Rs 25,000 crore export dues still pending: Amit Mitra

GST refunds to the tune of Rs 25,000 crore are still pending for exporters, the West Bengal Finance Minister, Dr Amit Mitra, has said.

Nearly 3,00,000 refund applications have been received since the roll-out of the GST regime on July 1. Around 35-40 per cent of these applications have to be physically verified since the GST Network (or GSTN) is not in place, Dr Mitra alleged.

Auto verification would have ensured faster clearance of documents and quicker refunds.

“GSTN is still not in place and delay in auto verification of documents has delayed refunds for exporters,” the Finance Minister said during a press conference organised by WBIDC in Kolkata on Monday.

Dr Mitra pointed out that physical verification of documents are now being done by officials and this can give rise to a set of “inspector-raaj”.

“We will take up the matter with the GST council. Moreover, I have been saying this for quite some time that GSTN is not at all ready. And the result is this Rs 25,000 crore export dues,” he said.

 

Bengal eyeing two-fold hike in export growth rate by 2021: Amit Mitra

Bengal government has set a target of doubling the export growth rate of the state within 2021, said Industry, Commerce and Enterprise minister Amit Mitra on Monday. He was addressing a workshop with the exporters, industries and various other stakeholders at a city hotel to accelerate the process of export promotion from the state.

Despite some issues relating to the non-payment of refunds to the exporters, particularly to the small-scale ones, the state government has been able to achieve export growth rate of 11.17 percent last year.

Dr Mitra said that there was an export of 8.23 billion US dollars from Bengal in the financial year 2016-17, which has gone up to 9.15 billion US dollars in 2017-18. Products worth around Rs 62,000 crore have been exported from the state in 2017-18.

The Bengal government is taking all possible steps to double the figure in the next three years. “We have achieved 11.17 percent growth rate in exports, which is pretty high among all other states. It was around 10 percent last year.

The export growth rate of the country according to CAGR remained at 6.01 percent for a period from 2007-08 up to 2016-17. The overall export that stands at Rs 62,000 will be doubled in the next three years,” Dr Mitra said.

According to the minister, an information centre will be set up jointly by the West Bengal Industrial Development Corporation (WBIDC) and the MSME department, to disseminate information relating to the exports and various schemes.

An export cell will be set up at the district industrial centres, so that people interested in exports can gather information relating to it. Altogether 80 officers from industry and MSME sectors will be given training at the Institute of Foreign Trade in Kolkata, for a period of one month from July 5.

Among the total number of officers, around 60 would be from the MSME department, while the rest would be from industries. After returning to the district industrial centres, these officers will give answer to the quarries of the potential exports. They will be made aware on how the documentation is done.

Dr Mitra also said that a dyeing centre has come up at Nabadwip, which will meet global standards so that the exporters from the state would no longer face any problems during the certification. Around 50,000 weavers would also be benefitted from the project. There was an overall export of 825 million US dollar of iron and steel from Bengal in 2016-17 and the target is to reach up to 1,500 million US dollar within the next three years.

While gold and other precious material export remained at 711 million US dollar, with a target of 1,200 million US dollar. The Bengal government has developed a major infrastructure by setting up a Gems and Jewellery Park at Ankurhati in Domjur in this regard. In the leather sector, export stands at 687 million dollar and the target is to reach 1,500 million dollar.

Asia’s biggest leather park has come up at Bantala. The state government has allotted a Rs 400 crore investment in Bantala. Marine products and petroleum products have seen a rise in the export. The minister also reminded that apart from airport and sea port, a land port should also be set up for accelerating the exports. In case of fresh vegetables, the exporters were facing problems as they have to export the products through Vizag port. The issue would be taken up with the Union commerce minister.

Trinamool Govt has done a lot for small and medium businesses, and farmers: Dr Amit Mitra

Finance Minister Dr Amit Mitra, while replying to a debate in the State Assembly, said that the Trinamool Congress Government has done a lot to help small and medium businesses, and farmers, among others, and elaborated on the statement.

He said that the government has done away with the requirement for businesses with an annual turnover of less than Rs 20 lakh to pay the goods and services tax (GST). This would benefit 1 lakh 27 thousand 45 small and medium-scale businesses.

And for those with an annual turnover of less than Rs 1.5 lakh, there is the single control system (SCS), which would benefit 1.87 lakh businesses. Additionally, there is the Composition Scheme for such businesses, through which businesses are being able to improve their bottomline by paying much less tax. This is benefitting 1.87 lakh businesses.

Dr Mitra then spelt out the measures taken for farmers by the Maa-Mati-Manush Government led by Chief Minister Mamata Banerjee.

The State Government has created a fund of Rs 100 crore for buying farmers’ products at the minimum support price (MSP) so that even when there is excess production, farmers do not suffer because of the fall in prices. He said that no other state has been able to create such a fund and that this would immensely help the farmers of Bengal.

Then, the government has also done away with the mutation fee paid by farmers to give them relief. This would benefit seven to eight lakh farmers.

