Kolkata Municipal Corporation (KMC) is setting up its first blood bank – to be located in south Kolkata, at 242 Kalighat Road.
Councillors of all wards of the corporation organise blood donation camps all through the year. Now these blood units would be stored at the new blood bank, the advantage being that the units would be available at the State Government-determined rates, which are lower at those at private hospitals and blood banks.
The chemical treatments required for proper storage of the blood and blood components would be carried out at private hospitals KMC would tie up with.
This step is meant to help not only the city residents but people from all over the State, especially the poor, who cannot afford high prices.
দক্ষিণ কলকাতায় প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করবে কলকাতা পুরসভা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করতে চলেছে কলকাতা পুরসভা । দক্ষিণ কলকাতার ২৪২,কালীঘাট রোডে ব্লাড ব্যাঙ্কটি তৈরী করা হবে।
এর আগে কলকাতা পুরসভার কোনও ব্লাড ব্যাঙ্ক ছিল না। সংগৃহীত রক্ত সংরক্ষণের জন্য যে সমস্ত প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় তার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই কাজ করা হবে।
কলকাতা পুরসভার সব ওয়ার্ডের কাউন্সিলররাই প্রতি বছর বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকেন। সেই সমস্ত সংগৃহিত রক্তই জমা করা হবে পুরসভার তৈরী করা ব্লাড ব্যাঙ্কে।
এর ফলে শহরের বেসরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে যে অৰ্থের বিনিময়ে রক্ত দেওয়া হয় ,তার থেকে কম দামে ,অথাৎ সরকারি দামে এখান থেকে রক্ত দেওয়া হবে।
আলো ,রাস্তা ,নিকাশি এবং জল সরবরাহ পরিষেবার মতোই ব্লাড ব্যাঙ্ক পরিষেবাও কলকাতা পুরসভার একটি বাড়তি পরিষেবা। কলকাতা পুরসভার অন্তর্গত বাসিন্দারা এর ফলে যেমন উপকৃত হবেন ,তেমনই দূর -দূরান্ত থেকে আসা মানুষজনও এর দ্বারা উপকৃত হবেন।
কলকাতায় ব্লাড ব্যাঙ্কের চাহিদা রয়েছে। গরিব, মধ্যবিত্ত মানুষদের পরিষেবা দেওয়ার মতো স্বার্থের কথা ভেবেই এই প্রথম কলকাতা পুরসভা ব্লাড ব্যাঙ্ক তৈরী করার প্রয়াস নিয়েছে।