for the first time and significantly, won eight seats in the Lok Sabha from Bengal.

2. Railways Minister

After the 1999 general election, Mamata Banerjee became the Union Railways Minister, which she remained till 2001.

3. Winning the Kolkata Municipal Corporation (KMC)

In 2000, Trinamool Congress fought in the election for the Kolkata Municipal Corporation for the first time, and won overwhelmingly. For the first time, the Kolkata Mayor was a Trinamool candidate.

4. First Assembly elections

In 2001, Trinamool Congress fought the State Assembly election for the first time, and won in 60 seats.

5. Keshpur and Garbeta massacres

On January 4, 2001, Trinamool workers were massacred in Chhoto Angariya by the workers of CPI(M).

6. Jago Bangla

In 2004, the official mouthpiece of All India Trinamool Congress, Jago Bangla was first published. It is a weekly publication.

7. Singur Movement

In 2006, the then State Government forcibly acquired 1,000 acres of prime farmland from farmers in Singur for a car factory. Trinamool Congress, led by Mamata Banerjee, started a huge movement to compel the government to return the plots to the unwilling farmers.

8. 26-day hunger strike

Trinamool Congress Chairperson Mamata Banerjee undertook a hunger strike, which lasted for 26 days, against the forcible acquisition of 1,000 acres of farmland in Singur for a car factory by Tata Motors.

9. Nandigram Movement

In a re-run of Singur, in 2007 in Nandigram, the then State Government, tried to forcibly acquire agricultural land. A movement built up, again led by Trinamool Congress. On March 14 of that year, police fired indiscriminately on protesters, killing 14 people.

10. Panchayat election win

In the 2008 Panchayat election, Trinamool Congress put up a great show, forming the Zilla Parishad in East Midnapore and South 24 Parganas districts.

11. Lok Sabha win

In the 2009 general elections, Trinamool Congress won 19 of the 42 Lok Sabha seats from Bengal.

12. Second KMC win

In 2010, Trinamool Congress won the Kolkata Municipal Corporation for a second time, winning handsomely.

13. Assembly election win

In 2011, Trinamool Congress won a historic Assembly election, bringing to an end 34 years of Left Front rule. It formed the first Ma-Mati-Manush Government in Bengal under the leadership of Mamata Banerjee.

14. Decimation of Left in Panchayat polls

In 2013, Trinamool Congress won 13 out of 17 Zila Parishads in the State, decimating the Left Front completely.

15. Winning majority of the seats in Lok Sabha from Bengal

Achieving another milestone, in 2014, Trinamool Congress won 34 of the 42 seats in the Lok Sabha election, which is currently the fourth highest in the Lok Sabha.

16. 33% female MPs in Lok Sabha

In the 2014 election for the Lok Sabha, Trinamool Congress hit another milestone – 12 women became Members of Parliament (MP).

17. Victory in Municipal polls

In 2015, Trinamool Congress retained the Kolkata Municipal Corporation, as well as winning 77 other civic body elections. Trinamool Congress has thus proved its name – ‘trinamool’ means ‘grassroots’ – as it now has holds power in the majority of elected bodies in Bengal at all levels, and has brought about a golden reign of governance.

18. Second Assembly win

In 2016, Trinamool Congress won the Assembly election for a second consecutive time, this time more overwhelmingly than ever. The party, under the strident leadership of Mamata Banerjee, won 211 of the 294 seats, decimating the opposition with the power of the people. Mamata Banerjee became the Chief Minister for a second consecutive term.

19. Singur land returned

After the historic judgment by Supreme Court on August 31, 2006, the land acquisition at Singur was termed unconstitutional. Fulfilling her promise, Mamata Banerjee returned the land deeds to farmers in Singur in September.

20. National party

In recognition of the growing influence that Trinamool Congress is having in national politics, in 2016, the Election Commission recognised the party as a national party. Trinamool Congress thus became the seventh national party.

