Kurukh, Kamtapuri, Rajbongshi, Kurmali get official language status

At the time when the Trinamool Congress Government has taken up different steps for the revival of endangered tribal languages, comes another welcome step.

With the Governor consenting to the West Bengal Official Language (Second Amendment) Bill, 2018, Kamtapuri, Rajbongshi and Kurmali have become formally accepted as official State languages. Earlier, Kurukh had achieved the status through the West Bengal Official Language (Amendment) Bill, 2018.

The State Assembly had passed the former Bill on February 28 and the latter on February 8 of this year.

These languages would be used as official languages in the districts, sub-divisions, blocks or municipalities where the speaking population exceeds 10 per cent as a whole or part of the district, like sub-division or block.

It may be mentioned that Kurukh is spoken by the Oraon tribal community. There are around 17 lakh people, who speak the language in the districts of Alipurduar, Jalpaiguri, Cooch Behar, South Dinajpur and North 24-Parganas.

 

Source: Millennium Post

Bengal Govt to make Gobindobhog, Tulaipanji rice available at reduced rates

In a move expected to draw much appreciation, the State Government has decided to make available aromatic varieties of rice like Gobindobhog and Tulaipanji at prices 20 to 25 per cent less than the market rates at selected stalls across Bengal.

The special price rice would initially be available at the Sufal Bangla stalls, which are run by the State Government, and later from the various public distribution scheme (PDS) outlets, better known as ration shops.

The service is expected to begin soon after this year’s Durga Puja or some time early next year.

Gobindobhog is grown in certain areas of Purba Bardhaman district while Tulaipanji is grown in certain areas of Uttar and Dakshin Dinajpur districts.

The Bengal Government had applied for and was successful in getting geographical indication (GI) tags for both types of rice at the initiative of Chief Minister Mamata Banerjee.

 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কম দামে তুলাইপঞ্জি ও গোবিন্দভোগ

রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর। বাংলার দুই সেরা সুগন্ধী চাল গোবিন্দভোগ ও তুলাইপঞ্জি সস্তায় সাধারন মানুষের হাতে তুলে দেবে রাজ্য সরকার। এবছরে পুজোর পর বা আগামী বছরের শুরুতে বাজারদরের অন্তত ২০ থেকে ২৫ শতাংশ কম দামে রাজ্যের বিভিন্ন স্টলে বিক্রী করা হবে এই চাল। প্রথমে সুফল বাংলার স্টল ও পড়ে রেশন দোকান মারফত বিক্রী করা হবে এই চাল।

মুখ্যমন্ত্রী উদ্যোগ নেওয়ার পর কৃষি বিজ্ঞানী ও আধিকারিকদের কাছ থেকে ফলন বাড়ানো ও আনুসাঙ্গিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী।
তুলাইপঞ্জি মূলত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমা ও দক্ষিণ দিনাজপুরের একটি অংশে উৎপাদিত হয়। উত্তরবঙ্গের আরও কিছু এলাকায় এই চালের উৎপাদন করা যেতে পারে বলে কৃষি বিজ্ঞানীদের মতে। সেক্ষেত্রে ফলন অনেকটাই বাড়বে।

তেমনই গোবিন্দভোগ চাল মূলত পূর্ব বর্ধমানের রায়না-১ ও ২ নম্বর ব্লক ও খণ্ডকোষে খুব ভালো উৎপাদন হয়। এই পূর্ব বর্ধমান জেলারই আউশগ্রাম, মন্তেশ্বর, জামালপুর ছাড়িয়ে অনেকটা দূর পর্যন্ত এই চাল ফলন করা যেতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। এছাড়া, হুগলী, নদীয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, হাওড়াও এই চাল উৎপাদনের জন্য উপযোগী বলে মনে করছেন তারা। বাঁকুড়া, পুরুলিয়াতেও চাল তৈরীর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, এই দুই চালের পেটেন্ট নিয়ে রেখেছে রাজ্য সরকার।

Four new universities in Bengal

The state government has decided to set up four more universities in South Dinajpur, Alipurduar, Darjeeling and Murshidabad.

