Park with replicas of Howrah Bridge, Vidyasagar Setu to come up in Patuli

Kolkata Municipal Corporation (KMC) is converting two large areas previously used as garbage dumps into parks in Patuli, on the southern fringes of Kolkata. The areas are adjacent to the EM Bypass.

The first area measures 200 feet by 75 feet. It will be located between two lakes and has been named Rabindra Shishu Udyan. A Biswa Bangla logo will adorn the park.

Replicas of Howrah Bridge and Vidyasagar Setu, each measuring 200 feet long and five feet wide, will connect the two lakes, and thus pass through the park. Along the banks of the two lakes will be fibreglass replicas of two scenes – immersion of Goddess Durga and people returning from immersion, and Swami Vivekananda aboard a chariot.

Benches will also be installed, some of them reserved for senior citizens. About 500 coconut, areca nut and other species of trees would border the lakes.

The other area being converted is also an elongated piece of land. It is going to be divided into four parks, two of which will be earmarked for children and senior citizens. Walking and jogging paths will be laid as well in the parks.

Source: Anandabazar Patrika

 

পাটুলিতে এবার হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি ব্রিজ

সেজে উঠছে পাটুলি এলাকার বাইপাস এবং বাইপাস লিঙ্ক রোডের ধারের বেশ অনেকটা পরিত্যক্ত জায়গা। কলকাতা পুরসভার ১০১ ও ১১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই পার্ক দু’টি খুব তাড়াতাড়ি কলকাতা পুর এলাকার পরিকল্পিত উদ্যানগুলির তালিকায় ঢুকতে চলেছে।

বাইপাস লিঙ্ক রোডের ধারে ৩০০ মিটার লম্বা এবং ৩৫ মিটার চওড়া জায়গায় হচ্ছে ৪টি পার্ক। নিম, অশ্বত্থ, কৃষ্ণচূড়া, নারকেল, খেজুরের মতো বড় গাছ রয়েছে ওই জায়গায়। সে সব রেখেই ঝোপ জঙ্গল সাফ করে গ্রিল দিয়ে ঘেরা হয়েছে পার্কগুলি। চারটি ভাগ আলাদা করে চিহ্নিত করা হচ্ছে। কোনওটি বয়স্কদের জন্য, কোনওটি শিশুদের জন্য। বিশ্ব বাংলার প্রতীক থাকবে একটিতে।

অন্য পার্কটি তৈরি হচ্ছে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে। বাইপাসের পাটুলির দু’টি ঝিলের মাঝের এই পার্ক ২০০ফুট লম্বা এবং ৭৫ ফুট চওড়া। রবীন্দ্র শিশু উদ্যান নামের ওই পার্কে ঢোকা যাবে ঝিলপার্ক দিয়ে। বাইপাস থেকে বিশ্ববাংলার গ্লোবের সামনে দিয়েও ঢোকা যাবে।

গত দু’বছরে সেজে উঠেছে দু’টি ঝিল। প্রথমদু’টি ঝিলে চারটি ফোয়ারা তৈরি হয়েছে। আরও সাতটি ফোয়ারা তৈরি করা হবে। প্রথম ও দ্বিতীয় ঝিলের উপরে ২০০/৫ ফুট দৈর্ঘ্যের লোহার হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি ব্রিজের প্রতিরূপ তৈরি করা হবে। ঝিলের এক দিকে থাকবেদুর্গা ঠাকুর ভাসানের ফাইবারের মোটিফ। ফাইবার দিয়ে অন্য প্রান্তে ফুটিয়ে তোলা হবে ভাসান থেকে ফেরার দৃশ্য।

ফাইবার দিয়ে তৈরি হবে রথে চেপে যাওয়া বিবেকানন্দের মূর্তি। ইতিমধ্যেই বাইপাসের ধারে অনেকগুলি চেয়ার বসানো হয়েছে। ঝিলের ধারে সুপুরি, নারকেল-সহ পাঁচশো গাছ বসানো হচ্ছে।