Bengal Govt, ISKCON to come up with Vedic Centre in Gangasagar

The State Government and ISKCON will jointly set up a Vedic Centre for Culture and Education at the Gangasagar fairground on Sagar Island to promote spiritual tourism. The two are also jointly working to build a world-class fountain park, community hall and light-and-sound exhibition to attract visitors.

Gangasagar is visited by thousands of people from all over the country during Makar Sankranti. Because of better road connectivity both domestic and foreign tourists keep on visiting the area throughout the year.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee has stressed on the need to improve Gangasagar. Roads were built and steps were taken to beautify the area.

Spiritual tourism is coming up in Bengal in a very big way and the State Tourism Department and private tour operators have held several rounds of talks on the matter.

 

ইস্কনের সাথে যৌথ উদ্যোগে গঙ্গাসাগরে বৈদিক কেন্দ্র গড়বে রাজ্য

রাজ্যে আধ্যাত্মিক পর্যটনকে (spiritual tourism) নতুন মাত্রা দিতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকার এবার ইস্কনের সঙ্গে যৌথ উদ্যোগে সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে তৈরী করতে চলেছে শিক্ষা ও সংস্কৃতির এক বৈদিক চর্চা কেন্দ্র। পাশাপাশি, পর্যটকদের আকর্ষিত করতে একটি বিশ্বমানের ফাউন্টেন পার্ক, কমিউনিটি হলও গড়া হবে। থাকবে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শো।

মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের হওয়ায় এখন সারা বছরই দেশী ও বিদেশী পর্যটক ভিড় জমান এখানে। এই বৈদিক কেন্দ্রটি তৈরী হলে আরও মানুষ এখানে আসবেন।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের সংস্কারে জোর দিয়েছেন। হয়েছে নতুন রাস্তা, সেজে উঠেছে সাগরদ্বীপ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে আধ্যাত্মিক পর্যটন গতি পেয়েছে। রাজ্য পর্যটন দপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে নানা ধর্মীয় স্থানে নানা ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে।

Source: Millennium Post

management

Tourism circuit based on Sagar Island

The State Government has decided to set a tourism circuit based on the Gangasagar Mela. During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

From Bakkhali to Bhorsagar and Rupsagar on Gangasagar Island, via Fraserganj, is one long stretch of white beaches, and casuarina and mangrove forests, a region which has a lot of potential for tourism.

Already a lot of tourists arrive on Sagar Island during Gangasagar Mela. Now the idea is to ensure that tourists arrive all through the year.

Infrastructural facilities are already being built up. Tourist cottages with all facilities have been built on the island. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Besides, the Kapil Muni Ashram has been renovated.

গঙ্গাসাগর ঘিরে মুখ্যমন্ত্রীর পর্যটন প্যাকেজ পরিকল্পনা

শুধু তীর্থক্ষেত্র নয়, পর্যটনস্থল হিসেবেও সাগরদ্বীপকে বিশেষ অগ্রাধিকার দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বকখালি থেকে ভায়া ফ্রেজারগঞ্জ হয়ে গঙ্গাসাগরের ভোরসাগর আর রূপসাগর পর্যন্ত সাদাবালির যে সমুদ্রতট, বালিয়াড়ি, ঝাউবন আর ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, তা নিয়ে পর্যটন প্যাকেজ তৈরি করার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর।
গঙ্গাসাগরে চার নম্বর রাস্তার কাছে পর্যটন দপ্তরের ‘কটেজ’গুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সপার্ষদ বৈঠক করেন সাগরদ্বীপের পর্যটন পরিকাঠামো নিয়ে।

Source: Bartaman

mamata banerjee sagar island

Mahant of Kapil Muni Ashram showers praises on Bengal CM

The mahant of Kapil Muni Ashram on Sagar Island has recently praised Chief Minister Mamata Banerjee profusely for the work she has done in the making of adequate arrangements for the people visiting Sagar Mela and for making Sagar Island a popular tourist destination all through the year.

He said she has done so much on her own initiative that there cannot be any more demands.

The Kapil Muni Ashram has been entirely renovated. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Tourist cottages with all facilities have been built on the island. Many other facilities are also being set up.

During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

সাগরে মুখ্যমন্ত্রীর কাজে খুশি মহন্ত

আলোয় ভাসছে সৈকত। কপিলমুলি আশ্রম ঘিরে রাজ্য সরকারের সুবিশাল কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। কচুবেড়িয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার ফোর লেনের কাজ চলছে। থাকার জন্য তৈরী হয়েছে বহুমুখী অনেক কটেজ। অন্য নানারকম ব্যবস্থা। পুণ্যস্নানে আসা লক্ষ লক্ষ মানুষের জন্যই এসব তৈরী হয়েছে। এই সাগর আমাদের চেনা নয়। সাড়ে ছয় বছরে বাংলার তথা দেশের পবিত্র এই তীর্থক্ষেত্রকে সত্যিই বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একসময় গঙ্গাসাগর বিখ্যাত ছিল শুধুমাত্র সাগরমেলার জন্য। এখন হয়ে উঠেছে পর্যটনের অন্যতম ঠিকানা। সারা বছরই প্রচুর মানুষ আসেন বেড়াতে। সমুদ্রতটের রূপই বদলে গিয়েছে কপিলমুনির দেশে।

কুম্ভ মেলার মতোই সাগর মেলার বিশালতা। তাই, প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহন্ত মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় খুব সৎ মানুষ। না চাইতেই উনি সাগরের জন্য যা করছেন, তার পর আর কিছু চাওয়ার নেই।’

Source: Sangbad Pratidin