Agricultural Marketing Dept: Schemes for storage & transportation of harvest

The Trinamool Congress Government has two schemes for the storage and transportation of harvest – Amar Fasal Amar Gola and Amar Fasal Amar Gari, respectively.

Amar Fasal Amar Gola

Amar Fasal Amar Gola (‘gola’ meaning ‘silo’) was adopted to minimise the post-harvest losses of vegetables and fruits due to the lack of proper storage facilities. Under this scheme, financial assistance is provided to deserving farmers to construct both superior quality traditional structures as well as modern storage structures.

Rs 5,000 is provided for traditional storage structures, Rs 17,329 for permanent, sturdy storage structures and Rs 32,389 for storage structures for onions. From the current financial year, the government will start distributing portable polythene silos (‘dhan gola’) and drying platforms for cereals (‘chatal’).

Amar Fasal Amar Gari

Amar Fasal Amar Gari was initiated to ensure hassle-free transportation of agricultural produce to minimise post-harvest loss. This scheme too is implemented through the granting of financial assistance. A sum of Rs 10,000 is given for buying rickshaw vans. The financial assistance is credited to either the bank account or the Kisan Credit Card (KCC) account of the beneficiary.

These two schemes have been able to solve two major problems that farmers had been having. Every year, the money allocated for these schemes are being increased to gradually cover the whole of the state.

 

Agricultural marketing agencies of the Bengal Govt

There are three agencies under the State Agricultural Marketing Department, whose work it is to ensure that the agricultural produce of the state is marketed according to the rules and regulations. The three are Directorate of Agriculture Marketing, West Bengal State Agricultural Marketing Board and Paschimbanga Agri Marketing Corporation Limited. Their functions are described below.

Directorate of Agricultural Marketing

  • Principal state agency for execution of beneficiary-linked schemes
  • Collecting, through its state-wide network of offices, market prices of various commodities and uploading them on to the Agmarket website on a daily basis
  • Keeping a close watch on price trends
  • Licensing and supervising authority of cold storages

 

West Bengal State Agricultural Marketing Board (WBSAMB)

  • Coordinating, supervising, directing and regulating activities of Regulated Market Committees (RMC)
  • Giving technical approval to the schemes and projects undertaken by Regulated Market Committees in the interest of growers
  • Implementing construction of Krishak Bazaars
  • Constructing market-linking roads and other marketing infrastructure
  • After reorganization and amalgamation of the previous RMCs, 21 district-level RMCs and one subdivision-level RMC have been constituted. Through the implementation of the West Bengal Agricultural Produce Marketing (Regulation) (Amendment) Act, 2017, the State Government has enabled easier direct marketing between growers and producers.

 

Paschimbanga Agri Marketing Corporation Limited (PAMCL)

  • Implementing marketing campaign, in collaboration with Bidhan Chandra Krishi Viswavidyalaya and farmers’ groups, to popularise Gobindobhog and Tulaipanji varieties of rice in India and abroad under the brand, Bangakrishisree
  • Implementing promotional drive for marketing indigenous short-grained aromatic rice varieties like Gobindobhog, Tulaipanji, Kalonunia, Kataribhog, Radhatilak and Radhunipagal
  • Sufal Bangla scheme incorporated in PAMCL for administrative benefits and structural reorientation
  • From Kharif Marketing Season (KMS) 2016-17, collecting paddy from farmers against the mandated minimum support price (MSP) in Bankura and Hooghly districts, through the respective RMCs, acting as their procuring agents

 

রাজ্য সরকারের কৃষি বিপণন সংস্থা

 

রাজ্য কৃষি বিপণন বিভাগের অধীন তিনটি সংস্থা আছে, ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড ও পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড।

 

ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং

কৃষি বিপণনের অধিদপ্তর হল উপভোক্তাদের বিষয়ক সকল দপ্তরের কেন্দ্রীয় দপ্তর। পাশাপাশি বিপণনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এই সংস্থা দৈনিক বাজার দর সংগ্রহ করে এবং বাজার থেকে উৎপাদন জাত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি এই অধিদপ্তর নজর রাখে বাজারদরের গতিপ্রকৃতির ওপর এবং সেই তথ্য তারা AGMARKNET এ নিয়মিত আপলোড করে। এই অধিদপ্তর ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ (লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ১৯৬৬ র অধীনে রাজ্যের সমস্ত কোল্ড স্টোরেজের লাইসেন্সও প্রদান করে থাকে।

 

ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড

ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৭২ বিধির ৩৬ নম্বর ধারা মেনে রাজ্য কৃষি বিপণন বোর্ড গঠন হয়। এই বোর্ডের দায়িত্ব প্রবিধিত বাজার কমিটি গুলির কার্যকলাপের সমন্বয়, রক্ষণাবেক্ষণ, অভিমুখ, প্রবিধান করা

চাষিদের স্বার্থের কথা মাথায় রেখে বিভিন্ন প্রবিধিত বাজার কমিটি গুলির নানারকম প্রকল্পের কারিগরি অনুমোদন দিয়ে থাকে। এই বোর্ড কৃষক বাজার তৈরী করছে। এর পাশাপাশি বিভিন্ন বাজার সংযোগকারী রাস্তা ও বাজারের পরিকাঠামোর দিকেও নজর রাখে এই বোর্ড।