 

২০ লক্ষ টাকার নীচে জিএসটি নয়ঃ অমিত মিত্র

২০ লক্ষ টাকার নীচে যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার, তাদের জন্য কোনও জিএসটি নয়। এর ফলে রাজ্যের ১ লক্ষ ২৭ হাজার ৪৫টি ক্ষুদ্র ও ছোট ব্যাবসায়ী প্রতিষ্ঠান লাভ করেছে এবং তারা ব্যাবসা করছে। বিধানসভায় একথাই জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ‘ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার।’ এছাড়াও অর্থমন্ত্রী জানান, কম্পোজিশন স্কিম চালু করা হয়েছে। অল্প ট্যাক্স দিয়ে ব্যাবসার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছেন ব্যাবসায়ীরা। এই স্কিমে উপকৃত হয়েছেন ৮০ হাজার।

এছাড়াও দেড় লক্ষ টাকার নীচে যাদের ব্যাবসায়িক টার্নওভার তাদের জন্য রয়েছে সিঙ্গল কন্ট্রোল সিস্টেম। এতে উপকৃত ১.৮৭ লক্ষ ব্যাবসায়ী।

মাঝারি ব্যাবসায়ীদের এন্ট্রি ট্যাক্স সুদ ও জরিমানা মুকুব, কৃষকদের মিউটেশনে ছাড় সহ রাজ্য সরকার সাধারন মানুষের জন্য যে সকল পদক্ষেপ নিয়েছে তা তিনি বিধানসভায় জানান।

কৃষকদের সহায়তায় বিশেষ তহবিল গঠন করা হয়েছে। অধিক ফলনে দাম পড়বে, এই অবস্থা থেকে কৃষকদের পাশে দাড়াতেই এই পদক্ষেপ। ১০০ কোটি টাকা আছে এই তহবিলে। অধিক ফলন হলেও যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান, তাই এই বিশেষ তহবিল গঠন। যা এই রাজ্যে একমাত্র আছে দেশের মধ্যে। মিউটেশন ফি মুকুব করায় লাভবান হয়েছে ৭-৮ লক্ষ কৃষক।

 

Bengal has one of the lowest losses due to GST: Dr Amit Mitra

It is an accepted fact now that the hurried implementation of Goods and Services Tax (GST) by the Central Government across the country has led to massive inconveniences for the business community as well as huge losses for the government due to confusion regarding the tax rates.

Chief Minister Mamata Banerjee was the first leader of national stature to speak out against GST, as she was with demonetisation earlier.

On February 7, while reacting to the Budget discussions in the Assembly, Finance Minister Dr Amit Mitra said that despite the rushed implementation, losses due to GST in Bengal were lower than in many other states because the digitial infrastructure was already in place. And the digital infrastructure is the result of the e-governance initiative of the Trinamool Congress Government, for which Bengal has bagged several awards, including from the Central Government.

To prove his statement about low loss, he gave out the numbers: Rs 589 crore for Bengal during the September-October 2017 period, compared to Rs 2,000 crore for Karnataka, Rs 1,132 crore for Gujarat and Rs 1,054 crore for Bihar.

Earlier, Dr Mitra had said that the Union Government has not fulfilled its commitment for reimbursing the loss on account of the introduction of GST. Bengal has lost Rs 1,850 crore on this count, of which Rs 850 crore was yet to be compensated.

Source: The Statesman

 

জিএসটি তে সব থেকে কম ক্ষতি হবে বাংলারঃ অমিত মিত্র

এটি এখন সকলের কাছে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত ভাবে জোর করে চাপিয়ে দেওয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের ফলে সারা দেশের ব্যাবসায়ীরা বিপর্যস্ত। কারন, তারা এখনও পরিষ্কার ভাবে জানেন না কোন জিনিসে কত শতাংশ কর ধার্য করেছে কেন্দ্র। এর ফলে ব্যাবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার-ও।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটবাতিলের বিরুদ্ধে দেশের মধ্যে যেমন প্রথম প্রতিবাদে নেমেছিলেন, এক্ষেত্রেও তার অন্যথা হয় নি।

বিধানসভায় জবাবী ভাষণে অর্থমন্ত্রী বলেন, এই হঠকারী জিএসটি প্রণয়ন স্বত্বেও যেহেতু বাংলায় ইতিমধ্যেই ডিজিটাল পরিকাঠামো বর্তমান, বাংলার ক্ষয়ক্ষতি অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কম হয়েছে। আর এই পরিকাঠামো সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের ই-গভর্ন্যান্স উদ্যোগের ফলে। এই উদ্যোগের ফলে রাজ্য সরকার প্রচুর পুরস্কার পেয়েছে কেন্দ্রের থেকে।

তাঁর কথার প্রমাণ স্বরূপ তিনি তথ্য দিয়ে বুঝিয়ে দেন, সেপ্টেম্বর-অক্টোবর ২০১৭ তে রাজ্য সরকারের ক্ষতি হয়েছে ৫৮৯ কোটি টাকা, যখন কর্ণাটক রাজ্যের ক্ষতি হয়েছে ২০০০ কোটি টাকা ও গুজরাটের ১১৩২ কোটি টাকা ও বিহারে ১০৫৪ কোটি টাকা।

এর আগে আমিত মিত্র বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির ক্ষতিপূরণের কোনও ব্যবস্থা করেনি. বাংলার এই বাবদ ১৮৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে, যার মধ্যে ৮৫০ টাকা ক্ষতিপূরণ এখনও পাওয়া বাকি।

 

Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।