Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’

Bengal Govt to distribute e-rickshaws to unemployed rural youths

Bengal Government has taken up a project to distribute e-rickshaws to unemployed youths in rural areas. The State Self Help Groups and Self Employment department has taken up this initiative and will provide assistance through the SVSKP (Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa) scheme. The scheme is already used to provide help to unemployed youths. In the first phase, 500 such eco-friendly e-rickshaws will be distributed.
The Government is already in talks with companies that manufacture e-rickshaws. They run on batteries and are eco-friendly. The SHG department is coordinating with the Panchayat department regarding the implementation of this project.
The Minister of the SHG Department said that distribution of e-rickshaws will help boost transport infrastructure in rural areas.

 

স্বনিযুক্তি প্রকল্পে গ্রামের বেকার যুবকদের ই-রিকশ দেবে রাজ্য

গ্রামের বেকার যুবকদের এবার ই-রিকশ দেবে রাজ্য সরকার। স্বনিযুক্তি প্রকল্প দপ্তরের পক্ষ থেকে কর্মসংস্থানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনেই এই সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে বেকার যুবকদের নানাভাবে সহায়তা দেওয়া হয়। এবার পরিবেশবান্ধব ই-রিকশ দিয়ে তাদের কাজের সুযোগ বাড়াতে চায় রাজ্য সরকার। প্রাথমিকভাবে শুরুতে ৫০০ জনকে ই-রিকশ দেওয়া হবে।
গ্রামীণ এলাকার পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নানা ধরনের কর্মসূচি বা প্রকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্কুল পড়ুয়াদের সাইকেল প্রদান পুরোমাত্রায় সফল। এর আগে স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত মহিলাদের ধান সংগ্রহের কাজে নামানো হয়েছে। তাদের জন্য উল্টোডাঙায় শপিং মলও করে দেওয়া হচ্ছে। যার জন্য কেআইটি’র থেকে ১০ কাঠা জায়গা পাওয়া গিয়েছে। সেই জমি কিনে নিয়েছে স্বনিযুক্তি প্রকল্প দপ্তর। এবার ই-রিকশ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য যেসব কোম্পানি ই-রিকশ বানায়, তাদের সঙ্গে কথা চলছে। টেন্ডার করেই সেই অর্ডার দেওয়া হবে। তবে ই-রিকশ’র পুরো টাকা রাজ্য সরকার দেবে না। মোট দামের ৩০ শতাংশ দেবে স্বনিযুক্তি প্রকল্প দপ্তর।
ওই দপ্তরের মন্ত্রী বলেন, আমরা স্বনির্ভর গোষ্ঠীকে নানাভাবে সাহায্য করছি। কারিগরি শিক্ষা দপ্তরের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর আড়াই লক্ষ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। কেউ যদি প্রশিক্ষণ শেষে ব্যবসা করেন, তাহলে তাঁকে আর্থিক সাহায্য দেওয়া হবে। ছাগল, গোরু, মুরগি পালন করলেও আর্থিকভাবে সাহায্য করা হয়। এবার গ্রামের বেকার যুবকদের ই-রিকশ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের দপ্তর ভর্তুকি দেবে। গ্রামীণ এলাকায় রাস্তার হাল এখন অনেক ভালো। ফলে ই-রিকশ যাত্রী পরিবহণে কার্যকর হবে। চালকও লাভবান হবেন।
ই-রিকশ অনেকটা ব্যাটারি চালিত অটো বা টোটোর মতো হবে। পঞ্চায়েত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই ই-রিকশ দেওয়া হবে। স্বনিযুক্তি প্রকল্প দপ্তরের প্রধান সচিব একইসঙ্গে পঞ্চায়েত দপ্তরেরও প্রধান সচিবের দায়িত্বে রয়েছেন। ফলে পঞ্চায়েতের নানা কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং গ্রামের যুবদের যুক্ত করা হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার ই-রিকশ প্রদান করা হচ্ছে। তার পরিকল্পনাও তৈরি হয়ে গিয়েছে।