State Govt boost to research with ‘Gobeshonay Bangla’ scheme

The State Government has come up with a special scheme for enabling college and university professors to conduct research in subjects of their choice, under which such researchers will get grants and all facilities for conducting their research. The scheme is called Gobeshonay Bangla.

Teachers interested in conducting research have to send detailed applications to the Education Department by September 15. After that, a special committee of the department will decide who would be given the grants.

There are a few conditions for getting the grants. The primary one is that the research has to be conducted in the State.

Topics related to agriculture, fisheries, animal husbandry, biotechnology, vocational and technical training, environment and a few others would be given special stress on while deciding grants.

Opportunities would also be given for travelling to foreign countries for research.

Cooperatives to offer interest subsidy for long-term loans to farmers

The Bengal Government has decided to give interest subsidy for long-term loans to farmers from cooperatives.

This was a recent suggestion of the State Level Monitoring Committee for Cooperative Sector, a high-powered committee set up last January to look into the matter of extending banking facilities to more rural areas and into other areas to improve the cooperative sector.

Interest subsidy for short-term loans is already being extended to farmers. Now the same would be given for long-term loans. It will ensure further development of the State in the agriculture sector.

The Trinamool Congress Government has given a new lease of life to the State’s agriculture sector. Decisions like waiving tax on agricultural land and helping farmers with modern tools, and many others, have ensured an increase in the yield of numerous crops, helping the State bag the Central Government’s Krishi Karman Award for five consecutive years.

For the welfare of farmers, old-age pension – to those above 60 years – is being given. The number of recipients was recently decided to be increased, as well as the amount – from 69,000 to 1 lakh, and from Rs 650 to Rs 750 per month to Rs 1,000, respectively.

Source: Millennium Post

Bengal Govt to come up with ‘water budget’ for agriculture and industry

To further augment the progress of the agriculture and industry sectors, the Bengal Government has decided to create a ‘water budget’, arrived at by calculating the block-wise requirements of water for various activities related to the two sectors.

Scientists of IIT Kharagpur will assist the Government. Technology, such as satellite imaging, will be used to ascertain the amount of groundwater, as well as underground water, at any place.

The water budget includes listing of the amount of water resources available. According to a senior State Government official, there is no central database where this information can be accessed. Hence, the need for such a database.

The official pointed out that 7,966 crore square metres of water is available annually in the State, whereas the demand has already crossed 9,100 crore square metres. Moreover, in 33 blocks, the level of underground water had fallen to dangerous levels.

According to the official, there are two ways to increase the pace of industrial growth through a water budget: firstly, where there is less water available, to encourage the setting up of industries that require less water, and secondly, to optimise the requirement of water through the introduction of technology and rationalisation.

 

কৃষি -শিল্প উন্নয়নে রাজ্যে ব্লক-ভিত্তিক জল বাজেট

রাজ্যে শিল্পায়নে গতি আনতে এবং কৃষি উৎপাদন বাড়াতে ব্লক-ভিত্তিক জলের বাজেট তৈরী করছে রাজ্য সরকার৷ কৃষি ও শিল্প – উভয় ক্ষেত্রের বিকাশেই জল অত্যন্ত প্রয়োজনীয়৷

রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর এই কাজে বিশেষজ্ঞ হিসাবে আইআইটি-খড়গপুর-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে৷ তারাই তৈরী করবে ওই কার্য পরিকল্পনা৷ জল সংক্রান্ত সমস্ত দপ্তরের থেকে তথ্য নিয়ে তা বিশ্লেষণ করে চূড়ান্ত রিপোর্ট তৈরী করা হবে৷ ভূগর্ভস্থ জলস্তর কোথায় কী অবস্থায় রয়েছে, তা জানতে উপগ্রহ থেকে ছবিও তোলা হবে৷

রাজ্য প্রশাসনের এক অধিকর্তা বলেন, ‘আমাদের লক্ষ্য ব্লক-ভিত্তিক জল বাজেট তৈরী-যেখানে বলা থাকবে, জলের সূত্র, মোট সরবরাহ ও চাহিদার পরিমাণ৷ বর্তমানে রাজ্যে জল সংক্রান্ত কোনও কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার নেই৷ এই প্রকল্পে সেই কাজই করা হবে৷ আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্টটি তৈরী হয়ে যাবে বলে আমরা আশা করছি৷’

পশ্চিমবঙ্গের ৩৩টি ব্লকে ভূগর্ভস্থ জলস্তর আংশিক বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছে৷ রাজ্য সরকারের এক আধিকারিকের কথায়, ‘পশ্চিমবঙ্গে বছরে মোট ৭,৯৬৬ কোটি বর্গ মিটার জল মেলে৷ সেখানে চাহিদার পরিমাণ ৯১০০ কোটি বর্গ মিটার ছাড়িয়ে গিয়েছে৷

