Infrastructure for seaside tourist spots to be developed

The West Bengal Forest Development Corporation (WBFDC) is exploring the development of infrastructure for accommodating tourists at sylvan seaside spots. The Corporation has already successfully created boarding facilities for tourists in the hilly and forest areas of the State.

Digha and its surroundings have been chosen as one of the spots where such infrastructure will be developed, in collaboration with the Digha Sankarpur Development Authority (DSDA).

The WBFDC is already developing accommodation facilities at Tajpur. If everything goes as planned, the facility will be thrown open for tourists by April 15.

It may be mentioned that a major share of the Corporation’s profits comes from the resorts in the hilly and forest areas in the State. The profits are expected to increase further once the accommodation facilities in Tajpur and Digha are thrown open.

At present, WBFDC has resorts at Garubathan, Lava, Lolegaon, Mongpong, Murti, Jaldhaka, Jhargram and Mukutmanipur. It has put in place an online booking system which will also be applied to the accommodation facilities at Tajpur and Digha.

 

 

উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে জোর রাজ্যের

 
উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। ইতিমধ্যেই পাহাড় ও জঙ্গলে পর্যটকদের থাকার সুবন্দোবস্ত করেছে এই নিগম।

দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় নিগম দীঘায় ও তাজপুরে থাকার জন্য রিসর্ট করছে নিগম। সবকিছু ঠিকঠাক চললে আগামী পয়লা বৈশাখের আগেই এখানে পর্যটকরা থাকতে পারবেন।

প্রসঙ্গত, নিগমের লাভের সিংহভাগটাই আসে পাহাড় ও বনাঞ্চলের রিসর্ট ও ইকো-রিসর্টগুলি থেকে। এই পর্যটন কেন্দ্রগুলি তৈরী হওয়ার পর লাভের মাত্রা আরও বাড়বে বলে আশা করা যায়।

এই মুহূর্তে গোরুবাথান, লাভা, লোলেগাঁও, মংপো, মূর্তি, জলঢাকা, ঝাড়গ্রাম, মুকুটমণিপুরে নিগমের রিসর্ট আছে। ইতিমধ্যেই রিসর্টগুলিতে অনলাইন বুকিং পরিষেবা চালু হয়েছে। দীঘা ও তাজপুরের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।

Source: Millennium Post

Bengal government to create 1,200 new posts in various departments

In order to create more job opportunities, it has been decided in Monday’s Cabinet meeting that 1,200 new posts will be made in different departments of the state government.

Partha Chatterjee, the state Parliamentary Affairs minister, said: “It has been passed in the Cabinet to create a 1,000 more posts in different offices and colleges. As many as 200 drivers and helpers will be recruited for assistance by the state Transport department.”

It may be mentioned that the state government has created thousands of job opportunities in the past six years. In June, the state government had announced 3,754 new posts. The decision to create new posts was passed in the Cabinet meeting and Chief Minister Mamata Banerjee has directed the state to complete the recruitment process as soon as possible.

As many as 267 posts were created for eight coastal police stations as a step to ensure security and safety of thousands of tourists visiting Digha and Mandarmoni. Around 444 posts were also created at Health and Family Welfare department and it included 187 posts at the new medical college at Raiganj.

As many as 158 posts have been created at Ramrick Das Harlalka Hospital, which is an annexure to Bangur Institute of Neuroscience. Ninety-nine posts were created at Tufanganj Mental Health Hospital, where the number of beds was increased to 150 from 33. To create job opportunities for women, as many as 2700 lady constable posts were created.

 

১২০০ নতুন পদ তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যে আরও কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে ১২০০ নতুন পদ তৈরী করছে রাজ্য সরকার।

পরিষদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন কলেজ ও অফিসে আরও নতুন ১০০০টি পদ তৈরীর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আরও ২০০টি ড্রাইভার ও হেল্পারের পদ তৈরী করা হয়েছে রাজ্য পরিবহন দপ্তরে।

প্রসঙ্গত, রাজ্য সরকার গত জুন মাসে ৩৭৫৪টি নতুন পদ সৃষ্টির কথা ঘোষণা করে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে।

দীঘা ও মন্দারমণিতে আগত পর্যটকদের সুরক্ষার জন্য ২৬৭টি পদ সৃষ্টি করা হয়েছে আটটি উপকূলীয় থানার জন্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪৪৪টি পদ তৈরী হয়েছে। এর মধ্যে রায়গঞ্জের নতুন মেডিক্যাল কলেজের জন্য ১৮৭টি পদ তৈরী হয়েছে।

রামরিক দাস হরলালকা হাসপাতালে সৃষ্টি করা হয়েছে ১৫৮টি নতুন পদ। তুফানগঞ্জ মেন্টাল হেলথ হাসপাতালে ৯৯টি পদ তৈরী হয়েছে। এখানে শয্যা সংখ্যাও ৩৩ থেকে বেড়ে ১৫০ হয়েছে।

মহিলাদের কর্মসংস্থানকে নজর রেখে ২৭০০টি কনস্টেবল পদ তৈরী হয়েছে।

Funding for tourism sector goes up to Rs 400 crore in 6 years

As an indication of the importance that Chief Minister Mamata Banerjee and her Trinamool Congress Government places on the tourism sector, public funding in the sector, according to a senior official of Tourism Department, has gone up from Rs 35 crore to Rs 400 crore in the past six years.

