Quick Response Teams in each district for disaster management

The State Disaster Management and Civil Defence Department will set up Quick Response Teams (QRT) for each district of the state, including Kolkata. This will ensure better assistance to people during emergency situations.

Each QRT will function under the respective District Disaster Management Authority (DDMA). The main task of the QRTs will be to plunge into immediate action as soon as there is an alert for any natural calamity or emergency situation.

The QRTs will be made up of civil defence volunteers. The number of volunteers in each will depend on the number of sub-divisions in a district. The plan is to appoint 25 volunteers for each sub-division. So, for example, if a district has three sub-divisions, its Quick Response Team will have 75 volunteers.

A disaster management plan has been prepared for the districts, which includes mapping the areas vulnerable to natural calamities like floods, earthquakes, landslides, drought, fires, among others. The district-wise disaster management plan helps in carrying out proactive work, so that losses due to natural calamities are minimised.

The State Government has given a lot of importance for setting up a coordinated system to counter any disaster, be it natural or man-made. Earlier this year, it started a project, Apat Mitra, for providing training to youths in villages so that they can provide support to rescue operations during a disaster.

 

বিপর্যয়ে মৃত্যু-ক্ষয়ক্ষতি কমাতে প্রতি জেলায় বিশেষ ব্যবস্থা

যে কোনও বিপর্যয়ে একটি মৃত্যুও কাম্য নয়। রাজ্য সরকারের এই উদ্দেশ্যই সফল করতে এবার প্রতি জেলাতে তৈরী করা হচ্ছে ‘জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ বা ডিসট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটি। পাশাপাশি, সব জেলাতেই তৈরী হচ্ছে ডিএমজির নিজস্ব ‘কুইক রেসপন্স টিম’। কলকাতা পুলিশের আদলে বিপর্যয় মোকাবিলা দপ্তরও এবার বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল তৈরী করতে চলেছে। এরা ২৪ ঘণ্টার জন্যই জেলাগুলিতে সতর্ক থাকবে যে কোনও বিপর্যয়ের মোকাবিলা করতে।

প্রতি জেলার ‘কুইক রেসপন্স টিম’ নিয়োগ হবে সেই জেলা থেকেই। এতে ‘কুইক রেসপন্স টিম’এর সেই জেলার ভৌগলিক সুবিধা ও অসুবিধা নিয়ে সম্যক জ্ঞান থাকবে যা উদ্ধারকাজের সময় বাড়তি সাহায্য করবে। প্রতি ডিডিএম-এর মাথায় থাকবে সেই জেলার জেলাশাসক। কলকাতার ক্ষেত্রে জেলাশাসকের জায়গায় থাকবেন পুরসভার কমিশনার।

প্রতি জেলার সাব ডিভিশনগুলিতে ২৫ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর কর্মীদের রাখা হবে। প্রতি জেলায় থাকবে ১০০ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর প্রশিক্ষিতকর্মী। জেলাশাসক নির্দেশে পরিচালিত হবে এই বাহিনী। নিচের স্তরে বাহিনীকে নির্দেশ দেবে ডিএমজির ফিল্ড লেভেল অফিসাররাই।

আলাদা আলাদা জেলার বিপর্যয়ের প্রকৃতি অনুসারে কি ধরনের প্রস্তুতি রাখা যেতে পারে, সেই সম্পর্কে একটি রূপরেখা তৈরী করবে। পাশাপাশি বিপর্যয়ের সময় করণীয় কর্তব্য সম্পর্কে মানুষকে ধারাবাহিক ভাবে সচেতন করার কাজও করবে।

Source: Millennium Post

 

Across Bengal, estimated loss due to floods across stands at Rs 14,000 Cr: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has said that the estimated loss due to the recent flood in 11 districts in Bengal stands at Rs 14,000 crore. The State Government has sent a report to that effect to the Centre, containing the estimated loss across the state.

According to an official at the state secretariat, Nabanna, over the last four years, the state has spent Rs 1,500 crore to give compensation and to fight the situation after any natural calamity. Unfortunately, despite the state administration writing to the Central Government several times, the Centre has not released any grant to support the State Government during times of such need.

With respect to the recent flood, the official said that while compensation packages were being announced for other states, not even a representative was sent to Bengal by the Centre to take stock of the situation.

However, the State Government had responded without any delay; it started providing all necessary support to the flood-affected farmers. The Chief Minister herself went to the heavily inundated areas across the state and took stock of the situation.

The official said that seeds worth around Rs 10 crore have already been distributed. Sowing of seeds in most of the flood-affected areas in south Bengal is complete and it is going on in North Bengal in full swing.

The official assured that despite the flood, there is nothing to panic with regard to the production of food crops. The target of rice cultivation of around 161 lakh tonne is most likely to be reached.

It may be mentioned that the flood in both north and south Bengal took place due to heavy rainfall from August 12 to 15 and from July 21 to 26. According to government sources, the flood in 11 districts had affected agriculture on around 10.67 lakh acres. Around three lakh houses were completely damaged, around 55,000 were heavily damaged and more than 52,000 were partly affected.

Source: Millennium Post

বন্যায় ক্ষতি ১৪ হাজার কোটি, কেন্দ্রকে চিঠি পাঠাল রাজ্য

রাজ্যে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মর্মে রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ’কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, চলতি বছরে প্রথমে দক্ষিণবঙ্গ এবং তারপরে উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কবলে পড়ে। কৃষিক্ষেত্র ছাড়াও রাস্তা-ঘাট, ব্যক্তিগত সম্পত্তি সবই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়। যার মধ্যে কৃষিক্ষেত্রেই প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত ৪ বছরে রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, চলতি বছরে বন্যার কবলে পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, অসম, বিহার পড়েছে। সেক্ষেত্রে কেন্দ্র ইতিমধ্যে গুজরাতকে ও বিহারকে ৫০০ কোটি টাকা এবং অসমকে দু’হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এবার পশ্চিমবঙ্গও বন্যার ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল

 

Source: Bartaman, Aajkal