Trinamool observes ‘Black Day’

Trinamool Congress observed ‘black day’ in districts and blocks across the state on Saturday to protest against the “detention and manhandling” of its leaders in Assam’s Silchar airport, where they had gone to assess the situation after the publication of the final draft of the National Register of Citizens (NRC).

The protest will continue on Sunday too. Carrying placards and sporting black masks and badges, TMC activists shouted slogans against the BJP governments at the Centre and Assam and the final draft of the NRC.

Trinamool Chairperson Mamata Banerjee had alleged that the members of the delegation, including women, were manhandled at the airport and accused the BJP of imposing a “super emergency” in the country.

Party’s Secretary-General Partha Chatterjee had said, “What happened to our party delegation is not only shameful but also undemocratic. Our slogan will be ‘we don’t need this monstrous government any more’.”

Trinamool MPs stage dharna on Aadhaar issue in Parliament premises

Trinamool MPs from both the Houses staged a dharna today in front of the Gandhi statue in Parliament premises, protesting against linking Aadhaar to social sector schemes, and the leak of sensitive Aadhaar data on government websites.

Trinamool Chairperson Mamata Banerjee had earlier said that she would rather have her phone disconnected than submit to the new rule requiring every citizen to link their Aadhaar card number to their mobile number. “I will not link Aadhaar with my phone, if they want to disconnect my phone, let them,” she had said.

 

আধার ইস্যুতে সংসদ চত্বরে ধর্ণায় তৃণমূল

সামাজিক প্রকল্পগুলির সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ ও কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট থেকে আধারের তথ্য ফাঁস হওয়ার বিরুদ্ধে আজ সংসদ চত্ত্বরে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, তিনি নিজের মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড জুড়বেন না, দরকার হলে তাঁর মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করা হোক।

তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মোবাইল নম্বরের জন্য আধার কার্ড দেব না। তাতে যদি আমার নম্বর কেটে দেয়, কেটে দেবে। ব্যক্তিগত গোপনীয়তা আমার অধিকার।”

তিনি টুইট করে বলেন, ‘‘আধার অত্যন্ত বিপজ্জনক। আমি নিজে ইউনিক কার্ডের পক্ষপাতি। একটাই কার্ড হোক। ১০টা কার্ড তো আর হয় না। কিন্তু, আধার কার্ডের নাম করে মানুষের তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে সেটা বিপজ্জনক। এটা ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। ডেনঞ্জারাস ফর দ্যা ইনডিভিজুয়াল। ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি।’’