Partha Chatterjee, the state Education minister, spoke in the Assembly about the plan to set up the universities in the state. It may be mentioned that students of the area will be immensely benefitted from setting up of the university in Darjeeling and the three other places, as they would no longer need to travel long distances to continue with their higher studies.

The Mamata Banerjee government has already ensured a major expansion in the sector of higher education. After the change of guard in the state in 2011, eight new state-aided and nine private universities have come up in the state. At present, there are a total of 20 state-aided universities and nine private universities in Bengal. Moreover, in the 2017-18 fiscal, the planned budget for the state-aided universities was Rs 162.5 crore.

Besides setting up of four more universities in the state, the state government has also taken initiatives to increase the number of colleges, mainly in the backward areas. There were only 35 government colleges in the state in 2011 and now in the past few years till 2017, the total number of colleges has gone up to 65. Similarly, the number of government-aided degree colleges has also gone up to 450 and it includes 18 teachers training colleges.
With the increase in number of institutions for higher education, a total of around 4 lakh seats have increased at the graduation and post-graduation levels. Moreover, the gross enrolment ratio has gone up to 18.5 percent in 2017, compared to that of 12.6 percent in 2011.

Apart from the increase in number of educational institutions, 303 higher education institutions in the state have obtained NAAC accreditation and 292 of them are either government or government-aided colleges and 11 are state-aided universities. Moreover, 25 undergraduate courses and 3 post-graduate courses in eight private engineering and technology colleges have also been accredited by the National Board of Accreditation.

The minister also stressed on the steps taken to ensure that outsiders are not allowed inside the campus of educational institutions.

 

রাজ্যে আরও ৪টি নতুন বিশ্ববিদ্যালয়

বাংলায় আরও চারটি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং ও মুর্শিদাবাদ জেলায় গড়া হবে এই নতুন বিশ্ববিদ্যালয়গুলি।
রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় একথা জানান। এই জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে ওই জেলার মানুষরা প্রভূত উপকৃত হবেন। এখানকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে আর যেতে হবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ৮টি নতুন সরকারি অনুদানপ্রাপ্ত ও ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে ২০টি সরকারি অনুদানপ্রাপ্ত ও নটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। ২০১৭-১৮ অর্থবর্ষে সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ১৬২.৫ কোটি টাকা পরিকল্পিত বাজেট ধার্য করা হয়েছে।

পাশাপাশি, আরও কলেজ নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১১ সাল পর্যন্ত রাজ্যে ৩৫টি সরকারি কলেজ ছিল; ২০১৭ সালে এই সংখ্যাটি বেড়ে হয়েছে ৬৫। পাশাপাশি, সরকারি অনুদানপ্রাপ্ত ডিগ্রী কলেজের সংখ্যা হয়েছে ৪৫০; এর মধ্যে আছে ১৮টি টিচার ট্রেনিং কলেজ।

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বেড়েছে ৪ লক্ষ, গ্রস এনরোলমেন্ট রেসিও বেড়ে হয়েছে ১৮.৫ (যা ২০১১ তে ছিল ১২.৬ শতাংশ)। ৩০৩টি উচ্চশিক্ষা কেন্দ্র ন্যাকের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে ২৯২টি সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত ও ১১টি স্টেট-এডেড কলেজ। আটটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২৫টি স্নাতক পাঠ্যক্রম ও তিনটি স্নাতকোত্তর পাঠ্যক্রম ন্যাকের স্বীকৃতি পেয়েছে।

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তার জন্য সিসিটিভি বসানোর পাশাপাশি অন্যান্য ব্যবস্থাও করা হচ্ছে।

 

Ham Radio

Bengal Govt’s pilot project on fish farming in temporary water bodies in 5 districts

The State Government is starting a pilot project named Moyna Model on farming of fish in temporary water bodies, like water collected in farmlands during the rainy season, in five districts of Bengal.

It has been determined by experts that it is possible to produce commonly-consumed fish like rohu, catla amd mrigel, both of good quality and quantity, in such water bodies. The pilot is being carried out in the districts of North 24 Parganas, Nadia, Murshidabad, Cooch Behar and Dakshin Dinajpur.