 

২০ বছরের স্মৃতি রোমন্থন

দেখতে দেখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২০ বছর পেরিয়ে গেল। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিতে নিজের জায়গা পাকাপাকি ভাবে তৈরী করে নিয়েছে তৃণমূল।

শুধু তাই নয়, বিগত সাড়ে ছয় বছর ধরে বাংলার শাসনভারে গ্রহণ করে মা,মাটি, মানুষের সেবায় নিমজ্জিত তৃণমূল। বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, প্রায় নিজের জন্মলগ্ন থেকেই।

২০ বছরে এই দলের ইতিহাসে আছে অগণিত স্মরণীয় মুহূর্ত। দেখে নেওয়া যাক সেরকমই ২০টি অবিস্মরণীয় মুহূর্ত।

১. দল গঠন

১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটি তৈরী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী নির্বাচিত হন। প্রথম বার লোকসভা ভোটে অংশ নিয়ে ৮টি আসনে জয়লাভ করে এই দল।

২. রেল মন্ত্রীত্ব

১৯৯৯ সালের পুনরায় লোকসভা নির্বাচন হয়। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেল মন্ত্রী হন, তিনি ২০০১ সাল পর্যন্ত রেল মন্ত্রী ছিলেন।

৩. কলকাতা পুরসভা জয়

২০০০ সালে কলকাতা পুরসভা ভোটে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। এই প্রথম কলকাতার মহানাগরিক হন এক তৃণমূল সদস্য।

৪. প্রথম বিধানসভা ভোট

২০০১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে অংশগ্রহণ করে ও ৬০টি আসনে বিজয়ী ঘোষিত হয়।

৫. কেশপুর ও গড়বেতার নারকীয় হত্যাকান্ড

২০০১ সালের ৪ঠা জানুয়ারী মেদিনীপুর জেলার ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মীদের কুপিয়ে খুন করে হার্মাদরা।

৬. জাগো বাংলা

২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ প্রথম প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক পত্রিকা।

৭. সিঙ্গুর আন্দোলন

২০০৬ সালে টাটা কোম্পানির গাড়ির কারখানা তৈরীর জন্য সিঙ্গুরের ১০০০ একর জমি বলপূর্বক অধিগ্রহণ করে নেয় তৎকালীন সরকার। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮. ২৬ দিনের অনশন

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের স্বার্থে এবং গ্রামবাসীদের ওপর সিপিএম হার্মাদবাহিনীর নারকীয় অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী ধর্মতলায় অনির্দিষ্টকালীন অনশন শুরু করেন। ২৬ দিন পর, মাননীয় রাজ্যপাল ও বিদ্বজ্জনদের অনুরোধে অনশন প্রত্যাহার করেন তিনি।

৯. নন্দীগ্রাম আন্দোলন

সিঙ্গুরের মতো নন্দীগ্রামেও বেসরকারি কেমিক্যাল হাব তৈরী করার জন্য অনিচ্ছুক কৃষকদের থেকে বলপূর্বক জমি ছিনিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন সরকার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। ১৪ই মার্চ ২০০৭ সালে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে (সরকারি হিসেবে) ১৪ জন গ্রামবাসীর প্রাণ কেড়ে নেয়।

১০. পঞ্চায়েত জয়

২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে সারা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দখল করে তৃণমূল।

১১. লোকসভায় জয়

২০০৯ সালে বামবিদায়ের ঘন্টা বাজিয়ে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করে তৃণমূল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে বিজয়ী হয়।

১২. পুরসভা জয়

২০১০ সালে বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় কলকাতা পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস।

১৩. বিধানসভা জয়

৩৪ বছরের অপশাসন ঘুচিয়ে, বাম সরকারকে পর্যুদস্ত করে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার বাংলার শাসনভার গ্রহণ করে।

১৪. জেলা পরিষদ জয়

২০১৩ সালে বামেদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলা পরিষদ জয় করে তৃণমূল কংগ্রেস।

১৫. লোকসভা নির্বাচনে বিপুল জয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। দেশের চতুর্থ বৃহত্তম দল হিসেবে উঠে আসে তৃণমূল।

