Bike taxis to ply on Kolkata’s streets

After its immense success in New Town and Rajarhat, bike taxis are soon going to hit the streets of Kolkata. A notification in this regard will be issued shortly by the State Transport Department.

It may be recalled that a memorandum of understanding (MoU) was signed between the Transport Department and the private company that will operate the bike taxis during the Bengal Global Business Summit (BGBS) in January. Considering the potential, the

Department is confident that once the service starts in the city, more aggregators will show interest in entering into the business of plying bike taxis.

Like in New Town and Rajarhat, all sorts of safety measures will be in place. One would be able to book a bike taxi using a cell phone app as it is now done for booking app-based cabs.

An official of the Transport Department said that gradually bike taxis can be introduced in several other urban areas. They will thus create a new dimension in the public transport sector of the State.

কলকাতার রাস্তায় এবার বাইক-ট্যাক্সি

নিউ টাউন ও রাজারহাটে ব্যাপক সাফল্যের পর এবার কলকাতার রাস্তায় নামতে চলেছে বাইক-ট্যাক্সি। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে পরিবহণ দপ্তর। ২০১৮ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে পরিবহণ দপ্তর এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে।

মোবাইল অ্যাপের মাধ্যমে যেমন ট্যাক্সি ডাকা যায়, ঠিক সেভাবেই বাইক ট্যাক্সিও বুকিং করা যাবে। নিউটাউন ও রাজারহাটের মত যাত্রী নিরাপত্তার সমস্ত ব্যবস্থা থাকবে এই বাইক ট্যাক্সিগুলোতে।

রাজারহাটে একটি বেসরকারি সংস্থা রাজ্য পরিবহন দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে এই বাইক ট্যাক্সি পরিষেবা চালায়। সেই সংস্থাই সমস্ত বাইক কেনে এবং চালক নিযুক্ত করে।
তবে কলকাতায় এই সংস্থা কলকাতার বাইক মালিকদের সঙ্গে চুক্তি করে তাদের বাইক দিয়েই এই পরিষেবা চালাবে। ঠিক যেভাবে অ্যাপ নির্ভর ট্যাক্সি চলে।

Source: Millennium Post

Organic ‘aabir’ to make this Dol even more colourful

Organic colours (aabir) made from natural materials, like flowers, have been known to be health-friendly compared to artificial colours, which can cause a lot of issues like rashes, itches and other harmful diseases of the skin and eyes.
In view of this, the Bengal Government’s Food Processing Industries and Horticulture Department has tied up with a self-help group (SHG) to sell this type of aabir from its Mayukh Bhawan headquarters. Outlets would soon be opened at the City Centre 1 and 2 malls, and mobile outlets (that is, vans) would travel the streets of Rajarhat, New Town and Salt Lake.
The 15 women of the SHG have been trained by Jadavpur University, which has done pioneering work in this field. The aabir has been branded ‘Krishnendu Bheshaj Aabir’ (‘Krishnendu Organic Colours’).
The colours are being made by processing the petals of primarily rose, flame of the forest (palash), butterfly pea (aparajita) and marigold (genda). Rose water is being used to provide the fragrance.
Since the SHG is buying the flowers directly from flower cultivators, both the cultivators as well as the women of the SHG are earning through the selling of the colours.

 

ভেষজ আবির বিক্রীতে সরকারি উদ্যোগ

 

বাজারে চলতি রাসায়নিক মিশ্রিত আবিরে চোখ ও চামড়ার নানা সমস্যা দেখা দেয়, তাই ভেষজ আবিরের চাহিদা গত কয়েক বছর ধরেই বেড়েছে। এবার একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আসন্ন দোলে সেই আবির ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং উদ্যানপালন উন্নয়ন নিগম।
ময়ুখ ভবনে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে এই আবির বিক্রি করা হবে। ওই স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১৫ জন মহিলা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে বৈদ্যবাটিতে তাদের কারখানায় তৈরী করছেন এই আবির। নাম দেওয়া হয়েছে, ‘কৃষ্ণেন্দু ভেষজ আবির’।
মূলত গোলাপ, পলাশ, অপরাজিতা ও গাঁদা এই চারটি ফুলের পাপড়ি থেকে তৈরী হচ্ছে এই আবির। রাসায়নিক নয়, আবিরে গন্ধ আনার জন্য ব্যবহার করা হচ্ছে আসল গোলাপ জল। কয়েক দিনের মধ্যেই দপ্তরের অফিস সহ সিটি সেন্টার ১ ও ২, রাজারহাট, নিউ টাউন ও সল্টলেকে মোবাইল ভ্যানে ভেষজ আবির বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
দপ্তরের তরফ থেকে দামের দিকটাও নজর রাখা হবে। চাষির ঘর থেকে সরাসরি ফুল কিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই আবির তৈরী করছেন, লাভবান হচ্ছে দু পক্ষই।

Source: Anandabazar Patrika

HIDCO to welcome tourists during Pujas

West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO, in short, HIDCO), which is developing New Town into a smart city, has chalked out elaborate plans to welcome visitors to the city on the occasion of Durga Puja.

On the day of Panchami (Sept.25), a panchapradeep, a type of special lamp designed by famous architect Prabir Mitra, will be lit up at Akhanksha More in New Town, renamed Mangaldeep by Chief Minister Mamata Banerjee. Lighting a panchapradeep is an old custom, meant to welcome those returning home to join the festival. Dhakis will also be present to greet tourists.