পুরনো সমস্ত প্রবিধিত বাজার কমিটি গুলিকে পুনরায় সংগ্রহিত করে ও একত্রীকরণ করে ২১টি জেলা স্তরের প্রবিধিত বাজার কমিটি ও ১টি মহকুমা স্তরের প্রবিধিত বাজার কমিটি গঠন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং (রেগুলেশন) (আমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৭র প্রজ্ঞাপনের ফলে চাষি ও ক্রেতাদের মধ্যে বিপণন অনেক সহজ হয়েছে।

 

পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড

ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্ট মেনে পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়। এই সংস্থা বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ও চাষি গোষ্ঠীদের সঙ্গে গোবিন্দভোগ ও তুলাইপঞ্জী চালকে ভারতে ও বিদেশে বঙ্গকৃষিশ্রী ব্র্যান্ড নামে জনপ্রিয় করে তুলতে বিপণনের কর্মসূচী শুরু করেছে। এছাড়াও সুগন্ধী চাল যেমন, গোবিন্দভোগ, তুলাইপঞ্জী, কালোনুনিয়া, কাতারিভোগ, রাধাতিলক, রাঁধুনিপাগল চালের প্রচারমূলক ড্রাইভ শুরু করেছে।

প্রশাসনিক সুবিধা ও কাঠামোগত পুনর্বিবেচনার জন্য সুফল বাংলা প্রকল্পও শুরু করেছে এই সংস্থা। ২০১৬-১৭ সালের খারিফ মরশুমে এই সংস্থা বাঁকুড়া ও হুগলী জেলা থেকে প্রবিধিত বাজার কমিটির মাধ্যমে ধান সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত ১১২৯জন চাষির থেকে ৫৯৪৫.৩১২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে যাদের সর্বনিম্ন সমর্থন মূল্য হিসেবে ক্যুইন্টাল পিছু ১৫৫০ টাকা প্রদান করেছে তাদের ব্যাঙ্কে।

 

 

Under Trinamool Congress, agri-business opportunities improving by leaps and bounds

Under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, the agri-business sector is improving by leaps and bounds. Now that Bengal has been more than six years under the current dispensation, opportunities in this sector are more than ever.

A lot of opportunities exist in cold chain infrastructure and food processing laboratories. The State Government has already prepared an agri-horticulture blueprint and identified the areas, especially in infrastructure, which need to be addressed to tap the export potential of various produces. The government has plans to cater to demand-driven supply management for which it is inviting private investment in setting up food processing laboratories.

For the first time, the Agriculture Marketing Department has exported mangoes to Europe and litchis to the Middle-East. Now the department has plans to export fruits to New Zealand, Australia and some other countries.

In the current year, the Horticulture Department has exported to other states vegetables worth more than Rs 500 crore, and has produced about 3 crore tonnes of fruits and vegetables. Cultivation of 150 medicinal plant species has been started. During financial year 2015-16, 1.61 crore tonnes of rice were produced in Bengal.

A policy on design and packaging by the government is also on the anvil. A product sells only when it is packaged properly. Proper packaging also enhances the shelf-life of a product.

The state has exported one lakh metric tonnes of fish this year; the potential for export is three lakh metric tonnes. The production of fish in the state per year is 25,000 tonnes. In the last 3 years, a number of private players have come forward and some projects have already been grounded. The state has ideal conditions for poultry farming.

The Agriculture and Allied Sectors Advisor to the Chief Minister urged private players to contemplate using fish feed effectively in addressing environmental concerns.

 

তৃণমূল সরকারের আমলে কৃষি বিপণনের সুযোগ বেড়েছে উল্লেখযোগ্য ভাবে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ছবছরে এ রাজ্যে কৃষি বিপণন বেড়েছে বহুগুন। এই ছয় বছরে রাজ্যে এই ক্ষেত্রে সুযোগ বেড়েছে প্রচুর।

খাদ্য প্রক্রিয়াকরণ ল্যাবরেটরি ও কোল্ড চেন নির্মাণ পরিকাঠামোয় বিনিয়োগের অনেক সুযোগ আছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষি-উদ্যানপালনের একটি ব্লুপ্রিন্ট তৈরী করেছে এবং সম্ভাবনার জায়গাগুলো চিহ্নিত করেছে। বিশেষ করে পরিকাঠামোতে জোর দিচ্ছে সরকার, যার ফলে বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগ আরও বাড়বে। রাজ্য সরকার চাহিদা অনুযায়ী খাদ্য দ্রব্য যোগান দেওয়ার জন্য খাদ্য প্রক্রিয়াকরণ ল্যাবরেটরিগুলিতে বেসরকারি বিনিয়োগ আহ্বান করার পরিকল্পনা করেছে।

এই প্রথম, কৃষি বিপণন দপ্তর ইউরোপে আম ও মধ্য-প্রাচ্যে লিচু রপ্তানি করছে। এবার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য কিছু দেশে ফল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর।