১৬. ৩৩ শতাংশ মহিলা সাংসদ

২০১৪ সালের তৃণমূলের নির্বাচিত লোকসভার সাংসদদের মধ্যে ৩৩ শতাংশ মহিলা সাংসদ। সংসদে মহিলা সংরক্ষণ বিল বহু বছর ধরে আটকে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলে উপায় হয়।

১৭. পুরসভা জয়

২০১৫ সালে কলকাতা পুরসভা সহ রাজ্যের ৭৮টি পুরসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১৮. দ্বিতীয়বার বিধানসভা জয়

২০১৬ সালে ২৯৪ আসনের মধ্যে ২১১ আসন জিতে দ্বিতীয় বারের জন্য বাংলার শাসনভার গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

১৯. সিঙ্গুরে জমি ফেরত

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ আগস্ট, ২০১৬ তে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয়। এরপর মমতা ববন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেন। সিঙ্গুর ফিরে আসে শস্যের ভাণ্ডারে।

২০. সর্বভারতীয় দলের স্বীকৃতি

২০১৬ সালে দেশের সপ্তম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস।

 

Bengal FM hits out at Centre for not releasing any funds for flood relief

State Finance and Industry Minister Amit Mitra on Tuesday alleged that the Centre has not released any fund for the flood-like situation in the state.

“The state had demanded Rs 6,068 crore but the Centre has not made any financial assistance for undertaking flood relief work. The state alone had spent Rs 772.6 crore from the State Disaster Relief Fund but the National Disaster Relief Fund has not allocated a penny,” Dr Mitra said.

The state Finance minister also hit out at the centre alleging that sending a team from Delhi to the districts having flood-like situation was a mere eyewash.

Dr Mitra reiterated that a total of 254 blocks, 51 municipalities, 1,691 gram panchayats and 15,702 villagers received the state’s aid. “This is testimony to the fact that there has been no discrimination was made on political grounds,” he added.

Two other ministers also raised their voices against the Centre for ignoring the state by not responding to the demands of their respective departments at the state Assembly’s question answer session.

State Law Minister was vocal against stoppage of matching grants for the Centre in the last few years that has posed a hindrance in the setting up of court buildings. State Consumer Affairs and Self Help Group Minister was vocal against the non co-operation of the banks in providing loans to the SHGs.

 

বন্যাত্রাণে এক টাকাও দেয়নি কেন্দ্র, বিধানসভায় সরব অমিত মিত্র 

বন্যাত্রাণে ৬০৬৮ কোটি টাকা কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে এক টাকাও মেলেনি। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে। চারদিন ধরে ঘুরে বেড়িয়েছে। ওই পর্যন্তই। পুরোটাই ভেল্কি! কোনও উত্তর কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়েনি। মঙ্গলবার বিধানসভায় ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানিয়ে দিলেন, “কেন্দ্র না দিলেও, ওই খাতে রাজ্য ইতিমধ্যিই ৭৮২ কোটি টাকা খরচ করে ফেলেছে।”

এদিন অমিতবাবু ব্লক, পুরসভা ও পঞ্চায়েত ধরে অর্থ খরচের ব্যাখ্যা দেন।বলেন “২৪৫ টি ব্লক, ৫১ টি পুরসভা, ১৬৯৮ টি গ্রাম পঞ্চায়েতকে এই ত্রাণ দেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার গ্রামের ৮৪ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। বন্যায় অনেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা ৪ লক্ষ ৯৭ হাজার ৩৬২ টি বাড়ি সংস্কারের জন্য অর্থ দিয়েছি। ৭ লক্ষ ১৯ হাজার ৫২৪ টি ত্রাণশিবির করা হয়েছে।”

তৃণমূলের বঙ্কিমচন্দ্র হাজরার প্রশ্নের উত্তরে অমিতবাবু এদিন এই তথ্য তুলে ধরেন। তিনি স্পষ্ট বলেন, “রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্র।”