The whole of New Town will be lit up. An increasing number of tourists, including foreigners, have been coming to New Town over the past few years, attracted by Eco Park (renamed Prakriti Tirtha by the Chief Minister), Mother’s Wax Museum and other attractions. Keeping this in mind, HIDCO has drawn up plans to make Durga Puja a memorable occasion for them.

At Eco Park, dhakis in coloured attire will also play dhols to give the entire area a festive mood.

Food is intimately connected with the Durga Puja festival. To make this year’s festival a special one, Café Ekante (also named by the Chief Minister), the speciality restaurant at Eco Park serving Bengali cuisine would be preparing mouth-watering menu for the days of the Puja. Bhoger khichdi, along with a vegetable dish, fried fish, chutney and papad for Rs 199 plus taxes per plate. The famous bhuna khichdi, traditionally of Dhaka, will be available for Rs 329 plus taxes per plate. Other khichdi-specific fries will also be available.

The menus have been prepared to cater to all sorts of clients. Café Ekante has become very popular and it is expected to be packed during the Puja days.

 

দুর্গা পুজোয় অতিথি আপ্যায়নে চমক দিতে চলেছে হিডকো

সকল পর্যটক ও প্রবাসীদের দুর্গা পুজোয় অনন্যভাবে আপ্যায়ন জানাতে উদ্যোগ নিল হিডকো কর্তৃপক্ষ। নিউটাউন সাজবে নতুন ভাবে পুজো উপলক্ষে। মহালয়ার দিন, চতুর্থী থেকে ষষ্ঠী রংবেরঙের পোশাক পরিহিত ঢাকিরা ধাক বাজিয়ে অতিথিদের আপ্যায়ন করবেন।

চারটি স্টেজ তৈরি করা হবে চারটি জায়গায়, আকাঙ্খা মোড়, ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, অ্যাকশন এরিয়া ১-এর বাসস্ত্যান্ডে।নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।

নিউ টাউনকে আলো দিয়ে সাজাবে হিডকো। পাশাপাশি পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিরুপগুলিকেও আলো দিয়ে সাজানো হবে। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ক্যাফে একান্তে রেস্তোরাঁ যা ইতিমধ্যেই ভোজনরসিকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, পুজো উপলক্ষ্যে আনবে কিছু বুফে মেনু। সপ্তাহান্তে এবং উৎসবের সময় আগে বুকিং করতে হয়।

হাউসবোট রেস্তরাঁও জনপ্রিয়। প্রসঙ্গত, এই ক্যাফে একান্তে তাঁদের একটি শাখা খুলেছে অ্যাকশন এরিয়া ১-এর বাস টার্মিনাসের কাছে যেখানে পাওয়া যায় শুধু দক্ষিণ ভারতীয় খাবার।

হিডকো, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি রাজ্য পরিবহণ দপ্তর এবং বিধান নগর কমিশনারেট একটি বৈঠক করেন নিউ টাউন ও বিধান নগরে যান চলাচল নিয়ন্ত্রণ করার পুজোর দিন ও তার পরে পরেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের চলাকালীন।

Source: Millennium Post

 

 

State Govt to initiate rainwater harvesting in Darjeeling

A comprehensive plan worth Rs 24 crore has been chalked out by the Bengal Government to give a huge relief to water-stressed people in Darjeeling. The State Government is all set to implement a rainwater harvesting project for slum dwellers in the hill town.

As part of the project, for nine months a year, slums in Darjeeling that are not connected to normal water supply will get access to water for drinking and washing.

The organisation, Global Climate Facility Funding is providing financial assistance for the project. This is for the first time that a rainwater harvesting project on such a scale is being implemented in the State. The Municipal Engineering Directorate is executing the project.

It may be mentioned that both the State Urban Development and Environment Departments have urged the urban local bodies to recycle waste water and practice rainwater harvesting to conserve this precious resource.

As an example, New Town Kolkata Development Authority (NKDA) is recycling waste water at roadside plants in the township.

 

 

দার্জিলিঙে রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের ভাবনা রাজ্য সরকারের

দার্জিলিঙে জল সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। পরিকল্পনা নেওয়া হয়েছে ২৪কোটি টাকা ব্যায়ে একটি রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের যা দার্জিলিঙের জল সমস্যার সমাধান করবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস আয়োজিত সাস্টেনেবেল ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ওপর একটি আলোচনা সভায় একথা জানান পরিবেশ দপ্তরের মুখ্য সচিব অর্ণব রায়।

এই প্রকল্পের খরচ বহন করবে গ্লোবাল ক্লাইমেট ফেসিলিটি ফান্ডিং। ইতিমধ্যেই টেন্ডার গ্রহনের কাজ শুরু হয়ে গেছে।

রাজ্য নগর উন্নয়ন দপ্তর ও পরিবেশ দপ্তর পুরসভাকে আর্জি জানিয়েছে রেনওয়াটার হারভেস্টিং প্রকল্পের পাশাপাশি নোংরা জল রিসাইকেলের। প্রসঙ্গত, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটি ইতিমধ্যেই নোংরা জল পরিস্রুত করে পুনর্ব্যবহারের কাজ শুরু করে দিয়েছে।