তিনি আরও বলেন, ‘দু’ভাবে জল বাজেট দিয়ে শিল্পায়নের গতি বাড়ানো সম্ভব৷ প্রথমত, যেখানে জলের অভাব সেখানে কম জল প্রয়োজন এমন শিল্প গড়া যেতে পারে৷ অন্য দিকে, ধরা যাক দুটি বিদ্যুত্ ইউনিট রয়েছে, যার একটিতে দিনে ১০০০ গ্যালন জল লাগে এবং অন্যটিতে লাগে তার পাঁচগুণ৷ সে ক্ষেত্রে দ্বিতীয় ইউনিটটিকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জলের চাহিদা কমানোর জন্য তখনই বলা সম্ভব, যখন আমাদের হাতে গোটা রাজ্যের ব্লক-ভিত্তিক একটি জলের বাজেট থাকবে৷ ’

 

Farmers’ income in Bengal has increased more than 2.5 times in 6 years

The condition of farmers in Bengal now is a far cry from the Left Front days. Over the last six years, the average annual income of farmers has increased by more than 2.5 times. From Rs 91,011 during financial year (FY) 2010-11, it has become Rs 2,39,123 during 2016-17 – an increase by 2.63 times.

This is the result of Chief Minister Mamata Banerjee’s thrust to the agriculture sector, a sector on which the majority of the people depend. For six years in a row, the latest being in 2017, the Bengal Government has received the Krishi Karman Award for highest production in different crops.

The biggest reason for the success in agriculture is the mapping of the soil introduced by the Trinamool Congress Government. As a result, farmers know exactly what to sow when. Then, the government is regular about buying at from farmers at minimum support price (MSP). It is building more warehouses, which is enabling much higher storage capacities of various crops, and hence higher buying capacities by the government.

Not just that, on Mamata Banerjee’s instructions, compensation is paid promptly to farmers whose crops are affected by natural disasters.

Source: Sangbad Pratidin

বাম আমলের তুলনায় রাজ্যে কৃষকের আয় বেড়েছে আড়াই গুণ

বিগত বাম আমলের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকের আয় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

আর্থিক সমীক্ষায় জানা গিয়েছে, ২০১০-’১১ আর্থিক বছরে একজন কৃষকের বার্ষিক গড় আয় ছিল ৯১ হাজার ১১ টাকা। ছ’বছর বাদে অর্থাৎ ২০১৬-’১৭ সালে সেই কৃষকেরই বার্ষিক গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা।

কৃষকদের আয় বাড়ানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য। সেই কারণেই কৃষিজমিতে বহু ফসলি চাষের উপরে জোর দেওয়া হয়েছে। অনাবাদী জমিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিতে বিশেষ জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকদের বিনা পয়সায় বীজ, সার এবং যন্ত্রপাতি দিচ্ছে রাজ্য সরকার। আবার বাংলার ফসল বিমা যোজনায় কৃষকদের প্রিমিয়াম দিচ্ছে রাজ্য সরকার। যা আর কোনও রাজ্য করেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা শুরু হয়েছে। এ বছর বরাদ্দ হয়েছে ১,১৮১ কোটি টাকা। নানাভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে এই সরকার। তার ফলে কৃষকদের আয় বেড়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী দাবি করেন। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৭১.২৩ লক্ষ কৃষক রয়েছেন, তার মধ্যে ৯৬ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উৎপাদিত পণ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরপর ছ’বার কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ধান উৎপাদনে অগ্রণী ভূমিকায় রয়েছে এই রাজ্য। ডাল, ভুট্টা, তৈলবীজ উৎপাদনে অন্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ।

কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যই হল, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করা। আর সে কারণেই গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। ১০০ দিনের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তার হাল ভালো করা হয়েছে। জমিতে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কৃষিযন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন (এফএসএসএম) প্রকল্প চালু হয়েছে। এমনকী কৃষি যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্র চালুর জন্য কৃষি দপ্তরকে প্রকল্প ব্যয়ের ৪০ শতাংশ অনুদান দিচ্ছে রাজ্য সরকার।

Bengal Govt to take steps to encourage cultivation on fallow land

The Bengal Government has decided to advice farmers on ways to cultivate land generally considered uncultivable or which are lying fallow.

The Agriculture Department is going to hold a meeting with its officials posted in different districts to ensure that not even one cottah of land in its 194 farms lie unused. There are many farms where land is vacant and so directions will be given to cultivate something those plots.

According to a senior departmental official, if nothing can be cultivated, it will be advised to plant at least lemon trees; anything to ensure land doesn’t lie vacant.

There are also 300 ponds in the 194 farms. A letter has already been given to the Fisheries Department to ensure cultivation of fish in the ponds.

Recently too, the State Agriculture Department coordinated a meeting with all other allied departments in which sabhadipatis from all the districts were present. Most of the sabhadipatis appreciated the move of organising this co-ordination meeting.