Bengal is gifted with all the necessary elements for making it a preferred destination for travellers from around the world.

As a consequence of this increase in funding, Bengal has witnessed a 20 per cent growth in its tourist population. The state has one of the best hotel occupancy rates in India. Kolkata has 3,000 high-end hotel rooms with a phenomenal occupancy rate of 70 per cent. During the Durga Puja this year, Bengal saw about 2,000 foreign visitors.

Currently some major tourism projects are coming up in Gajoldoba in north Bengal and Jharkhali in the Sundarbans. A convention centre is coming up in Digha.

To promote the state’s tourist spots, the State Government regularly takes part in national and international tourism fairs and conventions, like Travel East and others.

Source: Millennium Post

বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি

পর্যটন দপ্তরের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী বাংলায় পর্যটন ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ছ’বছরে বেড়ে হয়েছে ৪০০ কোটি। এর থেকেই বোঝা যায় পর্যটনের বিকাশের প্রতি কতটা দায়বদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার।

পর্যটনের প্রসারের জন্য সবকটি উপাদানই রয়েছে বাংলায়। উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণে সাগর, রাঙামাটি থেকে ঐতিহাসিক স্থাপত্য – কি নেই বাংলায়? পাবলিক ফান্ডিং বৃদ্ধির ফলে বাংলায় পর্যটকদের সংখ্যা ২০% বেড়েছে। হোটেল পূর্ণ করণেও দেশে এগিয়ে বাংলা।
দুর্গাপুজো উপলক্ষে এবছর রাজ্যে এসেছিলেন ২০০০ এরও বেশি বিদেশী পর্যটক।

এই মুহূর্তে রাজ্যে দুটি বৃহৎ পর্যটন প্রকল্প চলছে – উত্তরে গাজলডোবা ও দক্ষিণে ঝড়খালিতে। দীঘাতে তৈরী হচ্ছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। পর্যটনের প্রসারের জন্য দেশি-বিদেশী অনেক পর্যটন মেলাতেও অংশগ্রহণ করছে রাজ্য সরকার।

New attraction at Marine Aquarium & Research Centre in Digha

The Marine Aquarium and Research Centre (MARC) in Digha will have an added attraction in the form of a walkthrough diorama for the visitors. The entire mangrove ecosystem of the Sundarbans along with its flora and fauna is being recreated at MARC by the Zoological Survey of India (ZSI).

The six-month-old project is in its final lap. According to the director of MARC, the mangrove ecosystem museum will feature life-sized models of animals like royal Bengal tigers, crocodiles, and several varieties of crabs and birds that are found in the Sunderbans.

Though flora and fauna of the region would be displayed, the main aim is to portray the life of the people in the villages of the Sundarbans region, particularly the fishermen and their boat life. They spend uncomfortable nights in boats so that they can catch fish to eke out a living.

Among the attractions will also be the coloured skeleton of a gigantic sei whale, an endangered species, one of which was excavated from the shore near Digha a year back. The carcass had been buried there after the dead whale was found on the shore in December 2012. The skeleton has been on display at the MARC campus for some time now.

MARC will also be of immense help to researchers studying any aspect of the Sundarbans. A museum hall with study material will be set up, with equipment pertaining to marine science on display as well.

“The carcass of the gigantic sei whale has been a huge crowd-puller. We are now colouring the skeleton to give it a fresh look,” a ZSI scientist said.

দীঘায় খুব শীঘ্র ম্যানগ্রোভ অরণ্যের প্রতিকৃতি ও মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে

দীঘার মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র খুব শীঘ্রই আরেকটি কারনে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে পর্যটকদের কাছে। সুন্দরবনের পুরো ম্যানগ্রোভ অরণ্য এবার দেখা যাবে দীঘায়।

এটির উদ্বোধন হওয়ার কথা পুজোর আগেই। এখানে তৈরি হবে একটি ম্যানগ্রোভ অরণ্যের মিউজিয়াম, যেখানে আসল আয়তনের বাঘ, কুমির, বিভিন্ন প্রজাতির কাঁকড়া, ও পাখি থাকবে যা সুন্দরবনে পাওয়া যায়।

এখানে মূলত তুলে ধরা হবে সুন্দরবনের মৎস্যজীবীদের ও নৌকায় তাঁদের জীবনযাপন। যারা জীবিকার জন্য রাতের পর রাত জেগে থাকেন নৌকাতে। এর ফলে উপকৃত হবে সুন্দরবন নিয়ে কাজ করা গবেষকরা। মিউজিয়াম হলে থাকবে বইপত্র ও মেরিন বিজ্ঞানের প্রয়োজনীয় নানা যন্ত্রপাতির প্রদর্শনী।

কিছুদিন আগে দীঘার সমুদ্রতটে বিশালাকার নিলতিমি’র দেহ পাওয়া যায়। এটিও আছে মেরিন অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্রে, যা পর্যটকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আপাতাত এই দেহে রঙ করা চলছে এই দেহকে সজীব রুপ দেওয়ার লক্ষ্যে।

Source: Millennium Post