mati utsab

Krishi Melas to act as platforms for farmers to interact with govt officials

The Bengal Agriculture Department is going to set up a platform through which farmers can interact directly with government officials and convey the problems they are facing.

The department is going to organise Krishi Melas in every district from November 25 to December 25. At these fairs, among other things, officials will interact with farmers to know whether they are getting all sorts of benefits on time and whether they are facing any problems. In case a problem relates to any other department, it will be conveyed to the concerned department. Farmers can also give suggestions to the officials.

According to an official, it will be of great help for farmers as their problems will be solved within a short time span and they would not have to suffer due to lack of suggestions.

 

কৃষিমেলায় কৃষকদের সঙ্গে আলোচনার জন্য তৈরী হবে মঞ্চ

কৃষকের সঙ্গে আলোচনা করেই কৃষিকাজ এগিয়ে নিয়ে যেতে চায় কৃষি দপ্তর। সে কারণেই এবার ব্লকে ব্লকে কৃষিমেলায় কৃষকদের সঙ্গে আলোচনার জন্য মঞ্চ তৈরী হবে। যেখানে কৃষকরা তাঁদের মতামত দেবে। তাঁদের পরামর্শ, অভাব অভিযোগ, সমস্যা শুনেই সমাধানের পথ বের করবে কৃষিদপ্তর।

কৃষকদের প্রাধান্য দিয়েই কাজ করা হবে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ২৫ নভেম্বর থেকে ব্লকে ব্লকে কৃষিমেলা শুরু হবে। সেখানে কৃষকদের কাছ থেকে মতামত ও পরামর্শ নেওয়া হবে। প্রতি মেলার জন্য খরচ হবে ২ লক্ষ ২০ হাজার টাকা। আমরা চাই, কৃষকদের মতামত নিয়েই বাংলার কৃষিক্ষেত্রে অগ্রগতি হোক। কৃষকদেরও উন্নতি চান মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত বছর এই মেলার জন্য খরচ ধরা হয়েছিল ১ লক্ষ ৮০ হাজার টাকা। এবার সেই বরাদ্দ বাড়ানো হয়েছে।

এবার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩২ লক্ষ ৯ হাজার কৃষক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১১৮১ কোটি ৩৯ লক্ষ টাকা ওই ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে। সেই সঙ্গে বন্যায় দক্ষিণবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩১৪ কোটি এবং উত্তরবঙ্গের কৃষকদের জন্য ৬৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কৃষকদের সার, বীজ দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও গড়িমসি না হয়, তার জন্য নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী। কৃষকদের কৃষিকাজে যাতে ব্যাংকের তরফে সবরকম সাহায্য করা হয়, তার জন্য অনুরোধ করা হয়েছে।

Source: Millennium Post