Bengal Govt to open 10 more blood banks, 21 more component units

The Bengal Government is to open ten more blood banks in the state in 2018. With these, the total number in the state will increase to 84.

Not just that, with the increasing demand for blood components, the government is setting up blood component separation units (BCSU) in 21 existing blood banks. The work for these would be over before the panchayat elections. With these 21, the number of BCSUs would increase to 38.

The above information came from a senior official of the State Health Department.

The new blood banks would be located in Birpara, Tehatta, Dinhata, Nandigram, Metiabruz, Salboni, Debra, Mathabhanga, Falakata and Sagardighi. The new BCSU would be set up in the blood banks located in Chinsurah, Howrah, Bishnupur, Purulia, Darjeeling, Siliguri, Kalimpong, Jalpaiguri, Alipurduar, Raiganj, Balurghat, Barasat, Basirhat, Diamond Harbour, Siuri, Rampurhat, Jhargram and Tamluk.

 

রাজ্য সরকারের উদ্যোগে আরও ১০টি নতুন ব্লাড ব্যাঙ্ক, ২১ কম্পোনেন্ট ইউনিট

ঘটনা-দুর্ঘটনা, বিপদ-আপদ হোক বা জটিল অসুখ-বিসুখ— কারণ যাই হোক না কেন, রাজ্যজুড়ে রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে আরও নতুন ১০টি ব্লাড ব্যাঙ্ক। ২০১৮ সালের মধ্যে এগুলি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ফলে রাজ্যে সরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা শীঘ্রই বেড়ে হবে ৮৪।

এছাড়া ২১টি ব্লাড ব্যাঙ্ককে প্লাজমা, প্লেটলেট, প্যাকড সেল সহ রক্তের বিভিন্ন ধরনের উপাদান পৃথকীকরণ ইউনিটে (ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট) উন্নীত করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যভবন। তাতে এ ধরনের ইউনিটের সংখ্যা বেড়ে হবে ৩৮।

প্রস্তাবিত নতুন ব্লাড ব্যাঙ্কগুলি হবে বীরপাড়া, তেহট্ট, দিনহাটা, নন্দীগ্রাম, মেটিয়াবুরুজ, শালবনী, ডেবরা, মাথাভাঙা, ফালাকাটা এবং সাগরদিঘিতে। আর যেসব ব্লাড ব্যাঙ্ককে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিটে পরিণত করা হবে, সেগুলি হল চুঁচুড়া, হাওড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, বারাসত, বসিরহাট, ডায়মন্ডহারবার, সিউড়ি, রামপুরহাট, ঝাড়গ্রাম ও তমলুক জেলা হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতাল, নন্দীগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল।

Source: Bartaman

Rescue op training for village youth under Apat Mitra project

The State Government has taken up a project named Apat Mitra for providing training to youth in villages so that they can voluntarily support rescue operations at the time of any disaster.

Initially, the project has been started in South 24-Parganas and Purba Medinipur districts as pilot projects. Two hundred youths are undergoing training in each of these districts. Later the project will be implemented in all the districts.

Area-specific training will be provided to volunteers, as the state has a diverse landscape with hills in the extreme north, sea in the south and forests in the western part. So, local youth will get trained as per the requirement in their respective areas.

During an emergency, for carrying out a rescue operation, it is often found that support of local people is needed, besides the personnel of the Disaster Management Department and Fire and Emergency Services Department. And anyway, the local people of an area are the first responders in case there is any emergency situation. So, it is always better if some of them are well-trained.

 

দুর্ঘটনা-বিপর্যয়ে উদ্ধারে ঝাঁপাবে ‘আপদ মিত্র’

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তর অঞ্চল ভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আপদ মিত্র’। প্রাথমিক ভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় পাইলট প্রোজেক্ট হিসেবে আপদ মিত্র প্রকল্প শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর আপাতত ২০০ জন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এই দুই জেলায়।

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক শীর্ষ অধিকর্তার মতে, সব থেকে কম সময়ের মধ্যে উদ্ধারকাজ শুরু করে মৃত্যুর হার বা ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কম করা যায় তাঁর জন্যই অঞ্চলভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব বলেন, আমাদের এই প্রকল্প সফল হলে আগামী দিনে রাজ্যের প্রতি জেলাতেই ‘আপদ মিত্র’ তৈরী করা হবে।

অঞ্চলভিত্তিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রকারভেদে এবার অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিপর্যয় স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক তৈরী করছে। এই দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, বিপর্যয়ের প্রকৃতি ভেদে পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে অনেকখানি।

প্রসঙ্গত, প্রত্যেক বছরই সিভিল ডিফেন্সে ২০ থেকে ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ নিয়ে থাকে।

Source: Millennium Post