এই বছর উদ্যানপালন দপ্তর অন্যান্য রাজ্যে ৫০০ কোটি টাকার আনাজ রপ্তানি করেছে। পাশাপাশি ৩ কোটি টন ফল ও আনাজ উৎপাদন করেছে। ১৫০টি ভেষজ উদ্ভিদের চাষ শুরু হয়েছে। ২০১৫-১৬ সালে ১.৬১ কোটি টন ধান উৎপাদন হয়েছে বাংলায়।
রাজ্য সরকার খুব শীঘ্রই একটি ডিজাইন ও প্যাকেজিং নীতি আনতে চলেছে। একটি দ্রব্য তখনই বিক্রি হয়, যখন সেটি ঠিক ভাবে প্যাকিং করা হয়। ভালো প্যাকেজিং করলে দ্রব্যটি অনেকদিন তাজাও থাকে। সেই কারণে এই নীতি খুবই গুরুত্বপূর্ণ।

এবছর ১ লক্ষ টন মাছ রপ্তানি করেছে রাজ্য। প্রতি বছর রাজ্যে মাছের উৎপাদন ২৫০০০ টন। গত তিন বছরে অনেক বেসরকারি উদ্যোগপতি এগিয়ে এসেছে, অনেক প্রকল্প শুরু হয়েছে। রাজ্যে পোলট্রি ফার্মিংএরও বিপুল সুযোগ আছে।

Source: Millennium Post

Bengal Govt facilitating exporting of chillies to Japan

Bengal has started exporting vegetables in larger and large quantities. Over the last one year, the demand for vegetable from Bengal has picked up in many overseas markets. The countries in West Asia have turned into major markets. Plans are on to export to Europe and USA as well.

Now chillies are being planned to be exported to Japan. The Bengal Government is facilitating this export. An official of the organisation conducting the export said that Indian restaurants are popular in Japan. A part of the exports are meant for these restaurants. Another reason for the export is the demand in Japanese cuisine for fresh red chillies (unlike for dry red chillies here).

Also, about 15 per cent of the population of Japan is engaged in agriculture. Hence, a large part of the vegetables and fruits have to be imported.

For all these reasons, chillies from Bengal have a ready market in Japan. According to the State Agriculture Marketing Department, there is potential for exporting 1,000 kg of chillies per day to the East Asian country.

In Bengal, chillies are primarily cultivated in Haldibari, Dhupguri, Kaliaganj, Manikchak, Beldanga, Purbasthali, Memari Egra and Contai.the amount grown far exceed the state’s requirement. So, a good quantity is exported to other states too – Maharashtra, Tamil Nadu and others. Now the growers would get a better price from exporting to other countries.

 

বাংলার লঙ্কার গন্তব্য এবার জাপান

এবার বাংলার লঙ্কা পাড়ি দেবে জাপানে! বছর দুয়েক আগে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের লঙ্কা জাপানে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল একটি জাপানি বেসরকারি সংস্থা। কৃষি বিপণন দফতরের সঙ্গে এত দিন আলোচনা চলছিল। শেষ পর্যন্ত নবান্নের সবুজ সঙ্কেত মিলেছে। তার পরেই কলকাতার এক রপ্তানিকারক সংস্থার সঙ্গে বৈঠক করেন জাপানি প্রতিনিধিরা। সব ঠিক থাকলে খুব শিগগিরই জাপানের বাজার মাতাবে বাংলার লঙ্কা।

কৃষি বিপণন দফতরের হিসেবে, রপ্তানির পথ খুলে গেলে প্রতি দিন গড়ে ১০০০ কেজি লঙ্কা পাঠানোর সুযোগ পাবেন স্থানীয় রপ্তানিকারীরা। সংশ্লিষ্ট মহলের দাবি, জাপানে উন্নত মানের এক কেজি লাল লঙ্কার বাজারদর ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ টাকা। আর এ রাজ্য থেকে লঙ্কা আমদানি করলে খরচ দাঁড়াবে কেজি প্রতি ২১০ টাকা।

চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরবরাহে কোনও ঘাটতি হবে না বলে দাবি রাজ্যের। কৃষি বিপণন দফতরের কর্তারা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে যে পরিমাণ লঙ্কা চাষ হয়, তাতে রাজ্যবাসীর চাহিদা মিটিয়েও তামিলনাড়ু, মহারাষ্টের মতো বেশ কয়েকটি রাজ্যে রপ্তানি হয় ফি বছর।

মূলত হলদিবাড়ি, ধূপগুড়ি, কালিয়াগঞ্জ, মানিকচক, বেলডাঙা, পূর্বস্থলী, মেমারি, এগরা ও কাঁথিতে লঙ্কার চাষ হয়। এক সময় সাগরে প্রচুর লঙ্কা হত। কিন্তু ইদানীং সেখানকার চাষিরা অন্য চাষে মন দেওয়ায় লঙ্কার পরিমাণ ও মান দুই-ই পড়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে বাংলার লঙ্কার জোগান কিছুমাত্র কমেনি। এমনকী, খ্যাতি ছড়িয়েছে সাগরপারেও।

Source: Anandabazar Patrika