Cultivation of fish in this manner has been successfully carried out at Moyna in Purba Medinipur, and hence the name of the project. There, rohu and catla weighing between 1 kg and 2 kg were cultivated within seven to eight months.

Unlike in permanent water bodies, it would be possible to scientifically care for the fish, provide them adequate food and keep a careful eye on all other aspects of their growth.

Another advantage of temporary water bodies is that food for the fishes would be naturally replenished, unlike the permanent bodies where food scarcity is often seen after a period of time.

The aim is to produce fish at the rate of 12 tonnes per hectare in the temporary water bodies, against 1 to 1.5 tonnes per hectare in the permanent ones.

A total of 75 hectares has been identified in the five districts. Since the water bodies identified are not of a permanent nature, they have been bounded by permanent barriers. The permanent barriers would also enable conservation of rainwater.

A single body of water should be at least 5 hectares. The cultivation would be carried out by local cooperative bodies or fishermen.

The cost has been determined at Rs 10 lakh per hectare, including the cost of hatchlings and fish food. The State Government would give discount to the tune of Rs 8.67 lakh. Hatchlings numbering 12,000, weighing 250 gram, would be released per hectare. The hatchlings would turn into adults weighing 2 kilogram on an average in about two years.

 

 

জলাজমিতে রুই, কাতলা, মৃগেল চাষে নামছে রাজ্য, পাইলট প্রোজেক্ট ৫ জেলায়

 

স্থায়ী জলাশয় নয়, চাষের জমি বা পতিত জমিতে জল জমে থাকলে সেখানেও রুই, কাতলা ও মৃগেলের চাষ করা সম্ভব, উচ্চ ফলনও সম্ভব। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন পদ্ধতিতে মাছ চাষে নামছে রাজ্য মৎস্য দপ্তর। এই পাইলট প্রোজেক্টের নাম ‘ময়না মডেল’।
চাষের জমিতে জল জমা থাকাকালিন এই চাষ করে সফল হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার কয়েকজন মৎস্যজীবী। সাত আট মাসেই তারা এক-দু কেজি ওজনের রুই কাতলা উৎপাদন করেছেন।
এই পাইলট প্রোজেক্টে পাঁচটি জেলায় মত ৭৫ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। এই জলাজমিগুলি যেহেতু স্থায়ী জলাশয় নয়, তাই চারপাশের পাড় বাঁধানো হয়েছে। এতে বৃষ্টির জল সংরক্ষণ করাও সম্ভব এবং জল বাইরে বেরিয়েও যাবে না।
স্থায়ী জলাশয়গুলিতে গড়ে হেক্টরপ্রতি ১ থেকে দেড় টন মাছ উৎপাদন হয়, সেখানে এই প্রোজেক্টে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে হেক্টর প্রতি ১২ টন।
এই পাইলট প্রোজেক্টে একসঙ্গে অন্তত পাঁচ হেক্টর জলাজমি থাকতে হবে, চাষ করবে স্থায়ী সমবায় বা মৎস্যজীবী। হেক্টর প্রতি খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। তাঁর মধ্যে মাছের চারা, খাবার সহ ৮লক্ষ ৬৭হাজার টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। প্রতি হেক্টরে ২৫০ গ্রাম ওজনের ১২০০০ মাছের চারা ছাড়া হবে। এক বছরের মধ্যে এগুলির ওজন এক থেকে দু কেজি হবে। স্থায়ী জলাশয়ে সঠিক পরিচর্যা অনেক সময় হয় না। কিন্তু, এই প্রোজেক্টে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা, মাছেদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ, সময়ে সময়ে নজরদারি সহ প্রতিটি দিকের ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্থায়ী জলাশয়গুলিতে মাছের প্রাকৃতিক খাবার অনেক সময় কমে যায়, কিন্তু, এই প্রোজেক্টে মাছের বিপুল প্রাকৃতিক খাবার থাকবে।

Source: Sangbad Pratidin