Ruposhree Scheme: Humane face of Bengal Govt

The Trinamool Congress Government, under the leadership of Chief Minister Mamata Banerjee, over the last seven years, has been striving to bring about development on every front.

Among the schemes there are many for the welfare of women – the most famous and revolutionary of which is Kanyahsree, a scheme for the education and development of girl children. Then there is Sabujshree for newborn girls, and numerous others.

Continuing on this path, during the presentation of the Budget in 2018, a new scheme was launched – Ruposhree. Through this scheme, the State Government would stand beside families which are too poor to arrange for the weddings of their daughters. For all families in Bengal whose annual income is less than Rs 1.5 lakh, the government would provide a one-time grant of Rs 25,000 in lieu of the marriage expenses, provided the girl gets married after crossing the age of 18.

Rs 1,500 crore has been allotted for this scheme, through which 6 lakh families are expected to be benefitted. The forms for enrolling in this scheme would be available from the BDO offices from March 30.

 

রূপশ্রী প্রকল্প – বাংলার সরকারের মানবিক মুখ

২০১১ সালে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। রাজ্যের অচলাবস্থাকে দূরে সরিয়ে প্রতি ক্ষেত্রে উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ হয় রাজ্য সরকার।

এর পর গত ছয় বছরে সমাজের প্রতি স্তরের মানুষের জন্য রাজ্য সরকার করেছে একগুচ্ছ প্রকল্প। এর মধ্যে কয়েকটি প্রকল্প জিতেছে আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক সম্মান।

নারীদের জন্যও করা হয়েছে প্রচুর প্রকল্প। মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য রাজ্য সরকার ২০১৩ সালের ১লা অক্টোবর ঘোষণা করেছিল কন্যাশ্রী প্রকল্পের। এই প্রকল্পের বিপুল সফলতার পর মেয়েদের জন্য আরেকটি অসাধারন প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। ২০১৮-১৯ সালের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় এই নতুন প্রকল্পের – নাম ‘রূপশ্রী’।

অনেক গরীব পরিবার মেয়ের বিবাহের খরচ জোগাড় করতে অসুবিধায় পড়েন। রাজ্য সরকার সেইসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ভার লাঘব করতে অঙ্গীকারবদ্ধ। যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিবাহ হলে আরও একাকালীন ২৫০০০ টাকা সহায়তা পাবে। এর মাধ্যমে ৬ লক্ষ পরিবার উপকৃত হবে। এই জন্য স্থানীয় বিডিও অফিস থেকে ৩০শে মার্চ থেকে ফর্ম পাওয়া যাবে।