Source: Millennium Post

অনাবাদী জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা নিয়েছে মমতার সরকার

অনাবাদী জমিকে চাষযোগ্য করে তুলতে পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার কৃষি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে এখনও বহু জমি অনাবাদী রয়েছে। প্রতিটি জমিকে চাষযোগ্য করতে হবে। তা ডালশস্য হোক বা অন্য কোনও ফসল, সেখানে চাষ করার ব্যবস্থা করতে হবে। কিছু না হোক কাগজী লেবুর চাষ যাতে করা যায়, তার পরিকল্পনা করতে হবে। কোনও ভাবেই ফেলে রাখা যাবে না। কৃষিতে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত সিঙ্গুরের অনাবাদী হয়ে যাওয়া জমিকেও মাত্র ছ’মাসের মধ্যে চাষযোগ্য করে ফসল ফলানোর উদাহরণ হয়েছে এই কৃষি দপ্তরের।

কৃষিখামারেও অনেক জমি পড়ে রয়েছে। সেই জমিকেও ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ১৯৪টি কৃষি খামার রয়েছে। সেখানে বহু জমি অনাবাদী রয়েছে। সেই সঙ্গে কৃষি খামারের মধ্যে থাকা পুকুরেও মাছ চাষের জন্য মৎস্য দপ্তরকে বলা হয়েছে বলে কৃষিমন্ত্রী বলেন। খুব শীঘ্রই কৃষি খামারের অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। সেখানেও যাতে নানা ধরনের চাষ করা যায়, তার জন্য বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান, কৃষকদের আরও চাষের সুবিধা করে দিতে। কৃষিপণ্য উৎপাদনে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাক।

Bengal Govt facilitating exporting of chillies to Japan

Bengal has started exporting vegetables in larger and large quantities. Over the last one year, the demand for vegetable from Bengal has picked up in many overseas markets. The countries in West Asia have turned into major markets. Plans are on to export to Europe and USA as well.

Now chillies are being planned to be exported to Japan. The Bengal Government is facilitating this export. An official of the organisation conducting the export said that Indian restaurants are popular in Japan. A part of the exports are meant for these restaurants. Another reason for the export is the demand in Japanese cuisine for fresh red chillies (unlike for dry red chillies here).

Also, about 15 per cent of the population of Japan is engaged in agriculture. Hence, a large part of the vegetables and fruits have to be imported.

For all these reasons, chillies from Bengal have a ready market in Japan. According to the State Agriculture Marketing Department, there is potential for exporting 1,000 kg of chillies per day to the East Asian country.

In Bengal, chillies are primarily cultivated in Haldibari, Dhupguri, Kaliaganj, Manikchak, Beldanga, Purbasthali, Memari Egra and Contai.the amount grown far exceed the state’s requirement. So, a good quantity is exported to other states too – Maharashtra, Tamil Nadu and others. Now the growers would get a better price from exporting to other countries.

 

বাংলার লঙ্কার গন্তব্য এবার জাপান

এবার বাংলার লঙ্কা পাড়ি দেবে জাপানে! বছর দুয়েক আগে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের লঙ্কা জাপানে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল একটি জাপানি বেসরকারি সংস্থা। কৃষি বিপণন দফতরের সঙ্গে এত দিন আলোচনা চলছিল। শেষ পর্যন্ত নবান্নের সবুজ সঙ্কেত মিলেছে। তার পরেই কলকাতার এক রপ্তানিকারক সংস্থার সঙ্গে বৈঠক করেন জাপানি প্রতিনিধিরা। সব ঠিক থাকলে খুব শিগগিরই জাপানের বাজার মাতাবে বাংলার লঙ্কা।

কৃষি বিপণন দফতরের হিসেবে, রপ্তানির পথ খুলে গেলে প্রতি দিন গড়ে ১০০০ কেজি লঙ্কা পাঠানোর সুযোগ পাবেন স্থানীয় রপ্তানিকারীরা। সংশ্লিষ্ট মহলের দাবি, জাপানে উন্নত মানের এক কেজি লাল লঙ্কার বাজারদর ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ টাকা। আর এ রাজ্য থেকে লঙ্কা আমদানি করলে খরচ দাঁড়াবে কেজি প্রতি ২১০ টাকা।

চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরবরাহে কোনও ঘাটতি হবে না বলে দাবি রাজ্যের। কৃষি বিপণন দফতরের কর্তারা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে যে পরিমাণ লঙ্কা চাষ হয়, তাতে রাজ্যবাসীর চাহিদা মিটিয়েও তামিলনাড়ু, মহারাষ্টের মতো বেশ কয়েকটি রাজ্যে রপ্তানি হয় ফি বছর।

মূলত হলদিবাড়ি, ধূপগুড়ি, কালিয়াগঞ্জ, মানিকচক, বেলডাঙা, পূর্বস্থলী, মেমারি, এগরা ও কাঁথিতে লঙ্কার চাষ হয়। এক সময় সাগরে প্রচুর লঙ্কা হত। কিন্তু ইদানীং সেখানকার চাষিরা অন্য চাষে মন দেওয়ায় লঙ্কার পরিমাণ ও মান দুই-ই পড়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে বাংলার লঙ্কার জোগান কিছুমাত্র কমেনি। এমনকী, খ্যাতি ছড়িয়েছে সাগরপারেও।

Source: Anandabazar Patrika